HBX GameKotha

HBX GameKotha As-salamu alaykum. Welcome to my page. Thank You

আচ্ছা কমলার রং কমলা? নাকি কমলার রং এর নাম কমলা? নাকি কমলাই কমলার রং.....?🍊🤔
17/05/2025

আচ্ছা কমলার রং কমলা? নাকি কমলার রং এর নাম কমলা? নাকি কমলাই কমলার রং.....?🍊🤔

14/05/2025

Hi.....

Good Eveningশুভ সন্ধ্যা বেলা।
12/05/2025

Good Evening
শুভ সন্ধ্যা বেলা।





10/05/2025

রুচির কতটা অধঃপতন হলে গ্রীষ্ম কারো প্রিয় ঋতু হয়!!

আলহামদুলিল্লাহ সবাইকে শুভ সকাল♥️
10/05/2025

আলহামদুলিল্লাহ সবাইকে শুভ সকাল♥️

09/05/2025

Good night
Everyone 🥰

08/05/2025

আজ বিশ্ব গা'ধা দিবস সবাই আমাকে শুভেচ্ছা জানাও!🙂

এটা কি পোকা না মূল্যবান কিছু ?? লাল শাকে পেয়েছি।
07/05/2025

এটা কি পোকা না মূল্যবান কিছু ?? লাল শাকে পেয়েছি।

05/05/2025

দিন শেষে একবার রবের শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ❤️

‎কোথাও একসাথে ঘুরতে গেলে, আড্ডা দিতে গেলে আমরা ছবি তুলি । যার ফোনে ছবি তোলা হয় - তা'রে সবাই বলে , বাসায় গেলে ছবি দিয়ে দি...
02/05/2025

‎কোথাও একসাথে ঘুরতে গেলে, আড্ডা দিতে গেলে আমরা ছবি তুলি । যার ফোনে ছবি তোলা হয় - তা'রে সবাই বলে , বাসায় গেলে ছবি দিয়ে দিস ।

আজ এরকম একজন বাসায় যাওয়ার পর ছবি দিবে বলে সে কথা আর রাখতে পারে নি । ছবি তুলতে গিয়েই ট্রেন দুর্ঘটনায় মারা গেছে। ছবি আর দেওয়া হয় নি ।

আমাদের জীবনে মানুষের চেয়ে কথার আয়ু বেশি হয়। কথা থেকে যায়, মানুষ থাকে না...

যে ছেলেটা মারা গেছে তার নাম ইসতিয়াক আহমেদ ।

নিজের বায়োতে লেখা 'একজন সুখী আলোকচিত্র শিল্পী । '

আর কপালে লেখা , " সুখী মানুষ দুনিয়ায় বেশিদিন বাঁচে না । "

বেঁচে থাকে যারা বেশি দুঃখ পায় আর মরতে চায় ।

এরকমি আরেকজন গতকাল মারা গেলো মেঘনা নদীতে । বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া নদীতে । দুপুর দুইটায় ট্রলারে দারুণ সব স্টাইলিশ ছবি , সে ছবি রাতে ফেসবুকে আপলোড হবে ।

কিন্তু বিকেল পাঁচটায় আপলোড হইলো তার সাদা কাফনে ঢেকে থাকা ছবি ।

অনেক আগে কোথাও যেনো পড়েছিলাম , প্রশ্নবোধক চিহ্নের নিচে একটা ফোঁটা আছে । জীবন তারচেয়ে ও ছোটো ।

তুমি কতদিন বাঁচবা?

এটা প্রশ্নবোধক চিহ্ন ।

তোমার জীবনে আগামীকাল কি ঘটবে?

এটাও প্রশ্নবোধক চিহ্ন ।

আর তাইতো ৪১ ও ৪৩ তম বিসিএসে ক্যাডার হওয়া এক ভাই হাসপাতালে শুয়ে পাঞ্জা লড়ছে মৃত্যুর সাথে।

এক্সপেকটেশন লেভেল অনুযায়ী আপনার বর্তমান জীবন কি আমি তা জানি না , হইতে পারে টসের কয়েনের হেড অথবা টেল । ফিফটি ফিফটি ।

কিন্তু আমি যে তিনজনের কথা বললাম, এই তিনজনের কাছে জীবন ধরা দিয়ে গেছে হঠাৎ আশ্চর্যবোধক চিহ্ন হয়ে।

একদম হান্ড্রেড থেকে আচমকা জিরো !

মৃত্যু বোধহয় এমনি আশ্চর্যবোধক চিহ্ন হয়ে পরিচিত হতে আসে জীবনের কাছে।

লেখাঃ ' আলোকশূন্য নক্ষত্র "

Address

Kalabaga

Website

Alerts

Be the first to know and let us send you an email when HBX GameKotha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share