05/09/2023
আম্মাকে তসবীহ হাতে গ্রিল ঘেঁষে নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে দেখছি অনেকক্ষণ ধরে।
কাছে যাবার সাহস হচ্ছেনা।
শেষ বিকেলের আলোতে যে এতো বিষাদ আগে কখনো খেয়াল করিনি!
আমার একমাত্র ভাই অনিন্দ্য গতকাল কানাডা চলে গেল।University of Toronto তে ও ফুল স্কলারশিপ পেয়েছে পিএইচডির জন্যে।
বলে গেছে ঘরে ফিরবে।কিন্তু আম্মা বিশ্বাস করছেন না।
তোমাদের যাদের বয়স ১৫-১৬ বছর তারা এই ছবিটা মনে রেখ।
'পড় পড় পড়!!' বলে এখন তোমার 'মাথা খাওয়া' মা টা একদিন দেখতে ঠিক এরকম হবে!
ঠিক মিলিয়ে নিও, একদিন তুমি অনেক বড় হবে স্রেফ এটুকুর বাইরে তোমার 'রাগী' মায়ের দোয়াতে আর কিচ্ছু ছিল না!
ভাবছ তো একদিন টাকা দেবে,বাড়ি দেবে, হীরা দিয়ে মুড়ে দেবে মাকে!
আমাদের অসহায়ত্ব এখানেই যে,আমরা যখন ছোট থাকি শাসনের আড়ালের মায়াটা দেখিনা!
আর যেদিন আমাদের বোঝার বয়স হয়, সেদিন হয় আমরা দূরে চলে যাই বা তাঁরা আল্লাহর মেহমান হয়ে যান।
কি অদ্ভূত একটা সম্পর্ক!
M Raquib Ehsan - Only Allah knows how much I will miss you!♥️