Adventure with Bishal

Adventure with Bishal "Sharing moments that matter, one post at a time. You all will support me on facebook

Join the journey! ✨"

You can tailor it more specifically to your interests, hobbies, or the theme of your page if you'd like!

15/06/2025
28/05/2025

বাড়ির ছোট মোড়ল 😀নতুন নতুন ব্লগিং শুরু করছে😅😅😅😆অল্প বয়সে পাকিলে যা হয় 😄😄😄😃😀

২৩৪ বিলিয়ন ডলার — আওয়ামী মাফিয়ারা যদি পাচার না করতো তাহলে সেই টাকায় কি হতে পারতো?গত ১৫-১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে...
12/05/2025

২৩৪ বিলিয়ন ডলার — আওয়ামী মাফিয়ারা যদি পাচার না করতো তাহলে সেই টাকায় কি হতে পারতো?

গত ১৫-১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার।
এই টাকা যদি থেকে যেত?

ধরেন, ১০০ বিলিয়ন ডলার রেখে দিতাম রিজার্ভে — ডলার সংকট, ঋণের চাপ, আমদানি বিপর্যয় কিছুই থাকত না। দেশের টাকা দেশেই থাকত।
আর বাকি ১৩৪ বিলিয়ন ডলার দিয়ে?

চলেন দেখি কী কী করা যেতো—

১। আকাশে ভয় জাগানো আধুনিক বিমান বাহিনী (২০ বিলিয়ন)

৫০টা রাফায়েল যুদ্ধবিমান – ১০ বিলিয়ন
২০টা F-35 স্টেলথ জেট – ৩ বিলিয়ন
৪০টা Su-35 ও AEW&C Surveillance Aircraft – ৭ বিলিয়ন

২। আকাশ প্রতিরক্ষা – শত্রুর ক্ষেপণাস্ত্র ঢুকতেই পারবে না (৮ বিলিয়ন)

৪ ইউনিট S-400 Air Defence System – ২ বিলিয়ন
৫ ইউনিট Iron Dome System (ইসরায়েল) – ১.৫ বিলিয়ন
Ballistic Missile ও Tactical Missile সিস্টেম – ৪.৫ বিলিয়ন

৩। আধুনিক নৌবাহিনী (১০ বিলিয়ন)

৬টি Attack Submarine (Type 214/Scorpène) – ৪ বিলিয়ন?
৮টি Missile Frigates ও Surveillance Ships – ৪ বিলিয়ন
Naval Drone System – ২ বিলিয়ন

৪। আধুনিক সেনাবাহিনী – যুদ্ধের ময়দানে চরম দাপট (৭ বিলিয়ন)

৫০০টা T-90 বা K2 ট্যাংক – ৩ বিলিয়ন
HIMARS/MLRS রকেট সিস্টেম ও Anti-Tank Missile – ৪ বিলিয়ন

৫। নিজস্ব অস্ত্র গবেষণা ও সামরিক প্রযুক্তি (৯ বিলিয়ন)

Military R&D Center ও Defence University – ৩ বিলিয়ন
Rocket, Drone, AI & Cyber Defence Lab – ৩ বিলিয়ন
Joint Manufacturing Hub (যুদ্ধবিমান, সাবমেরিন) – ৩ বিলিয়ন

৬। সাইবার, স্যাটেলাইট ও গোয়েন্দা নজরদারি (৫ বিলিয়ন)

Spy Satellite + Surveillance Satellite Launch – ২ বিলিয়ন
Cyber Warfare ও Electronic Defence Systems – ৩ বিলিয়ন

৭। প্রশিক্ষণ, বেস গঠন ও আন্তর্জাতিক মানের সৈন্য গড়ার খরচ (৫ বিলিয়ন)

Elite Force Training Base (Navy SEAL standard)
Modern Logistics, Tactical Simulation Facilities

মোট ব্যয়: ~৬৪ বিলিয়ন ডলার
বাকি ৭০ বিলিয়ন ডলার: স্টক অস্ত্র, গোলাবারুদ, অপারেশন খরচ, জরুরি ফান্ড ও বিদেশি ক্রয়ের পেছনে।

এই হতো এক আধুনিক, ভয়ংকর, টেকসই বাংলাদেশ সেনাবাহিনী যেখানে ভারতের সাথেও চোখে চোখ রেখে বলা যেতো—“পা বাড়ায়া দেখ খালি, একদম নলি ভাইঙ্গা হাতে ধরায়া দিমু!”
এমন বাংলাদেশ হলে মিয়ানমার কখনো রোহিঙ্গা পাঠাতে সাহস করত না, বঙ্গোপসাগরের দিকে কেও চাইলেও নজর দিতে পারত না।

কিন্তু আমরা হারিয়েছি সেই সুযোগ।
হাজার হাজার কোটি টাকা চুরি করে দেশকে দুর্বল করে রাখা হয়েছে।
এখনও যদি চুপ থাকি, এর দায় আমাদেরও।



#২৩৪বিলিয়নডলার #অর্থপাচার #বাংলাদেশ #সামরিকশক্তি #দুর্নীতি #দেশপ্রেম

-Rasel Ahammad

 পারভেজ নামের এই ছেলেটি তার নিজের ক্যাম্পাসে খু*ন হয়েছে আজ।  ক্যাম্পাসের সামনে পারভেজ তাঁর দুই বন্ধুকে নিয়ে শিঙাড়া খাচ্ছ...
20/04/2025



পারভেজ নামের এই ছেলেটি তার নিজের ক্যাম্পাসে খু*ন হয়েছে আজ।

ক্যাম্পাসের সামনে পারভেজ তাঁর দুই বন্ধুকে নিয়ে শিঙাড়া খাচ্ছিল। সেখানে দুই নারী শিক্ষার্থীও দাঁড়িয়ে ছিলেন। তারা মনে করে ওরা তাদেরকে নিয়ে হাসাহাসি করছে।

তাই তারা কাউকে খবর দেয়। খুব সম্ভবত বয়ফ্রেন্ড হবে। ক্যাম্পাসের বাইরের তিনটা ছেলে এসে পারভেজদের কাছে হাসাহাসির কারণ জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে কথা–কাটাকাটি হয়।

বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা বিষয়টি মিটমাট করে দেন। কিন্তু ঐ তিন যুবক আরও কয়েকজনকে নিয়ে এসে পারভেজ ক্যাম্পাস থেকে বের হতেই তাঁকে ছুড়িকাঘাত করে।

একটা ছু*ড়ির আঘাত ঠিক হৃদপিণ্ডের উপর পড়ে। এক ইঞ্চির একটা ক্ষত! মা*রা যায় পারভেজ। একেবারে তুচ্ছ একটা ঘটনায় খু*ন হয় ছেলেটা। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ত সে।

পারভেজ যখন ইন্টারে পড়ত, ময়মনসিংহের টাউন হলের পাশেই একটা মেসে থাকত সে। রয়েল মিডিয়া কলেজের ছাত্র ছিল। কী হাসিখুশি নির্মল একটা ছেলে। সালাম দিয়েই যেন হেসে নুয়ে যেত! এই হাসিই তার জন্য কাল হলো!

এই হ*ত্যা ক্ষমতা প্রদর্শনের হ*ত্যা, দর্প প্রদর্শনের হ*ত্যা। এই জঘন্যতম হ*ত্যার দ্রুত বিচার নিশ্চিত করুন। ভিডিও ফুটেজ আছে, অসংখ্য প্রত্যক্ষদর্শীর সামনে সে খুন হয়েছে। এখনও খু*নী কেন গ্রেফতার হয় নি?

সে ঢাবি, বুয়েটের ছাত্র না, তাই চুপ থাকবেন, এমন যেন না হয়। তার খুনের বিচারের দাবি তুলুন। আওয়াজ না তুললে বিচার হয় না এদেশে।

জাহিদুল ইসলাম পারভেজ, বাচ্চা একটা ছেলে! মানুষের জীবন, হ*ত্যা এত সহজ ব্যাপার হয়ে গেল!

19/04/2025

Good Morning Everyone ❤️❤️❤️

14/04/2025

ঘুড়ি, বাঁশি, বেলুন, পুতুল, আর টিনের গাড়ি—মেলার খেলনার দোকানটা যেন রঙিন শৈশবের মিনি মিউজিয়াম!একবার তাকালেই মনটা শিশুর মতো হেসে ওঠে।

12/04/2025

🥰🥰🥰🥰❤️❤️

Address

Kalabaga

Alerts

Be the first to know and let us send you an email when Adventure with Bishal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Adventure with Bishal:

Share