amarasia.com

amarasia.com Amar Asia is the news portal for education, poem, arts and crafts, exam and results, entertainments, over the Asia and globe.

Amar Asia is the news portal for education, poem, arts and crafts, exam and results, entertainments, fun etc.

28/05/2025

ভালো বালি চেনার উপায়
========================
নির্মাণ কাজের জন্যে বলতে গেলে বালি ছাড়া কোন কাজ করাই সম্ভব নয়। ঢালাই, ইটের গাঁথুনি, প্লাস্টার ইত্যাদি কাজে বহুলভাবে এটি ব্যবহৃত হয়ে থাকে। এটি মূলত সিলিকা থেকে পাওয়া যায়। সাধারণত সমুদ্র বা নদীর উপকূলে, সমুদ্রের তলায়, নদীয় তলায় বালি পাওয়া যায়। এই বালিকে আমরা তিনভাগে ভাগ করতে পারি। এগুলো হচ্ছেঃ পিট বালি, নদীর বালি, সমুদ্রের বালি। পিট বালি সাধারণত ভরাট করার কাজে ব্যবহৃত হয়। সমুদ্রের বালিতে ক্ষতিকর লবণ থাকায় ব্যবহারের অযোগ্য। তাই নির্মাণকাজে মূলত নদীর বালি ব্যবহার করা উচিৎ। এখানে আমরা প্লাস্টার বা গাঁথুনির জন্য ব্যবহৃত চিকন বালি নিয়ে আলোচনা করব।

১। নির্মাণ কাজে বালি ব্যবহার করার আগে কোন প্রকার ময়লা, কাদামাটি যেন না থাকে তা নিশ্চিত করতে হবে। নির্মাণ কাজের পূর্বে বালি ভালভাবে ধুয়ে নিতে হবে যেন বালির সাথে সংযুক্ত কাদা, ময়লা, আগাছা, ডালপালা, নুড়ি বের হয়ে যায়।

২। খুব সহজে কিছু ক্ষেত্র পরীক্ষা দ্বারা ইটের গুণাগুণ চিহ্নিত করা যেতে পারে। যেমনঃ

ক) এক হাতের তালুতে বালি নিয়ে অন্য হাত দিয়ে ঘষলে যদি হাতের তালুতে ময়লা লেগে যায়, তবে বুঝতে হবে বালি ভালো নয়।

খ) সামন্য বালি মুখে নিয়ে লবণাক্ততা পরীক্ষা করা যেতে পারে।

৩। একটি কাচের গ্লাসে ১/৪ ভাগ বালি দ্বারা এবং ৩/৪ ভাগ পানি দ্বারা পূর্ণ করে ঝাঁকানোর পর স্থির করলে যদি বালির স্তর একেবারে নিচে থাকে, তবে বুঝতে হবে বালি ভালো। রঙহীন হলেও ভালো বালি বলে চিহ্নিত হবে।

৪। ৩% কস্টিক সোডা সল্যুশনের সাথে অল্প কিছু বালি যোগ করে একটি বোতলে কিছুক্ষণ ঝাঁকিয়ে ২৪ ঘন্টা ঐ অবস্থায় রেখে দিতে হবে। যদি বোতলে রক্ষিত দ্রব্যের রং পরিবর্তন হয়ে বাদামী হয়, তবে বুঝতে হবে বালিতে রাসায়নিক পদার্থ বিদ্যমান।

৫। আমরা সাইটে বালি ট্রাকে করে নিয়ে আসি। অনেক সময় অল্প শিক্ষিত মানুষ এই বালি গ্রহণ করে থাকে। সেই ব্যক্তিকে বোঝাতে হবে যে এক ট্রাক শুকনো বালির চেয়ে এক ট্রাক ভেজা বালির ওজন অনেক বেশি। তাই রাতের বেলা বালি সাইটে আসলে অবশ্যই তা শুকনো/ভেজা তা দেখে নিতে হবে। কারণ সম্পূর্ণ শুকনো বালিতে পানি মেশালে বালির আয়তন বৃদ্ধি পায়। এই বৃদ্ধির ফলে আমরা পরিমাণে কম বালি পাব।

৬। সাইটে পানি দিয়ে পরিশোধনের পর আগে শুকাতে হবে। ভিজা বালি নির্মাণ কাজে ব্যবহার করলে তা স্থায়িত্ব কমিয়ে দেয়।

৭। ল্যাবরেটরিতে বালির দানার গ্রেডিং নিরূপণ করা হয়। এই পরীক্ষার ফলাফলকে Fineness Modulus (FM) দ্বারা প্রকাশ করা হয়। নির্মাণ কাজের জন্য উপযুক্ত চিকন বালির এফ এম ১.২ থেকে ১.৫ হতে হবে।







11/12/2024
26/11/2024

স্বল্প খরচে স্বপ্নের ফ্ল্যাট 🏖

🚴‍♂️আধুনিক সব সুবিধা সম্মিলিত এবং বিশেষ কিস্তির সুবিধা সহ মনোরম পরিবেশে কিছু সংখ্যাক ল্যান্ড শেয়ার বিক্রি হবে।
বসিলা ব্রিজের খুব কাছেই মনোরম পরিবেশে ঘেরা পরিকল্পিত এক আধুনিক শহর মিলেনিয়াম সিটি।
এই সিটিতে আমরা ১৭.৫ কাঠা জমির উপরে এক আধুনিক ভবন নির্মাণের পরিকল্পনা করেছি।

ভবনটিতে যা থাকছেঃ 👇
১. প্রতি ফ্লোরে ৪টি লিফট সহ ৩টি সিড়ি এবং ৮টি করে ফ্ল্যাট থাকছে।
২. ২টি বিশেষ ফায়ার সিড়ি।
৩. ফায়ার ফাইটিং সিস্টেম।
৪. কমিউনিটি স্পেস।
৫. জিমনেসিয়াম।
৬. বারবিকিউ জোন।
৭. চাইল্ড প্লে-গ্রাউন্ড।
৮. অপজিটে সুবিশাল জামে মসজিদ।
৯. ছাদে ওয়াক ওয়ে ব্যবস্থা।
১০. সিসি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক পর্যবেক্ষণ।
১১. ২টি কার্গোলিফট এবং ২টি স্পেশাল লিফট।
১২. ৮ফিট প্রশস্ত ভয়েড।

আপনার ফ্ল্যাটটি বেছে নিতে পছন্দ অনুযায়ী আজই যোগাযোগ করুনঃ
👍Whatsapp: 01831-076817

#সুইট_হোম
#মডেল_টাউন
#রিয়েল_এস্টেট
#আটি_মডেল
#বসিলা_সিটি
#ঘাটারচর

14/04/2024
20/09/2023

পূর্বাচল এক্সপ্রেসওয়ে

27/03/2023

Address

Kalabaga

Alerts

Be the first to know and let us send you an email when amarasia.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to amarasia.com:

Share