04/07/2025
তুমি বরং এমন কাউকে খুঁজে নিও, যে তোমার হাসির একমাত্র কারণ হবে, যে তোমার কষ্ট বোঝার আগে তোমার চোখের ভাষা পড়তে পারবে। যে ভালোবাসার গভীরতা বোঝে, এবং তোমাকে প্রতিটি মুহূর্তে অনুভব করাতে পারবে যে তুমি কতটা গুরুত্বপূর্ণ। আমার মতো নয়-আমি তো শুধুই এক অপূর্ণ মানুষ, যার ভালোবাসা হয়তো গভীর, কিন্তু তাতে নেই সেই পরিপূর্ণতা যা তুমি পাওয়ার যোগ্য।
আমি চেষ্টা করেছি, নিঃস্বার্থভাবে ভালোবেসেছি, কিন্তু তবুও নিজেকে প্রতিনিয়ত অপরাধীই মনে হয়-কারণ আমার ভালোবাসা তোমার জীবনে সুখ এনে দিতে পারেনি। হয়তো আমি ভালোবাসতে জানি, কিন্তু প্রাপ্য দিতে জানি না। তাই আজ আমি নিজেই সরে যাচ্ছি, যাতে তুমি মুক্ত হও, যাতে তুমি খুঁজে পাও তোমার সত্যিকারের সুখ।
ভালোবাসা মানে শুধু পাশে থাকা নয়, কখনও কখনও নিজেকে সরিয়ে নেওয়াটাও ভালোবাসার সবচেয়ে নিঃস্বার্থ রূপ। আমি চাই না আমার সীমাবদ্ধতাগুলো হোক তোমার জীবনের ভার। আমি চাই তুমি সুখী হও-আমার অনুপস্থিতিতেই যদি সেটা সম্ভব হয়, তবুও আমি তাতে শান্তি খুঁজব। ❤️❤️