Power of Gen Z

Power of Gen Z New generation creating a new new history. stay with us

03/11/2024

ছেলেটার কথায় যুক্তি আছে, আসলেই তো ঐক্য বলতে আমরা কি বুঝি?

শেয়ার করে ছড়িয়ে দিন

ধেয়ে আসছে গাজওয়াতুল হিন্দ!পৃথিবীতে সবচেয়ে বড় যে ধর্মযুদ্ধ হবে সেটাই হল “গাজওয়ায়ে হিন্দ” তথা হিন্দুস্থান ভারতের বিরুদ্ধে ...
29/09/2024

ধেয়ে আসছে গাজওয়াতুল হিন্দ!
পৃথিবীতে সবচেয়ে বড় যে ধর্মযুদ্ধ হবে সেটাই হল “গাজওয়ায়ে হিন্দ” তথা হিন্দুস্থান ভারতের বিরুদ্ধে মুসলমান উম্মাহদের যুদ্ধ। এই সম্মানিত যুদ্ধে নিশ্চিত মুসলমান উম্মাহরা বিজয় লাভ করবেন। সুবহানআল্লাহ.!

কিন্তু এই সম্মানিত যুদ্ধে এক তৃতীয়াংশ মুসলমান শাহাদাত বরন করবেন এবং শেষাংশ যুদ্ধ শেষ করে বিজয় লাভ করবেন। সুবহানাল্লআহ.!
যারা এই সম্মানিত যুদ্ধে শাহাদাত বরন করবেন উনারা নিশ্চিত জান্নাতবাসী হবেন। সুবহানআল্লাহ.!
এবং যেসব মুসলমানগন এই সম্মানিত যুদ্ধে বিজয়ী হয়ে গাজী হয়ে ফিরবেন উনারা ঈমান নিয়ে মৃত্যুবরন করে জান্নাতবাসী হবেন। সুবহানআল্লাহ.!
আবার এই সম্মানিত যুদ্ধ থেকে যেসব নামধারী মুসলমানরা পালিয়ে যাবে তারা বেইমান হয়ে মৃত্যুবরন করবে। নাউজুবিল্লাহ!
পবিত্র হাদিস শরীফে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে বলা হয়েছে, এটা হবে কাফির মুশরিকদের সাথে মুসলমানদের পৃথিবীর ভিতর বৃহত্তম জি”হ|দ/যুদ্ধ। এই যুদ্ধে হিন্দুস্তানের মোট মুসলিমদের এক তৃতীয়াংশই শহীদ হবে, আরেক অংশ পালিয়ে যাবে আর শেষ অংশ জি”হ|দ চালিয়ে যাবে।
মুসলমানদের নিশ্চিত জয় হবে কিন্তু এটা এতোটাই ভয়াবহ যে হয়তো অল্প কিছু সংখ্যক মুসলিমই বেঁচে থাকবেন বিজয়ের খোশ আমদেদ করার জন্য।
অন্য বর্ণনায় আছে, গাজওয়াতুল হিন্দ হিন্দুস্তানের (চুড়ান্ত) যুদ্ধ। রাসুল (ﷺ) একদিন পুর্ব দিকে তাকিয়ে বড় বড় নিশ্বাস নিচ্ছিলেন, এমন সময় এক সাহাবি রাসুল (ﷺ) কে জিজ্ঞেস করলেন, “ইয়া রাসুলুল্লাহ (ﷺ) আপনি এমন করছেন কেন,,?
রাসুল (ﷺ) বললেন, “আমি পুর্ব দিকে বিজয়ের গন্ধ পাচ্ছি।” সাহাবায়ে কেরাম রাদিআল্লাহু তাআ’লা আনহুম উনারা জিজ্ঞেস করলেন ইয়া রাসুলুল্লাহ(ﷺ) আপনি কিসের বিজয়ের গন্ধ পাচ্ছেন? রাসুল (ﷺ) বললেন, পুর্ব দিকে মুসলিম ও মুশরিকদের (যারা মুর্তিপুজা করেন) সাথে যুদ্ধ শুরু হবে। যুদ্ধটা হবে অসম। মুসলিম সেনাবাহিনী থাকবে সংখ্যায় সীমিত, কিন্তু মুশরিক সেনাবিহিনী থাকবে সংখ্যায় অধিক।
ঐ যুদ্ধে মুসলিমরা এত বেশি মারা যাবে যে রক্তে মুসলিমদের পায়ের টাকুনি পর্যন্ত ডুবে যাবে।
• রসুলুল্লাহ (ﷺ) বলেন, এই যুদ্ধ বদর যুদ্ধের সমতুল্য!(সুবহানাল্লাহ)
🤲 ইয়া রব এই জিহাদে আমাকে কবুল করুন, বাচিয়ে রাখুন" ওই গাজওয়াতুল হিন্দ পর্যন্ত,,আমীন ❤️

ভাই আপনি আগেই ক্রেডিবিলিটি হারাইছেন। সেজন্য আপনি যদি পিনাকীর সাথে নেতানিয়াহুর মিটিংয়ের গুপন ভিডিও-ও ফাঁস করতে পারেন, তার...
12/09/2024

ভাই আপনি আগেই ক্রেডিবিলিটি হারাইছেন। সেজন্য আপনি যদি পিনাকীর সাথে নেতানিয়াহুর মিটিংয়ের গুপন ভিডিও-ও ফাঁস করতে পারেন, তারপরেও মানুষ হাহাই দিবে। আপনি রিয়ালিটি মাইনে নেন, ভাই।

পিনাকি ভট্টাচার্য বর্তমানে কাজ করেন লরিয়েলে, যেই লরিয়েল শিটরাইল দেশটাকে সমর্থন দেয়ার কারণে বৈশ্বিকভাবে বিভিন্ন দেশে বয়8টের মুখোমুখি হয়েছে। যখন পুরো বিশ্ব লরিয়েলকে ত্যাগ করেছে, তখন এই লোক গত ২০২৩ সালের মার্চ মাস থেকে লরিয়েলে স্থায়ীভাবে কাজ করছেন, এমনকি এখন পর্যন্ত কাজ করেই যাচ্ছেন। শুধু নিজেই কাজ করছেন এমন না, গত ২৯শে আগস্ট ও ৭ সেপ্টেম্বর পৃথক দুইটি ফেসবুক পোস্টে উনি বাংলাদেশিদের লরিয়েলে যোগ দিতে উৎসাহিতও করেন। উনি বলেন, “একদম ছাদে যেইখানে লরিয়েলের লোগো আছে ওইখানে খোলা ছাদে একটা কফিশপ আছে …… এই অফিসে আমিই একমাত্র বাংলাদেশী। বিষয়টা আমাকে খুব পীড়া দেয়। আমি তাই আমার ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনিদের এখানে কাজ করার জন্য উদ্বুদ্ধ করেই যাবো। আমি থাকতে থাকতে অনেক বাংলাদেশী তরুণ তরুণী কাজ করছে এইখানে তা দেখে যেতে চাই। আমার এই সামান্য চাওয়া যেন সৃষ্টিকর্তা পুরণ করেন।”

মানে কি পরিমাণ হিপোক্রিট! এদিকে নিজে লরিয়েলে চাকরি করতে থাকাকালীন গত ৫ জুন, ২০২৪, ফি---ন এর ইতিহাস নিয়ে ভিডিও প্রকাশ করা শুরু করেন বিভিন্ন পর্বে। একদিকে এই হিপোক্রিটের পেটে শিটরাইলের টাকা ঢুকছে, আর এদিকে উনি বাংলাদেশের মানুষদের বয়ান শোনাচ্ছেন। অতি চালাক পথ!

উনার ফ্যানদের উনি কী জাদু করেছেন আমি জানি না। সমানে লরিয়েল নিয়ে দুই-দুইটা পোস্ট করে যাওয়ার পরেও কেউ এটা যে ব9কট করা একটা ব্র্যান্ড, এই ব্যাপারে টু শব্দটাও করে নাই। এইভাবে মানুষকে অন্ধ বানায়ে রাখলেন যে নিজেরা যেয়ে তারা খোঁজও নিলেন না এই লরিয়েল আসলে কাদেরকে ফান্ড করে।

উনি নিজেকে ডাক্তার দাবি করেন না, কিন্তু ঠিকই উনার লিংকডইন প্রোফাইলের ফ্রেঞ্চ ভার্শনে নিজের নামের আগে ডা. বসিয়ে রেখেছেন, যেটা আবার ইংরেজি ভার্শনে দেন নাই। এর পিছনেও কী গুটি খেলছেন সেটা অবশ্যই প্রশ্নের দাবি রাখে (সকল ছবি কমেন্টে দেয়া আছে)।

পিনাকি ভট্টাচার্য খুবই গভীর জলের মাছ। খেয়াল করলে দেখবেন, উনি যখন মানুষের পিছে লাগেন তখন পাইকারিভাবে লাগেন, বাল্কে ধরেন, একসাথে অনেকজনকে ধরেন। উনি সরাসরি পোস্ট আর শেয়ার মিলিয়ে গড়ে প্রতিদিন ১০-১৫টি পোস্ট করে থাকেন। আপনি নিজে সারাদিন কয়টা পোস্ট করেন একটু মিলিয়ে নেন। এখানেও উনি অতি ধূর্ততার সাথে পাইকারিভাবে খেলেন, এতো পোস্টের মাঝে কোনটা কিসের তথ্য এতকিছু যাচাই করার সময় কই সবার? আর ভিডিওতে তো এক ভিডিওতে মাল্টিপল মানুষকে ধরেন মাঝে মাঝে, মানে এইখানেও বাল্কে খেলা। সব মিলায়ে উনি ভুলটা করে ফেলসেন, নিজের অফিস লরিয়েল নিয়ে দুইটা পোস্ট দিয়ে, ভাবসিলেন মানুষের চোখ এড়ায় যাবে। ধরাটা খাইলেন এইখানেই। লরিয়েলের কীর্তির লিংক আমি কমেন্ট বক্সে দিয়েছি।

শুনলাম, ওপারের দাদারা নাকি পূজোঁয় ইলিশ চাইছে??সুক্কু পাইলাম,,, 😷
11/09/2024

শুনলাম,
ওপারের দাদারা নাকি পূজোঁয় ইলিশ চাইছে??
সুক্কু পাইলাম,,, 😷

ঢাকায় আমার বাসায় ২০১৯-২০২০ সালে বিদ্যুৎ বিল আসতো প্রতিমাসে ২০০০-৩০০০ টাকার মধ্যে। আমি হিসাব-নিকাশ করে দেখলাম লোডের সাথ...
03/09/2024

ঢাকায় আমার বাসায় ২০১৯-২০২০ সালে বিদ্যুৎ বিল আসতো প্রতিমাসে ২০০০-৩০০০ টাকার মধ্যে। আমি হিসাব-নিকাশ করে দেখলাম লোডের সাথে মোটামুটি সামঞ্জস্যপূর্ণ। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ২০২১ কাল থেকে একই লোড এবং একই ব্যবহারের সময় থাকা সত্ত্বেও বিদ্যুৎ বিল এর পরিমাণ ৫০০০-৭০০০ টাকা আসতে শুরু করে। এবং আরো মজার বিষয় ২০২২ সালে শুরু থেকে বিলের পরিমাণ ১০,০০০-১২০০০ টাকা আসে। এবং আরো অদ্ভুত বিষয় গত মে, জুন, জুলাই মাসে ১৫,০০০-১৬,০০০ টাকা বিদ্যুৎ বিল আসছে। আমি বাধ্য হয়েছি দিতে। আমি খুব মিতব্যয়ী একজন মানুষ, অপ্রয়োজনে একটি ফ্যান বা লাইট চালাই না, তাহলে এমন বিদ্যুৎ বিল কেন আসবে ?

জবাব খোঁজার জন্য আমি কিছু এক্সপেরিমেন্ট করলাম। তাতে যা যা আউট-কাম পেলাম তাতে আমি খুবই বিস্মিত হলাম। আমাদের অফিসে ইলেকট্রিক্যাল লোড এর টেস্টিং এর কাজে খুব নিখুঁত দামি কিছু কিলোওয়াট আওয়ার (ইউনিট) মাপার কিছু মেশিন আছে । আমি আমার পরিচিত রেনডম ১০-১৫ বাসায় বিদ্যুৎ বিভাগের মিটারের পরে আমরা টেস্টিং এর কিছু মিঠার লাগিয়ে রাখলাম। দেখলাম নরমাল যতটুকু লোড বা ইউনিট আসার কথা তার থেকে প্রায় ২০-৪০% ইউনিট বিদ্যুৎ বিভাগের মিটার গুলিতে বেশি দেখায়। তার মানে হল এই মিটার গুলি যে সমস্ত কোম্পানি থেকে আনানো হয়েছে তাদের সাথে চুক্তির সময় হয়তোবা মিটার গুলিতে এভাবে প্রোগ্রামিং করার অবৈধ চুক্তি ভেতরে ভেতরে করা ছিল। গত ছয় সাত বছরে যত মিটার বসানো হয়েছে আমার কথার সত্যতা তখনই পাওয়া যাবে যদি প্রত্যেক লটের একটি করে মিটার বুয়েটে টেস্টিং এর জন্য পাঠানো হয়।

আমি বিদ্যুৎ বিভাগের এই চুরির কিভাবে হচ্ছে তার কিছু আইডিয়া দেখাচ্ছি

১. এখানকার অসৎ কিছু ঊর্ধ্বতন লোকজন (মন্ত্রী থেকে শুরু করে মিটার রিডার প্রায় সবাই) সরকার থেকে ১০ ইউনিট বিদ্যুৎ কিনলে সেটা গ্রাহকের কাছে তারা মিটারের কারিশমার মাধ্যমে ১৫-২০ ইউনিট বিক্রি করছে। এই যে অতিরিক্ত ৫-১০ ইউনিট বিক্রির টাকা তা চোরেরা নিজেরা ভাগ-বাটোয়ার করে খাচ্ছে। এটা যেহেতু ডিজিটাল চুরি গ্রাহক ধরতে পারছে না।

২. প্রতিটি মিটার এটি প্রিপেইড বা পোস্টপেইড যাই হোক এর মধ্যে একটি RTC (Real Time Clock) লাগানো থাকে। এর কাজ মিটারকে একটা ক্যালেন্ডার বা সময় প্রদান করা। এই ক্যালেন্ডার উপর ভিত্তি করে মিটার যাবতীয় হিসাব-নিকাশ গুলো করে। অধিকাংশ মিটারে ডেট বা টাইম উল্টাপাল্টা থাকে, এই কারণে রেনডম ভাবে মিটার কিছু অটোবিল জেনারেট করতে থাকে। মানুষের সঠিক হিসাব-নিকাশ করতে পারে না। এটা ইচ্ছাকৃত-অনিচ্ছাকৃত ভুল যার ফলে গ্রাহককে বেশি টাকা দিতে হয়।

৩. প্রিপেইড মিটার গুলিতে এমন অদ্ভুত ভুল অ্যালগরিদম ব্যবহার করা হয়েছে মাঝে মাঝে বড় বড় স্লাব এর টাকা এমনি এমনি কেটে নেয়। আমি গত দুই বছর পর্যবেক্ষণ করেছি স্পেশালি ঈদ বা বড় কোন অকেশনের আগে মিটার গুলি খুব অস্বাভাবিক আচরণ করে, এবং বেশি করে টাকা কাটে। খুব অদ্ভুত কারণে টাকা চুরি করার জন্য মিটারগুলি প্রোগ্রামিং এপ্রোপ্রিয়েট নেই। আমার অফিসে প্রিপেইড মিটার লাগানো আছে আর এটা আমি প্রতি মাসে মাসেই ফেস করি।

৪. পোস্টপেইড মিটার গ্রাহকের মিটার দেখতে যে মিটার রিডার আসে ইউনিট লেখার সময় উল্টাপাল্টা ভাবে লিখে নিয়ে যায়, এটা অস্বাভাবিক বিদ্যুৎ বিল আসার কারণ।

আমি আশা করব আমার মতন আরও লক্ষ কোটি মানুষ যারা এইভাবে আর কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রত্যেকে আওয়াজ তুলবেন। দেশের বিদ্যুৎ এবং জ্বালানি হাত থেকে গ্রাহকের কাছ থেকে লক্ষ্য কোটি টাকা এভাবে চুরি করা হচ্ছে। এগুলো সব ঠিক করার সময় বর্তমানে। একজন আমাকে বসে বসে লুট করবে আর আমি হাততালি দিব এমন অপদার্থ আমি নই।
আওয়াজ তরুণ এই দুর্নীতির বিরুদ্ধে। আমাদের কস্টের টাকা আমরা এভাবে নষ্ট হতে দিতে পারি না। সৎ ভাবে টাকা আয় করি আমরা,
কষ্ট করতে হয় অনেক

আমাদের বিচার ব্যবস্থা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে বলে আমি মনে করি,,আচ্ছা একটা জিনিস খেয়াল করুন।কয়েকদিন যাবত যেইসব অপরাধী কে ধ...
26/08/2024

আমাদের বিচার ব্যবস্থা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে বলে আমি মনে করি,,
আচ্ছা একটা জিনিস খেয়াল করুন।কয়েকদিন যাবত যেইসব অপরাধী কে ধরা হচ্ছে তাদের সাথে অন্যায় আচরণ করা হচ্ছে বলে আমি ব্যক্তিগত ভাবে মনে করি।গত পরশু আটক হয়েছে বিচারপতি "শামসুদ্দিন মানিক" জানি সে প্রচন্ড রকম একচেটিয়া ঘাউড়া লোক।তার কথা বার্তায় সেটা প্রকাশ পায়।

কারণ স্বাধীন দেশে কখনো একজন অপরাধীকে আদালত পাড়ায় এইভাবে নির্যাতিত হওয়া মোটেই উচিত নয়।
আমি অকপটে স্বীকার করি তার বিরুদ্ধে যেইসব অপরাধ আনা হয়েছে তাতে করে তাকে অনেক কিছুই করা সম্ভব।কিন্তু এই সরকার কে সমর্থন দিয়ে এইসব অনৈতিক কর্মকান্ড থেকে বিরত থাকা উচিত বলে মনে করি।

বল, ‘হে রাজ্যাধিপতি আল্লাহ! তুমি যাকে ইচ্ছা রাজত্ব দান কর এবং যার নিকট থেকে ইচ্ছা রাজত্ব কেড়ে নাও, যাকে ইচ্ছা সম্মানিত ক...
24/08/2024

বল, ‘হে রাজ্যাধিপতি আল্লাহ! তুমি যাকে ইচ্ছা রাজত্ব দান কর এবং যার নিকট থেকে ইচ্ছা রাজত্ব কেড়ে নাও, যাকে ইচ্ছা সম্মানিত কর এবং যাকে ইচ্ছা অপমানিত কর। তোমার হাতেই যাবতীয় কল্যাণ। নিশ্চয় তুমি সকল বিষয়ে সর্বশক্তিমান।' (আলে ইমরান: ২৬)

ইস!এটা কার পাখি 😭 "একটা পরিবারকে উদ্ধার করতে গিয়ে উদ্ধারকারী দল দেখতে পায় , পরিবারের সবাই মৃত। শুধু দেড় বছরের একটা শিশু ...
23/08/2024

ইস!
এটা কার পাখি 😭 "একটা পরিবারকে উদ্ধার করতে গিয়ে উদ্ধারকারী দল দেখতে পায় , পরিবারের সবাই মৃত। শুধু দেড় বছরের একটা শিশু পাতিলের মধ্যে গুটিসুটি মেরে শুয়ে আছে।"

Address

Dhanmondi
Kalabaga

Website

Alerts

Be the first to know and let us send you an email when Power of Gen Z posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share