Anyaprokash

Anyaprokash Publication house. Visit us at Pavilion 23 in Boimela.
(1)

অন্যপ্রকাশ লাখ পেরিয়ে উদযাপন গল্পলেখা প্রতিযোগিতাজীবনজুড়ে কত অজস্র গল্প! এসব গল্পের আবেদনও কম নয়। অথচ আপনার মনেই ঘুরপাক ...
16/07/2025

অন্যপ্রকাশ লাখ পেরিয়ে উদযাপন গল্পলেখা প্রতিযোগিতা

জীবনজুড়ে কত অজস্র গল্প! এসব গল্পের আবেদনও কম নয়। অথচ আপনার মনেই ঘুরপাক খাচ্ছে সেসব। লেখার কথা ভাবেন নি কখনো। এবার ভাবুন। প্রতিযোগিতার মঞ্চ হোক আপনার ভাবনার প্রকাশক্ষেত্র। আপনিও হতে পারেন গল্পকার। গল্প লিখে জিতে নিন স্বীকৃতি।
যারা গল্পলেখা প্রতিযোগিতায় অংশ নিবেন, তাদের জন্য প্রতিযোগিতার নিয়মাবলি উল্লেখ করা হলো।

প্রতিযোগিতার নাম : অন্যপ্রকাশ লাখ পেরিয়ে উদ্যাপন গল্পলেখা প্রতিযোগিতা

অংশগ্রহণের নিয়ম :

১। পোস্টের শুরুতে #অন্যপ্রকাশ_লাখ_পেরিয়ে_উদযাপন_গল্পলেখা_প্রতিযোগিতা লিখে অবশ্যই হ্যাসট্যাগ ব্যবহার করতে হবে।

২. গল্পটির শব্দসংখ্যা হবে সর্বোচ্চ দুই হাজার।

৩. গল্পটি নতুন হতে হবে। কোনো পত্রিকা, সোশ্যাল মিডিয়া কিংবা ব্লগে প্রকাশিত গল্প গ্রহণযোগ্য নয়।

৪. তারাই অংশগ্রহণ করতে পারবে যাদের কোনো গল্পগ্রন্থ কিংবা উপন্যাস পূর্বে প্রকাশিত হয় নি।

৫. শুধুমাত্র অন্যপ্রকাশ ফেসবুক গ্রুপের সদস্যরাই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।

৬. গ্রুপে প্রতিযোগিতার পোস্ট করার পরে লেখাটি পাবলিক প্রাইভেসি দিয়ে নিজের টাইমলাইনে শেয়ার করবেন।

৭. একাধিক গল্প পোস্ট করা যাবে তবে পুরস্কারের জন্য বিবেচিত হবে একটি গল্প। যে গল্পটি সর্বোচ্চ নাম্বার পাবে সেটাই পুরস্কারের অন্তর্ভুক্ত হবে।

৮. লেখা পোস্ট করার শেষ তারিখ ১০ আগস্ট ২০২৫ রাত ১২টা।

পুরস্কার :

১ম, ২য় এবং ৩য় বিজয়ীর গল্প পাক্ষিক ‘অন্যদিন’-এ প্রকাশিত হবে।

১০টি সেরা গল্প ‘অন্যদিন’ অনলাইনে প্রকাশিত হবে।

সেরা ১০টি গল্প নিয়ে ‘অমর একুশে গ্রন্থমেলা ২০২৬’-এ একটি গ্রন্থ প্রকাশ করবে অন্যপ্রকাশ। গল্পকারদের উপস্থিতিতে অন্যপ্রকাশের প্যাভিলিয়নে বইটির মোড়ক উন্মোচন হবে।

প্রতিযোগিতার যে-কোনো নিয়ম যে-কোনো সময় অন্যপ্রকাশ কর্তৃপক্ষ পরিবর্তন, পরিমার্জন কিংবা পরিবর্ধন করতে পারবেন। প্রতিযোগিতা সংক্রান্ত যে-কোনো বিষয়ে অন্যপ্রকাশ কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত।





অন্যপ্রকাশ লাখ পেরিয়ে উদযাপন বইছবি প্রতিযোগিতাআমরা সবাই বই ভালোবাসি। বই পড়ার পাশাপাশি অনেক বন্ধু আছেন যারা বইয়ের ছবি তুল...
15/07/2025

অন্যপ্রকাশ লাখ পেরিয়ে উদযাপন বইছবি প্রতিযোগিতা

আমরা সবাই বই ভালোবাসি। বই পড়ার পাশাপাশি অনেক বন্ধু আছেন যারা বইয়ের ছবি তুলতেও পছন্দ করেন। নানানভাবে, সুন্দর লোকেশনে নান্দনিক বইছবি তুলে থাকেন। ছবি তোলাটা সত্যিই একটা শিল্প আর তার বিষয় যদি হয় ‘বই’ তাহলে তো কোনো কথাই নেই। আঙুলের ছোট্ট একটা ক্লিকে আপনিও হতে পারেন অন্যপ্রকাশের এই প্রতিযোগিতায় সেরাদের একজন। পাবেন আকর্ষণীয় পুরস্কার।
যারা বইছবি প্রতিযোগিতায় অংশ নিবেন, তাদের জন্য প্রতিযোগিতার নিয়মাবলি উল্লেখ করা হলোÑ

প্রতিযোগিতার নাম : অন্যপ্রকাশ লাখ পেরিয়ে উদ্যাপন বইছবি প্রতিযোগিতা

অংশগ্রহণের নিয়ম :

১. পোস্টের শুরুতে #অন্যপ্রকাশ_লাখ_পেরিয়ে_উদযাপন_বইছবি_প্রতিযোগিতা’ লিখে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে।

২. কোন ডিভাইস দিয়ে ছবি তুলেছেন সেটা অবশ্যই উল্লেখ করবেন। যেমন-
ডিভাইস : Samsung galaxy A35, i phone 16 pro max or Redmi-note 14

৩. বইছবিতে আপনার পছন্দের একটি ক্যাপশন যোগ করতে হবে।

৪. বইছবির একটা থিম থাকা দরকার। বইয়ের নাম বা গল্পের সঙ্গে থিমের সাযুজ্য থাকলে ভালো হয়।

৫. ছবি অবশ্যই নতুন হতে হবে। কোথাও পূর্বে প্রকাশিত হলে ছবিটি বাতিল বলে গণ্য করা হবে।

৬. গ্রুপে প্রতিযোগিতার পোস্ট করার পরে পোস্টটি পাবলিক প্রাইভেসি দিয়ে নিজের টাইমলাইনে শেয়ার করবেন।

৭. বইছবি প্রতিযোগিতায় ব্যবহৃত বইটি অবশ্যই অন্যপ্রকাশ কর্তৃক প্রকাশিত হতে হবে।

৮. একজন প্রতিযোগী যত ইচ্ছা তত ছবি পোস্ট করতে পারবেন। তবে পুরস্কারের জন্য বিবেচিত হবে একটি ছবি। একাধিক ছবির মধ্যে যে ছবিটা সর্বোচ্চ নাম্বার পাবে সেটাই পুরস্কারের অন্তর্ভুক্ত হবে।

৯. শুধুমাত্র অন্যপ্রকাশ ফেসবুক গ্রুপের সদস্যরাই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।

পুরস্কার :

১ম বিজয়ী পাবেন ৭০০০ টাকা মূল্যের অন্যপ্রকাশ থেকে প্রকাশিত বই
২য় বিজয়ী পাবেন ৫০০০ টাকা মূল্যের অন্যপ্রকাশ থেকে প্রকাশিত বই
৩য় বিজয়ী পাবেন ৩০০০ টাকা মূল্যের অন্যপ্রকাশ থেকে প্রকাশিত বই
৪র্থ থেকে ৭ম বিজয়ীদের প্রতিজন পাবেন ১০০০ টাকা মূল্যের অন্যপ্রকাশ থেকে প্রকাশিত বই।

প্রতিযোগিতা শুরু হবে ১৬ জুলাই ২০২৫ থেকে। ছবি পোস্ট করা যাবে ২৫ জুলাই ২০২৫ পর্যন্ত।

* প্রতিযোগিতার যে-কোনো নিয়ম যে-কোনো সময় অন্যপ্রকাশ কর্তৃপক্ষ পরিবর্তন, পরিমার্জন কিংবা পরিবর্ধন করতে পারবেন। প্রতিযোগিতা সংক্রান্ত যে-কোনো বিষয়ে অন্যপ্রকাশ কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত।

অন্যপ্রকাশ ফেসবুক গ্রুপের সদস্যসংখ্যা ১ লক্ষ পূর্তি উপলক্ষে আনন্দ-ঘোষণা! সদস্যদের জন্য থাকছে নানা আয়োজন!! বিজয়ীরা পাবেন ...
12/07/2025

অন্যপ্রকাশ ফেসবুক গ্রুপের সদস্যসংখ্যা ১ লক্ষ পূর্তি উপলক্ষে আনন্দ-ঘোষণা!

সদস্যদের জন্য থাকছে নানা আয়োজন!! বিজয়ীরা পাবেন ১ লক্ষ টাকার বই!!!

বিস্তারিত জানতে লক্ষ রাখুন অন্যপ্রকাশ ফেসবুক গ্রুপ ও পেইজে!!







যারা অন্যপ্রকাশ ফেসবুক গ্রুপে নিয়মিত লেখেন, আর পাঠক হিসেবে সেই লেখাগুলো পড়ে লেখকদের অনুপ্রেরণা দেন—আপনাদের সবার প্রতি রই...
12/07/2025

যারা অন্যপ্রকাশ ফেসবুক গ্রুপে নিয়মিত লেখেন, আর পাঠক হিসেবে সেই লেখাগুলো পড়ে লেখকদের অনুপ্রেরণা দেন—আপনাদের সবার প্রতি রইল আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা। এই সাফল্য আসলে আপনাদেরই। আপনাদের সক্রিয় অংশগ্রহণেই সম্ভব হয়েছে এই অর্জন।

আবারও ধন্যবাদ ও ভালোবাসা অন্যপ্রকাশ পরিবারের সকল অ্যাডমিন, মডারেটর ও সদস্যকে!

অন্যপ্রকাশ ফেসবুক গ্রুপের সদস্যসংখ্যা ১ লক্ষ পূর্তি উপলক্ষে আনন্দ-ঘোষণা! সদস্যদের জন্য থাকছে নানা আয়োজন!! বিজয়ীরা পাবেন ১ লক্ষ টাকার বই!!!

বিস্তারিত জানতে লক্ষ রাখুন অন্যপ্রকাশ ফেসবুক গ্রুপ ও পেইজে!!

অন্যপ্রকাশ এখন এক লক্ষ সদস্যের এক প্রাণবন্ত পরিবার!!এই আনন্দের মুহূর্তে গ্রুপের সকল এ্যাডমিন, মডারেটর এবং সদস্যদের জানাই...
11/07/2025

অন্যপ্রকাশ এখন এক লক্ষ সদস্যের এক প্রাণবন্ত পরিবার!!

এই আনন্দের মুহূর্তে গ্রুপের সকল এ্যাডমিন, মডারেটর এবং সদস্যদের জানাই আন্তরিক অভিনন্দন ও গভীর কৃতজ্ঞতা। আপনাদের আন্তরিক সহযোগিতা, ভালোবাসা ও নিরলস পরিশ্রমেই এই অর্জন সম্ভব হয়েছে।

আপনাদের সবার জীবন মঙ্গল ও আনন্দে উদ্ভাসিত হোক। শুভ কামনা ও ভালোবাসা 🌿💚






07/07/2025

Your Ultimate Companion – Now in Style! 💚👜
Every woman deserves a bag that speaks elegance, power, and purpose. Meet our bold new Emerald bag – where luxury meets everyday confidence. ✨

🔒 Sleek design with gold-tone accents
👜 Spacious, secure & stunning
💥 Perfect for work, events, and everywhere in between!

🚚 Fast & Free Delivery
📍 Available now at SHOP24SEVEN
Step up your fashion game — carry the class you deserve!

07/07/2025

Same elegance, same brand — in Black, Brown, and White. Each defines your style differently.
Now available in three gorgeous colors!
Crafted with premium leather, detailed gold chain straps, and impeccable Coach finish — it’s the perfect blend of sophistication and everyday functionality.

Color Options:
Classic Black
Elegant Brown
Soft White

Ideal for work, parties, or as a luxury gift.

Limited stock available — Please inbox us for more details and to place your order.

𝗦𝗛𝗢𝗣𝟮𝟰𝗦𝗘𝗩𝗘𝗡 is a Government-registered online shop.


অন্যপ্রকাশ ফেসবুক গ্রুপের সদস্য সংখ্যা এক লক্ষ ছুঁই ছুঁই! মাইলফলক ছোঁয়ার মাহেন্দ্রক্ষণ সমাগত!!চোখ রাখুন অন্যপ্রকাশ ফেসবু...
26/06/2025

অন্যপ্রকাশ ফেসবুক গ্রুপের সদস্য সংখ্যা এক লক্ষ ছুঁই ছুঁই! মাইলফলক ছোঁয়ার মাহেন্দ্রক্ষণ সমাগত!!

চোখ রাখুন অন্যপ্রকাশ ফেসবুক গ্রুপ ও পেইজে!!

#অন্যপ্রকাশ_লক্ষ_সদস্যের_পরিবার
#অন্যপ্রকাশ_লাখ_পেরিয়ে_উদযাপন







Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Anyaprokash posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Anyaprokash:

Share

Category