
26/04/2025
গত ২ দিন আগে ইউটিউবের বয়স ২০ বছর পূর্ণ হলো। হটাৎ মনে পড়লো ২০০৮ সালের জুলাই মাসের কোন একটা দুপুরের কথা। SSC পরিক্ষার রেজাল্ট পাওয়ার কিছুদিন পরেই জীবনে প্রথম ইউটিউবের নাম শুনি। তখনি চেষ্টা চালাই ইউটিউবে ভিডিও দেখার। কিন্তু অতি "উচ্চ গতির" ইন্টারনেট স্পীডের কারনে শুধু হোম পেজটাই দেখতে পাই, তখন ইউটিউব দেখতে এই ছবিটার মতো ছিলো। ভিডিও প্লে দিলে বাফারিং ছাড়া আর কিছু দেখতে পেতাম না। এরপর শুরু হতো ফোন নিয়ে পুকুর পার, মাঠের ওইপাশ আর নদীর পারে দৌড়। মাঝে মাঝে নেটওয়ার্কের খোঁজে গাছের মগডালে উঠারও অভিজ্ঞতা আছে। আহা! কি দিন ছিলো। 😇