HP.Creation

HP.Creation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from HP.Creation, Digital creator, Kalabaga.

পদ্মফুল, জলের রানি,গোলাপি রূপে ছড়াও আলোর বানী।কাদার মাঝেও তুমি অমলিন,শান্তি আর ভালোবাসার চিরদিন।ভোরের আলোয় ফোটো, ছড়াও...
17/06/2025

পদ্মফুল, জলের রানি,
গোলাপি রূপে ছড়াও আলোর বানী।
কাদার মাঝেও তুমি অমলিন,
শান্তি আর ভালোবাসার চিরদিন।

ভোরের আলোয় ফোটো, ছড়াও সুবাস,
যেন প্রকৃতি করে তোমার দীর্ঘশ্বাস।
সুন্দর তুমি, পবিত্রতার প্রতীক,
পদ্মফুলের শোভায় মন মুগ্ধ দিক।

13/06/2025

জিল্লু কোপা 🌙🌙 🐄🐄🌙🌙

🌙🌙  EID UL-ADHA  MUBARAK 🌙🌙
06/06/2025

🌙🌙 EID UL-ADHA MUBARAK 🌙🌙

19/05/2025

আন্দোলন আর আন্দোলন
# আন্দোলন

16/05/2025

"তোমার ছোঁয়ায় ভিজে যাই"
বৃষ্টির ধারা নামে নীরব অভিমানে,
তোমার নাম জেগে ওঠে মনের আনাচে কানাচে।

জানালার পাশে বসে গুনছি ফোঁটার তালে,
তোমার অনুপস্থিতি আমার কাঁধে হিম শীত নামায়।

চাইছিলাম—এক কাপ চা, আর তোমার হাত,
বৃষ্টির ছায়ায় দুই চোখে প্রেমের কথার প্রভাত।

তোমার ছোঁয়ায় যদি এই ফোঁটা গলে,
ভেজা মাটি থেকেও ফুল ফুটে চলে।

💝💔💝

15/05/2025

সবুজ অরণ্যের গভীরে লুকানো পথ,
কোথাও যেন হাতছানি দেয় কোনো অখ্যাত জগৎ।
প্রাচীন ইটের দেয়াল, লতানো পাতায় ঢাকা,
রহস্যের আবরণে যেন স্বপ্ন আঁকা।

ঝুলে থাকা লতাগুলো, যেন কালের নীরব সাক্ষী,
তাদের স্পর্শে যেন মিশে আছে কোনো দূর অতীত।

মাটির পথে পায়ের চিহ্ন, কার পদধ্বনি শোনা যায়?
অজানা গন্তব্যের দিকে মন ছুটে যেতে চায়।
দূরে সবুজ মাঠ, যেখানে আলোছায়ার খেলা,
যেন কোনো গুপ্তধনের ইঙ্গিত দেয় সে মেলা।

আকাশের ধূসর রঙ, এক ভিন্ন আবহ সৃষ্টি করে,
যেন কোনো রোমাঞ্চ অপেক্ষা করছে পথের বাঁকে মোড়ে।
এই নীরবতা ভরা পথে, হৃদয়ে জাগে শিহরণ,

কোনো অপ্রত্যাশিত ঘটনার অপেক্ষায় ব্যাকুল মন।
প্রকৃতির এই শান্ত রূপ, ধারণ করে গভীর ভাষা,
যা খুঁজে নিতে সাহস লাগে, বাঁধতে পারে নতুন নেশা।

💝💝💖💖

14/05/2025

ধানমন্ডি আড়ং এর বেসমেন্ট 🫡

10/04/2024

Me jis din bhi apko dekhu...Use din meri Eid hoti hai...💝🌙💘

সবাইকে ঈদের শুভেচ্ছা 💝❤️‍🔥تَقَبَّلَ اللَّهُ مِنَّ وَ مِنْكُمْতাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
10/04/2024

সবাইকে ঈদের শুভেচ্ছা 💝❤️‍🔥
تَقَبَّلَ اللَّهُ مِنَّ وَ مِنْكُمْ
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

Ramadan Mubarak  TO Everyone In The WORLD 💝💞
11/03/2024

Ramadan Mubarak TO Everyone In The WORLD 💝💞

08/03/2024

বন্ধু যখন আম্বানির পুতের বিয়ের দাওয়াত পায় 😆😉

Address

Kalabaga

Website

Alerts

Be the first to know and let us send you an email when HP.Creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share