ইমন

ইমন পৃথিবীর শ্রেষ্ঠ আদালত মানুষের বিবেক।
(1)

যখন খুব বেশি নিজের জন্মভূমিটাকে মিস করে মন খারাপ হয়।গ্যালারিতে ঘুরে ঘুরে এই ছবি গুলো দেখি।
19/07/2025

যখন খুব বেশি নিজের জন্মভূমিটাকে মিস করে মন খারাপ হয়।গ্যালারিতে ঘুরে ঘুরে এই ছবি গুলো দেখি।

এই পিঠার নাম কেউ বলতে পারবেন?
19/07/2025

এই পিঠার নাম কেউ বলতে পারবেন?

19/07/2025

যারা ফেজবুক এ কাজ করেন যে কোন পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন!জামায়াতে ইসলামীর খুলনা জেলা দাকোপ উপজেলা আমীর মাও: আবু সাঈদ ভাই আজকের সমাবেশে আসা...
19/07/2025

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন!

জামায়াতে ইসলামীর খুলনা জেলা দাকোপ উপজেলা আমীর মাও: আবু সাঈদ ভাই আজকের সমাবেশে আসার সময়
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন। (গ্রাম: ষোলোহালিয়া, কয়রা, খুলনা)

মরহুমের আত্নার মাগফিরাত কামনা করছে এবং শোকসংশপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।

প্রিয় আমাদের শরীয়তপুর জেলার ভেদরগঞ্জবাসীপ্রায় ৪২বছর পর পাকিস্তান থেকে পরিবারের সন্ধান করছে বাংলাদেশের ফরিদা-বেগম।সংক্ষিপ...
19/07/2025

প্রিয় আমাদের শরীয়তপুর জেলার ভেদরগঞ্জবাসী
প্রায় ৪২বছর পর পাকিস্তান থেকে
পরিবারের সন্ধান করছে বাংলাদেশের ফরিদা-বেগম।
সংক্ষিপ্ত আকারে বিস্তারিত --
নাম- ফরিদ বেগম-।
পিতা- আব্দুল খালেক -।
মাতা- আমেনা-।
ভাই- আবুল কালাম- ও আবুল হোসেন
বোন- শাহিদা-।
,
১৯৮৩/৮৪ সালের কোন একটা সময় ১০ বছর বয়সে ঢাকা থেকে কি*"ডন্যাপ হয়ে পাকিস্তানের পা*"চার হয়ে যায় ফরিদা,
বাবার চাকরির সুবাদে ঢাকায় থাকতেন বেশিরভাগ,
ফরিদা বেগম জানান, মাঝেমধ্যে ঢাকা থেকে লঞ্চে করে বাড়ি যেতেন ভেদরগঞ্জ নামের ঘাটে নামতেন সেখান থেকে ছোট নৌকা বা ট্রলারে নিজ গ্রামে যেতেন
ঢাকায় বসবাস করায় নিজ গ্রামের নাম পুরোপুরি মনে না থাকলেও ফরিদপুর অথবা এই ধরনের কোন গ্রামে তাদের বাড়ি ছিল তাদের বাড়ির পাশে খাল ছিল।
জীবনের লম্বা সময় পাকিস্তানের বসবাসরত ফরিদা এখন বাংলা ভাষা ও ভুলে গিয়েছেন।
পাকিস্তানে পা*-চার হবার ২/৩ বছরের মধ্যে বিয়ে হয় ফরিদার বর্তমানে ছেলে মেয়ে স্বামী সংসার নিয়ে বসবাস করছেন পাকিস্তানের লিয়াকতপুরে
বৃদ্ধ বয়সে এসে ফরিদার জীবনের শেষ ইচ্ছা বর্তমান প্রযুক্তি ও সোশ্যাল মিডিয়ার যুগে অন্তত নিজের পরিবার পরিজনের সাথে একবার কথা বলা ও এক নজর দেখা।।।
কোন রকম তথ্য দিয়ে সহায়তা করতে পারলে,
কল করুন= 01779058263
অথবক ইমো হোয়াটসঅ্যাপ
+971527948857.

কালেন্টেড

যদি এমন হয় আপনি কাদের সমর্থন করবেন??
18/07/2025

যদি এমন হয় আপনি কাদের সমর্থন করবেন??

প্রবাসীরা চিনবে এগুলো কি??
18/07/2025

প্রবাসীরা চিনবে এগুলো কি??

১৮ জুলাই ফ্রি ইন্টারনেট ডে।
18/07/2025

১৮ জুলাই ফ্রি ইন্টারনেট ডে।

17/07/2025

মানুষ যত বড় হয়।তার দায়িত্ব ততো বেড়ে যায়।

অনেকের কাছে সোনার হরিন।আমার কাছে ঘোড়ার ডিম।content monetization..
17/07/2025

অনেকের কাছে সোনার হরিন।
আমার কাছে ঘোড়ার ডিম।
content monetization..

Address

Kalabaga

Telephone

+97336870572

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইমন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ইমন:

Share