My Sports Today

My Sports Today দেশ-বিদেশের সকল খেলার সংবাদ নিয়মিত পড়ুন এখানে ।

জমজমাট_দেখুন
29/07/2025

জমজমাট_দেখুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম আসর থেকেই ম্যানেজমেন্ট নিয়ে নানা জটিলতার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম আসরে ‘গেম অন স্পোর্টস’ নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে ৩৫০ কোটি টাকার ছয় বছরের চুক্তি করেছিল বিসিবি। কিন্তু আর্থিক ক্ষতির কারণে সেই অভিজ্ঞতা হয়ে দাঁড়ায় তিক্ত। এরপর থেকে প্রায় প্রতিটি আসরেই অব্যবস্থাপনার নজির দেখা গেছে। এমনকি শেষ কয়েকটি আসরে আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনামও ক্ষুণ্ণ হয়েছে বিপিএলের কারণে।

তবে এবার নতুন উদ্যমে বিপিএলের নবজাগরণ ঘটাতে চায় বিসিবি। এ লক্ষ্যে আগামী আসর আয়োজনের জন্য অভিজ্ঞ ও স্বনামধন্য ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের খোঁজে বিজ্ঞপ্তি দেয়া হয়। বিসিবি সূত্রে জানা গেছে, এবার মোট পাঁচটি প্রতিষ্ঠান বিড করেছে, যার মধ্যে চারটি আন্তর্জাতিক এবং একটি দেশী-বিদেশী যৌথ প্রতিষ্ঠান।

দৈনিক সমকালের খবরে জানা যায়, বিসিবির শীর্ষ পছন্দের তালিকায় রয়েছে ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট গ্রুপ (আইএমজি)। ২০০৮ থেকে ২০২১ সাল পর্যন্ত টানা ১৩ বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) পরিচালনার অভিজ্ঞতা রয়েছে কোম্পানিটির। যদি আইএমজি দায়িত্ব পায়, তাহলে বিপিএলে বিদেশি স্পন্সর এবং আন্তর্জাতিক টিভি চ্যানেল যুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হবে। বিশেষ করে স্টার স্পোর্টস বা সনি পিকচার্সের মতো বড় নেটওয়ার্ক বিপিএল সম্প্রচার করলে টুর্নামেন্টের মর্যাদা অনেক বেড়ে যাবে।

ম্যানেজমেন্ট কোম্পানির প্রেজেন্টেশন শেষে আগামী ৫ আগস্টের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিবি। এরপর ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করার কাজও শুরু হবে। পরিকল্পনা অনুযায়ী, বিপিএলের ১২তম আসরে মোট ছয়টি দল অংশ নেবে এবং প্রত্যেক ফ্র্যাঞ্চাইজিকে ছয় বছরের জন্য মালিকানা দেয়া হবে। মানসম্পন্ন ফ্র্যাঞ্চাইজি মালিক ও বিদেশি সম্প্রচার অংশীদার যুক্ত হলে এদেশের ফ্র্যাঞ্চাইজি লিগ আন্তর্জাতিক মানে পৌঁছে যাবে বলে মনে করছে বিসিবি। ©খেলঘর খেলার খবর

জমজমাট_দেখুন
28/07/2025

জমজমাট_দেখুন

তাসকিনের বিরুদ্ধে মা*রধ*র ও হু"ম"কির অভিযোগ, বাবার কণ্ঠে হতাশা!

ম"দ্য*পা"ন ও নারী আস*ক্তির মতো অপছন্দনীয় অভ্যাসের কারণে তাসকিন আহমেদের সঙ্গে দূরত্ব বাড়ায় তার দুই ঘনিষ্ঠ শৈশববন্ধু। কিন্তু সম্পর্কের এই টানাপোড়েন মেনে নিতে পারেননি জাতীয় দলের এই পেসার। অভিযোগ উঠেছে, রাগের বশে তিনি বন্ধুদের ডেকে এনে নিজের গাড়িতে তুলে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং এমনকি গু*ম করে ফেলার হু*"মকিও দেন।

ঘটনার পর ভুক্তভোগীদের একজনের খালা তাসকিনের বাবাকে ফোন দিলে তিনি ছেলের আচরণে চরম হতাশা প্রকাশ করেন। তার কণ্ঠে শোনা যায় অনেক আক্ষেপ ।

এ ঘটনার জেরে মিরপুর মডেল থানায় তাসকিনের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

সূত্র : News24

Address

Kalabaga

Alerts

Be the first to know and let us send you an email when My Sports Today posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share