Masud Rana 45

Masud Rana 45 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Masud Rana 45, Digital creator, Kalabaga.

20/02/2025

Alhamdulillah

21/09/2024

তিনটি ছোট্ট ঘটনা বলি -

১. মাওলানা রুহুল আমিন। বায়তুল মোকাররমের খতিব ছিলেন। তিনি ছিলেন শেখ হাসিনার খুবই প্রিয়ভাজন লোক। শোনা যায়, শেখ হাসিনাকে কাওমী জননী উপাধি দিয়েছিলেন। তৈলমর্দনের ক্ষমতা বেশ ভালো আর কি। তার বাড়ি কোথায় জানেন?
গোপালগঞ্জ।
২০১৮ - র নির্বাচনে নৌকা মার্কায় নমিনেশনও চেয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত আর হয়ে ওঠেনি।
তো এই ভদ্রলোক ২৪ জুলাইয়ের পর থেকে নিখোঁজ ছিলেন। ইসলামিক ফাউণ্ডেশন থেকে অনেক খোঁজ করেও তাকে পাওয়া যায়নি।
তো আজকে এই ভদ্রলোক, তার নিজের মাদ্রাসার প্রায় এক হাজার ছাত্র নিয়ে জুম্মার নামাজ চলাকালীন সময় বাইতুল মোকাররম মসজিদে উপস্থিত হয়। খুতবারত ও ইমামের কাছ থেকে মাইক্রোফোন কেড়ে নিয়ে খুতবা দেয়ার চেষ্টা করেন। মসজিদে শুরু হয় তুমুল হট্টগোল। তার দলবল হামলা করে সাধারণ মুসল্লিদের। জাতীয় মসজিদ কলঙ্কিত হয় আরো একবার। শেষবার জাতীয় মসজিদে মুসল্লিদের গায়ে হাত তুলেছিল পুলিশ, যেবার মোদি বাংলাদেশে আসলো।

২. ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জলের ঘটনা আমরা সবাই কমবেশি জানি। ফেসবুক পাড়ার সদ্য সাবেক আওয়ামী লীগের বন্ধুরা এটা নিয়ে দেখলাম খুবই দুঃখ পাচ্ছেন। মজার বিষয় হচ্ছে তোফাজ্জলকে পেটানোর অভিযোগে আটক ছয় জনের মধ্যে পাঁচজনেরই পরিচয় তারা সাবেক ছাত্রলীগ কর্মী। আন্দোলনের একপর্যায়ে এসে ৫ তারিখের কয়েকদিন আগে এরা ভোল পাল্টে হয়ে ওঠে সমন্বয়ক না হয় বিপ্লবী ছাত্র। তোফাজ্জল কে মারার ঘটনায় ছাত্রলীগ নেতা জালালের নাম বারবার উঠে আসছে। মিম আরাফাত মানব নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক ছাত্র এই জালালকে নিয়ে ফেসবুকের একটি স্ট্যাটাসে লিখেছেন -
"আমি তোফাজ্জলকে খু★ন করা জালাল ছেলেটাকেও চিনি। সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে ক্রিকেট খেলতে মানা করায় সে আমাকে চড় দেয়, ঘটনা দেখতে আসা আমার এক বন্ধুপ্রতীম ছোটো ভাইকে মাটিতে ফেলে পাড়াপাড়ি করে, সম্ভবত মানুষকে মাটিতে ফেলে জুতা দিয়ে পাড়ানো এই সদ্যপ্রাক্তন ছাত্রলীগ সদস্যের প্রিয় মুভ। এটা বেশিদিন আগের কথা নয়, দুই হাজার তেইশ সালের জুন মাসের দিকের, অর্থাৎ এক বছরের সামান্য বেশিদিন আগে, ততদিনে আমার অনার্স শেষ হওয়ার পাঁচ বছর হয়ে গেছে। জালাল সাহেব এবং তার বন্ধুদের পরিচয় ছিলো তারা ছাত্র, তারা ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটা তাদের বাপের, আমি কে, কোন হলেরই বা, দেখে তো মনে হয় না ঢাবিতে পড়ছি, ইত্যাদি।"

৩. পাহাড়ের মানুষের আন্দোলন তাদের অধিকার আর নিরাপত্তা নিয়ে। নিরাপত্তা চাওয়া খুবই স্বাভাবিক এবং যুক্তিযুক্ত। এটা নিয়ে আলোচনা-সমালোচনার মাধ্যমেই সমাধানের পথে আসা উচিত। অন্ততপক্ষে কিছুটা হলেও সেন্সিবল, এরকম কাউকে শুনিনি বলতে, যে তারা স্বাধীনতা চায়।
কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা আজম নাসিরের গ্রুপ করা রিপন তাঞ্চেঙা ফেসবুকে পোস্ট দিলেন-
" আজ থেকে পাহাড়ের স্বাধীনতা ঘোষণা করা হলো। তারিখটা লিখে রাখো।"

এই হলো আওয়ামী লীগের চরিত্র।
এরা সাধারণের সাথে মিশে যেয়ে হাজারো শহীদের রক্তকে কলঙ্কিত করবে।
নির্লিপ্ত ভঙ্গিতে নিজের ভাইকে পিটিয়ে পিটিয়ে শেষ করে দিবে।
ইসলামের লেবাস ধারণ করে আল্লাহর ঘর কে অপবিত্র করবে।
প্রয়োজনে নিজের দেশের সার্বভৌমত্বকে অস্বীকার করবে।

সিদ্ধান্ত আপনার। নিজেদের মধ্যে বিভেদের খেলা খেলে শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করবেন নাকি নিজের জন্মভূমিকে রক্ষা করার পবিত্র দায়িত্ব পালন করবেন।

শায়খ মুফতি রেজাউল করীম আবরার হাফিযাহুল্লাহ বাংলাদেশের উদীয়মান একজন ইসলামিক স্কলার। প্রচুর মেধা ও যোগ্যতা দিয়ে সব ঘাত-প্...
10/12/2023

শায়খ মুফতি রেজাউল করীম আবরার হাফিযাহুল্লাহ বাংলাদেশের উদীয়মান একজন ইসলামিক স্কলার। প্রচুর মেধা ও যোগ্যতা দিয়ে সব ঘাত-প্রতিঘাত মুকাবিলা করে ইতিমধ্যে তিনি বাংলাদেশে ফিকহে হানাফির প্রতিনিধিত্বশীল একজন তার্কিক আলেমে পরিণত হয়েছেন। আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অনুসরণে ওলামায়ে দেওবন্দের অনুসৃত পথে তিনি বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত দাপিয়ে বেড়াচ্ছেন ইসলাম ও ফিকহর দাওয়াত নিয়ে।
তাঁর পিতা বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমে দ্বীন শায়খুল হাদিস আল্লামা কুতবুদ্দীন রাহ.। তার নানা হলেন শায়খুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী রাহি. এর স্নেহধন্য শায়খুল হাদিস আল্লামা হাফিজ জাওয়াদ হুসাইন পারকুলি রাহি.।
মুনাজারা তথা বিতর্ক শাস্ত্রে তিনি বেশ প্রশংসা কুড়িয়েছেন। ইতিমধ্যে তিনি বেশ কিছু মুনাজারায় অংশগ্রহণ করেছেন এবং হককে সুন্দরভাবে সুপ্রতিষ্ঠিত করেছেন। তার বিপরীতে যারা অংশগ্রহণ করেছেন তাদের আলো গুছে গেছে বললে চলে। শায়খ তাদেরকে ডিবেটে দুমড়ে মুচড়ে দিয়ে আঁধার নামিয়েছেন।

আল্লাহ তায়ালা শায়খের ইলমে হায়াতে আরো বারাকাহ দান করুন,আমিন।

বিয়ের বারো বছর পর আমার স্বামী আরো একটা বিয়ের কথা জানালো। আমি আয়নার সামনে বসে নিজেকে দেখছিলাম৷ আমি তখন পঁয়ত্রিশের কাছাকাছ...
09/12/2023

বিয়ের বারো বছর পর আমার স্বামী আরো একটা বিয়ের কথা জানালো। আমি আয়নার সামনে বসে নিজেকে দেখছিলাম৷ আমি তখন পঁয়ত্রিশের কাছাকাছি একজন মহিলা। আমার চুলে অল্প পাক ধরা শুরু হয়েছে। মুখের চামড়ায় টান ধরা শুরু হয়েছে। শরীরে অতিরিক্ত মেদ তৈরি হয়েছে। নয়টা পাঁচটা অফিসের পর নিজেকে দেখার সুযোগ হয়ে উঠে না আর।

অপরদিকে অনন্যার বয়স তেইশ কিংবা চব্বিশ অথবা তারচেয়ে কম বা বেশি। কিছু কিছু মানুষের বয়স ঠিক আন্দাজ করা যায় না বলে ওর বয়সটাও আমি বুঝি না। আমার মেয়ে নুহার জন্মদিনে প্রথম দেখলাম। মেয়েটা সুন্দরী। আমার স্বামীর অফিসের নতুন কলিগ। বেশ ভাব তাদের। সুন্দরী মেয়েদের সাথে সব পুরুষের সখ্যতা থাকাটা স্বাভাবিক। আমি ওসবে নজর না দিলেও অন্যরা কথাটা আমার কানে দিয়েছিলো।
আমার মা এসে বললো, জামাইয়ের মতিগতি ভালো দেখি না, সময় থাকতে আটকা।
আমি হাসলাম। স্বামী কি গোরু ছাগল না-কি যে আটকে রাখবো!
আমাদের দুই ছেলে মেয়ে। সাত বছরের ছেলে নিনাদ আর তিন বছরের মেয়ে নুহা।

আমি আমার স্বামীকে সন্দেহ করি না কখনও। তার উপর রাগ দেখিয়ে বাপের বাড়ি চলে যাইনি। তার পাশে থেকে চেয়েছি তাকে বুঝাতে। তার নতুন বিয়ের কথা শুনেও চিৎকার চেচামেচি করিনি, স্বাভাবিকের মতোই দুজনে একই ঘরেই থেকেছি।

শুক্রবার সকাল সকাল ছেলেমেয়েদের মায়ের কাছে পাঠিয়ে দিলাম। আমার স্বামীকে বললাম, তোমার সাথে একটু বাইরে বেড়াতে যেতে ইচ্ছা করছে৷ সেও রাজি হলো যেতে। অনেক বছর পর দুজনে একটা রিকশায় চড়লাম, বাতাসে আমার চুল উড়ছিলো। আগের দিনগুলোর মতো আমার স্বামী আমার চুল সরিয়ে দিচ্ছে না, আমি লজ্জাও পাচ্ছি না আর। তবে ভালো লাগছিলো।

আমরা শহরের একটা শিশু সদনে এসেছি। আমার স্বামী আমার হাত চেপে ধরে বললো, "এটা কি ঘুরতে আসার জায়গা না-কি? এখানে কেন?" আমি তার উত্তর না দিয়ে তাকে নিয়ে ভেতরে ঢুকলাম। আমরা ভেতরে গেলাম। অফিস-রুমে অনুমতি নিয়ে ভেতরের সবগুলো বাচ্চাদের থাকার জায়গাগুলো দেখলাম। আমার স্বামীকে বললাম," নিনাদ আর নুহার থাকার জন্য আজকেই ব্যবস্থা করে যাব না-কি পরে একদিন আসবো?"

" তুমি কি পাগল হয়েছো, ওরা এখানে কেন থাকবে? এখানে তো এতিম বাচ্চারা থাকে। আমাদের ছেলে মেয়েরা কি এতিম না-কি! "

"তুমি আরেকটা বিয়ে করলে আমি কি বিয়ে না করে বাচ্চাদের নিয়ে থাকবো? আমার বিয়ে হলে আমার স্বামী কিংবা তোমার বউ নিশ্চয়ই আমাদের বাচ্চাদের দেখবে না। তাই আগেই ব্যবস্থা করে যাওয়া ভালো। কাব পেইজ ভেতরের পরিবেশ তো দেখলেই, বাসায় গিয়ে জানাবে।"

" এইরকম পরিবেশে আমার ছেলে মেয়েরা থাকবে এটা আমি কখনও চাইনি, আর চাইবোও না। বাসায় চলো।"

" আমি আর একটু বাইরে ঘুরতে চাই। পার্কে যাব। আসো।"

পার্কের বেঞ্চে কাপলদের ভীড়। শুক্রবারে মেলা বসেছে মানুষের। আমরা মাঝবয়েসী মানুষের জন্য পার্ক নয়। আমরা এখানে আগের বয়সের মতো বসতে পারি না। একটা খালি মতো জায়গা দেখে বসে পড়লাম।

" মহিমা, তুমি আরেকটা বিয়ের কথা ভাবছো, আমাকে জানাওনি তো।"

" তুমি যখন জানালে তারপরেই ভাবলাম। আমার বয়স তো বেশি না, সবেমাত্র পঁয়ত্রিশ। এখন বিয়ে করলে তাও সমাজ মানবে পরে আর মানবে না। বাকি জীবন একা থাকা যায় না-কি। তাই ভাবলাম।"

" তুমি সত্যিই চাও আমাদের ছেলে মেয়েরা শিশু সদনে থাকুক? ওরা আমার কাছে থাকবে। আমি অনন্যাকে সব বলবো।"

" অন্যন্যা তার নতুন সংসারে আমাদের ছেলে মেয়েদের নিয়ে থাকবে বলে আমার মনে হয় না। আর ছেলে মেয়েরা আমাকেই মা হিসাবে চিনে। তারা অন্য কাউকে গ্রহণ করতে পারবে বলে মনে হয় না। এতে ওদের মনের উপর চাপ পড়বে। তারচেয়ে ওদের কথা মাথা থেকে বাদ দিয়ে চলো দুজনে নতুন সংসার নিয়ে ভাবি।

" তুমি কি পাগল হয়ে গেছো? কীসব ভাবছো তুমি!'"

" ঐ যে বাচ্চা মেয়েটাকে দেখো ফুল বিক্রি করছে, আমাদের ছেলে মেয়েরাও একদিন এসব করবে। বাবা নতুন বিয়ে করবে, মা নতুন বিয়ে করবে। ওরা এই রাস্তাঘাটে থেকেই মানুষ হবে৷ বাবা বিয়ে করে আলাদা সংসারে থাকলে মা একা ছেলে মেয়েদের মানুষ করতে পারে তবে এই ছেলে মেয়েদের মানসিক কষ্ট তো কম হয় না। আমি এসব করতে পারবো না। "

" তুমি তো মা, মায়েরা সব ত্যাগ করে।"

" কেন বাবারা করতে পারে না? "

আমার স্বামী সেদিন চুপ ছিলো। আমি তাকে আর প্রশ্ন করিনি। শুধু বলেছিলাম সময় নাও, আমাকে জানাও। তারপর বিয়ের ত্রিশ বছর পাড় হলো। আমার স্বামী আর দ্বিতীয় বিয়ের কথা বলেনি। আমার বয়স বাড়ছে কিন্তু কোনো প্রসাধনী দিয়ে স্বামীকে আটকে রাখার চেষ্টা করিনি। তাকে শুধু বুঝিয়েছিলাম আমরা এখন চাইলেও অনেক কিছু পারি না বা পারবো না, আমরা বাবা, মা, আমাদের সন্তানেরা আল্লাহ্-র দেওয়া আমানত, তাদের প্রতি দায়িত্বে অবহেলা করে দুনিয়ার সুখ আমাদের জন্য ।.......

আলহামদুলিল্লাহ!!দীর্ঘ কারাবাসের পর মুক্ত আকাশে ফিরেছেন মাজলুম মাওলানা আমীর হামজা হাফিজাহুল্লাহ।একে একে সব মাজলুমগণই মুক্...
07/12/2023

আলহামদুলিল্লাহ!!
দীর্ঘ কারাবাসের পর মুক্ত আকাশে ফিরেছেন মাজলুম মাওলানা আমীর হামজা হাফিজাহুল্লাহ।

একে একে সব মাজলুমগণই মুক্ত আকাশে ফিরে আসুক। শায়েখ আল্লামা মামুনুল হক্ব ও ফিরে আসবে, ইনশা আল্লাহ।🤲🤲

আর্জেন্টিনা জাতীয় দলের যদি সব থেকে দুর্ভাগা প্লেয়ারদের একটি তালিকা করা হয় ! তাহলে সেই তালিকার সবার উপরে থাকবে এই ছেলে...
07/12/2023

আর্জেন্টিনা জাতীয় দলের যদি সব থেকে দুর্ভাগা প্লেয়ারদের একটি তালিকা করা হয় !
তাহলে সেই তালিকার সবার উপরে থাকবে এই ছেলেটির নাম !
অনেকেই হয়তো বা চিনেন না
এই ছেলেটির নাম "জোয়াকিন কোরেরা'
২০১৮ সালের বিশ্বকাপে সে দলে ডাক পেয়েছিলো '
সে সময় আগে থেকে দলে অনেক ভালো পারফরমার থাকার কারণে সে দলে নিয়মিত সুযোগ পায়নি যদিও বা সুযোগ পেতো পাঁচ থেকে ছয় মিনিট খেলার জন্য !
18 বিশ্বকাপ টা অনেক বাজেভাবে আমরা হেরে গেলাম ! বিশ্বকাপের পর দু-একটা ফ্রেন্ডলি ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলো !
সে যেটুকুই সুযোগ পেয়েছিল কাজে লাগিয়েছিলো !
২০১৯ এবং ২০২১ কোপা আমেরিকা তাকে ব্রেঞ্চে বসেই কাটিয়ে দিতে হয়েছিল দুইটা টুর্নামেন্ট !
সর্বশেষ তাকে ইউরো চ্যাম্পিয়ন ইতালির বিপক্ষে ফিনালি সিমার ম্যাচ পর্যন্ত দলে দেখেছিলাম তারপর তাকে আর কখনো জাতীয় দলে দেখা হয়নি !

এক বৃদ্ধ লোক তার গরুটিকে জবাই করে আস্ত গরুর কাবাব তৈরি করলো। এরপর তার কন্যাকে ডেকে বললো-“আমাদের যত আত্মীয়স্বজন বন্ধুবান...
06/12/2023

এক বৃদ্ধ লোক তার গরুটিকে জবাই করে আস্ত গরুর কাবাব তৈরি করলো। এরপর তার কন্যাকে ডেকে বললো-“আমাদের যত আত্মীয়স্বজন বন্ধুবান্ধব আছেন তাদেরকে দাওয়াত দাও, ডাকো। একসাথে বসে খানাপিনা করি।

কন্যারত্নটি রাস্তায় গিয়ে চিৎকার করে ডাকতে লাগলো-“আমাদের বাড়িতে আগুন লেগেছে! দ্রুত আসুন সবাই। আগুন নিভাতে সহায়তা করুন!”
সবাই এলো না। কেউ কেউ ঝামেলা মনে করলো।
কেউ কেউ দৌড়ে এলো পানির বালতি নিয়ে।

বিকেলে খেতে বসে আশপাশে তাকিয়ে বৃদ্ধ অবাক। কাউকেই তো চেনেন না তিনি। এরা কারা?

কন্যা বাবাকে বললো-”বাবা, যারা আমাদের বাড়িতে আগুন লেগেছে শুনে দৌড়ে এসেছেন সহায়তা করতে তারাই আমাদের আপনজন। আত্মীয় কিংবা বন্ধু তারাই। তাই তাদেরকেই দাওয়াত করেছি।

একটা কথা সবাই মনে রাখবেন-“যারা আপনার বিপদে এগিয়ে আসে না তারা আপনার সাথে এক টেবিলে বসে খাবার যোগ্যতা রাখে না।”

My Office Time
03/12/2023

My Office Time

Amar ammajan
02/12/2023

Amar ammajan

14/10/2023

_____মেয়েদের শরীরের সব থেকে-
আকর্ষণীয় অঙ্গ
হলো তাদের
" বুকের অংশ "( )
কিন্তু দুঃখের বিষয়
বর্তমানে ৯৬%
মেয়েরা তাদের
বুকের ওড়না গলায় পেচিয়ে
বুক টানটান করে
পথঘাটে চলাফেরা করে।।
অথচ
ওড়নাটা কিন্তু বুক ডেকে রাখার জন্য।
আর কিছু মেয়েরা নাভি বের করে
পাতলা জর্জেট বা সিল্কের শাড়ির সঙ্গে
পিঠে ৩ ইঞ্চি ঘেরা দেওয়া ব্লাউজ পরে
বুক টানটান করে কোমর দোলাতে দোলাতে
বাইরে চলাফেরা করেন।।
এই অবস্থা দেখলে ৬০ বছরের বুড়োর
যৌবনে ধাক্কা দেবে,মন চাইবে.........!?
আপুরা কিসের জন্য শরীরটা খোলামেলা রাখেন?

পুরুষের দৃষ্টি আকর্ষণের জন্য কি??

শ্রদ্ধেয় মা- বোনেরা একবার ও ভেবে দেখেছেন
আপনাদের শরীরটা খোলামেলা দেখার অধিকার একমাত্র
আপনার স্বামীর,পর পুরুষের নয়।।
আপনাদের কি একটু লজ্জা করে না এরকম চলতে??

আপনাদের কারনে ধ্বংস হচ্ছে যুব সমাজ, গোটা দেশ।

মা-বোনদের আমি অনুরোধ করছি,
প্লীজ আপনারা মানসম্মত পোষাক পরে চলাফেরা করুন।

তাহলে প্রকৃত সম্মান পাবেন দয়া করে কেউ ভুল চোখে দেখবেন না প্লিজ 🙏🙏

আর লোক দেখানো পর্দা না করে খাঁটি পর্দা করো
যাতে তুমি ১৮বছরের যুবতি না কি ৮০বছরের বুড়ি বুঝা যায় না,,
আল্লাহ আপনি আমাদেরকে চোখের জিনা থেকে হেফাজত করুন
আল্লাহ সবাই কে বুঝার তৌফিক দান করুন
(আমিন).

09/10/2023

আল আকসা আমাদের ছিল,আছে এবং আমাদেরই হবে ইনশা-আল্লাহ।

Address

Kalabaga

Telephone

+8801736292891

Website

Alerts

Be the first to know and let us send you an email when Masud Rana 45 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Masud Rana 45:

Share