04/03/2022
💢 তাসকিয়া নূরের পরিবারের সন্ধান চাই। 💢
ঢাকা- মিরপুর তার জন্মস্থান।
তাসকিয়া নুর একটি সম্ভ্রান্ত পরিবারের মেয়ে।
তার বাসা ঢাকা মিরপুর। তার বড় দুইজন ভাই রয়েছে , সময়টা সম্ভবত 2018 সাল ছিল, তার বাসা থেকে বিয়ের চাপ দিচ্ছিল, কিন্তু সে তার ভালোবাসার সাখাওয়াতের সাথে পালিয়ে গিয়েছিল, তারপর সেই খুনি সাখাওয়াত, তাসকিয়া নুরকে অনেক কষ্ট দিয়েছে এবং এখনও কষ্ট দিচ্ছে , তাসকিয়া নূর যখন বাসা থেকে পালিয়ে যায় তার কিছুদিন পর তার বাবা মৃত্যুবরণ করে। তাসকিয়া নুর এখন খুব কষ্টে আছে, তার পরিবারের সবাই জানতো জানত সাখাওয়াতের বাসা সিলেট, কিন্তু সাখাওয়াতের বাসা চাঁদপুর শাহরাস্তি থানার পরানপুর গ্রামে, সেই গ্রামের বাসিন্দা সাখাওয়াত, সাখাওয়াত বনশ্রী একটি বেসরকারি মেডিকেল কলেজের ছাত্র, ভালোবাসার ফাঁদে ফেলে সাখাওয়াত , তাসকিয়া নূরেকে ঘর থেকে নিয়ে গিয়ে তার সাথে অনেক অত্যাচার করেছে, তাসকিয়া নূর বাসা থেকে পালানোর সময় কিছু টাকা নিয়ে ছিলো সব টাকা আত্মসাৎ করেছে, তাসকিয়া নূর তার পরিবারকে কষ্ট দিয়েছে ,তাই সে তার পরিবারের খবর আমাদের দিচ্ছে না, কিন্তু আমরা একান্তভাবে চাচ্ছি পরিবারের সাথে যোগাযোগ করে তার পরিবারের হাতে তুলে দিতে, মেয়েটি খুব কষ্টে আছে, যদি ঢাকা মিরপুর বাসির মধ্যে কেউ তাসকিয়া নূরের পরিবারের সন্ধান জানেন তাহলে আমাদের পেইজে মেসেজ করে জানান। তাফকিয়া নুর খুব ভালো মনের মানুষ।তাকে ঠকানো হয়েছে কেউ যদি তাসকিয়া নূরের পরিবারের সন্ধান জানেন তাহলে দয়া করে এই পেইজে মেসেজ করে বলবেন,সঠিকভাবে তার পরিবারের তথ্য আমাদের কাছে নেই, তাসকিয়া নূরের সেই দুই ভাইকে কেউ খুঁজে দিন,,যদি এই তথ্যের সাথে মিলে যায় তাহলে আমাদের পেইজে মেসেজ করে বলবেন। সবাই মিলে একজীবন বাঁচতে সাহায্য করি।