Saidul Tech Maker

Saidul Tech Maker হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না, ভাগ্য থাকে কর্মে। যেটা করতে চান আজই শুরু করে দিন সফলতা আসবেই।
(1)

07/10/2025

এক বছর রাজনীতি করে একটা টিভি চ্যানেলের মালিক, অথচ ১০ বছর ধানের ব্যবসা করার একটা রিক্সার মালিক হতে পারলাম না।

07/10/2025

বাংলাদেশের বর্তমানে চিকিৎসা ব্যবস্থা হচ্ছে এমন আপনি ডাক্তারের কাছে যাবেন গিয়ে আপনার সমস্যা বলা শেষ হওয়ার আগেই উনাদের প্রেসক্রিপশন লেখা শেষ হয়ে যায়, এবং সাথে করে পাঁচ সাতটা টেস্ট দিয়ে দিবে, আবার সেই টেস্টের রিপোর্ট দেখাতেও টাকা নেবে, রোগী দেখার সময়ও টাকা নেবে, কিন্তু রোগীর গায়ে একবার হাত দিয়েও চেক করে দেখবেনা বেশিরভাগ ডাক্তার এই হচ্ছে আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা, যদি কেউ অথবা কারো পরিচিত কেউ অসুস্থ হয়ে হসপিটাল না যায় তাহলে বুঝতে পারবেন না এদেশের স্বার্থ ব্যবস্থার কি দুরবস্থা, এটা থেকে কি আমরা কোনদিন মুক্তি পাবো না

কয়েকদিন ধরে জ্বর পরীক্ষা-নিরীক্ষা করে সে জানতে পারলাম টাইফয়েডে আক্রান্ত হয়েছে, শারীরিক অবস্থা একটু খারাপ হওয়ার কারণে...
06/10/2025

কয়েকদিন ধরে জ্বর পরীক্ষা-নিরীক্ষা করে সে জানতে পারলাম টাইফয়েডে আক্রান্ত হয়েছে, শারীরিক অবস্থা একটু খারাপ হওয়ার কারণে ঢাকা মগবাজারের একটি প্রাইভেট হসপিটালে আজ রাতে এডমিট করা হয়েছে, সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন দ্রুত তাকে সুস্থতা দান করেন, আমিন।

গাজামুখী সুমুদ ফ্লোটিলা থেকে দুই শতাধিক অধিকারকর্মী বন্দি।
02/10/2025

গাজামুখী সুমুদ ফ্লোটিলা থেকে দুই শতাধিক অধিকারকর্মী বন্দি।

থালা-বাটি মার্কা বেস্ট। ইলেকশনের আগে পরে দুই ভাবেই কাজে আসবে।
02/10/2025

থালা-বাটি মার্কা বেস্ট। ইলেকশনের আগে পরে দুই ভাবেই কাজে আসবে।

01/10/2025

"এবার তামিম ইকবালকে চলচ্চিত্রের সভাপতি করা হোক।”
- একজন গায়ক বিসিবির পরিচালক হওয়া কতটা যৌক্তিক, তা নিয়ে প্রশ্ন থাকতেই পারে। তারপরও আসিফ আকবরকে অভিনন্দন জানাই। আশা করি তিনি রাজনৈতিক প্রভাবের বাইরে থেকে সত্যিকারের ক্রিকেট উন্নয়নে ভূমিকা রাখবেন। বাংলাদেশে সবই সম্ভব—তাই ভালো কিছু হবে কি না, সেটাই সময় বলে দেবে।

একজন গায়ক কিভাবে বিসিবির পরিচালক হয় বুঝে আসে না, নাকি এখনো কোটার ব্যবহার করা হয়েছে।
01/10/2025

একজন গায়ক কিভাবে বিসিবির পরিচালক হয় বুঝে আসে না, নাকি এখনো কোটার ব্যবহার করা হয়েছে।

আমার মনে হয় থালা বাটি মারকাটা একদম পারফেক্ট হবে, আপনার কি মনে হয় কমেন্ট করে জানাবেন।
01/10/2025

আমার মনে হয় থালা বাটি মারকাটা একদম পারফেক্ট হবে, আপনার কি মনে হয় কমেন্ট করে জানাবেন।

৫ আগষ্টের পর বডি সোহেল যে পরিমান তৈল দিয়েছে তারপরও তাকে বিমানবন্দরে বিদেশ গমনে আটকিয়ে দেওয়াই আমরা আশাহত,, সেই সাথে তিব্র...
26/09/2025

৫ আগষ্টের পর বডি সোহেল যে পরিমান তৈল দিয়েছে তারপরও তাকে বিমানবন্দরে বিদেশ গমনে আটকিয়ে দেওয়াই আমরা আশাহত,, সেই সাথে তিব্র নিন্দা জানাচ্ছি এই জন্য,, এত এত তেল মারার পরও তার উপর কেন অবিচার করা হলো😁😁

শুধু খুলনাতেই নয় অধিকাংশ সরকারি বেসরকারি হাসপাতালের ক্লিনার আর আয়াদের ব্যবহার আচরণ দেখলে মনে হয় হাসপাতালটা ওদের বাপের কি...
22/09/2025

শুধু খুলনাতেই নয় অধিকাংশ সরকারি বেসরকারি হাসপাতালের ক্লিনার আর আয়াদের ব্যবহার আচরণ দেখলে মনে হয় হাসপাতালটা ওদের বাপের কিনা সম্পত্তি রোগীর সাথে থাকা লোকজনের থেকে টাকা কেড়ে নেওয়ার পদ্ধতি দেখলে সুস্থ মানুষ হার্ট অ্যাটাক করার মতো অবস্থা, জরুরি ক্ষেত্রে ব্যবহার করার প্রয়োজনীয় সরঞ্জাম গুলো ওদের নিজেদের কন্ট্রোলে থাকে টাকা ছাড়া রোগী মরে গেলেও এদের কাছ থেকে হুইল চেয়ার বিছানার চাদর থেকে শুরু করে একজন ডাক্তার বা নার্সের পরিচয় পর্যন্ত নেওয়া সম্ভব হয়না। চিকিৎসা ক্ষেত্রে মানুষ এদের কাছে কতটা যে অসহায় অত্যাচারীত সেটা ভুক্তভোগী ছাড়া কেউ জানেনা।

সিলেটে ১১ কেভি ফিডারের বিতরণ লাইন ও ট্রান্সফরমারের জরুরি মেরামত এবং সংরক্ষণকাজের জন্য বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরব...
12/09/2025

সিলেটে ১১ কেভি ফিডারের বিতরণ লাইন ও ট্রান্সফরমারের জরুরি মেরামত এবং সংরক্ষণকাজের জন্য বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে বেলা ৩টা পর্যন্ত এ বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সাফল্যের জন্য তোমাকে ৩টি মূল্য দিতে হবে: ভালোবাসা, কঠোর পরিশ্রম আর স্বপ্নকে বাস্তব হতে দেখার জন্য ব্যর্থতার পরও কাজ করে ...
02/09/2025

সাফল্যের জন্য তোমাকে ৩টি মূল্য দিতে হবে: ভালোবাসা, কঠোর পরিশ্রম আর স্বপ্নকে বাস্তব হতে দেখার
জন্য ব্যর্থতার পরও কাজ করে যাওয়া।

Address

385/3 Free School Street, Dhamnondi
Kalabaga

Alerts

Be the first to know and let us send you an email when Saidul Tech Maker posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Saidul Tech Maker:

Share

আমি আমার মত

আমি আমার মত, অন্য কারও সাথে আমাকে তুলনা না করাই ভাল। :) মিথ্যাবাদীরা আমার থেকে দূরত্ব বজায় রাখুন।