Nuhash Nur

Nuhash Nur Current global conflict update...

🇷🇺🇺🇦 রাশিয়ার কুরস্কে পাইপলাইনের মাধ্যমে হামলার বিস্তারিত।কমান্ডার যার ডাকনাম “জম্বি”, যিনি এই অভিযানে অংশ নিয়েছিলেন, তি...
10/03/2025

🇷🇺🇺🇦 রাশিয়ার কুরস্কে পাইপলাইনের মাধ্যমে হামলার বিস্তারিত।

কমান্ডার যার ডাকনাম “জম্বি”, যিনি এই অভিযানে অংশ নিয়েছিলেন, তিনি জানিয়েছেন কিভাবে পুরো প্লান করে এই সাক্সেসফুল আক্রমণ সম্পন্ন হয়েছিল:

1.পাইপলাইন থেকে গ্যাসের চাপ পাম্প বন্ধ করা হয় এবং গ্যাস বের করে নেওয়া হয়।

2.পাইপলাইনের ভেতরে অক্সিজেন প্রবাহিত করা হয়।

3.খননকারীরা একটি সমাবেশ কক্ষ তৈরি করে এবং প্রয়োজন অনুযায়ী শৌচাগার স্থাপন করা হয়।

4.এই অ্যাসেম্বলি কক্ষগুলিতে পানি, খাদ্য ও গোলাবারুদ সরবরাহ করা হয়।
5.৮০০ রাশান সৈন্য পাইপলাইনের মাধ্যমে অ্যাসেম্বলি কক্ষে প্রবেশ করে।

6. সৈন্যরা চার দিন ধরে অ্যাসেম্বলি কক্ষ ও পাইপলাইনের ভিতরে অপেক্ষা করে।

7. আক্রমন শুরুর সংকেত পাওয়ার সাথে সাথে, তারা দৌড়ে বেরিয়ে এসে সুদজা শিল্পাঞ্চলে প্রবেশ করে।
8.ইউক্রেনীয় সেনারা পেছন থেকে এত বড় বাহিনী দেখে হতবাক হয়ে পড়ে, তারা আতঙ্কিত ও অগোছালো হয়ে যায়।

9.এই অভিযানের ফলে রাশিয়ান বাহিনী কুর্স্ক অঞ্চলের অনেক এলাকা মুক্ত করে।

এই প্রস্তুতি নিতে তিন সপ্তাহ সময় লেগেছিল।

তিনি ওয়াগনার পিএমসি-র প্রাক্তন কমান্ডার, বর্তমানে ভোস্তক ব্যাটালিয়নের কমান্ডার, যার ডাকনাম “জম্বি”।

অভিযানটি সত্যিই অবিশ্বাস্য ছিল! কুর্স্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর নিদারুণ পতন প্রমাণ করে যে এই হামলা সফল হয়েছে।

লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে বিজিবি ও বিএসএফ মুখোমুখি!আন্তর্জাতিক সীমান্ত থেকে মাত্র ৬০ গজ দূরে সীমান্ত বেড়া নির্মাণ শ...
02/01/2025

লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে বিজিবি ও বিএসএফ মুখোমুখি!

আন্তর্জাতিক সীমান্ত থেকে মাত্র ৬০ গজ দূরে সীমান্ত বেড়া নির্মাণ শুরু করেছিল বিএসএফ। কিন্তু বিজিবি অতিরিক্ত বাহিনী মোতায়েন এবং আক্রমণাত্মক অবস্থান নিতে দেখে বিএসএফ দ্রুত পালিয়ে যায় এবং ভারতীয় সীমান্তের ১৬০ গজ ভিতরে চলে যায়।

08/11/2023

নতুন এক "মেট্রো" শহরে!!

রাশিয়া-ইউক্রেন অফেন্সিভ আপডেটঃআপনারা অনেকেই রুশ-ইউক্রেন যুদ্ধের মাঠের পরিস্থিতি ও ইউক্রেনের চলমান কাউন্টার অফেন্সিভ সম্প...
31/08/2023

রাশিয়া-ইউক্রেন অফেন্সিভ আপডেটঃ

আপনারা অনেকেই রুশ-ইউক্রেন যুদ্ধের মাঠের পরিস্থিতি ও ইউক্রেনের চলমান কাউন্টার অফেন্সিভ সম্পর্কে জানতে চেয়েছেন।

রাশিয়ার "First line of defence" ভেঙ্গে ফেলেছে ইউক্রেন.. রক্তক্ষয়ী যুদ্ধের পর স্ট্রাটেজিক্যালি গুরুত্বপূর্ণ "Robotyne" শহরের নিয়ন্ত্রণ নিয়েছে এর পাশাপাশি সামনের দিকে অগ্রসর হয়ে "Verbane" এর উপকন্ঠে পৌঁছে গিয়েছে ইউক্রেনীয় বাহিনী। এখন যুদ্ধ মূলত "Second line of defence" এ চলমান রয়েছে... এখানকার ডিফেন্স ভেঙ্গে ফেলতে পারলে লজিস্টিক্যালি ও স্ট্রাটেজিক্যালি মহা গুরুত্বপূর্ণ "TOKMAK" এ পৌঁছে যাবে ইউক্রেনীয় বাহিনী। বলা হয়ে থাকে বর্তমান ফ্রন্ট লাইন থেকে কয়েক কিলোমিটার দূরে থাকা এ শহরের নিয়ন্ত্রণ ইউক্রেনের হাতে আসলে ক্রাইমিয়া,খেরসনের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে পুরো ডনবাসের।

যা রাশিয়ার জন্য বিশাল চপেটাঘাত হবে... এই উদ্দেশ্যই ইউক্রেন এখন তার সবটুকু দিয়ে চেষ্টা করে যাচ্ছে।

এদিকে গুরুত্বপূর্ণ Robotyne কে ঘিরে গত মাস জুড়ে হামলা ও পাল্টা হামলা চলমান ছিলো... ইউক্রেন এখন এটির দখল নেয়াতে স্ট্র্যাটেজিক্যালি এডভান্টেজ পাবে। এর কারন Ronotyne আশপাশের এলাকা থেকে উচুস্থানে অবস্থিত।
এই ফ্রন্টে অবস্থা বেগতিক দেখে রাশিয়া তার এলিট এয়ারবর্ন ইউনিট ও রিজার্ভ ফোর্স মুভ করাতে শুরু করেছে ইউক্রেনের অগ্রযাত্রা ঠেকাতে।

বাখমুত ডিরেকশনেও ইউক্রেন তার অগ্রগতি ধরে রেখেছে..প্রতিদিনই কিছু না কিছু এলাকার দখল নিচ্ছে।
তবে কুপিয়ানস্ক ডিরেকশনে রাশান ফোর্স কিছু পার্সিয়াল সাক্সেস পেলেও ইউক্রেন বর্তমানে তাদের অগ্রগতি রুখে দিয়েছে... গত বছর লাইটনিং অফেন্সিভে কুপিয়ানস্ক দখল করেছিলো ইউক্রেন এখন রাশিয়া আবার এই শহরের নিয়ন্ত্রণ নিতে মরিয়া চেষ্টা চালাচ্ছে।

আপাত দৃষ্টিতে ইউক্রেনের কাউন্টার অফেন্সিভ স্লো প্রগ্রেস হলেও ইফেক্টিভ। কারন রুশ ডিফেন্স অনেক বেশি শক্তিশালী.. পুরো ব্যাটেলফিল্ড ল্যান্ড মাইনে ভরপুর ,এছাড়া কয়েক স্তরের নিরাপত্তা নিয়ে সজ্জিত। তাই এই ডিফেন্স লাইন ব্রিচ করতে ইউক্রেনকে যথেষ্ট বেগ পেতে হচ্ছে... তাই এক্সপেকটেশনের তুলনায় কম অগ্রগতি মনে হচ্ছে।

কিন্তু ধীরে ধীরে ইউক্রেন নিজেকে গুছিয়ে আনছে ব্যাটেলফিল্ড ও ব্যাটেল ফিল্ডের বাইরে।
এরই মধ্যে যুদ্ধ শুরুর পর সবথেকে ভয়াবহ সিরিজ ড্রোন হামলার স্বাক্ষী হয়েছে রাশানরা। ঝাঁকে ঝাঁকে ইউক্রেনীয় ড্রোন বহর রাশান ৬টি গুরুত্বপূর্ণ রিজিওনে হামলা চালায়।
এতে PSKOV এয়ারফিল্ডে থাকা ৪টি II-76s হেভী ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ধ্বংস হয়ে যায়।
আজও ইউক্রেন মস্কো ও Bryansk রিজিওনে ড্রোন হামলা চালিয়েছে।
ক্রাইমিয়া সহ রাশান অভ্যন্তরে ইউক্রেনীয় হামলা এখন রুটিন ওয়ার্কে পরিণত হয়েছে।

একথা যে কেউ স্বীকার করতে বাধ্য যে রাশিয়া যুদ্ধে এমন পরিস্থিতিতে পড়বে সেটা কেউ কল্পনাও করেনি। বিশেষ করে অভ্যন্তরীণ নিরাপত্তার টালমাটাল অবস্থা,বিদ্রোহ ও পরবর্তীতে ইয়েভঝিনি প্রিগোঝিন,উটকিন সহ পুরো ওয়াগনার কমান্ডকে শেষ করে দেয়া। সামরিক বাহিনীতে প্রতিনিয়ত পরিবর্তন রাশিয়ার টালমাটাল পরিস্থিতির স্বাক্ষী দেয়।

ইউক্রেনের মত শক্তির সাথে রাশান এয়ারডিফেন্স সহ অভ্যন্তরীণ নিরাপত্তার যে টালামাটাল পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে অদূর ভবিষ্যতে শক্তিশালী কোনো শত্রুকে মোকাবিলা করতে যথেষ্ট বেগ পেতে হবে বলেই ধারনা করা হচ্ছে।

দেখা যাক এ যুদ্ধ আর কতদিন,কতদূর টেনে নিয়ে যেতে পারে রাশিয়া।

30/08/2023

"A hero is someone who has given his or her life to something bigger than oneself."

– Joseph Campbell

23/08/2023

BREAKING...

HISTORY HAS BEEN CREATED!

কয়েকদিন আগে রাশিয়া যেখানে ব্যার্থ ঠিক সেখানেই সফল হলো ভারত।
চন্দ্রযান-৩ চাঁদের দক্ষিণ মেরুর কাছে সফট ল্যান্ডিং করেছে এর মাধ্যমে ভারত বিশ্বের প্রথম দেশ যারা চাঁদের দক্ষিন মেরুতে অবতরণ করতে পেরেছে এবং বিশ্বের চতুর্থ দেশ যারা চাঁদে সফল মিশন সম্পন্ন করেছে..

আমরা বা আমাদের দেশের আরো কয়েক প্রজন্ম নিজের দেশের এই সক্ষমতা দেখে যেতে পারার সম্ভাবনা ক্ষীণ হলেও ভারতবাসী এদিক থেকে অনেক ভাগ্যবান।

স্পেস সহ বিজ্ঞান প্রযুক্তির সকল ক্ষেত্রেই সফলতার ছাপ রেখে যাচ্ছে তারা।

2019 সালে যখন ভারত চাঁদে ল্যান্ডিং করতে ব্যার্থ হয়েছিলো তখন এদেশের বহু মানুষ টিটকারি ,মশকারী করেছিলো এবং বিভিন্নভাবে ভারতকে ছোটো করেছিলো।
আজ ভারত নিজেকে প্রমাণিত করলো।

মজার বিষয় এটা যে ভারতের সমালোচনাকারী বেশিরভাগ আবার পাকিস্তানকে তাদের প্রতিদ্বন্দ্বী ভাবে..😂😂

আবারো অভিনন্দন ইসরো!!

09/08/2023

কিছুক্ষন আগে রাশিয়ার রাজধানী মস্কোতে একটি মেকানিক্যাল কারখানায় বিশাল বিস্ফোরণ হয়।
এখানে গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম উৎপাদন করা হতো...

ছোটখাটো নিউক সাইজ এক্সপ্লোশান!!🤡

হামলা না স্যাবোটাজ সেটি নিশ্চিত হওয়া যায়নি এখনো...

Alpha7

বিগ_ব্রেকিং:ইউক্রেন আনুষ্ঠানিকভাবে "ব্লাক-সি তে রাশিয়ান ফেডারেশনের বন্দরগুলিতে নৌ-চলাচলের জন্য সামরিক হুমকি" ঘোষণা করেছ...
05/08/2023

বিগ_ব্রেকিং:

ইউক্রেন আনুষ্ঠানিকভাবে "ব্লাক-সি তে রাশিয়ান ফেডারেশনের বন্দরগুলিতে নৌ-চলাচলের জন্য সামরিক হুমকি" ঘোষণা করেছে।

ইউক্রেনীয় উপকূলীয় সতর্কীকরণ ১১৮ অনিচ্ছেদ অনুসারে, রাশিয়ান কৃষ্ণ সাগর উপকূল বরাবর ছয়টি রাশিয়ান সমুদ্র বন্দরকে "যুদ্ধের ঝুঁকি" এলাকা হিসাবে ঘোষণা করা হয়েছে এবং এর মাধ্যমে মূলত পুরো রাশান কোস্টাল এরিয়াকে যুদ্ধাঞ্চল হিসাবে ঘোষণা করা হয়েছে। ইউক্রেনীয় অথরিটি তাদের ওয়েবসাইটে এই সতর্কতা জারি করেছে...

নিচের ছয়টি রাশান বন্দর এর আওতাভুক্ত!!

- তামান
- আনাপা
- নভোরোসিয়েস্ক
- গেলেন্ডজিক
- টুয়াপসে
- সুচি

এটার মানে কি তাহলে?

উত্তর: এই এলাকায় এখন থেকে ইউক্রেনের সামরিক অপারেশনের ব্যাপ্তি আরো ছড়াবে... রাশিয়ান বানিজ্যকে সংকুচিত করতে এখন থেকে ইউক্রেনীয় হামলার পরিধি আরো বাড়বে বলে আশা করা হচ্ছে... সম্ভাব্য সামরিক সরঞ্জাম সহ জাহাজগুলিকে যুদ্ধের আইন অনুসারে লক্ষ্যবস্তু করা যেতে পারে... এর আওতায় রাশিয়ান নৌবাহিনী, রাশিয়ান কোস্ট গার্ড, পুলিশ ইউনিট এবং রাশিয়ান সীমান্ত সৈন্যদের অফিসিয়াল জাহাজগুলি ছাড়াও এটি তেল ট্যাঙ্কার, কার্গো,কন্টেইনার জাহাজ, ইউটিলিটি জাহাজ সহ এমনকি যাত্রীবাহী জাহাজ সহ রাশিয়ান সমুদ্র বন্দরে গমনকারী বাণিজ্যিক জাহাজগুলির ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

এর মাধ্যমে পুরো রাশান ব্লাক সি ফ্লিট সহ তাদের ব্লাক-সি তে তাদের সকল বানিজ্যিক, সামরিক কাঠামো বৈধ আক্রমনের বস্তুতে পরিণত হলো।

এর আগে গত কয়েকদিনে কয়েকদফা ড্রোন আক্রমণ চালিয়ে দুটো রাশান জাহাজকে ক্ষতিগ্রস্ত করে ইউক্রেন। এছাড়া ক্রাইমিয়া জুড়ে ইউক্রেনের হামলার মাত্রা আশংকাজনক ভাবে বেড়ে গেছে...

বলা বাহুল্য গত মাসে রাশিয়া ইউক্রেনের সমুদ্র বন্দরগুলির জন্য একই ঘোষণা দেয় এবং তথাকথিত শস্য চুক্তি থেকে বেরিয়ে আসে...

-War has no rules..💥

05/08/2023

রাশিয়া যখন শস্যচুক্তি থেকে বের হয়ে ইউক্রেনে জাহাজ প্রবেশ করলে হামলার হুমকি ও এ্যালার্ট জারি করে তখন ইউক্রেনও ঠিক সমানতালে রাশিয়ার প্রতি রেসপন্স করে নোটিশ জারি করে...

"All vessels heading in the waters of the Black Sea in the direction of seaports of the Russian Federation may be considered by Ukraine as carrying military cargo with all the associated risks"

ঠিক আজকেই ক্রাইমিয়া ব্রিজের নিকট তিনটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা যায়... কাছাকাছি থাকা একটি রাশিয়ান তেল ট্যাংকারে ইউক্রেনীয় নেভাল ড্রোন দিয়ে সফল আক্রমন করা হয়।

"সিগ" নামের তেলের ট্যাঙ্কারটি নোঙর করা ছিলো.. ড্রোন স্ট্রাইকের ফলে হুল ও জাহাজের বাইরে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে ইঞ্জিন রুম ও নিচের ডেক প্লাবিত হয়েছে...

হঠাৎ করেই ক্রাইমিয়া ও রাশার অভ্যন্তরে হামলার পরিমাণ কয়েকগুন বেড়ে গেছে এবং সামনের সময়গুলো আরো ভয়ংকর হয়ে উঠতে পারে...

এসব সফল হামলা ইউক্রেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইউক্রেন যদি রাশিয়ান শিপিং লেনগুলিকে টার্গেট করতে থাকে তাহলে এটি রাশিয়ান বাণিজ্য এবং সরবরাহ লাইনকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে...

কৌশলগত দৃষ্টিকোণ থেকে দেখলেও রাশিয়ান "সিগ" তেল ট্যাঙ্কারটি সবচেয়ে আদর্শ লক্ষ্যবস্তু... কারন তেল সামরিক ভাবেও ব্যবহার করা হয়... অন্যদিকে অন্যান্য তেল ট্যাঙ্কারগুলোও রাশিয়ার বন্দরগুলি ছেড়ে যেতে বা নোঙ্গর করতে বাধা দেবে।

নিরাপত্তা হুমকির কারনে রাশিয়ার সবচেয়ে মূল্যবান তেল বানিজ্যের অর্থ প্রবাহ ক্ষতির মুখে পড়বে!!আমার মতে শস্য চুক্তির বিষয়ে রুশ ব্ল্যাকমেইলে পড়ে ইউক্রেন নতি স্বীকার না করে বরং রাশিয়ার তেল বাণিজ্যকে আঘাতের লক্ষ্য করে সঠিক সিদ্ধান্ত নিয়েছে।
রাশিয়ান হুমকি এবং ব্ল্যাকমেইলের জবাব দেওয়ার জন্য এটি সম্পূর্ণ সঠিক সিদ্ধান্ত... নিজেকে রক্ষণাত্মক অবস্থানে নিয়ে যাওয়ার থেকে শক্তি সঞ্চয় করে আঘাত করা ও পুরো রাশান সরবরাহ লাইনকে আতংকিত করে রাখা...
এরপর বাকি কথা..!!

.

 , Big news🔥‼️"The Armed Forces of Ukraine in the south in some places broke through the first line of defense, went to ...
04/08/2023

, Big news🔥‼️

"The Armed Forces of Ukraine in the south in some places broke through the first line of defense, went to the intermediate line", — Malyar

👀⚔️🇺🇦

04/08/2023

Another "MOSKOVA" loading...

ইউক্রেনের সিক্রেট সার্ভিস ও নৌবাহিনী
"নোভোরোসিয়স্কে" রাশান ফ্লিটে ভয়াবহ ড্রোন হামলা চালিয়ে রাশান বৃহৎ ল্যান্ডিং শিপ "ওলেনেগর্স্কি গোর্নিক" ক্ষতিগ্রস্ত হয়েছে...

একটি ইউক্রেনীয় সারফেস ড্রোন যা 450 কেজি TNT দিয়ে রাশিয়ান জাহাজে আক্রমণ করে... এর ফলে এটিতে বিশাল গর্ত হয়ে কাত হয়ে পড়ে... এতে করে কম্ব্যাট মিশন থেকে আপাতত আলবিদা রাশান ল্যান্ডিং শিপ!!

মারাত্মক ব্যাপার হলো আজকের হামলা রাশার মেইনল্যান্ডে অবস্থিত নেভাল পোর্টে হয়েছে.. নট ইন ক্রাইমিয়া 😄

এখন দেখার বিষয় ওয়ার ক্রিমিনাল পুতিন সাহেব কি করে?
তবে বরাবরের মত ইউক্রেনীয় সিভিল টার্গেটে কয়েকটা "মিসাইল" মেরে প্রতিশোধ নিবে বলেই আশা করা হচ্ছে! 🌝

বলা হচ্ছে এই যুদ্ধ ইউক্রেনের এই নেভাল ড্রোন ও রাশান ল্যান্সেট মারাত্মক আবিষ্কার! দুটোই সমানতালে পারফরম্যান্স করে যাচ্ছে.. 🤫

Address

Kalabaga

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nuhash Nur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share