Toha Fashion- তোহা ফ্যাশন

Toha Fashion- তোহা ফ্যাশন Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Toha Fashion- তোহা ফ্যাশন, Media/News Company, Kalabaga.

17/01/2025
Source :Ekattor Tv
16/01/2025

Source :Ekattor Tv

সূত্র : এনটিভি নিউজ
16/01/2025

সূত্র : এনটিভি নিউজ

আগে জানা ছিল না টু-পিস দুজন ভাগ করে পড়া যায়!😆
20/11/2023

আগে জানা ছিল না টু-পিস দুজন ভাগ করে পড়া যায়!😆

পরিক্ষা চলছিলো স্যার গার্ড দিচ্ছেন কড়া ভাবে..!🥹🫰হঠাৎ কেল্টু box থেকে, নকলটা বার করে লিখতে শুরু করলো,স্যারের চোখে সেটা ধ...
29/08/2023

পরিক্ষা চলছিলো স্যার গার্ড দিচ্ছেন কড়া ভাবে..!🥹🫰

হঠাৎ কেল্টু box থেকে, নকলটা বার করে লিখতে শুরু করলো,

স্যারের চোখে সেটা ধরা পড়ে গেলো।☹️☹️

উনি উঠে এসে কেল্টুর হাত থেকে নকলটা নিয়ে পড়তে লাগলেন। তারপর সেটা নিয়ে চেয়ারে বসে পরলেন।😐😐

তিন ঘন্টা পরিক্ষা চললো, কিন্তু স্যার আর কোনোভাবেই চেয়ার ছেড়ে উঠলেন না।🙁🙁

এই সুযোগে সবাই মন ভরে নকল করে পরিক্ষা দিলো..!😊😊

পরিক্ষা শেষে,সবাই প্রশ্ন করলো""কিরে কেল্টু তোর নকলে কি লেখা ছিলো, যে স্যার তিন ঘন্টা চেয়ার ছেড়ে উঠলেনই না😒😒

-কেল্টু তিন সেন্টিমিটার হেসে বললো..!😁😁

-আরে ওটা নকল ছিলো না। 🫤🫤

-ওটাতে লেখা ছিলো "স্যার আপনার পেন্টের পিছনের সেলাইটা খুলে গেছে"..!🥲🥲🥲

এক আপুর টাইমলাইন থেকে নেয়াখবরদার কেউ হাসবেননা কিন্তু 😒...শ্বশুরবাড়িতে ঘটে যাওয়া কিছু লজ্জা জনক ঘটনা😐...১. একবার বরের বা...
23/08/2023

এক আপুর টাইমলাইন থেকে নেয়া

খবরদার কেউ হাসবেননা কিন্তু 😒...

শ্বশুরবাড়িতে ঘটে যাওয়া কিছু লজ্জা জনক ঘটনা😐...

১. একবার বরের বাইকের শব্দ শুনে রুমের দরজার পেছনে লুকিয়ে ছিলাম তারে ভয় দেখাতে!! পায়ের আওয়াজ শুনে "ভাউউউ" করে এক চিৎকার করার পর দেখি বরের জায়গায় শ্বশুর দাড়িয়ে🙂..
বরের সাথে একি বাইকে বাসায় ফেরায়, বরের আগেই তিনি আমার রুমে এসেছিলেন, আমার পছন্দের সিঙ্গারা দিতে😑..

২. সবসময় আমি ওয়াশরুমে ঢুকলেই বর লাইট অফ
করে ভীষণ বিরক্ত করে। সেদিন সে বাথরুমে ঢুকেছে,,কাজেই চেঁচামেচি ও করতে পারবে না! এই ভেবে বাথরুমের , লাইট অফ করে ফিসফিস করে বলছিলাম,"

" কি রে আজাদের পোলা এবার কেমন লাগে?" ভেতর থেকে মামাশ্বশুর উত্তর দিলো,"মা, আমি কালামের পোলা"!!
এবার লাইট টা দে😐....

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
14/08/2023

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

  - #তোহা_ফ্যাশন এক লোক একটি হাতিকে ধাক্কা দিয়ে সিঁড়ি দিয়ে উপরে তুলছে। এমন নয় যে, লোকটির ধাক্কায় হাতিটি উপরে উঠে যা...
10/08/2023

- #তোহা_ফ্যাশন
এক লোক একটি হাতিকে ধাক্কা দিয়ে সিঁড়ি দিয়ে উপরে তুলছে।
এমন নয় যে, লোকটির ধাক্কায় হাতিটি উপরে উঠে যাবে।
আসলে লোকটি হাতির পেছনে হাত রাখাতে' হাতিটি বুঝতে পারছে তাকে সাপোর্ট দেয়ার জন্য কেউ আছে।
এই ভরসায় হাতিটি সিঁড়ি বেয়ে উপরে উঠতে সক্ষম হবে।
এটাই প্রেরণা ....
জীবনে প্রত্যেক টা সফল মানুষের পিছনে একটা গল্প থাকে।
আমাদের মধ্যে এমন অনেক লোক আছেন যারা ব্যর্থ হয়েছেন!
কারণ তাদের সমর্থন বা উৎসাহ দেওয়ার মতো কেউ ছিলো না।
কখনো কখনো উঠে দাঁড়ানোর জন্যেও কারো হাত লাগে।
আমরা অন্যকে সহযোগিতা করতে সক্ষম নাও থাকতে পারি, তবে কারো কঠিন সময়ে তার পাশে থেকে উৎসাহ নিশ্চয়ই দিতে পারি।
ভালোবাসা, ইতিবাচক সহযোগিতা এবং ভরসার মাধ্যমে যদি কেউ উঠে দাঁড়াতে পারে,
কারো জীবন পরিবর্তন হয়, এর চেয়ে উত্তম কাজ আর কিছু নেই।❤️❤️

ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।

Address

Kalabaga

Website

Alerts

Be the first to know and let us send you an email when Toha Fashion- তোহা ফ্যাশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share