21/07/2025
আমাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে বিপুল পরিমাণে রক্তের প্রয়োজন হচ্ছে। যেহেতু রক্তের সংকট রয়েছে, তাই ইতোমধ্যে আমাদের কর্মীদেরকে রক্তদানের জন্য সংশ্লিষ্ট হাসপাতালে যেতে বলা হয়েছে।
এছাড়া, যেসব রোগী হাসপাতালে চিকিৎসাধীন, তাঁদের সহায়তায় টিম গঠন করে দেওয়া হয়েছে। কোন কোন ডাক্তারের সাথে যোগাযোগ করলে রক্ত পাওয়া যেতে পারে, সে বিষয়েও তথ্য সংগ্রহ ও সহযোগিতা করা হচ্ছে।
একটি রাজনৈতিক দল হিসেবে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করছি ঘটনাস্থলে সহায়তা করতে।
জানতে পেরেছি, ঘটনাস্থল ইতোমধ্যে সেনাবাহিনী নিয়ন্ত্রণে নিয়েছে। আমরা সেনাবাহিনী, পুলিশসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে যথাযথ সহযোগিতা করার জন্য আমাদের দলীয় ভলান্টিয়ার ও নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছি।
—
তারেক রহমান
ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপি।