Tatka Khobor

Tatka Khobor Breaking the news, not your vibe! Fresh updates, hot stories, and everything you need to stay in the loop—delivered with a spark!
(4)

21/07/2025

ওপেনার পারভেজ ইমনের ভক্ত চিত্রনায়ক রুবেল। দলে নিয়মিত দেখতে চান নাঈম শেখকে। নারীদের ফুটবল এগিয়ে যাবে, বিশ্বাস করেন এক সময়ের অ্যা'কশন হিরো রুবেল।

21/07/2025

এবার প্রত্যক্ষদর্শী ভাড়াটিয়া যা বললেন। 'প'র'কীয়া ধরে ফেলায় শা'স্তি পাই, বাসা থেকে বের করে দেয়' - ভাড়াটিয়া

20/07/2025

আমাকে মে'রে ফেলতে চেয়েছিলো, ওষুধ বন্ধ করে দেয়, ঘর তালা দিয়ে চলে গেছে - তারেক

কিডনি দেয়ার পরেই শুরু হয় প'র'কী'য়া। বন্ধু, গার্মেন্টস কর্মী কাউকে বাদ দেয় নাই।

20/07/2025

কে সত্যি? স্বামী নাকি স্ত্রী? কিডনি দিয়েই প'র'কীয়া? স্বামী কি ধোয়া তুলসী পাতা?

বিয়ে, সংসার, দুজনের বয়সের পার্থক্য ১৫ বছর৷ সব জানুন

19/07/2025

স্ত্রীর দেয়া কিডনিতে জীবন পেয়ে সেই স্ত্রীর প'রকী'য়া ফাঁ'স করলেন স্বামী তারেক! কেন? কি হয়েছিলো?

এখন কেমন আছেন দুজন? তারেক কোথায়, স্ত্রী কোথায়?

19/07/2025

টুনির একশো প'রকী'য়া, কিডনি দিয়ে লুটে নিয়েছেন কোটি টাকা - তারেক। স্ত্রীর মিথ্যাচারে ক্লান্ত স্বামী তারেক৷ অসুস্থ শরীর নিয়ে খুব খারাপ অবস্থায় তারেক। বাড়ি থাকলেও থাকতে পারছেন না নিজ বাড়িতে৷

18/07/2025

নির্বাচন পেছানোর ষড়যন্ত্র, গোপালগঞ্জ নাটক করেও লাভ নাই

18/07/2025

আব্দুল ভাইয়ের গোয়ালে নতুন গরু, খুশিতে আত্মহারা। আনন্দ আর হাসি চোখমুখ থেকে পুরো শরীরে। একটা মানুষ এতোটা অনুপ্রাণিত করে, যা তুলনাহীন।

বেঁচে থাকুক এই সরলতা, ছড়িয়ে পড়ুক এই জীবন। ভালোবাসা জিতুক, পরাজিত হোক ঘৃণা-হিংসা।

18/07/2025

ফ্রি ফ্রি ফ্রি 😅

আজ ১ জিবি ফ্রি ইন্টারনেট ডেটা পেতে নিজ নিজ মোবাইল অপারেটরের নির্ধারিত কোড ডায়াল করুন। মেয়াদ ৫ দিন।

ডায়াল কোড

গ্রামীণফোন: *121*1807 #

বাংলালিংক: *121*1807 #

রবি: *4*1807 #

টেলিটক: *111*1807 #

''আমি মনে করি গতকাল ১৬ জুলাই ২০২৫ গোপালগঞ্জে যে হামলা হয়েছে তার মূল উদ্দেশ্য ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই-অগ...
18/07/2025

''আমি মনে করি গতকাল ১৬ জুলাই ২০২৫ গোপালগঞ্জে যে হামলা হয়েছে তার মূল উদ্দেশ্য ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই-অগাস্ট গণঅভুত্থানের (নাহিদ, সার্জিস, হাসনাত, জারা) নেতাদের হ'ত্যার একটি হীন চেষ্টা- আমি আশ্চর্য হবো না যদি ডেভিল রানী নিজেই এর নির্দেশ দিয়ে থাকেন I

আত্মউপলব্ধি, আত্মসমালোচনা এবং অনুশোচনা তো দূরে থাক- হ'ত্যা, গু'ম, খু'ন, গণহ'ত্যা, নির্যাতন-নিপীড়ন, গণতন্ত্র ধ্বংস করে, দুর্নীতি করে লক্ষ্য লক্ষ্য কোটি টাকা বিদেশে পাচার করে দেশটাকে শেষ করে ছাত্র-জনতার ঝাঁটা পেটা খেয়ে পালিয়ে যেয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে- সারা বাংলাদেশে গোপালগঞ্জের মত স'ন্ত্রাসী কায়দায় কার্যকলাপ চালাবার নির্দেশ দিচ্ছে।''

----- সোহেল তাজ

'আমি মনে করি গতকাল ১৬ জুলাই ২০২৫ গোপালগঞ্জে যে হামলা হয়েছে তার মূল উদ্দেশ্য ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই-অগাস্ট গণঅভুত্থানের (নাহিদ, সার্জিস, হাসনাত, জারা) নেতাদের হ'ত্যার একটি হীন চেষ্টা- আমি আশ্চর্য হবো না যদি ডেভিল রানী নিজেই এর নির্দেশ দিয়ে থাকেন I

আত্মউপলব্ধি, আত্মসমালোচনা এবং অনুশোচনা তো দূরে থাক- হ'ত্যা, গু'ম, খু'ন, গ'ণহ'ত্যা, নির্যাতন-নিপীড়ন, গণতন্ত্র ধ্বংস করে, দুর্নীতি করে লক্ষ্য লক্ষ্য কোটি টাকা বিদেশে পাচার করে দেশটাকে শেষ করে ছাত্র-জনতার ঝাঁটা পেটা খেয়ে পালিয়ে যেয়ে এখন দেশ ধ্বং'সের ষড়যন্ত্র করছে- সারা বাংলাদেশে গোপালগঞ্জের মত স'ন্ত্রা'সী কায়দায় কার্যকলাপ চালাবার নির্দেশ দিচ্ছে।'

----সোহেল তাজ

‘এরা ফাঁদ পাতছে। আমাদের প্রভোক (উসকানি) করছে, আমরা যেন ঝাঁপিয়ে পড়ি, প্রতিবাদ করি, কনফ্রন্টেশন (সংঘাত) করি, এমন একটা অবস্...
17/07/2025

‘এরা ফাঁদ পাতছে। আমাদের প্রভোক (উসকানি) করছে, আমরা যেন ঝাঁপিয়ে পড়ি, প্রতিবাদ করি, কনফ্রন্টেশন (সংঘাত) করি, এমন একটা অবস্থা তৈরি করি, যেন গণতন্ত্রের উত্তরণটা ব্যাহত হয়। এই ফাঁদে পা দেব না’, কারও নাম উল্লেখ না করে কথাগুলো বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘আমরা জুলাই গণ-...
17/07/2025

সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘আমরা জুলাই গণ-অভ্যুত্থান করেছিলাম ডেমোক্রেসির (গণতন্ত্রের) জন্য। এখন দেখতে পাচ্ছি, সারা দেশে মবোক্রেসির (উচ্ছৃঙ্খল জনতার সংঘবদ্ধ আক্রমণ) রাজত্ব হচ্ছে।’

Address

Kalabaga

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tatka Khobor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share