দিগন্ত-নিউজ.24

দিগন্ত-নিউজ.24 Media
স্বাধীনতা ও ইসলামের পক্ষে কথা বলে
(2)

যাত্রাবাড়ীর প্রতিরোধের শুরু যে ঘটনায়।সারাদেশের মতো যাত্রাবাড়ীর মানুষও থমকে গিয়েছিল আবু সাঈদের মৃত্যুসংবাদে। এখানে ১৬ তা...
17/07/2025

যাত্রাবাড়ীর প্রতিরোধের শুরু যে ঘটনায়।

সারাদেশের মতো যাত্রাবাড়ীর মানুষও থমকে গিয়েছিল আবু সাঈদের মৃত্যুসংবাদে।
এখানে ১৬ তারিখ পর্যন্ত আন্দোলন ছিল ছাত্রদের, আজকের দিনে অর্থাৎ ১৭ জুলাই তা রূপ নেয় ছাত্র-জনতার প্রতিরোধে।

আগেই কাজলায় ছাত্ররা ঢাকার লাইফলাইন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছিল।
এদিন সকাল হতেই শুরু হয় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া। তারপর হঠাৎ শুরু হয় পুলিশের এলোপাতাড়ি গুলি,
গুলি গিয়ে লাগে এক বাবার গায়ে, ও তার কোলে থাকা দুই বছরের সন্তানের গায়ে।
তারা কোনো মিছিলে ছিল না, নিজের বাসার কলাপসিবল গেটের পিছনে দাঁড়ায় ছিল।

গলিতে এই অতর্কিত হামলাটা এলাকাবাসীকে ট্রিগার করলো।

তখনই বাসাবাড়ির দারোয়ান, স্থানীয় দোকানদার থেকে শুরু করে এলাকার ছেলেমেয়েরা, যার যা ছিল, তাই হাতে তুলে নেয়। সাথে তো আগে থেকেই ছিল ছাত্ররা। সমন্বয়কদের ঘোষণার আগেই এখানে কমপ্লিট শাটডাউন হয়ে যায়।
মহাসড়কের কোনায় কোনায় আগুন জ্বলে ওঠে।
কয়েকটা মিছিলে বিভিন্ন দলের নেতাকর্মী এসে যোগ দেয়, আবাল বৃদ্ধ বনিতা একাকার হয়ে যায় রাস্তায়।

এরপর বিকেলের পরে আসে সেই ঐতিহাসিক মুহূর্ত।
জনতা হানিফ ফ্লাইওভারের টোলঘরে আগুন ধরিয়ে দেয়!
সেই আগুন রাতের আধারে শুধু টোলঘর পোড়ায়নাই, খুনী হাসিনার গদি পর্যন্ত পৌঁছে গেসিলো এর উত্তাপ।

যাত্রাবাড়ী এই প্রতিরোধ চালায়ে যায় টানা পাঁচদিন।
১৭ তারিখ থেকে ২১ তারিখ, এক্টাও গাড়ি চলতে দেয়া হয়নাই দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাসড়ক দিয়ে।

কোনো কোটার জন্য না, কোনো চাকরির জন্যও না,
এই এলাকার মানুষ রাস্তায় নেমেছিলই ভাই হত্যার বিচার চেয়ে।
হাসিনার পতন চেয়ে।
এই প্রতিরোধটা ছিল অর্গানিক।
এটা ছিল পিপলস রেজিস্টেন্স।

এখানে কোনো বিশ্ববিদ্যালয় ছিল না। সমন্বয়ক ছিলনা।
ছিল স্কুল কলেজের ছেলেমেয়ে, মাদ্রাসার হাফেজ, পানি হাতে নেমে আসা গৃহিণী, গার্মেন্টসের শ্রমিক, রিকশাচালক, পথশিশু।
আর হ্যাঁ, বিএনপি জামাতের স্থানীয় কর্মীরাও ছিল, সকল জনতার প্রতিরোধ যাকে বলে আরকি।

এই এলাকার প্রতিটা স্কুলের এক/দুইজন করে শহিদ শিক্ষার্থী আছে। এখানে প্রতিরোধের গল্পের শেষ নাই। গল্পগুলা শহীদ তাঈমের সেই পুলিশ বাবার, যে তার অফিসারকে বলে,
“স্যার, একটা মানুষ মারতে কয়টা গুলি লাগে আপনাদের?”
এই প্রতিরোধ সেই রিকশাওয়ালারও
যে লাশ তুলতে গিয়ে দেখে, এতো তারই ছেলের মুখ। এরকম শত শহীদের রক্তে ভেজা যাত্রাবাড়ী।

হাসিনার পুলিশ পাঁচদিন গুলি চালিয়েও এই আগুন থামাতে পারে নাই।
তাদের লাগসে বিল্ডিং থেকে লুকিয়ে স্নাইপিং।
হেলিকপ্টার থেকে ছোড়া লাগসে টিয়ারশেল। চালানো হইসে ব্রাশফায়ার।

এই ছিল যাত্রাবাড়ী। আমাদের স্ট্যালিনগ্রাদ।

পীর সাহেব বিএনপির এতো সমালোচনা কেন করে জানেন?আগামী নির্বাচনে নৌকার সীল যাতে হাত পাখায় যেয়ে পড়ে।বিঃদ্রঃ ছবিটা তখনকার, যখন...
17/07/2025

পীর সাহেব বিএনপির এতো সমালোচনা কেন করে জানেন?
আগামী নির্বাচনে নৌকার সীল যাতে হাত পাখায় যেয়ে পড়ে।

বিঃদ্রঃ ছবিটা তখনকার, যখন মোদি বিরোধী আন্দোলনে দুই হাজারের অধিক আলেম কারাগারে।

তারপরও আপনারা যা ভালো মনে করেন।

এক মাওলানা সাহেব আমাকে জানিয়েছে হ্যাপি রাজি থাকলে সে তাকে বিয়ে করে আরও কঠোর দ্বীনদার বানাতে চায়।সেই মাওলানা সাহেব দর্শকদ...
17/07/2025

এক মাওলানা সাহেব আমাকে জানিয়েছে হ্যাপি রাজি থাকলে সে তাকে বিয়ে করে আরও কঠোর দ্বীনদার বানাতে চায়।

সেই মাওলানা সাহেব দর্শকদের কাছে পরামর্শ চেয়েছেন তার এই সিদ্ধান্ত সঠিক হবে কি না?

হুজুরের মাসিক ইনকাম ৭-১০ লাখ।
হুজুরের পরিচয়- বক্তা+ নতুন ব্যবসায়ী, সুমধুর কন্ঠস্বরের অধিকারী।

বিঃদ্রঃ সুচিন্তিত মতামত আশা করছি।

বাচ্চা ছেলেটা নাকি গোপালগঞ্জ রক্ষায় লাঠি হাতে দাঁড়িয়ে আছে? আপনার কি মনে হয়? ১। সে নিজের ইচ্ছায় লাঠি হাতে দাঁড়িয়ে? ২। তার...
17/07/2025

বাচ্চা ছেলেটা নাকি গোপালগঞ্জ রক্ষায় লাঠি হাতে দাঁড়িয়ে আছে?

আপনার কি মনে হয়?
১। সে নিজের ইচ্ছায় লাঠি হাতে দাঁড়িয়ে?
২। তার হাতে লাঠি ধরিয়ে দিয়ে ছবি তোলা হয়েছে?

17/07/2025

অধ্যাপক মাওলানা
মা মু নু ল হক
হাফিজাহুল্লাহ

বর্তমানে শেখ সাহেবের একমাত্র উত্তরাধিকারী মবমারানী আপা!গোপালগঞ্জ নিয়া কিছুক্ষণের মধ্যেই মবমারানী আপা নতুন বাণী প্রসব করব...
17/07/2025

বর্তমানে শেখ সাহেবের একমাত্র উত্তরাধিকারী মবমারানী আপা!
গোপালগঞ্জ নিয়া কিছুক্ষণের মধ্যেই মবমারানী আপা নতুন বাণী প্রসব করবে।

আমাদের সাড়ে হাজার গুজবের ডাস্টবিন জয় এর কাজ দেখুন
16/07/2025

আমাদের সাড়ে হাজার গুজবের ডাস্টবিন জয় এর কাজ দেখুন

16/07/2025

Hasnat Abdullah নাহিদ ইসলাম Md Sarjis Alam Dr Tasnim Jara
আল্লাহ তায়া’লা আপনাদের হেফাজত করুক।

গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী ও ছাত্রলীগের হামলায় হেফাজতের তীব্র নিন্দা ও প্রতিবাদগোপালগঞ্জে জাতীয় না...
16/07/2025

গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী ও ছাত্রলীগের হামলায় হেফাজতের তীব্র নিন্দা ও প্রতিবাদ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বঘোষিত ‘মার্চ টু গোপালগঞ্জ’ শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সন্ত্রাসীদের দফায়-দফায় বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান।

আজ (১৬ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, এই ন্যাক্কারজনক হামলা গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকারের সরাসরি লঙ্ঘন। এদেশে ফ্যাসিবাদের শেকড় উপড়ে ফেলাই এখন সময়ের দাবি।

বিবৃতিতে বলা হয়, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচার পলায়ন করতে বাধ্য হয়। কিন্তু আজ সেই পতিত স্বৈরাচারের মদদপুষ্ট আওয়ামী ফ্যাসিস্ট গোষ্ঠী ফের মাথাচাড়া দিয়ে উঠেছে। এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে দফায় দফায় হামলা, ককটেল বিস্ফোরণ, সরকারি গাড়িতে অগ্নিসংযোগ, এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আহত করার ঘটনা প্রমাণ করে যে তারা আবারও দেশকে অস্থিতিশীল করে তৃতীয়পক্ষের ইশারায় দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর নির্লিপ্ত ও ব্যর্থ ভূমিকা গভীর উদ্বেগজনক এবং প্রশ্নবিদ্ধ। তাদের দায়িত্ব ছিল শান্তিপূর্ণ কর্মসূচি সুরক্ষিত রাখা—কিন্তু তারা তা করতে চরমভাবে ব্যর্থ হয়েছে।

নেতৃদ্বয় আরও বলেন, জাতির ভবিষ্যৎ রক্ষায় এখন প্রয়োজন দুর্বার গণপ্রতিরোধ। যারা দেশের মাটি রক্তাক্ত করছে, মানুষের মৌলিক অধিকারকে গলা টিপে হত্যা করছে—তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ ছাড়া বিকল্প নেই।

তারা অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের সন্ত্রাস করার সাহস না পায়। একইসঙ্গে গোপালগঞ্জে আহত এনসিপির নেতাকর্মী, সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

তারা আরও বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও শান্তি রক্ষায় দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে এখনই তাদের মূলোৎপাটন প্রয়োজন।

বার্তাপ্রেরক
মাওলানা আজিজুল হক ইসলামাবাদী
যুগ্ম মহাসচিব, হেফাজতে ইসলাম বাংলাদেশ

গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে। জীবন-মৃত্যুর মতো পরিস্থিতি না হলে সাধারণ জনগণ কেউ ঘর থেকে বের হবেন না। সকল আইনশৃঙ্খলা ...
16/07/2025

গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে। জীবন-মৃত্যুর মতো পরিস্থিতি না হলে সাধারণ জনগণ কেউ ঘর থেকে বের হবেন না।

সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। নিষিদ্ধ সংগঠনের সন্ত্রা*সীদের *** ভেঙে দেয়া হবে।

পুলিশ কন্ট্রোল রুম থেকে সবকিছু মনিটরিং এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, যুব ও ক্রীড়া উপদেষ্টাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানগণ।

মাননীয় ক্রীড়া উপদেষ্টা

নিষিদ্ধ সংগঠনের হাতে এমন অত্যাধুনিক অস্ত্র! এবং প্রকাশ্যে তারা এই অস্ত্র ব্যবহার করছে, যার কারনে সেনাবাহিনী পর্যন্ত হিমশ...
16/07/2025

নিষিদ্ধ সংগঠনের হাতে এমন অত্যাধুনিক অস্ত্র! এবং প্রকাশ্যে তারা এই অস্ত্র ব্যবহার করছে, যার কারনে সেনাবাহিনী পর্যন্ত হিমশিম খাচ্ছে!

৫ তারিখের পর এই আটমাস ইন্টেরিম কার বা* ফালাইলো? এই সন্ত্রাসীদের অস্ত্র উদ্ধার তো দূরের কথা ওদের লোম পর্যন্ত টাচ্ করতে পারেনি।

ইউনুস ব্যর্থ! জুলাইয়ের গাদ্দার, ইন্টেরিম সরকার।

16/07/2025

এনসিপি সফল, বিএনপি ব্যর্থ!
৫ তারিখের পর গোপালগঞ্জে বিএনপিকর্মী খু*ন হলে তারা লেজ গুটিয়ে পালিয়ে আসে, আর আজকে এনসিপি সেখানেই প্রতিরোধ গড়ে তুলেছে।

Address

Kalabaga

Telephone

+882026644

Website

Alerts

Be the first to know and let us send you an email when দিগন্ত-নিউজ.24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দিগন্ত-নিউজ.24:

Share

নিরপেক্ষ সংবাদ মাধ্যম। জালিমের রক্তচক্ষু উপেক্ষা করে সত্য ও নিরপেক্ষ সংবাদ প্রচার করি।

নিরপেক্ষ সংবাদ মাধ্যম। জালিমের রক্তচক্ষু উপেক্ষা করে সত্য ও নিরপেক্ষ সংবাদ প্রচার করি।