Saidul Tech Maker

Saidul Tech Maker হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না, ভাগ্য থাকে কর্মে। যেটা করতে চান আজই শুরু করে দিন সফলতা আসবেই।
(1)

01/07/2025

আগে ছিল মুক্তিযোদ্ধা কোটা মুক্তিযোদ্ধা বাতা এবং মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সুবিধা, আর এখন দেখে জুলাই যোদ্ধা কোটা জুলাই যোদ্ধা বাতা এবং অন্যান্য সুবিধা, তাহলে পরিবর্তনটা কোথায় হলো আর কি পরিবর্তন হলো বুঝতে পারলাম না, কারো যদি জানা থাকে একটু বুঝিয়ে দিয়েন তো আমাকে।

আপনি একজন উপদেষ্টা। আপনার সার্বক্ষণিক নিরাপত্তার প্রোটোকল আছে। তারপরও আপনি মনে করেন আপনি নিরাপদ নন। তাহলে আপনাদের আন্ডার...
30/06/2025

আপনি একজন উপদেষ্টা। আপনার সার্বক্ষণিক নিরাপত্তার প্রোটোকল আছে। তারপরও আপনি মনে করেন আপনি নিরাপদ নন। তাহলে আপনাদের আন্ডারে থাকা দেশের জনগণ কি আধো নিরাপত্তার মধ্যে আছে? নাকি আপনারা শুধু মুখে মুখেই সংস্কারের বুলি আউড়াচ্ছেন। যদিও আমার ধারণা সংস্কার বলতে আপনারা শুধু আওয়ামীলীগ নিধন আর মূর্তি ভাঙ্গা ছাড়া আর কিছু বুঝেন না।

17/06/2025

মাটির ঘরে পোষা পাখি একদিন যাবে উড়ে🥺

রাতারগুল ফরেস্ট সিলেট।
13/06/2025

রাতারগুল ফরেস্ট সিলেট।

মাশাল্লাহ দেখতে দেখতে মেয়েটা ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে।
11/06/2025

মাশাল্লাহ দেখতে দেখতে মেয়েটা ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে।

বাসা থেকে বের হলে মুখে মাস্ক ব্যবহার করুন, নিজে নিরাপদ থাকুন এবং অন্যকেও নিরাপদ রাখুন।
10/06/2025

বাসা থেকে বের হলে মুখে মাস্ক ব্যবহার করুন, নিজে নিরাপদ থাকুন এবং অন্যকেও নিরাপদ রাখুন।

07/06/2025

ঈদ মোবারক! 🌙✨
আপনার ও আপনার পরিবারের জন্য রইল অফুরন্ত শুভেচ্ছা ও ভালোবাসা।
আনন্দে, শান্তিতে, ও ভালোবাসায় ভরে উঠুক আপনার ঈদের দিন।
*ঈদ মুবারক!* 🌸🥰

02/06/2025

সিনেমা হলগুলো বন্ধ করে দেয়া হোক,,
কারন ফেসবুকে ঢুকলেই সব সার্কাস ফ্রিতেই দেখতে পাই।

13/05/2025

জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর নামে কোনো সংস্থা দেশে আর নেই। কঠোর গোপনীয়তার সঙ্গে এই কাজটি করা হয়েছে; মধ্য রাতে বিলুপ্ত করা হয়েছে সংস্থাটি। সেই সঙ্গে এনবিআর ভেঙে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ সৃষ্টি করা হয়েছে।

বিসিএস আয়কর ও কাস্টমস ক্যাডার কর্মকর্তাদের মতামত উপেক্ষা করেই বহুল আলোচিত ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ’ জারি করেছে অন্তর্বর্তী সরকার।

27/04/2025

যুদ্ধ মানে সভ্যতার ধ্বংস,অসংখ্য মানুষের মৃত্যু, যুদ্ধ কোন দেশের, কোন মানুষের মঙ্গল বয়ে আনে না তাই আমি যুদ্ধের বিপক্ষে।

07/04/2025

ফেসবুকের নতুন নীতিমালা অনুযায়ী , ৩১ আগস্ট ২০২৫ এর পর থেকে ইন-স্ট্রিম অ্যাডস ও রিলস মনেটাইজেশন বন্ধ হয়ে যাবে।
আপনার পেজে যদি Content Monetization ইনভাইট দিয়ে থাকে, তাহলে সেটি সেটআপ করে আপনার সব পাবলিক কনটেন্ট( লং ভিডিও, রিলস, ফটো, স্টোরি, টেক্সট স্ট্যাটাস) থেকে আগের মতো আয়ের সুযোগ পাবেন, যাদের এখনো কন্টেন্ট মনিটাইজেশন ইনভাইট আসেনি, তারা খুব শীঘ্রই এটি পেয়ে যাবেন...

সিলেট থেকে ঢাকা যাচ্ছি ট্রেনে করে অর্ধেক সিট খালি পড়ে আছে অথচ অন্য রোডে ঈদের এক সপ্তা আগে থেকে এক সপ্তাহ পর পর্যন্ত বাস...
03/04/2025

সিলেট থেকে ঢাকা যাচ্ছি ট্রেনে করে অর্ধেক সিট খালি পড়ে আছে অথচ অন্য রোডে ঈদের এক সপ্তা আগে থেকে এক সপ্তাহ পর পর্যন্ত বাস/ট্রেনের কোন টিকিট পাওয়া যায় না।

Address

Kalabaga

Alerts

Be the first to know and let us send you an email when Saidul Tech Maker posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Saidul Tech Maker:

Share

আমি আমার মত

আমি আমার মত, অন্য কারও সাথে আমাকে তুলনা না করাই ভাল। :) মিথ্যাবাদীরা আমার থেকে দূরত্ব বজায় রাখুন।