IRiN.NiL

IRiN.NiL Random Video Vlogger

04/07/2025

তুমি বরং এমন কাউকে খুঁজে নিও, যে তোমার হাসির একমাত্র কারণ হবে, যে তোমার কষ্ট বোঝার আগে তোমার চোখের ভাষা পড়তে পারবে। যে ভালোবাসার গভীরতা বোঝে, এবং তোমাকে প্রতিটি মুহূর্তে অনুভব করাতে পারবে যে তুমি কতটা গুরুত্বপূর্ণ। আমার মতো নয়-আমি তো শুধুই এক অপূর্ণ মানুষ, যার ভালোবাসা হয়তো গভীর, কিন্তু তাতে নেই সেই পরিপূর্ণতা যা তুমি পাওয়ার যোগ্য।
আমি চেষ্টা করেছি, নিঃস্বার্থভাবে ভালোবেসেছি, কিন্তু তবুও নিজেকে প্রতিনিয়ত অপরাধীই মনে হয়-কারণ আমার ভালোবাসা তোমার জীবনে সুখ এনে দিতে পারেনি। হয়তো আমি ভালোবাসতে জানি, কিন্তু প্রাপ্য দিতে জানি না। তাই আজ আমি নিজেই সরে যাচ্ছি, যাতে তুমি মুক্ত হও, যাতে তুমি খুঁজে পাও তোমার সত্যিকারের সুখ।
ভালোবাসা মানে শুধু পাশে থাকা নয়, কখনও কখনও নিজেকে সরিয়ে নেওয়াটাও ভালোবাসার সবচেয়ে নিঃস্বার্থ রূপ। আমি চাই না আমার সীমাবদ্ধতাগুলো হোক তোমার জীবনের ভার। আমি চাই তুমি সুখী হও-আমার অনুপস্থিতিতেই যদি সেটা সম্ভব হয়, তবুও আমি তাতে শান্তি খুঁজব। ❤️❤️

04/07/2025

কখনো কখনো মনে হয়, জীবনটা কেবলই এক দীর্ঘশ্বাস। দিন যায়,রাত আসে--- কিন্তু কোনোদিনই যেন সত্যিকারের আলো আসেনা।
জীবনের রং গুলো ধীরে ধীরে মুছে গিয়ে,কেবল সাদা-কালো এক বেঁচে থাকা বাকি রেখেছে।।
হয়তো এই টুকুই নিয়তি-- রোজ হাসার ভান করা,ভেতরে ভাঙা থেকে যাওয়া-- চোখে আলো কিন্তু ভিতরে চিরস্থায়ী সন্ধ্যা।
চারপাশে কোলাহল,অথচ হৃদয়ের ভিতরে শুনশান,যেন কেউ নেই--যেন কিছু নেই,তবু চলতে হয়,সময় বলে--"তুই থামিস না।"
জানি,একদিন হয়তো এই অন্ধকারের ও শেষ হবে,নাহয় আমিই হারিয়ে যাবো,কোনো আলো ছাড়াই।সেই হারিয়ে যাওয়া হয়তো মুক্তি, হয়তো এক অন্যরকম জেগে ওঠা---
আলোর চেয়ে শান্ত,অন্ধকারের চেয়ে গভীর।

#চিঠ

মানুষ কেবল আপন মানুষ খুঁজে বেড়ায়, অথচ যে সত্যি আপন ছিলো, তাকে হারায় তীব্র অবহেলায়.!💔🥀
03/07/2025

মানুষ কেবল আপন মানুষ খুঁজে বেড়ায়, অথচ যে সত্যি আপন ছিলো, তাকে হারায় তীব্র অবহেলায়.!💔🥀

26/06/2025

সমাজ যতই চরিত্রের কথা বলুক..🌸
মানুষ তো আজও সুন্দর চেহারা খোঁজে !..🥀✨

আমার চেয়েও ভালো কিছু পেয়ে কেউ আমাকে ছেড়ে গেলে আমার দুঃখ লাগে না। আমি চাই'না কেউ আমাকে পেয়ে পিছিয়ে থাক, হেরে যাক, আফ...
19/06/2025

আমার চেয়েও ভালো কিছু পেয়ে কেউ আমাকে ছেড়ে গেলে আমার দুঃখ লাগে না। আমি চাই'না কেউ আমাকে পেয়ে পিছিয়ে থাক, হেরে যাক, আফসোস করুক, কিংবা মন, ছোট করে বাঁচুক" আমি চাই প্রত্যেকই জিতুক" জীবনে এগিয়ে যাক, মন খুলে বাঁচুক, ভাগ্য আমার সেই বয়সে দুঃখ দিয়েছে "যে বয়সে মানুষ তাদের আবেগ পূরণ করে। এইযে মানুষ হারিয়ে কাঁদছো " তুমি কে বুঝবে বলো! কার এত সময় তোমার হৃদয় ভাঙার গল্প শোনার! কে জানতে চাইবে বুকের ভেতর কিসের ক্ষত" তাই নিজের ক্ষতকে নিজেই প্রলেপ দিয়ে দাও নিজের মন খারাপের সঙ্গী বানাও। নিজেকেই দেখো! তোমার মন ভাঙ্গার গল্প অনেকেই শুনবে" কিন্তু তোমার কষ্টটা তোমার মত করে কেউ অনুভব করবে না। কেউ না। তাই নিজেকে নিজেই সামলাতে শেখো...!😊🖤

18/06/2025

তোমার হয়েছিল ইচ্ছে পূরণ, আর আমার হয়েছিলো ধ্বংস।🖤💔

18/06/2025

যে আপনারে ভালোবাসে নাহ্, আপনার দুঃখও তার কাছে নাটক মনে হবে.!😓💔🥀

তুমি জানো?তুমি মানুষটা আমার অনেক সখের—❤️‍🩹
04/06/2025

তুমি জানো?
তুমি মানুষটা আমার অনেক সখের—❤️‍🩹

সময় নাহ দিলে পৃথিবীর সব থেকে সুন্দর সম্পর্ক ও নষ্ট হয়ে যায় ❤️‍🩹
31/05/2025

সময় নাহ দিলে পৃথিবীর সব থেকে সুন্দর সম্পর্ক ও নষ্ট হয়ে যায় ❤️‍🩹

31/05/2025

"কিছু মানুষ Better কাউকে খুঁজতে গিয়ে best কাউকে হারিয়ে ফেলে...!! 😅

18/05/2025

মন থেকে উঠে গেলে; কারো চোখের পানিও আর সেই মানুষ টা কে মনে জায়গা করে দিতে পারেনা!'

অনেক সময় এমন হয়না? মানুষ টার 'অবহেলা' আপনি নিতে পারতেছেন না, আপনি তার কাছে ভালোবাসা ভিক্ষা চান! তার কাছে কাঁদতে কাঁদতে রিকোয়েস্ট করেন যাতে আপনাকে ভালোবাসে!

সেই মানুষ টার আপনার কান্না দেখেও কোনো ফিল আসেনা কারন সে আপনাকে ভালোবাসে না! আপনি তার মনে আর নাই!

এইসব মানুষ দের জন্য আমার খারাপ ই লাগে, এরা বেশি কিছু চায় না। একটু ভালোবাসা ই চায় আর কিচ্ছু না!
কিন্তু দীর্ঘনিঃশ্বাস! তারা সেটাও পায়না!
দুনিয়া টাই এমন, যে অল্প চায়, তার জন্য সেই অল্প টাও থাকেনা!!!

Copy

22/02/2025

তোমার একটুখানি আদর করে কথা বলা
আমার সারাদিনের ভালো থাকার কারণ
আবার তোমার একটুখানি অযত্ন আমায় মেরে ফেলতে যথেষ্ট ,তুমি আমায় জিজ্ঞেস করো কি না আমি কষ্ট পেয়েছি কি না..!!
তুমি তো যানো
আমি প্রতিবারে এর উওরে আমি না'ই বলবো..!!!❤️‍🩹

Address

Kalabaga

Telephone

+8801876083877

Website

Alerts

Be the first to know and let us send you an email when IRiN.NiL posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share