Sâñzàñá the Qu€€π

Sâñzàñá the Qu€€π কেও আজেবাজে কমেন্ট করবেন না। ধন্যবাদ । হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে, রাঙিয়ে দিবো তোমাকে।
তুমি শুধু তোমার সবটুকু ভালোবাসা দিয়ে, আগলে রেখো আমাকে🌺

15/07/2025

একটা বিবাহিত পুরুষের জীবন ধ্বংস করার জন্য একটা বদ মেজাজি রাগী স্ত্রী যথেষ্ট

14/07/2025

স্বামী হল শান্তির একটা জায়গা, যে নারী স্বামীকে যত বেশি সম্মান করবে ভালবাসবে সে নারী তত বেশি স্বামীর কাছ থেকে ভালোবাসা পাবে

12/07/2025
07/07/2025

যারা অশান্তিতে আছেন লেখাটি তাদের জন্য।

▪️সম্পর্কের প্রথমে হলো বিশ্বাস।
এই বিশ্বাসটাই একটা সম্পর্কের মূল, যে সম্পর্কে বিশ্বাস নেই সে সম্পর্ক টিকে থাকে না।

▪️সম্পর্কের দ্বিতীয় হলো সন্মান।
যে সম্পর্কে সন্মান নেই একজন একজনকে সন্মান দেয় না, সে সম্পর্ক টিকে থাকে না।

▪️সম্পর্কের তৃতীয় হলো সেক্রিফাইস।
এই সেক্রিফাইস টা যদি দু'জন দু'জনকে সেক্রিফাইস করতে না পারে, সে সম্পর্ক টিকে থাকে না।

▪️সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যাক্তি।
সম্পর্কের মধ্যে তৃতীয় মানুষকে সুযোগ দিবেন না।
তাহলে ওই সম্পর্ক টিকে থাকবে না।

এবার আসি মূল কথায়⬇️

▪️একটা সম্পর্কের মধ্যে উপরের ৪টি কথাই খুবই গুরুত্বপূর্ণ।
বিবাহিত জীবন শুরু করা খুবই কষ্টকর,যদি আপনি উপরের তিনটি কথা মানতে না পারেন।

▪️বিবাহিত জীবনে নানান সমস্যা হবে সবকিছুকে দোষ ভেবে আলাদা হয়ে যাবেন না। দোষ কোথায় সেটা খোঁজার চেষ্টা করুন। দেখবেন নিজেই সমস্যার সমাধান করতে পারবেন।

▪️আপনি জানেন আপনার দোষ তারপর ও আপনি চুপ থাকেন, দেখবেন অনেক সহজ হয়ে গেছে সবকিছু।

▪️এক/দুই কথায় সম্পর্কের মধ্যে তৃতীয় মানুষকে আসতে দিবেন না।নিজেরা বসে সমাধান করার চেষ্টা করুন।

▪️কখনো ডিভোর্সের কথা কখনো মাথায় ও আনবেন না।ডিভোর্সে কখনো শান্তি আনতে পারে না।আপনি মনে করেন যে, ডিভোর্স দিলে হয়তো আমি মুক্তি পেয়ে যাবো,আসলে তা কখনো হয় না,সমাজের এক/দুইটা ডিভোর্সী ভাই/বোন দেরকে প্রশ্ন করে দেখুন যে তারা কেমন আছেন? তাদের নিজ পরিবার এবং সমাজের মানুষের সাথে কেমন সম্পর্ক এবং সমাজ তাদেরকে কোন চোখে দেখে সেটা একবার কল্পনা করুন,নিজেই তার প্রমাণ পেয়ে যাবেন।

▪️আপনাদের সম্পর্কের মধ্যে কি সমস্যা? কি কারণে বিছিন্ন হতে চাচ্ছেন এগুলোর সমাধান খুঁজুন। ওই বিষয় গুলো ত্যাগ করতে চেষ্টা করুন, দেখবেন সমাধান আপনার হাতেই।
রাগ / অহংকার / জেদ এগুলো ত্যাগ করে প্রিয় মানুষের সাথে সংসার করতে শিখুন। দেখবেন পৃথিবীতে আপনার মতো সুখী মানুষ আর কেউ হবে না, ইনশাআল্লাহ।

▪️এসব কথা গুলো যদি আপনি মানতে না পারেন,তাহলে আপনার জন্য সংসার নয়।আপনি কখনোই কোথাও সুখী হবেন না।

▪️ভালো থাকুক পৃথিবীর সকল সম্পর্কের মানুষ গুলো।ভালো থাকুক প্রিয় মানুষ গুলো।

সংগৃহীত পোস্ট।

মিথিলা যখন তাহসানকে ডিভোর্স দিয়ে কাল বিলম্ব না করে ঢাক ঢোল পিটিয়ে বিয়ে, হানিমুনের ছবি আর মিডিয়া জুড়ে সুখের গল্প বলে যাচ্...
06/07/2025

মিথিলা যখন তাহসানকে ডিভোর্স দিয়ে কাল বিলম্ব না করে ঢাক ঢোল পিটিয়ে বিয়ে, হানিমুনের ছবি আর মিডিয়া জুড়ে সুখের গল্প বলে যাচ্ছিলো তখন তাহসানের পাশে কেউ ছিলো না,ছোট মেয়েকে নিয়ে বছরের পর বছর স্ট্রাগেল করলো, দেখলো নিজের প্রিয়তমাকে অন্যের বাহুডোরে! একা কাটালো অনেক সময়! কই তখন কেউ তো মিথিলার আর তার পরিচালক জামাইয়ের সুইমিং পুলে ছবি দেখে কেউ বলেনি তাহসানের সাথে এত রোমেন্স করলে কি এমন হতো???বরং তখন অনেকে তাহসান কে উপহাস করে বলেছিলেন বউ রাখার মতো পুরুষত্ব বুঝি তার নেই তাই বউকে অন্য কারো সাথে পাওয়া যায়।।।একা থাকা কতটা কষ্টের তখন তাহসান হয়তো বুঝেছিলো,,,তারচেয়েও বড় কষ্টের প্রিয় মানুষকে অন্য কারো হতে দেখার মাঝে।।।এই কষ্ট এক সময় তাহসানের হয়েছিলো আর এখন হচ্ছে মিথিলার,,, কারন কাজী নজরুল ইসলামের একটা উক্তি আছে'যে তোমারে ভুলে চাহিয়াছে একদিন, সে জানে তোমারে ভুলা তার কি কঠিন '''

এখন যখন তাহসান একটু সুখের সন্ধান পেলো,কাউকে নিয়ে একটু বাঁচার সপ্ন দেখলো ঠিক এমন সময় আপনারা বলছেন এত ঢং মিথিলার সাথে করলে সে চলে যেত না।এত ভালোবাসা মিথিলাকে বাসলে সে হারিয়ে যেত না।।।কি আজগুবি কথা তাই না???আরে যে সত্যিকারের ভালোবাসে সে কখনো ছেড়ে যায় না, আর যে ভালোবাসে না তাকে হাজার চেষ্টা করলেও আটকে রাখা যায় না!!!কোন না কোন অজুহাতে সেই ছেড়ে যাবে।।।।। চলে যাওয়া সহজ আর পাশে থাকা খুব কঠিন!!! আর সেই কঠিন কাজটি পারেনি মিথিলা!!!সিম্পিথি সব সময় নারীরা বেশি পায়! থাক না আমার কিছু সিম্পিথি পুরুষ তাহসানের জন্য❤️❤️❤️

Tahsan

Address

Kalabaga

Alerts

Be the first to know and let us send you an email when Sâñzàñá the Qu€€π posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share