Shakil Ahamed

Shakil Ahamed লক্ষ ঠিক রেখে পরিশ্রম করে যান সফলতা আসবেই আপনার শত্রু ও দৌড়ে এসে অভিনন্দন জানাবে।

"📌 আপনার কনটেন্ট কি সময়ের সাথে সাথে হারিয়ে যাচ্ছে?এভারগ্রিন কনটেন্ট হলো সেই হিরে—যেটা সময় পার হলেও জ্বলজ্বল করতে থাকে!✔️...
27/06/2025

"📌 আপনার কনটেন্ট কি সময়ের সাথে সাথে হারিয়ে যাচ্ছে?

এভারগ্রিন কনটেন্ট হলো সেই হিরে—যেটা সময় পার হলেও জ্বলজ্বল করতে থাকে!
✔️ আপডেট ছাড়াও ভ্যালু দেয় বারবারয়
✔️ সময় বাঁচা
✔️ দীর্ঘমেয়াদে ট্রাফিক আনে
আপনার কনটেন্ট স্ট্র্যাটেজিতে ৭০% এভারগ্রিন আর ৩০% ট্রেন্ডিং কনটেন্ট রাখুন—দেখবেন রেজাল্ট নিজের মুখেই কথা বলবে! 💡

"

ভবিষ্যতে কী হবে তা আমরা কেউই জানি না। এমনও হতে পারে ভবিষ্যতে আপনার জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করছে। আবার এর বিপরীতটাও ক...
24/06/2025

ভবিষ্যতে কী হবে তা আমরা কেউই জানি না। এমনও হতে পারে ভবিষ্যতে আপনার জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করছে। আবার এর বিপরীতটাও কিন্তু হতে পারে। ভবিষ্যতের আশায় বসে থাকলে শুধু শুধু জীবনের মূল্যবান সময়গুলোই নষ্ট হবে, অথচ কাজের কাজ কিছুই হবে না। তাই যারা ভবিষ্যতের কথা চিন্তা করে সময় নষ্ট করছে তারা ভবিষ্যতের জন্য অপেক্ষা না করে আজ থেকেই, এখন থেকেই জীবনে এগিয়ে যাওয়ার দৌড় শুরু করে দিন, জীবন কখনো থেমে থাকে না - জীবন মানি সামনে এগিয়ে যাওয়া, তাই আসুন সবাই মিলে হাতে হাত রেখে আগামীর পথে এগিয়ে যাই।

মার্কেটিং একটি গতানুগতিক ধারা। মানুষের জীবন যাপন যেমন পরিবর্তন হচ্ছে সাথে সাথে জীবন ধারার মান পরিবর্তন হচ্ছে। যে কারণে ম...
23/06/2025

মার্কেটিং একটি গতানুগতিক ধারা। মানুষের জীবন যাপন যেমন পরিবর্তন হচ্ছে সাথে সাথে জীবন ধারার মান পরিবর্তন হচ্ছে। যে কারণে মার্কেটিং পদ্ধতিতে অনেক পরিবর্তন এসেছে।

LinkedIn Marketing একটি Professional নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম, যেখানে Decision Maker, Business Owner এবং Industry Expert সক্রিয় থাকেন।

LinkedIn Marketing গুরুত্বপূর্ণ কিছু দিক-

1️⃣ Professional Audience
2️⃣ High Conversation Rate
3️⃣ Targeted Advertising
4️⃣ Brand Credibility
5️⃣ Content Marketing
6️⃣ Lead Generation
7️⃣ Networking
8️⃣ Thought Leadership
9️⃣ B2B Marketing
🔟 Recruitment

সাধারণ মানুষ তাদের ক্ষমতার ২৫% দিয়ে কাজ করে। যারা ৫০% এর বেশি কাজে লাগায় পৃথিবী তাদের স্যালুট করে। যারা ১০০% দিয়ে কাজ কর...
22/06/2025

সাধারণ মানুষ তাদের ক্ষমতার ২৫% দিয়ে কাজ করে। যারা ৫০% এর বেশি কাজে লাগায় পৃথিবী তাদের স্যালুট করে। যারা ১০০% দিয়ে কাজ করে – পৃথিবী তাদের সামনে মাথা নত করে”
ভুল করে কেউ এভারেস্ট জয় করে না, আন্দাজে দাগিয়ে কেউ বিসিএস কেডার হয় না, হুট করে কেউ স্কলারশিপ পেয়ে যায় না - জীবনে কিছু পেতে হলে কোন এক সময় কঠোর থেকে কঠোর পরিশ্রম করতে হয়, সব কিছু থেকে নিজেকে আলাদা করে রাখতে হয়, দিনের পর দিন সাধনা করে যেতে হয়, মাসের পর মাস যাবে, তবে বছর ঘুরে আসবেই সফল্যময়ী জীবন ।

আপনার পণ্য বা সার্ভিস নিয়ে আগ্রহী কাস্টমারের কাছে পৌঁছাতে একটি অপটিমাইজেশন ওয়েবসাইট হতে পারে সবচেয়ে বড় হাতিয়ার। যা ...
18/06/2025

আপনার পণ্য বা সার্ভিস নিয়ে আগ্রহী কাস্টমারের কাছে পৌঁছাতে একটি অপটিমাইজেশন ওয়েবসাইট হতে পারে সবচেয়ে বড় হাতিয়ার। যা থেকে প্রতিদিনই আসে নতুন লিড।

Lead Generation এর জন্য Wordpress সাইট অপটিমাইজেশন করতে কিছু বিষয়ে গুরুত্ব দিতে হবে-

🔹স্পিড অপটিমাইজেশন
🔹SEO ফ্রেন্ডলি
🔹ল্যান্ডিং পেজ অপটিমাইজেশন
🔹মোবাইল অপটিমাইজেশন
🔹লিড ট্র্যাকিং ও অ্যানালাইটিক্স
🔹পপআপ এবং স্লাইড ইন ফর্ম
🔹কন্টেন্ট মার্কেটিং ও ব্লগ
🔹নিরাপত্তা ও বিশ্বাসযোগ্যতা।

Google থেকে ডেটা স্ক্র্যাপিং করছেন?একটু থামুন! অনেকেই Google থেকে অটোমেটিক ডেটা তুলতে চান SEO , লিড জেনারেশন, প্রাইস ট্র...
03/06/2025

Google থেকে ডেটা স্ক্র্যাপিং করছেন?
একটু থামুন!
অনেকেই Google থেকে অটোমেটিক ডেটা তুলতে চান SEO , লিড জেনারেশন, প্রাইস ট্র্যাকিং বা কনটেন্ট রিসার্চের জন্য। কিন্তু আপনি কি জানেন Google Scrapping করতে গিয়ে-
▪️আপনার IP ব্লক হতে পারে।
▪️Captcha চলতেই থাকবে।
▪️লিগ্যাল ঝামেলাও হতে পারে।

তাহলে উপায়❓

স্মার্ট হতে হতে চান? ডাটা তুলুন ঠিকভাবে লিগ্যাল ও নিরাপত্তার সাথে। গুগল থেকে ডেটা স্ক্র্যাপিং করতে হলে টেকনিক্যাল জ্ঞান এবং লিগ্যাল বোঝাপড়া দুইটাই জরুরী। এক্সপার্ট হয়ে ঠিকভাবে স্ক্র্যাপিং করতে পারেন এগুলোর মাধ্যমে–

1️⃣ Ethical Scraping
2️⃣ Google API- ব্যবহার করুন
3️⃣ Third Party Tools ( Serp API, Zenserp, Data For SEO)

TikTok Marketing হলো টিকটক প্ল্যাফর্ম ব্যবহার করে পণ্য, সেবা বা ব্র্যান্ডের প্রচার চালানো। এটি মূলত কনটেন্ট তৈরি, ইনফ্লু...
02/06/2025

TikTok Marketing হলো টিকটক প্ল্যাফর্ম ব্যবহার করে পণ্য, সেবা বা ব্র্যান্ডের প্রচার চালানো। এটি মূলত কনটেন্ট তৈরি, ইনফ্লুয়েন্সার মার্কেটিং এবং বিজ্ঞাপন ব্যবহার করে লক্ষ্যযুক্ত দর্শকদের কাছে পৌঁছানোর কৌশল।

TikTok মূলত তিন ভাবে মার্কেটিং করা হয়-

1.Orgranic Content
2.Influence Marketing
3.Paid Ads

বিশাল মহাজগতে ক্ষুদ্র বালুকণার চেয়ে ছোট্ট এ পৃথিবী, তার মাঝে ক্ষণিকের এ জীবন- জগতের বুকে একটি আঁচড় না কেটেই হারিয়ে যা...
01/06/2025

বিশাল মহাজগতে ক্ষুদ্র বালুকণার চেয়ে ছোট্ট এ পৃথিবী, তার মাঝে ক্ষণিকের এ জীবন- জগতের বুকে একটি আঁচড় না কেটেই হারিয়ে যাবে অতলে? দাম্ভিক হওয়া সহজ, বিনয়ী হতে হলে প্রয়োজন অসাধারণ আত্মসম্মান এবং মানসিক শক্তিমত্তার। পৃথিবীর সবচেয়ে আনন্দের অনুভূতিটি হচ্ছে যখন তুমি একটি লক্ষ্য ঠিক করেছিলে সেই লক্ষ্যটি পূরণ করতে পারলে!

একটি বিজনেসকে সফল করার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় তার মার্কেটিং। অর্থাৎ আপনি যদি আপনার প্রতিষ্ঠান বা বিজনেসের ...
31/05/2025

একটি বিজনেসকে সফল করার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় তার মার্কেটিং। অর্থাৎ আপনি যদি আপনার প্রতিষ্ঠান বা বিজনেসের মার্কেটিং না করেন তাহলে কোন কাস্টমার পাবেন না। কারণ মার্কেটিং ছাড়া আপনার কাস্টমার আপনার বিজনেস সম্পর্কে জানতে পারবে না।
বিষেশ করে ই-কমার্সের মত অনলাইন বিজনেসের ক্ষেত্রে অবশ্যই মার্কেটিং করতে হবে।

বর্তমান বিশ্বে ব্যবসার ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে। মানুষ এখন দোকানে গিয়ে পণ্য কেনার চেয়ে অনলাইনে অর্ডার করাকে বেশি পছন্দ করে।

❇️ ই-কমার্স মার্কেটিং এর গুরুত্ব-

🔹গ্লোবাল রিচ
🔹লো কস্ট, হাই রিটার্ন
🔹ডাটা বেইসড ডিসিশন
🔹 ২৪/৭ বিক্রির সুযোগ
🔹ব্র্যান্ড বিল্ডিং ও ট্রাস্ট

ইকমার্স শুধু একটি অনলাইন দোকান নয়, এটি একটি পূর্ণাঙ্গ ব্যবসায়িক মডেল। সঠিক মার্কেটিং কৌশল গ্রহণ করলে আপনি প্রতিযোগিদের থেকে অনেকে এগিয়ে থাকতে পারবেন।

LinkedIn প্ল্যাটফর্ম ব্যবহার করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পণ্য, সেবা বা ব্র্যান্ড প্রচার করার প্রক্রিয়া। LinkedIn এ ...
29/05/2025

LinkedIn প্ল্যাটফর্ম ব্যবহার করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পণ্য, সেবা বা ব্র্যান্ড প্রচার করার প্রক্রিয়া।
LinkedIn এ পেশাদারদের লক্ষ্য করে পণ্য, পরিষেবা বা কনটেন্ট প্রচার করে থাকে।

LinkedIn Marketing এর মূল কাজ-

⚫ Professional Branding
⚫ Content Marketing
⚫ Networking
⚫ Lead Generation
⚫ LinkedIn Ads
⚫ Engagement

LinkedIn একটি জনপ্রিয় প্রফেশনাল সোশ্যাল মিডিয়া। এখানে সকল ধরনের বিজনেস মাইন্ডেড এবং প্রফেশনাল ইউজার থাকে। কনটেন্ট পোস্ট ...
27/05/2025

LinkedIn একটি জনপ্রিয় প্রফেশনাল সোশ্যাল মিডিয়া। এখানে সকল ধরনের বিজনেস মাইন্ডেড এবং প্রফেশনাল ইউজার থাকে। কনটেন্ট পোস্ট করা থেকে শুরু করে সকল কাজের ম্যানেজমেন্ট অনেক প্রফেশনাল ভাবে করা হয়। যাতে স্প্যাম কম হয় এবং ইউজার একটি স্বচ্ছ পরিবেশ পেতে পারে।

LinkedIn প্রোফাইল অপটিমাইজ করার জন্য কিছু কার্যকরী টিপস-

▫️প্রোফাইলের ছবির গুরুত্ব
▫️প্রোফাইল হেডলাইন
▫️সারাংশ অভিজ্ঞতা
▫️দক্ষতা
▫️সার্টিফিকেট ও প্রশিক্ষণ
▫️নেটওয়ার্ক বৃদ্ধি
▫️কাস্টম URL তৈরি
▫️ওপেন টু ওয়ার্ক
▫️সার্চ অপটিমাইজেশন

আজকের ডিজিটাল দুনিয়ায় শুধু ভালো প্রোডাক্ট বা সার্ভিস থাকলেই হবে না। দরকার সঠিক গ্রাহককে খুঁজে বের করা। Lead Generation হ...
26/05/2025

আজকের ডিজিটাল দুনিয়ায় শুধু ভালো প্রোডাক্ট বা সার্ভিস থাকলেই হবে না। দরকার সঠিক গ্রাহককে খুঁজে বের করা।
Lead Generation হচ্ছে সেই প্রক্রিয়া যার মাধ্যমে আপনি আপনার টার্গেট কাস্টমারের আগ্রহ তৈরি করে, তাদেরকে ভবিষ্যতের পটেনশিয়াল কাস্টমারে পরিণত করতে পারবেন। Lead Generation আপনার ব্যবসা বৃদ্ধির প্রথম ধাপ।

Lead Generation এর জনপ্রিয় কিছু পদ্ধতি-

▪️Content Marketing
▪️Social Media Camping
▪️Email Marketing
▪️Landing page and Lead Capture Forms
▪️Paid Ads

এগুলো দ্বারা টার্গেটেড গ্রাহকের কাছে পৌঁছে সঠিক লিড কালেক্ট করা যায়। এতে প্রোডাক্ট বা সার্ভিসের উপর আগ্রহী কাস্টমারদের টার্গেট করতে ভূমিকা রাখে । ব্যান্ডের প্রতি বিশ্বাস বাড়ে। বিনিয়োগ রির্টান বৃদ্ধি পায়।

Address

Kalabaga

Telephone

+8801771602610

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shakil Ahamed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shakil Ahamed:

Share