12/09/2024
ভাই আপনি আগেই ক্রেডিবিলিটি হারাইছেন। সেজন্য আপনি যদি পিনাকীর সাথে নেতানিয়াহুর মিটিংয়ের গুপন ভিডিও-ও ফাঁস করতে পারেন, তারপরেও মানুষ হাহাই দিবে। আপনি রিয়ালিটি মাইনে নেন, ভাই।
পিনাকি ভট্টাচার্য বর্তমানে কাজ করেন লরিয়েলে, যেই লরিয়েল শিটরাইল দেশটাকে সমর্থন দেয়ার কারণে বৈশ্বিকভাবে বিভিন্ন দেশে বয়8টের মুখোমুখি হয়েছে। যখন পুরো বিশ্ব লরিয়েলকে ত্যাগ করেছে, তখন এই লোক গত ২০২৩ সালের মার্চ মাস থেকে লরিয়েলে স্থায়ীভাবে কাজ করছেন, এমনকি এখন পর্যন্ত কাজ করেই যাচ্ছেন। শুধু নিজেই কাজ করছেন এমন না, গত ২৯শে আগস্ট ও ৭ সেপ্টেম্বর পৃথক দুইটি ফেসবুক পোস্টে উনি বাংলাদেশিদের লরিয়েলে যোগ দিতে উৎসাহিতও করেন। উনি বলেন, “একদম ছাদে যেইখানে লরিয়েলের লোগো আছে ওইখানে খোলা ছাদে একটা কফিশপ আছে …… এই অফিসে আমিই একমাত্র বাংলাদেশী। বিষয়টা আমাকে খুব পীড়া দেয়। আমি তাই আমার ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনিদের এখানে কাজ করার জন্য উদ্বুদ্ধ করেই যাবো। আমি থাকতে থাকতে অনেক বাংলাদেশী তরুণ তরুণী কাজ করছে এইখানে তা দেখে যেতে চাই। আমার এই সামান্য চাওয়া যেন সৃষ্টিকর্তা পুরণ করেন।”
মানে কি পরিমাণ হিপোক্রিট! এদিকে নিজে লরিয়েলে চাকরি করতে থাকাকালীন গত ৫ জুন, ২০২৪, ফি---ন এর ইতিহাস নিয়ে ভিডিও প্রকাশ করা শুরু করেন বিভিন্ন পর্বে। একদিকে এই হিপোক্রিটের পেটে শিটরাইলের টাকা ঢুকছে, আর এদিকে উনি বাংলাদেশের মানুষদের বয়ান শোনাচ্ছেন। অতি চালাক পথ!
উনার ফ্যানদের উনি কী জাদু করেছেন আমি জানি না। সমানে লরিয়েল নিয়ে দুই-দুইটা পোস্ট করে যাওয়ার পরেও কেউ এটা যে ব9কট করা একটা ব্র্যান্ড, এই ব্যাপারে টু শব্দটাও করে নাই। এইভাবে মানুষকে অন্ধ বানায়ে রাখলেন যে নিজেরা যেয়ে তারা খোঁজও নিলেন না এই লরিয়েল আসলে কাদেরকে ফান্ড করে।
উনি নিজেকে ডাক্তার দাবি করেন না, কিন্তু ঠিকই উনার লিংকডইন প্রোফাইলের ফ্রেঞ্চ ভার্শনে নিজের নামের আগে ডা. বসিয়ে রেখেছেন, যেটা আবার ইংরেজি ভার্শনে দেন নাই। এর পিছনেও কী গুটি খেলছেন সেটা অবশ্যই প্রশ্নের দাবি রাখে (সকল ছবি কমেন্টে দেয়া আছে)।
পিনাকি ভট্টাচার্য খুবই গভীর জলের মাছ। খেয়াল করলে দেখবেন, উনি যখন মানুষের পিছে লাগেন তখন পাইকারিভাবে লাগেন, বাল্কে ধরেন, একসাথে অনেকজনকে ধরেন। উনি সরাসরি পোস্ট আর শেয়ার মিলিয়ে গড়ে প্রতিদিন ১০-১৫টি পোস্ট করে থাকেন। আপনি নিজে সারাদিন কয়টা পোস্ট করেন একটু মিলিয়ে নেন। এখানেও উনি অতি ধূর্ততার সাথে পাইকারিভাবে খেলেন, এতো পোস্টের মাঝে কোনটা কিসের তথ্য এতকিছু যাচাই করার সময় কই সবার? আর ভিডিওতে তো এক ভিডিওতে মাল্টিপল মানুষকে ধরেন মাঝে মাঝে, মানে এইখানেও বাল্কে খেলা। সব মিলায়ে উনি ভুলটা করে ফেলসেন, নিজের অফিস লরিয়েল নিয়ে দুইটা পোস্ট দিয়ে, ভাবসিলেন মানুষের চোখ এড়ায় যাবে। ধরাটা খাইলেন এইখানেই। লরিয়েলের কীর্তির লিংক আমি কমেন্ট বক্সে দিয়েছি।