
16/07/2025
অন্যপ্রকাশ লাখ পেরিয়ে উদযাপন গল্পলেখা প্রতিযোগিতা
জীবনজুড়ে কত অজস্র গল্প! এসব গল্পের আবেদনও কম নয়। অথচ আপনার মনেই ঘুরপাক খাচ্ছে সেসব। লেখার কথা ভাবেন নি কখনো। এবার ভাবুন। প্রতিযোগিতার মঞ্চ হোক আপনার ভাবনার প্রকাশক্ষেত্র। আপনিও হতে পারেন গল্পকার। গল্প লিখে জিতে নিন স্বীকৃতি।
যারা গল্পলেখা প্রতিযোগিতায় অংশ নিবেন, তাদের জন্য প্রতিযোগিতার নিয়মাবলি উল্লেখ করা হলো।
প্রতিযোগিতার নাম : অন্যপ্রকাশ লাখ পেরিয়ে উদ্যাপন গল্পলেখা প্রতিযোগিতা
অংশগ্রহণের নিয়ম :
১। পোস্টের শুরুতে #অন্যপ্রকাশ_লাখ_পেরিয়ে_উদযাপন_গল্পলেখা_প্রতিযোগিতা লিখে অবশ্যই হ্যাসট্যাগ ব্যবহার করতে হবে।
২. গল্পটির শব্দসংখ্যা হবে সর্বোচ্চ দুই হাজার।
৩. গল্পটি নতুন হতে হবে। কোনো পত্রিকা, সোশ্যাল মিডিয়া কিংবা ব্লগে প্রকাশিত গল্প গ্রহণযোগ্য নয়।
৪. তারাই অংশগ্রহণ করতে পারবে যাদের কোনো গল্পগ্রন্থ কিংবা উপন্যাস পূর্বে প্রকাশিত হয় নি।
৫. শুধুমাত্র অন্যপ্রকাশ ফেসবুক গ্রুপের সদস্যরাই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।
৬. গ্রুপে প্রতিযোগিতার পোস্ট করার পরে লেখাটি পাবলিক প্রাইভেসি দিয়ে নিজের টাইমলাইনে শেয়ার করবেন।
৭. একাধিক গল্প পোস্ট করা যাবে তবে পুরস্কারের জন্য বিবেচিত হবে একটি গল্প। যে গল্পটি সর্বোচ্চ নাম্বার পাবে সেটাই পুরস্কারের অন্তর্ভুক্ত হবে।
৮. লেখা পোস্ট করার শেষ তারিখ ১০ আগস্ট ২০২৫ রাত ১২টা।
পুরস্কার :
১ম, ২য় এবং ৩য় বিজয়ীর গল্প পাক্ষিক ‘অন্যদিন’-এ প্রকাশিত হবে।
১০টি সেরা গল্প ‘অন্যদিন’ অনলাইনে প্রকাশিত হবে।
সেরা ১০টি গল্প নিয়ে ‘অমর একুশে গ্রন্থমেলা ২০২৬’-এ একটি গ্রন্থ প্রকাশ করবে অন্যপ্রকাশ। গল্পকারদের উপস্থিতিতে অন্যপ্রকাশের প্যাভিলিয়নে বইটির মোড়ক উন্মোচন হবে।
প্রতিযোগিতার যে-কোনো নিয়ম যে-কোনো সময় অন্যপ্রকাশ কর্তৃপক্ষ পরিবর্তন, পরিমার্জন কিংবা পরিবর্ধন করতে পারবেন। প্রতিযোগিতা সংক্রান্ত যে-কোনো বিষয়ে অন্যপ্রকাশ কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত।