25/09/2025
রাজনীতি কেন পছন্দ করি না তার অতীত এবং ভবিষ্যতের উদাহরণ দিলাম।
রাজনীতির মাঠ মানে মুখে বন্ধুত্ব, ভালোবাসা হলেও কাজ এবং ফলাফল হিংসা,সহিংসতা, শত্রুতা।
ছবির বৃদ্ধ মানুষটা, জানেন কে??
২০২২ সালের ঘটনা :
ঝিনাইদহ উপজেলা বিএনপির সভাপতি ছিলেন তিনি। মৃত্যুও তাকে হাতকড়া থেকে বেরিয়ে আসতে দেয়নাই, লাশটা পালঙ্কে যাওয়া আগ পযর্ন্ত হাতকড়া পরিয়ে রেখেছিলো। আর এখন ১৭ বছর রাজত্ব করা আওয়ামী লীগের নেতাকর্মীরাও এই পরিস্থিতির শিকার, খুব শীগ্রই হয়তো তাদের সাথে এমনটা করা হবে।
তাই স্নেহের ছোট ভাই এবং শ্রদ্ধেয় বড় ভাইদের বলতে চাই রাজনীতি নামে এই নোংরা ট্যাগ নিজেদের গায়ে লাগাবেন না কারণ দিন শেষে এই রাজনীতি শুধু আপনাকে না আপনার পরিবার এবং আপনার পরিবারে বেড়ে উঠা ভবিষ্যৎ প্রজন্মকেও শেষ করে দিবে।
আমি সরাসরি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত না থাকার পরেও বিভিন্ন রকমভাবে সত্য কথা বলার কারনে বিভিন্ন ট্যাগ পেয়েছি যা ভবিষ্যতে অনরক খেসারত দিতে হবে😊