
13/07/2025
HSC ICT-এ ভালো মার্কস আনতে নিচের পরামর্শগুলো অনুসরণ করুন:
1. পরীক্ষা প্যাটার্ন ও ওজন বুঝে নিন
• MCQ, CQ (Creative Questions) ও প্র্যাকটিক্যালের ভাগ কেমন থাকে, বোর্ড রেফারেন্স দেখে
2. অধ্যায়ভিত্তিক রিভিশন প্ল্যান তৈরি করুন
1. অধ্যায় ১: বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত – কনসেপ্ট মাস্ট করুন
2. অধ্যায় ২: ডেটা কমিউনিকেশন ও নেটওয়ার্কিং – টপোলজি, ডিভাইস চিহ্নিত করুন
3. অধ্যায় ৩: সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস – বাইনারি, হেক্সাডেসিমাল সমাধান প্র্যাকটিস করুন
4. অধ্যায় ৪: ওয়েব ডিজাইন ও HTML – ট্যাগ ও ফরম্যাটিং প্রয়োগ করে ছোট প্রোজেক্ট বানান
5. অধ্যায় ৫: প্রোগ্রামিং ভাষা – সিম্পল এলগরিদম লিখে কোড চালিয়ে দেখুন
3. ছোট নোট এবং চার্ট বানিয়ে রাখুন
• ফর্মুলা, ট্যাবলো, প্রোটোকল তালিকা ইত্যাদি এক পেজে সংক্ষেপে
4. Creative Questions (CQ) চর্চা
• প্রতিটি ধারার ১৫–২০টি বোর্ড প্রশ্ন সমাধান করে নিন
• মডেল আnswer-এ বোর্ড রেফারেন্স দেখিয়ে লিখুন
5. পাস্ট পেপার সলভ এবং টাইমড মক টেস্ট
• আগের ৫ বছরের প্রশ্ন সমাধান
• সময় মেপে লিখুন, যাতে মূল পরীক্ষায় টাইম ম্যানেজ করতে সুবিধা হয়
6. প্র্যাকটিক্যাল অনুশীলন
• HTML/CSS ফাইল তৈরি করে ডোমেইনে হোস্ট করার চেষ্টা করুন
• সফটওয়্যার ও টুলস (FTP, Text Editor)-এর কাজ বুঝে নিন
7. গ্রুপ স্টাডি ও রিভিউ সেশন
• বন্ধুদের সঙ্গে প্রতিটি টপিক একে অপরকে বোঝিয়ে নিন
• সপ্তাহে একবার ফাইনাল রিভিশন সেশন রাখুন
8. মানসিক প্রস্তুতি
• পরীক্ষার আগের রাতে পর্যাপ্ত ঘুম ও হালকা হালকা রিভিশন
• শিথিল হওয়ার জন্য হালকা হাঁটা বা ব্রিফ ব্রেথিং
এই পদ্ধতিতে নিয়মিত চর্চা ও রিভিশনের মাধ্যমে HSC ICT-এ আত্মবিশ্বাসের সঙ্গে বসতে পারবেন। শুভকামনা!
#এইচএসসি
#এইচএসসিআইসিটি