Poygam24.com

Poygam24.com সত্যের সাথে মানবতার পয়গাম

রাজধানীর পল্লবীতে বাসে আগুনশনিবার (১৯ জুলাই) রাত আনুমানিক ৮টা থেকে ৮টা ১৫ মিনিটের মধ্যে পল্লবী থানাধীন সেকশন-১২, সিরামিক...
19/07/2025

রাজধানীর পল্লবীতে বাসে আগুন

শনিবার (১৯ জুলাই) রাত আনুমানিক ৮টা থেকে ৮টা ১৫ মিনিটের মধ্যে পল্লবী থানাধীন সেকশন-১২, সিরামিক রোড, ব্লক-ধ এলাকায় এই নাশকতামূলক ঘটনা ঘটে। রাজধানীর পল্লবী এলাকায় বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানা গেছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় কাটার মোড় এলাকায় পার্কিং করে রাখা বিকল্প পরিবহনের একটি বাসে হঠাৎ করে দাউ দাউ করে জ্বলে ওঠে। পরে এলাকাবাসীর চিৎকারে পল্লবী ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাসটি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়।

পুলিশের প্রাথমিক ধারণা, কার্যক্রম নিষিদ্ধ থাকা রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের ঘোষিত হরতাল বাস্তবায়নের অংশ হিসেবে এ অগ্নিসংযোগ ঘটানো হতে পারে।

পল্লবী থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। কারা এ ঘটনায় জড়িত, তা উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

যুব জমিয়ত ঢাকা মহানগর দারুসসালাম থানার অভিষেক অনুষ্ঠান সম্পন্ন-আজ ১৯ জুলাই শনিবার রাত ৯ টায় শাইখুল ইসলাম একাডেমি মিলনায়ত...
19/07/2025

যুব জমিয়ত ঢাকা মহানগর দারুসসালাম থানার অভিষেক অনুষ্ঠান সম্পন্ন-

আজ ১৯ জুলাই শনিবার রাত ৯ টায় শাইখুল ইসলাম একাডেমি মিলনায়তনে যুব জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের আওতাধীন দারুসসালাম থানা যুব জমিয়তের অভিষেক অনুষ্ঠিত হয়।

শাখার সভাপতি মাওলানা গোফরান আহমাদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা সাআদ উদ্দিন আসআদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কার্যনির্বাহী পরিষদের সদস্য মাওলানা সাইফুদ্দীন ইউসুফ ফাহিম।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুব জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক মাওলানা মঈনুদ্দীন মানিক।

সভায় আরো উপস্থিত ছিলেন শাখার সহ সভাপতি মাওলানা ইউসুফ ত্বালহা,মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা ফিরোজ কবির,সহ-সাধারণ সম্পাদক মাওলানা শরিফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা নাহিদুজ্জামান, সহ-প্রচার সম্পাদক সুহাঈল হোসাইন,অর্থ সম্পাদক মাওলানা আব্দুর রহিম, নির্বাহী সদস্য মাওলানা খালেদ সাইফুল্লাহ, বেলাল প্রমূখ।

19/07/2025

২৪ এর "গণঅভ্যুত্থান" জুলাই-আগষ্ট বিপ্লবের খুনিদের বিচার ও ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের সীদ্ধান্তের প্রতিবাদে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

বিশেষ অতিথির বক্তব্যে রাখছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাওলানা শারফুদ্দীন ইয়াহইয়া কাসেমী।

19/07/2025

২৪ এর "গণঅভ্যুত্থান" জুলাই-আগষ্ট বিপ্লবের খুনিদের বিচার ও ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের সীদ্ধান্তের প্রতিবাদে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

প্রধান অতিথির বক্তব্যে রাখছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা নূর মোহাম্মদ কাসেমী।

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের প্রতিবাদে আগামী ২৫ জুলাই শুক্রবার বাদ জুমা  দেশব্যাপী কর্মসূচী ঘো...
19/07/2025

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের প্রতিবাদে আগামী ২৫ জুলাই শুক্রবার বাদ জুমা দেশব্যাপী কর্মসূচী ঘোষণা করেছে জমিয়ত

আজ ১৯ জুলাই শনিবার জমিয়তের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয় —জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন চুক্তির প্রতিবাদে আগামী ২৫ জুলাই শুক্রবার বাদ জুমা,দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল কর্মসূচী ঘোষণা করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

উক্ত কর্মসূচী পালন করার জন্য সকল জেলা ও মহাগর নেতৃবৃন্দের প্রতি আহবান জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

ঢাকায় উক্ত কর্মসূচী বায়তুল মোকাররম উত্তর গেইটে অনুষ্ঠিত হবে।

মানবাধিকার কমিশন-মাওলানা আবদুর রব ইউসুফী সিনিয়র সহ সভাপতি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। আজ ১৯ জুলাই শনিবার অনলাইন এক ব...
19/07/2025

মানবাধিকার কমিশন

-মাওলানা আবদুর রব ইউসুফী
সিনিয়র সহ সভাপতি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

আজ ১৯ জুলাই শনিবার অনলাইন এক বিবৃতিতে জমিয়তের সিনিয়র সহ-সভাপতি বলেন— জাতিসংঘের মানবাধিকার কমিশনের বিরুদ্ধে যাতে আর কোন আন্দোলন না হয় সে ব্যাপারে সরকারের উপদেষ্টাবৃন্দসহ এজেন্সিগুলো জোর তত্পরতা চালিয়ে যাচ্ছে। প্রধান উপদেষ্টা নিজেও একটা ব্যাখ্যা দিয়েছেন। বাস্তবিকই আমাদের গর্বের ধন স্বর্ণপদক প্রাপ্ত এমন মহান ব্যক্তিত্ব একটা বিষয়ে ব্যখ্যা দাঁড় করালে জাতি খাবে। এমন ধারণা তাঁর নিজের মধ্যেও থাকতে পারে এবং অন্য কিছু বড় ব্যক্তিদের পক্ষ থেকেও পরামর্শ আসতে পারে। এরই মধ্যে কোন বৃহত দলও জোরালো কিছু করতে দেখা যাচ্ছেনা। তবে আমার মত কিছু অবুঝ মানুষ আছে, যাঁরা বিশ্বাস করে যে, এটা একটা সুদূর প্রসারি এজেন্ডা। তার মধ্যে দেশের স্বাধীন তা, সার্বভৌমত্ব ও ধর্মীয় স্বকীয়তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র নিহিত আছে। তাঁরা ইতোমধ্যেই নিজেদের কার্যক্রমের ইন্ডোমিনিটি দাবী করেছেন। তাঁরা পৃথিবীর কোথায় কি করেছেন সচেতন মহল ভালভাবেই জানেন।

তিনি আরো বলেন—প্রায় আট দশক চলছে কাশ্মীরের মানবাধিকারের বিষয়, সময় সময় সারা ভারত জুড়ে মানবাধিকার লংঘন, ফিলিস্তিনের মানবাধিকার, পূর্ব তিমুরের মানবাধিকারসহ অনেক বিষয়ই রয়েছে যার কোনই কার্যকর কিছু করতে পারেনি এই সংস্থা। ওরা পারবে আমাদের উপর পশ্চিমাদের চাপিয়ে দেয়া বিষয়গুলোর যখন আমরা প্রতিবাদ করবো, তখন আমাদেরকে দমন করতে এই অমানবিক কমিশন সরকারকে সহযোগিতা করবে, আমাদের প্রতি জুলুম নির্যাতনে সরকারকে সমর্থন দিয়ে যাবে। আমি এই অমানবিক কমিশনের কার্যক্রম অবিলম্বে বন্ধ করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।

19/07/2025

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা সেনাবাহিনীর বাস দিয়ে রাজনৈতিক দলকে সহায়তার দাবিটি মিথ্যা বলে জানিয়েছে আন্....

19/07/2025

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই মাসের মধ্যে জুলাই সনদ ঘোষণা করার জন্য সরকারের কাছ....

19/07/2025

হিমালয়ের পাদদেশে অবস্থিত ইয়ারলুং জাংবো নদীতে বিশ্বের সর্ববৃহৎ জলবিদ্যুৎ বাঁধ তৈরির কাজ শুরু করেছে এশিয়ার অন...

19/07/2025

জাতিসংঘের মানবাধিকার কমিশনের সঙ্গে ঢাকায় অফিস স্থাপনের বিষয়ে চুক্তি বাতিলের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলা....

19/07/2025

যারা গণতন্ত্রের বিরুদ্ধে ছিল তারা আবার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইস.....

ফেদায়ে মিল্লাত আসআদ মাদানী (রহ,)“জাতির নেতা সেই…!”১৯৬৮ সালের ১৫ নভেম্বর।রাতের আঁধারে বেদনার এক ঝড় এলো আওলাদে রাসূল ফেদ...
19/07/2025

ফেদায়ে মিল্লাত আসআদ মাদানী (রহ,)
“জাতির নেতা সেই…!”

১৯৬৮ সালের ১৫ নভেম্বর।
রাতের আঁধারে বেদনার এক ঝড় এলো আওলাদে রাসূল ফেদায়ে মিল্লাত মাওলানা সাইয়িদ আসআদ মাদানী (রহ.)–এর জীবনে।

এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শহীদ হলেন তাঁর শ্রদ্ধেয় শ্বশুর মাওলানা হামিদুদ্দীন ফয়জাবাদী (রহ.), শহীদ হলেন চালকও। মাওলানা হামিদুদ্দীন ফয়জাবাদী (রহ,) দারুল উলুম দেওবন্দের মজলিসে শুরার অন্যতম সদস্যও ছিলেন।

আর হযরতের স্ত্রী ও সন্তানরাও এ দুর্ঘটনায় গুরুতর আহত হন। কিন্তু তিনি দুঃখের সাগরে দাঁড়িয়ে রইলেন ধৈর্যের পর্বত হয়ে।

১৬ নভেম্বর দেওবন্দে জানাজা ও দাফনের শোকাবহ আয়োজন শেষ করেই ১৭ তারিখ তিনি উপস্থিত হন দিল্লিতে অনুষ্ঠিতব্য জমিয়তের নির্ধারিত প্রাদেশিক বৈঠকে।

১৯ তারিখ হাসপাতালে মৃত্যু হলো তাঁর কলিজার টুকরো সন্তান মুহাম্মদের। আইয়ুব জাফর হযরতকে চাঁপা কন্ঠে সাহেবজাদার মৃত্যু সংবাদ শুনালেন।
পুত্রবিয়োগের সংবাদ শ্রবণে তাঁর কণ্ঠে ছিল না হাহাকার, চোখে ছিল না অশ্রু—শুধু ছিল অটল এক ত্যাগের দীপ্তি।

এ সম্পর্কে ১৯৬৮ সালের ২৯ নভেম্বর মাওলানা ওহীদুদ্দীন খান আল-জমিয়তে একটি হৃদয়স্পর্শী প্রবন্ধ লিখেন –
“মাওলানা মাদানীর দুর্ঘটনা”।

তিনি লিখলেন:
“পুলিশ যখন তদন্ত শুরু করতে চাইল, মাওলানা বললেন—
‘যা হবার ছিল, তা হয়েই গেছে। এখন আইনী ব্যবস্থা নিয়ে আর কী হবে? যে চলে যাওয়ার ছিল, সে চলে গেছে। যার থাকার কথা, সে থেকে যাবে।’

যখন হাসপাতালে থেকে তাঁর সন্তানের মৃত্যুসংবাদ এলো, তখনও তিনি বললেন—
‘যা হবার ছিল, তা হয়ে গেছে। শোক করে লাভ কী?’

জমিয়তের কেন্দ্রীয় কমিটি তখন এ দুর্ঘটনায় গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি মিটিং স্থগিতের ঘোষণা দিল। মিটিং স্থগিতের কথা শুনে হযরত তীব্র অসন্তোষ প্রকাশ করে বললেন—
‘এ দুর্ঘটনায় কি আমরা জমিয়তের কাজ থামিয়ে দেব? জাতীয় কাজ কি ব্যক্তিগত শোকের কাছে থেমে যাবে?’

তিনি নির্দেশ দিলেন, সকলকে জানিয়ে দেয়া হোক—বৈঠক হবে যথাসময়ে।

শোকার্ত ভিড়ের মাঝেও তাঁর মুখে ফুটে ছিল অদ্ভুত শীতলতা, দৃঢ়তা, শাশ্বত এক হাসি।

কারও কণ্ঠে অবাক স্বীকৃতি—
‘মাওলানা মাদানী (রহ.) যেন অটল পাহাড়!’
কারও অনুভূতি এভাবে প্রকাশ পেল—
‘এমন সময়েই মানুষের আসল সত্তা প্রকাশ পায়।’

হ্যাঁ—এই মুহূর্তেই তিনি বুঝিয়ে দিলেন—
“জাতির নেতা সেই, যার নিজের ব্যথা বুকে জমে থাকে কিন্তু জাতির বেদনার কাছে হার মেনে যায়।”
শোককে তিলে তিলে পুড়িয়ে নিজেকে উজাড় করে দিলেন জাতির জন্য।

মাওলানা মাদানী (রহ.) প্রমাণ করলেন—নেতৃত্ব মানে অটলতা, ত্যাগ আর অসীম ধৈর্যের প্রতীক হওয়া।
তিনি ছিলেন সেই উচ্চ মাপকাঠির মানুষ, যার জন্যই লেখা হয়—
“জাতির নেতা সেই… যে নিজের ক্ষত ঢেকে রাখে আর জাতির ক্ষত সারাতে ব্যস্ত হয়ে পড়ে।”

-মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া
সিনিয়র যুগ্ম মহাসচিব,
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

Address

Kalabaga

Alerts

Be the first to know and let us send you an email when Poygam24.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Poygam24.com:

Share