Biochemistry And Molecular Biology

Biochemistry And Molecular Biology Biochemistry, sometimes called biological chemistry,in the study of chemical processes within and re

ঘটনাটা যুক্তরাজ্যের। ৩০ বছর বয়সী এক ব্যক্তি গাড়ি চালানোর সময় হাঁচি আটকানোর জন্য একইসাথে নাক চেপে ধরেন ও মুখ বন্ধ করেন। এ...
21/07/2025

ঘটনাটা যুক্তরাজ্যের। ৩০ বছর বয়সী এক ব্যক্তি গাড়ি চালানোর সময় হাঁচি আটকানোর জন্য একইসাথে নাক চেপে ধরেন ও মুখ বন্ধ করেন। এরপরই তার গলা ব্যথা শুরু হয়। ঐ সময় তিনি hay fever এর উপসর্গে ভুগছিলেন।
ঐ ব্যক্তির কথাবার্তায় কিংবা শ্বাস-প্রশ্বাসে কোনো সমস্যা হচ্ছিল না। তবে, চিকিৎসকরা তার গলার পরীক্ষা করার সময় হালকা “ক্র্যাক্লিং” শব্দ শুনতে পান। গলায় এক্স-রে করে দেখা যায়, ঘাড়ের ত্বকের নিচে বাতাস আটকে আছে। নিশ্চিত হওয়ার জন্য সিটি স্ক্যান করে তারা দেখতে পান ঘাড়ের তৃতীয় ও চতুর্থ কশেরুকার মাঝখানের শ্বাসনালি বা ট্রাকিয়াতে রীতিমত ছিদ্র হয়ে গেছে! আয়তন ২x২ মিলিমিটার।

পরে চিকিৎসকরা তাকে দুই দিন হাসপাতালে রেখে পর্যবেক্ষণ করেন এবং সার্জারি ছাড়াই কিছু পেইন কিলার ও hay fever এর ওষুধ দেন, দুই সপ্তাহের জন্য কোনো কষ্টকর বা পরিশ্রমী কাজ করতে নিষেধ করেন। পাঁচ সপ্তাহ পর ফলো-আপ সিটিস্ক্যানে দেখা যায় শ্বাসনালির ছিদ্রটি সম্পূর্ণ সেরে গেছে।চিকিৎসকরা হাঁচি আটকে রাখা থেকে এই ধরনের সমস্যা ঐ লোকের ক্ষেত্রেই প্রথম প্রত্যক্ষ করেন। হাঁচি পেলে তা চেপে রাখবেন না। একটি হ্যাঁচ্ছু - ই পারে এই বিপদ থেকে আপনাকে রক্ষা করতে!
©️

এতদিন বিজ্ঞানীদের ধারণা ছিল শুধুমাত্র ক্রোমোজোমই লিঙ্গ নির্ধারণ করতে পারে। তবে সম্প্রতি Nature জার্নালে প্রকাশিত এক গবেষ...
11/06/2025

এতদিন বিজ্ঞানীদের ধারণা ছিল শুধুমাত্র ক্রোমোজোমই লিঙ্গ নির্ধারণ করতে পারে। তবে সম্প্রতি Nature জার্নালে প্রকাশিত এক গবেষণা এই ধারণাকে প্রশ্নবিদ্ধ করছে। প্রথমবারের মতো বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে স্তন্যপায়ী প্রাণীর লিঙ্গ নির্ধারণে শুধু জেনেটিক্সই নয়, গর্ভকালীন পরিবেশও উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে। গর্ভবতী ইঁদুরদের দেহে আয়রনের ঘাটতি থাকলে কিছু XY (জেনেটিকভাবে পুরুষ) ভ্রূণ পুরুষাঙ্গের পরিবর্তে নারীর প্রজনন অঙ্গ অর্থাৎ ডিম্বাশয় গঠন করে।

সাধারণভাবে স্তন্যপায়ীদের লিঙ্গ নির্ধারণ হয় নিষেকের সময় — যদি ভ্রূণের ক্রোমোজোম XY হয়, তবে এটি পুরুষ হিসেবে বিকশিত হয়, আর XX হলে নারী। তবে ভ্রূণের বিকাশের এক পর্যায় পর্যন্ত তার গনাড থাকে অস্পষ্ট। এই সময়ে, Y ক্রোমোজোমের SRY নামক একটি জিন সক্রিয় হয়ে ভ্রূণকে শুক্রাশয় গঠনের পথে পরিচালিত করে এবং ডিম্বাশয়ের গঠন রোধ করে।

নতুন গবেষণায় দেখা গেছে, গর্ভকালীন পরিবেশে আয়রনের ঘাটতির কারণে SRY জিনটির স্বাভাবিক কার্যকারিতা ব্যাহত হয়। গবেষকরা একদল মা ইঁদুরকে একটি বিশেষ ওষুধ (Deferasirox) দিয়ে তাদের শরীরের আয়রনের মাত্রা কমিয়ে দেন। এতে দেখা যায়, কিছু XY ভ্রূণের গনাড পুরুষের পরিবর্তে নারীর মতো ডিম্বাশয় হিসেবে গঠিত হয়।

গবেষকরা মনে করছেন, আয়রনের ঘাটতি KDM3A নামক একটি এনজাইমের কার্যক্ষমতা ব্যাহত করে, যেটি SRY জিনকে সক্রিয় রাখতে সাহায্য করে। এনজাইমটি ঠিকমতো কাজ না করলেই SRY জিন বন্ধ হয়ে যায়, ফলে ভ্রূণ নারী বৈশিষ্ট্য নিয়ে গঠিত হয়, যদিও গবেষণায় তার জেনেটিক গঠন XY ছিল।

এই গবেষণা প্রমাণ করে যে গর্ভকালীন পুষ্টি ও পরিবেশ, বিশেষ করে আয়রনের মতো মৌলিক উপাদান, স্তন্যপায়ীর যৌন উন্নয়নের ওপর প্রত্যক্ষ প্রভাব ফেলতে পারে। যদিও মানুষের ক্ষেত্রে একই ধরনের প্রভাব ঘটে কিনা তা এখনো নিশ্চিত নয়, তবুও বিশ্বব্যাপী যেহেতু লক্ষাধিক গর্ভবতী নারী আয়রনের ঘাটতিতে ভোগেন, তাই এটি ভবিষ্যতের মানব ভ্রূণ বিকাশ বোঝার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এক দিক হতে পারে।

সূত্র: নেচার, এপ্রিল ২০২৫ | বিজ্ঞান্বেষী

✂️ Scientists just cut HIV out of immune cells using CRISPR!And the cells stayed HIV-free even after re-exposure. A cure...
01/06/2025

✂️ Scientists just cut HIV out of immune cells using CRISPR!

And the cells stayed HIV-free even after re-exposure. A cure could finally be within reach.

In a groundbreaking advance, scientists have successfully used CRISPR/Cas9 gene editing to eliminate HIV-1 DNA from the genomes of human immune cells. Unlike existing treatments that suppress the virus, this method completely removes the genetic blueprint of HIV from infected T-cells.

In lab tests using cells from real patients, not only was the virus removed, but the edited cells also resisted reinfection—an unprecedented level of viral control.

The study marks a crucial step toward a potential cure for HIV. Current antiretroviral therapies require lifelong adherence and only manage the infection; stopping treatment typically allows the virus to return. By contrast, the CRISPR technique offers a permanent solution by targeting and excising the virus at the genetic level, with no observed toxicity. This breakthrough may pave the way for clinical treatments that fully eradicate HIV reservoirs in the body—long considered one of the biggest challenges in the global fight against the disease.

learn more https://medicine.temple.edu/news/2024/08/novel-treatment-based-gene-editing-safely-effectively-removes-hiv-virus-genomes-non-human-primates

চিকিৎসা খাতের অগ্রগতির জন্য ৭ দফা বাস্তবায়ন চাই।মনে রাখবেন সঠিক টেস্ট রিপোর্ট হলেই সঠিক চিকিৎসা হবে।আগে সমস্যা নিশ্চিতকর...
11/02/2025

চিকিৎসা খাতের অগ্রগতির জন্য ৭ দফা বাস্তবায়ন চাই।
মনে রাখবেন সঠিক টেস্ট রিপোর্ট হলেই সঠিক চিকিৎসা হবে।
আগে সমস্যা নিশ্চিতকরন তারপরে নিবারন।
তাই অবশ্যই Biochemist দের, তাদের যোগ্য সম্মাননা দান করা শতভাগ যৌক্তিক দাবি।
Bangladesh Association Of Clinical Biochemists -BACB

ক্লিনিক্যাল বায়োকেমিস্ট: আধুনিক স্বাস্থ্যসেবার অদৃশ্য নায়কডায়াগনস্টিক ল্যাবরেটরি আধুনিক চিকিৎসাবিজ্ঞানের অপরিহার্য অংশ...
21/01/2025

ক্লিনিক্যাল বায়োকেমিস্ট: আধুনিক স্বাস্থ্যসেবার অদৃশ্য নায়ক

ডায়াগনস্টিক ল্যাবরেটরি আধুনিক চিকিৎসাবিজ্ঞানের অপরিহার্য অংশ, যেখানে ক্লিনিক্যাল বায়োকেমিস্টরা কেন্দ্রবিন্দুতে থেকে কাজ করেন। তাদের দক্ষতা, প্রযুক্তিগত জ্ঞান এবং নির্ভুল বিশ্লেষণ রোগ নির্ণয় ও চিকিৎসার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এদেশে গত পঞ্চাশ বছর ধরে ক্লিনিক্যাল বায়োকেমিস্টরা স্বাস্থ্যসেবায় নিরলসভাবে অবদান রেখে চলেছেন।

বায়োকেমিস্টদের গুরুত্ব ও ভূমিকা

রোগ নির্ণয় ও বিশ্লেষণ:
ক্লিনিক্যাল বায়োকেমিস্টরা রোগ নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারা রোগীর রক্ত, প্রস্রাব এবং অন্যান্য নমুনা পরীক্ষা করে গ্লুকোজ, লিপিড, হরমোন এবং এনজাইমের মাত্রা বিশ্লেষণ করেন। এই তথ্য রোগ সনাক্তকরণ ও অঙ্গপ্রত্যঙ্গের কার্যকারিতা মূল্যায়নে সহায়ক।

পরীক্ষার ফলাফল ব্যাখ্যা:
বায়োকেমিস্টরা পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে রোগের অগ্রগতি, প্রবণতা বা চিকিৎসার কার্যকারিতা সম্পর্কে ধারণা প্রদান করেন। এই ব্যাখ্যা চিকিৎসকদের রোগ নির্ণয়ে সহায়ক ভূমিকা পালন করে।

মান নিয়ন্ত্রণ ও নির্ভুলতা নিশ্চিতকরণ:
ডায়াগনস্টিক ল্যাবের নির্ভুলতা ও মান নিয়ন্ত্রণ নিশ্চিত করা বায়োকেমিস্টদের অন্যতম দায়িত্ব। তারা যন্ত্রপাতির নিয়মিত ক্যালিব্রেশন এবং ল্যাবের আন্তর্জাতিক মান (ISO15189) বজায় রাখার জন্য কাজ করেন।

ডায়াগনস্টিক ল্যাবে দক্ষ বায়োকেমিস্ট না থাকলে প্রভাব:

ক্লিনিক্যাল বায়োকেমিস্টদের অভাব স্বাস্থ্যসেবা ব্যবস্থায় বড় ধরনের সংকট তৈরি করতে পারে।

ভুল রিপোর্ট ও চিকিৎসা:
সঠিক বিশ্লেষণের অভাবে ভুল রিপোর্ট প্রদান হতে পারে, যা রোগ নির্ণয়ে জটিলতা তৈরি করে। ফলে চিকিৎসকরা অনুমানভিত্তিক চিকিৎসা দিতে বাধ্য হন, যা রোগীর জন্য ঝুঁকিপূর্ণ।

জটিল রোগ শনাক্তকরণে সমস্যা:
ক্যান্সার, ডায়াবেটিস এবং হরমোনজনিত রোগের মতো জটিল সমস্যাগুলোর সঠিক নির্ণয় দেরিতে হতে পারে। এর ফলে রোগ জটিল পর্যায়ে পৌঁছে যায়।

মহামারি নিয়ন্ত্রণে ব্যর্থতা:
COVID-19, ডেঙ্গু এবং অন্যান্য সংক্রামক রোগ নিয়ন্ত্রণে দক্ষ বায়োকেমিস্টদের অভাব বড় ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে। দ্রুত পরীক্ষা এবং সঠিক ডেটা না থাকলে রোগের বিস্তার নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে।

রোগীর আস্থা হারানো:
রিপোর্টের অসঙ্গতির কারণে রোগীরা ডায়াগনস্টিক ল্যাবের প্রতি আস্থা হারায়। এটি ল্যাবের সুনাম ক্ষুণ্ন করে এবং স্বাস্থ্যসেবায় নেতিবাচক প্রভাব ফেলে।

অর্থনৈতিক ও সামাজিক প্রভাব:

ডায়াগনস্টিক ল্যাবের অনুপস্থিতি বা মানহীন সেবা দীর্ঘমেয়াদে জাতীয় অর্থনীতিতে চাপ সৃষ্টি করে। দীর্ঘস্থায়ী রোগ শনাক্তে বিলম্ব কর্মক্ষম জনশক্তির ঘাটতি তৈরি করে। এর পাশাপাশি ভুল চিকিৎসার কারণে রোগীর আর্থিক ক্ষতি বেড়ে যায়। চিকিৎসার জন্য বিদেশ ভ্রমন আরো বেশি মাত্রায় বেড়ে যাবে।

সমাধানের পথ:
ডায়াগনস্টিক ল্যাবে পর্যাপ্ত প্রশিক্ষিত ক্লিনিক্যাল বায়োকেমিস্ট নিয়োগ।

ল্যাবরেটরির আন্তর্জাতিক মান বজায় রাখতে নিয়মিত প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম।

প্রান্তিক জনগোষ্ঠীর জন্য উন্নত ডায়াগনস্টিক সেবার প্রসার।
ক্লিনিক্যাল বায়োকেমিস্টরা ডায়াগনস্টিক ল্যাবের মূল চালিকা শক্তি। তাদের দক্ষতা রোগ নির্ণয় থেকে চিকিৎসার কার্যকারিতা পর্যন্ত প্রতিটি ধাপে অপরিহার্য। দক্ষ বায়োকেমিস্টের অভাব শুধু স্বাস্থ্যসেবার গুণগত মান কমায় না, বরং রোগী ও জাতীয় অর্থনীতির উপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলে। তাই এই খাতে বিনিয়োগ বাড়ানো এবং দক্ষ পেশাদারদের নিয়োগের মাধ্যমে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
বর্তমানে দেশে ক্লিনিক্যাল বায়োকেমিস্টদের দাবি:
প্রস্তাবিত স্বাস্থ্য সেবা ও সুরক্ষা অধ্যাদেশ ২০২৪-এ ক্লিনিক্যাল বায়োকেমিস্টদের সিগনোটরি অথরিটি প্রদান করতে হবে।
সঠিক ডায়াগনস্টিক রিপোর্ট নিশ্চিত করতে এবং ভুল চিকিৎসা রোধে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
Collected

নতুন রক্তের গ্রুপ আবিষ্কাররক্তের গ্রুপ নিয়ে আমাদের ধারণা কি বদলে যেতে পারে? সম্প্রতি বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন একটি নতু...
14/01/2025

নতুন রক্তের গ্রুপ আবিষ্কার

রক্তের গ্রুপ নিয়ে আমাদের ধারণা কি বদলে যেতে পারে? সম্প্রতি বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন একটি নতুন রক্তের গ্রুপ, যার নাম দেওয়া হয়েছে ‘এমএএল’ (MAL)। এই চমকপ্রদ আবিষ্কার চিকিৎসা বিজ্ঞানে নতুন দিক উন্মোচন করেছে,যা বদলে দিচ্ছে চিকিৎসা বিজ্ঞানের ধারণা এবং বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

ব্রিটেনের এক দল বিজ্ঞানী কিছু রোগীর রক্ত পরীক্ষা করার সময় অদ্ভুত কিছু লক্ষ করেন। তাদের রক্ত কোনো প্রচলিত গ্রুপ—এ, বি, এবি বা ও—এর সঙ্গে মিলছিল না। ধাপে ধাপে পরীক্ষার পর জানা গেল, এটি সম্পূর্ণ নতুন একটি রক্তের গ্রুপ।

‘এমএএল’ খুবই বিরল একটি রক্তের গ্রুপ। গবেষকদের মতে, এটি বিশেষ এক ধরণের জিনের পরিবর্তনের কারণে সৃষ্টি হয়েছে। এর ফলে চিকিৎসা বিজ্ঞানে নতুন দরজা খুলে যেতে পারে। বিশেষ করে জটিল রক্তপরিবহনের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই রক্তের গ্রুপ আবিষ্কারের মাধ্যমে শুধু রোগ নির্ণয় নয়, জীবন রক্ষাকারী রক্ত সংক্রমণেও বড় পরিবর্তন আসতে পারে। যারা বিরল রক্তের গ্রুপের কারণে রক্ত খুঁজে পেতে সমস্যায় পড়েন, তাদের জন্য এটি হতে পারে আশার আলো।

বিজ্ঞানীরা বলছেন, নতুন এই গ্রুপ রক্তের সঙ্গে সম্পর্কিত আরও অনেক অজানা রহস্য উন্মোচনে সহায়ক হবে। এটি রক্তদানের প্রক্রিয়াকে আরও নিরাপদ ও কার্যকর করে তুলতে পারে।
https://www.facebook.com/share/p/15eCF5DAU8/

https://www.dailyjanakantha.com/science-technology/news/762839

31/12/2023

আপনি কি জানেন?🙂

🟥মানসিক রোগের কিছু লক্ষণ, শিক্ষার্থীদের মধ্যে দেখা যাচ্ছে।

1. যদি আপনি অনুভব করতে পারেন আগের চেয়ে আপনার মুখস্ত শক্তি কমে গেছে পড়া মনে থাকছে না তাহলে বুঝতে হবে আপনি মানসিক সমস্যায় রয়েছেন।

2. অত্যধিক মুড সুইং,,,
ঘুমের পরিবর্তন (সাধারণত যে সময়টায় ঘুমানো উচিত সে সময় না ঘুমিয়ে অন্যসময়-এর ঘুমানো 12 13 ঘণ্টা ঘুমানো).

3. সব সময় ক্লান্তি বোধ কোনো কাজে মনোযোগ না দিতে পারা, কোন কিছুতেই ভালো না লাগা নিজেকে ছোট্ট বন্দি জায়গায় আটকে রাখা। ঘোরাঘুরি আড্ডা বিনোদন কোন কিছুতেই অনুভব না পাওয়া।

4. অত্যধিক দুশ্চিন্তা। সাধারণ বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করা।

5. হঠাৎ করে মুখের রুচি কমে যাওয়া কোন কিছু খেতে না চাওয়া আবার এতটাই রুচি বেড়ে যাওয়া সব সময় খাই খাই করা।

6. মৃ ত্যু কামনা করা শুরু করে

7. স্বাভাবিকের তুলনায় ওজন কমতে থাকে

8. নিজেকে সবসময় তুচ্ছ ফেইলর মনে করা

9. সঠিক সিদ্ধান্ত নিতে বারবার ভাবতে থাকে এবং নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে না পারা।

এগুলার মধ্যে আপনার কোনটি রয়েছে?

20/05/2023

অনেকেই আছেন যারা পেইজে মেসেজ দেন ভাইয়া বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি পড়া কি ভালো হবে।সুযোগ সুবিধা কেমন এই সাবজেক্টে পড়লে। আসলে ব্যস্ততার জন্য সবার মেসেজে উত্তর দেওয়া সম্ভব হয় না। বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি একটা গবেষণাধর্মী সাবজেক্ট যদিও আমাদের দেশে এই সুযোগটা কিছুক্ষেতে কম তাই বেশিরভাগ সনামধন্য বিশ্ববিদ্যায়ের শিক্ষার্থীরা তাই বিদেশে পাড়ি জমায়। বিশেষ করে সবাই জানতে চায় বাংলাদেশে করিয়ার কি এটা পড়লে কি কি করা যাবে।

বায়োকেমিস্ট্রি স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীরা বাংলাদেশের সরকারি চাকরিতে আবেদন করতে পারবে। এছাড়াও নিয়োগ লাভ করার পর প্রচুর সুযোগ-সুবিধা রয়েছে। বায়োকেমিস্ট্রি বিসিএস পরীক্ষার উত্তীর্ণ হতে পারবে। বায়োকেমিস্ট্রি ডিগ্রিধারীরা বিসিএস দিয়ে পররাষ্ট্র কডারে যোগদান করতে পারবে। এছাড়াও বিসিএস হতে বায়োকেমিস্ট্রি ডিগ্রিধারীরা সাধারন শিক্ষা কডার হওয়ায় শিক্ষা কাডারেও যোগদান করতে পারে। তাছাড়া স্নাতকোত্তর হিসেবে বিভিন্ন মন্ত্রনালয়ের চাকরি ও পিএসসির চাকরি লাভেও সুযোগ রয়েছে। এছাড়াও বায়োকেমিস্ট্রি ডিগ্রিধারীরা বিসিএসআইআর,আইসিডিডিআরবি,বাংলাদেশ পরমানু শক্তি কমিশন,ন্যাশনাল ইন্সটিটিউট অব,বায়োটেকনোলজি,বাংলাদেশ চা বোর্ড,বারডেম,বিসিআইসি,বিএসএমএমইউ,বাংলাদেশ ডায়াবেটিক আসোসিয়েশন,বাংলাদেশ,পুলিশের ফরেনসিক বিভাগে যোগদান করতে পারবে।

এখন আবার অনেকেই প্রশ্ন করতে পারেন সরকারি চাকরি সবার পক্ষে করা সম্ভব হয় না। অথবা সরকারি চাকরি পাওয়া অনেক কঠিন হয়ে যায়। তাহলে বেসরকারি খাতে কি বায়োকেমিস্ট্রি ডিগ্রিধারীরা চাকরি পাবে? দেশের বিভিন্ন ফুড ইন্ডাস্ট্রি, কসমেটিক্স কোম্পানি, ফরেন্সিক সেক্টর, ডায়াগনস্টিক সেন্টার,ডিটেকটিভ ব্রাঞ্চ এবং ফার্মা ইন্ডাস্ট্রিতে বায়োকেমিস্ট্রি হিসেবে কাজ করার সুযোগ রয়েছে। এছাড়াও বায়োইনফরমেটিক্স সেক্টরে বায়োকেমিস্ট্রি শিক্ষার্থীদের ব্যাপক চাহিদা রয়েছে। যদিও আমাদের দেশে কিছু সীমাবদ্ধতা আছে সাধারণত ফার্মা ইন্ডাস্ট্রিতে অনেক ফার্মাতে এখনো বায়োকেমিস্ট্রিতে পড়ুয়াদের নেওয়া হয় না। তারপরও ভালো ফার্মাগুলোতে বায়োকেমিস্ট নেয়।পাশাপাশি দেশে আইবিডি ইন্ডাস্ট্রিতে বায়োকেমিস্ট্রিদের ব্যাপক চাহিদা আছে যেটা অনেকে জানে না। পরিশেষে বলা যায় সব সেক্টরে কিছু সীমাবদ্ধতা থাকে যার উর্ধে আমরা কেউ নই। এবং বিদেশি এই সাবজেক্টের ব্যাপক সুযোগে আছে। ধন্যবাদ

Address

Kalabaga

Website

Alerts

Be the first to know and let us send you an email when Biochemistry And Molecular Biology posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category