Enamul Haque Enam - এনামুল হক এনাম

Enamul Haque Enam - এনামুল হক এনাম Digital Service Provider

আল্লাহ যেন আমাদের উপর আর কোন নারী এবং জালিমকে চাপিয়ে না দেন। মনটাই ভরে যায়, কত চমৎকার দৃশ্য!
31/03/2025

আল্লাহ যেন আমাদের উপর আর কোন নারী এবং জালিমকে চাপিয়ে না দেন। মনটাই ভরে যায়, কত চমৎকার দৃশ্য!

সকলকে ঈদের শুভেচ্ছা!
30/03/2025

সকলকে ঈদের শুভেচ্ছা!

কুরআন থেকে ৫০ টি উপদেশবাণী১। তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না। [সূরা বাকারা ২:৪২]২। সৎকার্য নিজে সম্পাদন করার পর...
27/01/2025

কুরআন থেকে ৫০ টি উপদেশবাণী

১। তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না। [সূরা বাকারা ২:৪২]

২। সৎকার্য নিজে সম্পাদন করার পর অন্যদের করতে বলো। [সূরা বাকারা ২:৪৪]

৩। পৃথিবীতে বিবাদ-বিশৃঙ্খলা সৃষ্টি করো না। [সূরা বাকারা ২:৬০]

৪। কারো মসজিদ যাওয়ার পথে বাধা সৃষ্টি করো না। [সূরা বাকারা ২:১১৪]

৫। সে হুকুমের আনুগত্য কর যা আল্লাহ তা’আলা নাযিল করেছেন। [সূরা বাকারা ২:১৭০]

৬। প্রতিশ্রুতি ভঙ্গ করো না। [সূরা বাকারা ২:১৭৭]

৭। ঘুষে লিপ্ত হয়ো না। [সূরা বাকারা ২:১৮৮]

৮। যারা তোমাদের সঙ্গে লড়াই করবে, তাদের সঙ্গে তোমরা লড়াই করো। [সূরা বাকারা ২:১৯০]

৯। লড়াইয়ের বিধি মেনে চলো। [সূরা বাকারা ২:১৯১]

১০। অনাথদের রক্ষণাবেক্ষণ করো। [সূরা বাকারা ২:২২০]

১১। রজঃস্রাব কালে যৌনসঙ্গম করো না। [সূরা বাকারা ২:২২২]

১২। শিশুকে পূর্ণ দুই বছর দুগ্ধপান করাও। [সূরা বাকারা ২:২৩৩]

১৩। সৎগুণ দেখে শাসক নির্বাচন করো। [সূরা বাকারা ২:২৪৭]

১৪। দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। [সূরা বাকারা ২:২৫৬]

১৫। প্রতিদান কামনা করে দাতব্য বিনষ্ট করো না। [সূরা বাকারা ২:২৬৪]

১৬। প্রয়োজনে তাদের সহযোগিতা করো। [সূরা বাকারা ২:২৭৩]

১৭। সুদ ভক্ষণ করো না। [সূরা বাকারা ২:২৭৫]

১৮। যদি ঋণী অভাবগ্রস্ত হয়তবে তাকে সচ্ছলতা আসা পর্যন্ত সময় দাও। [সূরা বাকারা ২:২৮০]

১৯। ঋণের বিষয় লিখে রাখো। [সূরা বাকারা ২:২৮২]

২০। আমানত রক্ষা করো। [সূরা বাকারা ২:২৮৩]

২১। গোপন তত্ত্ব অনুসন্ধান করো না এবং পরনিন্দা করো না। [সূরা বাকারা ২:২৮৩]

২২। সমস্ত নবির প্রতি বিশ্বাস স্থাপন করো। [সূরা বাকারা ২:২৮৫]

২৩। সাধ্যের বাইরে কারো উপর বোঝা চাপিয়ে দিও না। [সূরা বাকারা ২:২৮৬]

২৪। তোমরা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ো না। [সূরা আল-ইমরান ৩:১০৩]

২৫। ক্রোধ সংবরণ করো। [সূরা আল-ইমরান ৩:১৩৪]

২৬। রূঢ় ভাষা ব্যবহার করো না। [সূরা আল-ইমরান ৩:১৫৯]

২৭। এই বিশ্বের বিস্ময় ও সৃষ্টি নিয়ে গভীর চিন্তাভাবনা করো। [সূরা আল-ইমরান ৩:১৯১]

২৮। পুরুষ ও নারী উভয়ই তাদের কৃতকর্মের সমান প্রতিদান পাবে। [সূরা
আল-ইমরান ৩:১৯৫]

২৯। মৃতের সম্পদ তার পরিবারের সদস্যসের মাঝে বন্টন করতে হবে। [সূরা নিসা ৪:৭]

৩০। উত্তরাধিকারের অধিকার নারীদেরও আছে। [সূরা নিসা ৪:৭]

৩১। অনাথদের সম্পদ আত্মসাৎ করো না। [সূরা নিসা ৪১০]

৩২। যাদের সাথে রক্তের সম্পর্ক তাদের বিবাহ করো না। [সূরা নিসা ৪:২৩]

৩৩। অন্যায়ভা

কথাটা হওয়ার দরকার ছিল "ছাত্রদের সাথে বিএনপির দুরত্ব!
26/01/2025

কথাটা হওয়ার দরকার ছিল "ছাত্রদের সাথে বিএনপির দুরত্ব!

22/01/2025

তুমি কি জানতে চাও, আল্লাহর কাছে তোমার সম্মান কতটকু? তাহলে দেখ, তিনি তোমাকে কোন অবস্থায় রেখেছেন...

- যদি দেখ তিনি তোমাকে তার যিকিরে মশগুল রেখেছেন, তাহলে জেনে রেখ, তিনি তোমাকে স্মরণ করতে চান।

- যদি দেখ তিনি তোমাকে কুরআন দ্বারা মশগুল রেখেছেন, তাহলে জেনে রেখ, তিনি তোমার সাথে কথা বলতে চান।

- যদি দেখ, তিনি তোমাকে ইবাদাত/আনুগত্যে ব্যস্ত রেখেছেন, তাহলে জেনে রেখ, তিনি তোমাকে তার সান্নিধ্যে টেনে নিয়েছেন।

- যদি দেখ, তিনি তোমাকে দুনিয়া দিয়ে ব্যস্ত করে দিয়েছেন, তাহলে জেনে নাও, তিনি তোমাকে দূরে ঠেলে দিয়েছেন।

- যদি দেখ, তিনি তোমাকে লোকজনের সাথে মশগুল বানিয়ে দিয়েছেন, তাহলে জেনে নাও, তিনি তোমাকে অপমানিত করেছেন।

- যদি দেখ, তিনি তোমাকে দুআর দ্বারা ব্যস্ত রেখেছেন, তাহলে জেনে নাও, তিনি তোমাকে কিছু দিতে চান।

অতএব, সবসময় নিজের অবস্থা দেখ। তুমি কোন কাজে মশগুল? আল্লাহ তোমাকে যে কাজে ব্যস্ত রেখেছেন, সেটাই তোমার অবস্থান তাঁর কাছে!

~ ড: রাতিব আন নাবলুসি

16/01/2025

শান্তিতে থাকতে চান..?

তাহলে ছোটদের সাথে বন্ধুত্ব করুন, তাদের সাথে মিশুন! ওরা মিশুক স্বভাবের! ওদের মনে আপনার জন্য কোন স্বার্থপরতা থাকবে না, বিশ্বাস করেন! অনেক শান্তিতে থাকবেন 🖤

10/01/2025

যাদের কম্পিউটার /স্মার্টফোন আছে কিন্তু কোন কাজ নেই হতাশ হয়ে আছেন? 😥
আমাকে নক দিন।✅ ইনশাআল্লাহ একটা জব অফার করতে পারবো

২০১১ সালের আজকের এই দিনে কুড়িগ্রামের ফুলবাড়ীর রামখানা অনন্তপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হয় ১৪ বছরের কিশোরী ফেলানি। ...
07/01/2025

২০১১ সালের আজকের এই দিনে কুড়িগ্রামের ফুলবাড়ীর রামখানা অনন্তপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হয় ১৪ বছরের কিশোরী ফেলানি। সাড়ে চার ঘণ্টা কাঁটাতারে ঝুলে থাকে ফেলানির নিথর দেহ।

09/12/2024

👉ঃ- আপনি কি বেকার?
👉ঃ- কোন কাজ পাচ্ছেন না?
👉ঃ- আমাদের কোম্পানিতে কিছু লোক নেওয়া হচ্ছে।
⭐ঃ- শিক্ষাগত যোগ্যতা : বাংলা পড়তে পারলে হবে।
⭐ঃ- বেতন :১৫০০০-৩০০০০প্লাস টাকা।
⭐ঃ- সময় : আপনার অবসর সময়। দুই থেকে তিন ঘন্টা।
⭐ঃ- স্থান : ঘরে বসে।
⭐ঃ- বয়স : ১৬ থেকে ৪৫ বছর।
💵💸ঃ- প্রথম দিন থেকে ইনকাম শুরু। প্রতিদিনের ইনকাম প্রতিদিন তুলতে পারবেন।
💌ঃ- আগ্রহীরা তাড়াতাড়ি ইনবক্সে আসেন।
🌹ধন্যবাদ 🌹

আগ্রহীরা ইনবক্স করুন।
08/12/2024

আগ্রহীরা ইনবক্স করুন।

17/07/2024
✌️✌️
17/07/2024

✌️✌️

Address

Kalabaga

Alerts

Be the first to know and let us send you an email when Enamul Haque Enam - এনামুল হক এনাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Enamul Haque Enam - এনামুল হক এনাম:

Share