17/07/2025
ইজরায়লে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা:আন্তর্জাতিক আদালতে মামলা করছে ইরান
বদরুজ্জামান (সুজন বাহাদুর) সম্পাদক দৈনিক শীর্ষ সংবাদ #আজকেরখবর #খবরআজকের #নিউজ #বাংলাদেশ #ঢাকা #ব্রেকিংনিউজ #খবর #সংবাদ #প্রবাসী
ইসরায়েলকে ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনার বিস্তার: হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, যুক্তরাষ্ট্রকে 'দড়িতে বাঁধা কুকুর' বললেন খামেনি, আন্তর্জাতিক আদালতে মামলা করছে ইরান
মধ্যপ্রাচ্যে ইসরায়েল-ফিলিস্তিন সংঘর্ষকে কেন্দ্র করে উত্তেজনার আগুন ছড়িয়ে পড়েছে বিভিন্ন অঞ্চলে। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির যুদ্ধাবস্থার হুঁশিয়ারি এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে আইনি পদক্ষেপের নির্দেশ—সব মিলিয়ে পরিস্থিতি নতুন মোড় নিচ্ছে।
ইসরায়েলের ৩ স্পর্শকাতর স্থাপনায় হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ,বৃহস্পতিবার (১৭ জুলাই) মেহের নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা ইসরায়েলের তিনটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।
হামলার লক্ষ্যবস্তু ছিল—
বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর
নেগেভ এলাকার একটি সামরিক স্থাপনা
ইলাতের সমুদ্র বন্দর
হুথিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, হামলায় জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। এরপর চালানো হয় চারটি সশস্ত্র ড্রোন হামলা। তিনি দাবি করেন, “সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে এবং ইসরায়েলের হাজারো বাসিন্দা নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য হয়েছে।”
হুথি বাহিনী স্পষ্ট জানিয়ে দিয়েছে, “গাজায় আমাদের ভাইদের ওপর গণহত্যা চলতে থাকলে আমরা আমাদের সামরিক অভিযান আরও সম্প্রসারিত করবো।” একইসঙ্গে তারা দখলকৃত ফিলিস্তিন উপকূলের বন্দর ব্যবহারে যুক্ত সব আন্তর্জাতিক কোম্পানিকে সতর্ক করে দিয়েছে।
অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। হামলার কারণে নেগেভসহ দক্ষিণাঞ্চলের একাধিক এলাকায় বিমান হামলার সতর্কতা সাইরেন বেজে ওঠে।
ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের ‘দড়িতে বাঁধা কুকুর’ আখ্যা খামেনির, যুদ্ধে প্রস্তুতির ঘোষণা দিয়েছে , বুধবার (১৬ জুলাই) এক ভাষণে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ইসরায়েলকে “ইহুদি সাম্রাজ্য” এবং যুক্তরাষ্ট্রের দড়িতে বাঁধা কুকুর বলে আখ্যা দেন। তিনি বলেন, “আমরা যুদ্ধ চাই না, তবে আঘাত এলে জবাব হবে বিধ্বংসী।”
খামেনি বলেন, “ইরান কখনো শত্রুর সামনে দুর্বল নয়। আমাদের সামরিক সক্ষমতা, জনগণের আত্মবিশ্বাস এবং ঐক্য আমাদের শক্তি। যুক্তরাষ্ট্র ও ইহুদি শাসনব্যবস্থা আমাদের সামনে ভয় পায়।”
তিনি আরও বলেন, কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ইরানের মিসাইল হামলা ছিল কেবল একটি নমুনা। “আমরা আরও বড় জবাব দিতে সক্ষম। আমরা সংঘাত চাই না, কিন্তু যুদ্ধে বাধ্য করলে তাদের জন্য পরিণতি ভয়াবহ হবে।”
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করবে ইরান,ইসরায়েলের হামলায় ক্ষোভ প্রকাশ করে খামেনি ইরানের বিচার বিভাগকে দেশীয় ও আন্তর্জাতিক আদালতে মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন। বুধবার এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি বলেন,
“এই অপরাধের জন্য জবাবদিহি করতেই হবে, সেটা ২০ বছর সময় নিলেও।”
তিনি বলেন, “এই যুদ্ধ শুধু ইরানের সামরিক সক্ষমতাই নয়, বরং জনগণের স্থিতিশীলতা, জাতীয় ঐক্য ও আত্মবিশ্বাসেরও বহিঃপ্রকাশ।” খামেনির মতে, ইরান এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যে, “তারা আর যুক্তরাষ্ট্রকে ভয় পায় না, বরং যুক্তরাষ্ট্র আমাদের ভয় পায়।”
এদিকে ইরানের পার্লামেন্ট সদস্য আলাউদ্দিন বোরুজেরদি জানান, “পরমাণু কর্মসূচি নিয়ে ইরান পশ্চিমা চাপে মাথা নত করবে না। পশ্চিমা নিষেধাজ্ঞার জবাব আমরা অতীতে দিয়েছি, ভবিষ্যতেও দেব।”
ইসরায়েল ও গাজার চলমান সংঘাত এখন পুরো মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনার বিস্তার ঘটিয়েছে। হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, ইরানের সরাসরি যুদ্ধ হুঁশিয়ারি, ও আন্তর্জাতিক আইনি পদক্ষেপ সবই এক নতুন সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। পরিস্থিতির মোড় কোন দিকে যায়—তা নির্ভর করছে আন্তর্জাতিক কূটনীতি ও যুদ্ধনীতি কোন পথে এগোয় তার ওপর।
#আমাদের সংবাদ আপনাদের ভালো লাগলে পেইজে লাইক দিন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন এছাড়াও সংবাদটি সম্পর্কে কমেন্টে আপনার মতামত লিখতে পারেন। #আন্তর্জাতিক