Hello Bangladesh- হ্যালো বাংলাদেশ

Hello Bangladesh- হ্যালো বাংলাদেশ বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য

30/08/2023
29/08/2023
07/07/2023

বেইজিং সামরিক হাসপাতালের চীফ এক্সিকিউটিভ অধ্যাপক চেন হোরিন বলেন,

"গরম পানির গ্লাসে লেবুর টুকরা আপনার বাকি জীবনের জন্য আপনাকে বাচাতে পারে"। এমন কি আপনি যদি ব্যস্ত ও থাকেন তাহলে এই বার্তা টি দেখা মাত্র অন্যের কাছে পাঠানো উচিৎ মানবিক কারনে।

প্রথমতঃ

গরম লেবু ক্যান্সার কোষ কে মেরে ফেলতে পারে। একটা লেবু তিন টুকরা করে কেটে একটা কাপে রাখুন। তার পর গরম পানি ঢালুন। এটি (alkaline পানি) হয়ে যাবে। প্রতিদিন এটা পানে অবশ্যই সবার বিশেষ উপকারে আসবে। হট লেবু থেকে এন্টি ক্যান্সার ড্রাগ বের (release) হয়।

ক্যন্সার, টিউমারের উপর গরম লেবুর রসের একটি কার্যকরী প্রভাব আছে এবং এটা সব ধরনের ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে বলা বা দেখানো হয়েছে।

এই নির্যাসের চিকিৎসা (গরম লেবুর রস) শুধু মাত্র ম্যালিগন্যান্ট কোষ ধ্বংস হবে এবং সুস্হ কোষের উপর এর কোনো প্রভাব পরবে না।

দ্বিতীয়তঃ লেবুর রস এসিড এবং মন কার্বক্সিলিক এসিড উচ্চ

রক্তচাপ নিয়ন্ত্রন করে। অন্তত যারা এই লিখাটি পাবেন তারা পড়বেন এবং বন্ধুদের সাস্হ্য সচেতনতার জন্য অবশ্য ই শেয়ার যদি করেন তবেই আমার কস্ট করে লিখা সার্থক হবে।

অধ্যাপক চেন হোরিন বলেছেন, আমি আমার কর্তব্য পালন করেছি, আশা করি আপনিও এটি ছড়িয়ে দিতে আমাকে সাহায্য করবেন।

নোট-

গরম লেবুপানি বানানোর এই প্রকৃয়ায় কোনো প্লাস্টিকের পাত্র ব্যবহার করা যাবে না। কাঁচের গ্লাস অথবা কাপ ব্যবহার করবেন।

অনেকেই নক করছেন "ইরাবতী ইকো রিসোর্ট ও রিসার্চ সেন্টার" এর আদ্যোপান্ত নিয়ে, জানতে চাইছেন থাকা খাওয়া এবং সাইট সিয়িংয়ের বিস...
14/10/2022

অনেকেই নক করছেন "ইরাবতী ইকো রিসোর্ট ও রিসার্চ সেন্টার" এর আদ্যোপান্ত নিয়ে, জানতে চাইছেন থাকা খাওয়া এবং সাইট সিয়িংয়ের বিস্তারিত।

সবার সুবিধার্থে সংক্ষেপে দিয়ে দিচ্ছি...

# #ইরাবতীর গল্পঃ-
আমরা ক'জন পাগলাটে স্বপ্নবাজ তরুণ পর্যটন প্রেমী মিলে এই রিসোর্ট তৈরি করেছি। সুন্দরবনের যে খালের গা ঘেঁষে আমাদের এই ইরাবতী, তার থেকে মিনিট পাঁচেকের দূরত্ত্বে বিপন্নপ্রায় ইরাবতী ডলফিনের স্যাংচুয়ারি।
খালটিও অনন্য বৈশিষ্ট মণ্ডিত, জোয়ারের সময় থইথই পানি বানের জলের মত হু হু করে ঢুকে আমাদের কটেজের ওয়াকওয়ে এবং রুমগুলোর নীচে প্লাবিত করে দিয়ে যায়, আবার ভাটায় উল্টোমুখী টান প্রচণ্ড, নিমিষেই খালের তলানিতে পড়ে থাকে পানি। রিসোর্টের উল্টোপাশেই ঘনসবুজ বন, সেখান থেকে পাখির ডাক, হরিণের ডাক, বানরের ডাক শোনা যায়, ভাগ্য সু-প্রসন্ন হলে দেখেও ফেলতে পারেন এদের কাউকে কাউকে।

⚡⚡সবচেয়ে বড় যে ব্যাপারগুলো আপনি পাবেন, তা হলো অখণ্ড নৈশব্দ, বনের নিরবতার আলাদা ঝংকার, গোলপাতায় বাতাসের খুনসুটি আর সীসা-তামা-ধাতুহীন মুক্ত বাতাস।

# #কীভাবে যাবেন? ➡️ ঢাকা বা দেশের যে কোন প্রান্ত থেকে মংলা ফেরিঘাট/বাসস্ট্যান্ড পর্যন্ত আসা আপনাদের নিজ দ্বায়িত্বে করে নিতে পারেন। প্রয়োজনে বাসের শিডিউল এবং টিকিট কোথা থেকে করবেন ইত্যাকার বিষয়ে সহযোগিতার জন্য আমরা আছি।

# #যাত্রা শুরু ➡️ মংলা ফেরিঘাট থেকে জালি বোট নিয়ে ইরাবতী রিসোর্ট পর্যন্ত যেতে জোয়ার ভাটার কারণে দেড় থেকে দু'ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে, খরচ পড়বে আসা যাওয়ার উভয় পথ মিলিয়ে দুই দুই - চার হাজার টাকা (১-২৫ জন পর্যন্ত ধারণ ক্ষমতা)। আমাদের ব্যাবস্থাপনার বোটে লাইফ জ্যাকেট থাকবে।

# #রুম কেমন, কতোঃ- আপাতত একই রকম সুযোগ সুবিধাসহ চারটি এটাচড ওয়াশরুমসহ ইকো-কটেজ/রুম আছে, যার দুইটি নদীমুখী বাকী দুইটি জঙ্গলমুখী... প্রতি রুমে দুটো করে ডাবল বেড আছে.. সলো/কাপল কিংবা গ্রুপ হিসেবে রুম নিতে পারেন, ক'জন থাকছেন তার ওপর ভাড়া কমবেশী হবেনা।
তবে, একরুমে ৪ জনের অধিক থাকতে চাইলে (সবমিলিয়ে সর্বোচ্চ ৫জন) মাথাপিছু ৫০০/- টাকা করে খরচ বাড়বে।

📌নদীমুখী রুম দুটির ভাড়া ৪০০০/- প্রতিরাত
জঙ্গল্মুখী রুম দুটির ভাড়া ৩৫০০/- প্রতিরাত

⚡বিদেশী গেস্ট - ইউ-এস-ডি ৯৯/- প্রতিরুম

ও হ্যাঁ, শুধু সেপ্টেম্বর মাসের শেষ দিন পর্যন্ত রুম ভাড়ায় পাচ্ছেন ফ্ল্যাট ১০% ডিসকাউন্ট!!
চেক-ইন - দুপুর ১টা
চেক-আউট - সকাল ১১টা

(হলিডে, উইকেন্ড বা নন-উইকেন্ডে ভাড়ার তারতম্য নেই, আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বুকিং নেয়া হচ্ছে)

# #খাবার দাবারঃ-
প্রতিরুমের সাথে দুইজনের নাস্তা কমপ্লিমেন্টারি,
📌পরবর্তী প্রতিজনে ১৫০/- টাকা।

দুপুর এবং রাতে- বিভিন্ন রকম ভর্তা সবজি ডাল, ছোট মাছ, বড় মাছ/মাংস ইত্যাদি মিলিয়ে প্রায় কয়েক পদের বাঙালি খাবারের আয়োজন করে থাকি।

📌খরচ- ৪০০/- টাকা প্রতিবেলা, প্রতিজন।
দেশী মুরগী/রাজহাঁসের মাংস সহ ভর্তা সবজি, ডাল।

📌বারবিকিউ এবং কাঁকড়া (সিজন সাপেক্ষ) আলাদা খরচ সাপেক্ষে ব্যাবস্থা করছি।

📌এছাড়াও দুবেলা টিফিনের ব্যাবস্থা আছে, জনপ্রতি খরচ পড়বে দৈনিক ১৫০/- টাকা।

# #সাইট-সিয়িংঃ- আসা বা যাওয়ার পথে আপনারা নিজ উদ্যোগে, নিজ খরচে করমজল ঘুরে আসতে পারেন। সংখ্যার উপর নির্ভর করে ১০০ থেকে ২০০ টাকা খরচ পড়বে জনপ্রতি।

📌হাড়বাড়িয়া+করমজল সহ আসা যাওয়া ৭০০০/- (বনের প্রবেশ ফি ও অন্যান্য অন্তর্ভুক্ত নয়)

📌ক্যানাল ক্রুজিংঃ- বৈঠা দিয়ে হাতে বাওয়া ছোট দেশী নৌকায় সুন্দরবনের খাল ঘুরে আসার ব্যাবস্থা আছে।
প্রতি নৌকায় খরচ পড়বে ১৫০০/- টাকা (সর্বোচ্চ ৮ জনের ধারণক্ষমতা)।

***এই মুহুর্তে বড় খালে ঘোরা গেলেও ছোট খালগুলোয় প্রবেশে বনবিভাগের তরফ থেকে নিষেধাজ্ঞা আছে!!

# #কি কি সাথে আনবেনঃ- ওডোমস, সানস্ক্রিন লোশন, ছাতা, জরুরি ঔষধ।

প্রতি রুমে সাবান, শ্যাম্পু, পেস্ট দেয়া থাকবে।

চা-কফি চিনি, ওয়াটার হিটার কেটলি, মিনারেল ওয়াটার নির্দিষ্ট পরিমাণে দেয়া কমপ্লিমেন্টারি হিসেবে দেয়া থাকবে...

# #আবহাওয়া এবং সতর্কতাঃ- ছয় ঋতুতে এখানে ছয় রকমের সৌন্দর্যে ভেসে যাবেন। জোছনায় অপার চাঁদের আলো আর অমাবস্যায় তারার আলোয় ভেসে যায় ইরাবতী....

সুন্দরবনের খালে কুমির আছে বিধায় পানিতে নামা বা জোয়ারে পা ঝুলিয়ে বসা নিষেধ।।

⚡ বনলাগোয়া এই এলাকায় আশে পাশে বিকল্প খাবারের ব্যাবস্থা প্রায় নেই বললেই চলে, গ্রুপ বুকিংয়ের ক্ষেত্রে আগে থেকে খাবার মেনু আলোচনা সাপেক্ষে পরিবর্তনযোগ্য।

⚡ আশা করি সবাই আগে থেকেই ফোনে, মেসেঞ্জার- হোয়াটসঅ্যাপে, কিংবা আমাদের পেইজে যোগাযোগ করে বুকিং দিয়ে নিশ্চিত হয়ে আসবেন।।

ফোন, হোয়াটসঅ্যাপ ০১৭১১০৮১০৬৫
বিকাশ ও নগদ ০১৮৪১০৮১০৬৫

#ইরাবতী_ইকো_রিসোর্ট_এন্ড_রিসার্চ_সেন্টার



ট্যুর এরেঞ্জারঃ
SPACE Tours & Travels
রিসোর্টের পেজ-
Iraboti Eco Resort & Research Centre

07/10/2022

বাংলাদেশ প্রকৃতির রূপের ভান্ডার। এদেশের মতাে প্রাকৃতিক সৌন্দর্য পৃথিবীর আর কোনাে দেশে নেই । এদেশের সুজলাসফলা, শস্য-শ্যামলা প্রাকৃতিক সৌন্দর্যে আমাদের নয়ন-মনের তৃষ্ণা মিটে । পালাক্রমে আসা ছয়টি ঋতুতে এদেশের প্রকৃতি ভিন্ন। পে, ভিন্ন সাজে সজ্জিত হয়। বাংলার প্রকৃতির রূপে মুগ্ধ হয়ে বাংলা ভাষার শ্রেষ্ঠ কবিরা কত অপূর্ব সুন্দর কবিতা ও গান রচনা। করেছেন। কবি দ্বিজেন্দ্রলাল রায়ের কবিতায় এদেশের প্রকৃতির আপন বৈশিষ্ট্য ফুটে উঠেছে।

ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা,
তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা....

Address

Kalabaga

Alerts

Be the first to know and let us send you an email when Hello Bangladesh- হ্যালো বাংলাদেশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share