
14/05/2025
মেরুদণ্ডহীন পুরুষ দয়া করে বিয়ে করবেন না
আমি আবার ও বলছি ,
মেরুদণ্ডহীন পুরুষ মানুষ বিয়ে করবেন না।
একটা মেয়ে শুধুমাত্র ভাত -কাপড়ের আশায় আপনাকে বিয়ে করেনা। নিজের স্ত্রী কে সম্মান দিতে না জানলে ,মানুষের কটু কথায় বউ এর পাশে থাকতে যদি আপনার ভয় লাগে তাহলে বিয়ে নামক পবিত্র সম্পক্ আপনার জন্য না। মা-ভক্ত,বাপ-ভক্ত,আপনি আপনার ১৪গুষ্টি ভক্ত থাকেন কোনো সমস্যা নাই ভাই তবে একটা মেয়ের জীবন নষ্ট করার কোনো অধিকার আপনার নেই। একটা মেয়ে কখনো খারাপ বউ হয়ে শশুরবাড়িতে আসে না,, ঐ বউটা খারাপ হয় একমাত্র শশুরবাড়ির লোকদের কারনে। সবার বেলায় আপনি সুসন্তান কিন্তু নিজের বউ এর বেলায় আপনি অন্যরকম, এমন কেনো?
আজ এসব পারিবারিক কলহ এর জন্য নষ্ট হয়ে যাচ্ছেন হাজারো সুন্দর সংসার।
゚viralシ ゚