SiM Tahsin Rahman

SiM Tahsin Rahman Assalamu Alaikum,,
Support my page for Better development.

Once upon a time here as a city, that's name was gaza.
22/07/2025

Once upon a time here as a city, that's name was gaza.

04/06/2025

গায়রত কি?

উত্তর : 'গায়রত' (غَيْرَة) একটি আরবি শব্দ, যা ইসলামি সংস্কৃতি ও সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মূল অর্থ হলো সম্মানবোধ, আত্মমর্যাদা বা আত্মমর্যাদা রক্ষার জন্য আবেগ। এটি কেবল ব্যক্তিগত সম্মান নয়, বরং ধর্মীয় মূল্যবোধ এবং পারিবারিক সম্পর্কের প্রতি দায়িত্ববোধের সঙ্গেও সম্পর্কিত।
ইসলামে গায়রতের গুরুত্ব:

ইসলামে গায়রতকে একটি মহৎ গুণ হিসেবে দেখা হয়। হাদিসে এর গুরুত্ব উল্লেখ করা হয়েছে। নবী মুহাম্মদ (সা.) বলেছেন, "আল্লাহ গায়রত পছন্দ করেন এবং গায়রত আল্লাহর বিশেষ গুণগুলোর একটি।" (সহীহ বুখারী, মুসলিম)। যখন কোনো মু'মিন আল্লাহর হারাম করা কাজ করে, তখন আল্লাহর গায়রত প্রকাশিত হয়।
গায়রতের বিভিন্ন দিক রয়েছে:

* ধর্মীয় গায়রত: এটি আল্লাহ এবং ইসলামের প্রতি গভীর ভালোবাসা ও নিষ্ঠা। এটি একজন মুসলিমকে ইসলামি আদর্শ রক্ষা এবং ধর্মীয় মূল্যবোধ অক্ষুণ্ন রাখার জন্য উৎসাহিত করে।

* পারিবারিক গায়রত: এটি পরিবার ও ঘনিষ্ঠ সম্পর্কের প্রতি দায়িত্ববোধ এবং সম্মান রক্ষার প্রতিফলন। যেমন, একজন পুরুষ তার স্ত্রীর সম্মান রক্ষায় সচেষ্ট থাকা, অথবা একজন নারী তার পরিবারের মর্যাদাকে গুরুত্ব দেওয়া।

* ব্যক্তিগত গায়রত: এটি একজন ব্যক্তির নিজের মর্যাদা, সততা এবং আত্মমর্যাদা রক্ষার জন্য উৎসাহিত করে। এটি অন্যায় বা অসম্মানের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শক্তি প্রদান করে।

সংক্ষেপে, গায়রত হলো সেই আত্মমর্যাদাবোধ যা একজন ব্যক্তিকে সৎ, ন্যায়পরায়ণ এবং মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে উৎসাহিত করে। এটি অন্যায়, অশ্লীলতা ও পাপাচারের বিরুদ্ধে এক ধরনের প্রতিরোধমূলক অনুভূতি। গায়রত মানুষকে আল্লাহর দ্বীন পালনে অটল থাকতে এবং হারাম কাজ থেকে দূরে থাকতে সাহায্য করে। এর অভাবে মানুষ দুনিয়াবি প্রলোভনে পড়ে নৈতিক অবক্ষয়ের শিকার হতে পারে।

21/04/2025

❝কাজের সময় কাজি 🥰🙂
কাজ ফুরালে পাজি ❞🤬🤭

SheiSheikh Tanvir Rahman Tahsin

অর্থনৈতিক ও খাদ্যের প্রস্তুতি :১। নিজের খাদ্য নিজেই উৎপাদন করুন। যেমন : ধান, গম, আলু, শাক-সবজি ইত্যাদি। কৃষিকাজের মাধ্যম...
09/12/2024

অর্থনৈতিক ও খাদ্যের প্রস্তুতি :

১। নিজের খাদ্য নিজেই উৎপাদন করুন। যেমন : ধান, গম, আলু, শাক-সবজি ইত্যাদি। কৃষিকাজের মাধ্যমে চাষাবাদ করুন।
২। বাড়ির আঙিনায় পুকুর কেটে সেখানে মাছ চাষ করুন।
৩। সবচেয়ে গুরুত্বপূর্ণ গবাদিপশু পালন করুন। যেমন : গরু, ছাগল, ভেড়া ইত্যাদি। হাদিসে আলাদাভাবে এর নির্দেশনা রয়েছে।
৪। চাপকল বা টিউবওয়েল মাটির অনেক গভিরে স্থাপন করুন। সাধারনত যতটুকু নীচ থেকে পানি উঠে তার চাইতে ৫০-১০০ ফুট নীচে। এছাড়াও নদী, পুকুর, ঝর্নার পানি বিশুদ্ধ করে ব্যবহার করার পদ্ধতি জেনে নিন। চাপকলের যাবতীয় প্রয়োজনীয় এক্সেসরিজ সংগ্রহ করে রাখুন।
৫। পর্যাপ্ত শুকনো খাবার সংগ্রহে রাখুন। যেমন চিড়া, মুড়ি, সীম বা কুমড়ার বিচি, বাদাম, ছোলা, কিসমিস ইত্যাদি ।
৬। আপনার ব্যাংক একাউন্ট, ডিপোজিট বা এ জাতীয় খাতে যত টাকা আছে তা এক মুহূর্তও নিরাপদ নয়। দ্রুত তুলে ফেলুন। তা দিয়ে স্বর্ন ক্রয় করুন বা গবাদী পশুতে ক্রয় করুন। মনে রাখবেন, বিদ্যুৎ ও ইন্টারনেট ব্যবস্থা ধ্বংস হলে ব্যাংকে টাকা থাকলেও তুলতে পারবেন না।
৭। বাসস্থানের আশেপাশে পর্যাপ্ত ফলগাছ রোপন করুন।
৮। বাচ্চাদেরকে এখন থেকেই চিপস, চকোলেট, আইসক্রীম জাতীয় খাবার থেকে বিরত রাখার অভ্যাস করুন।
৯। শুকনো লাকড়ির ব্যবস্থা করে রাখুন।

এরকম শিক্ষনীয় লেখাগুলো পেতে ফলো করে রাখুন Khaled Saifullah Sadi পেজটি

09/12/2024

"হারামের বিলাসিতা দেখে আফসোস করি না" বরং শুকরিয়া আদায় করি আল্লাহ আমাকে হারাম থেকে বাঁচিয়েছেন, আলহামদুলিল্লাহ।

Send a message to learn more

01/09/2024
26/08/2024

বর্তমান অবস্থা !!

আমেরিকা থেকে এক বিজ্ঞানী বাংলাদেশে ঘুরতে এসেছিলেন। এক জায়গায় দাঁড়িয়ে তিনি সিঙারা খেলেন। খেয়ে ভালো লাগলো, তাই একটা নিজের দেশে যাওয়ার সময় নিয়ে গেলেন।

নিজ দেশে গিয়ে সিঙারাটি তার বসকে দিয়ে বললেন, স্যার এটা ময়দা দিয়ে বানানো, কিন্তু ভিতরে আলু কলিজা বাদাম এগুলো কিভাবে ঢুকলো বুঝলাম না।

বিজ্ঞানীর বস সিনিয়র বিজ্ঞানী তাকে কষে একটা থাপ্পর দিয়ে ড্রয়ার থেকে একটি জিলাপি বের করে বললেন- ২০ বছর আগে আমি বাংলাদেশ গিয়ে জিলাপি খেয়ে একটা সাথে নিয়ে এসেছিলাম। ২০ বছর যাবত এখনো এটা বুঝতে পারিনি ময়দা দিয়ে বানানো বাঁকা জিলাপির ভিতরে চিনি ঢুকানো হলো কিভাবে! এখন তুমি আর এক নতুন প্যাচাল নিয়ে আসছো!!

14/08/2024

Internet off
pray for Pakistan Students 🇵🇰🤲

14/08/2024

স্বর্ণ খুঁজতে গিয়ে হীরা হারালেন না তো ?।

“আসসালামু আলাইকুম”Good morning, 🌹🌹 🌹🌹 “ সুপ্রভাত”আজ শুক্রবার,   ১৭ই ফাল্গুন ১৪৩০ বঙ্গাব্দ, ১লা মার্চ ২০২৪ খ্রিষ্টাব্দ, ১...
01/03/2024

“আসসালামু আলাইকুম”
Good morning, 🌹🌹 🌹🌹
“ সুপ্রভাত”

আজ শুক্রবার,
১৭ই ফাল্গুন ১৪৩০ বঙ্গাব্দ,
১লা মার্চ ২০২৪ খ্রিষ্টাব্দ,
১৯ শাবান ১৪৪৫ হিজরি,,
নিরাপদ হোক সবার পথ চলা।সেই প্রত্যাশা থাকলো।

দিনের শুরুতে আবারো জানাই সকালের ফুটন্ত লাল গোলাপের শুভেচ্ছা
🌹🌹🌹

অন্তরের অন্তঃস্থল থেকে জানাই বিনম্র ভালবাসা ও শ্রদ্ধা।।
🥀🥀 .🥀

ওর কি হইছে?
27/02/2024

ওর কি হইছে?

Address

Kalabaga

Telephone

+8801919722860

Website

Alerts

Be the first to know and let us send you an email when SiM Tahsin Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SiM Tahsin Rahman:

Share