MD ZAFAR IQBAL

MD ZAFAR IQBAL নতুনদের জন্য সব সময় আছি।
যে কোন প্রয়োজনে whatsapp +8801955694496
(17)

16/07/2025
15/07/2025

ভাইরে ভাই, অনেকেই দেখতেছি এই সুযোগে ফ্যা!সিস্ট দের নিয়ে পোস্ট দিচ্ছে, হাসিনা কে আবার ব্যাক চাচ্ছে! সেখানে আবার বেশির ভাগ লাভ রিয়েক্ট, কেয়ার রিয়েক্ট! 🙂
১ বছর না যেতেই সব ভুলে গেছি আমরা।

অবশ্য যে জাতি ৭১ এর চেতনা ভুলে যেতে পারে তারা ২৪ কিভাবে মনে রাখবে!

হিংস্র বাঘের ওপর দয়া করা নিরীহ হরিণের ওপর জুলুম করার নামান্তর।__শুভ দুপুর
15/07/2025

হিংস্র বাঘের ওপর দয়া করা নিরীহ হরিণের ওপর জুলুম করার নামান্তর।
__শুভ দুপুর

15/07/2025

অনেকদিন পর একটু লাইভ আড্ডা।

এই দেশে রাজনীতি করার পরিনতি কী, জানেন? ইভেন আপনি খুন হওয়ার পর আপনার লাশের সাথেও রাজনীতি হবে। খুলনায় বিএনপি নেতার সাথে যে...
14/07/2025

এই দেশে রাজনীতি করার পরিনতি কী, জানেন?

ইভেন আপনি খুন হওয়ার পর আপনার লাশের সাথেও রাজনীতি হবে।

খুলনায় বিএনপি নেতার সাথে যেটা হলো।

এই লোকটা দলের কথাতে কুয়েটে রাম দা নিয়ে পোলাপানের উপর হামলা করতে যাইয়া নিজের সম্মান হারাইসে।

এরপর সে খুন হইলো।

বাট দল কী করলো?

শিবিরের উপর দায় দিয়ে দিল।

একেবারে উপরের নেতা থেকে শুরু করে শিক্ষিত এক্টিভিস্ট সবাই শিবিরকে ধুয়ে ফেলল।

এখন জানা যাচ্ছে খুন শিবির করে নাই।

খুন করছে কম্যুনিস্ট পার্টির তিন সন্ত্রাসী।

এখন সবাই চুপ।

যেহেতু পলিটিকাল স্বার্থ নাই, সেহেতু লাশেরও আর দাম নাই।

মাঝখান থেকে বৌটা স্বামি হারাইলো, ছেলে মেয়ে বাবা হারাইলো।

মাদক ব্যবসার টাকার ভাগ কিন্তু বড় বড় নেতারাও নিসে।

ওতেও শখ মিটেনি।

লাশ নিয়ে পর্যন্ত রাজনীতি করতে যাইয়া ধরা খাইয়া এখন চুপ মাইরা আছে।

এখন আর বিএনপি এই লোকটারে ঔন করবে না। লাশটারেও না।

সব ধামাচাপা পইড়া যাবে।

অথচ শিবিরের হাতে মরলে তখন সবার লাশের দাম থাকত।

এখন উনার লাশের দাম নাই।

অনেকেই বলেন, বাংলাদেশের রাজনীতি করতে গেলে মানুষের সম্মান থাকে না।

আর আমি বলি, বাংলাদেশের রাজনীতি করতে গেলে ইভেন আপনার লাশেরও কোন সম্মান থাকবে না।

এটাই বাস্তব। হাহাহা।

14/07/2025

নৌকা আর ধানের শীষ দুই সাপের একি বিষ।
ইসলামিক সংগীত।
আইনুউদ্দীন আল আজাদ।

“মেঘের উপর মেঘ জমেছে..মুখ ঢেকেছে অন্ধকারে..বৃষ্টি তখন ফন্দি আঁটেচোখের নজর ঝাপসা করে।”
14/07/2025

“মেঘের উপর মেঘ জমেছে..
মুখ ঢেকেছে অন্ধকারে..
বৃষ্টি তখন ফন্দি আঁটে
চোখের নজর ঝাপসা করে।”

14/07/2025

I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!

Miraz Hossin Raju, Sultan Bin Rashid

14/07/2025

টিউশনে স্টুডেন্টকে বললাম চাঁদা দাও। স্টুডেন্ট আর ওর মা-বাবা মুখ হা করে তাকায় আছে। তারপর নিজেকে সামলিয়ে নিয়ে বললাম যে জ্যামিতি শিখাবো চাঁদা আর পেন্সিল টা দাও।🙂🙄

13/07/2025

২ টা ছাত্রী পড়াইতাম আলহামদুলিল্লাহ দুইটাই ফেইল করেছে,

এদিকে ওদের কাছে ৩ মাসের বেতন ও বাকী 😭

11/07/2025

বসেই তো আছেন একবার টাইপিং করি আল্লাহ ☝️

Address

Kalabaga

Alerts

Be the first to know and let us send you an email when MD ZAFAR IQBAL posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category