Faridgonj Secondary School Online Class

Faridgonj Secondary School Online Class Vedio class programme

তারুণ্যের মেলা-২০২৫, কলাপাড়ায় লোকজ সংগীত শিল্পী হিসেবে মনোনীত হল চাঁদনি আক্তার, ফরিদগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ...
14/01/2025

তারুণ্যের মেলা-২০২৫, কলাপাড়ায় লোকজ সংগীত শিল্পী হিসেবে মনোনীত হল চাঁদনি আক্তার, ফরিদগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।

বিজ্ঞান মেলায় ফরিদগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়...
12/01/2025

বিজ্ঞান মেলায় ফরিদগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়...

06/09/2024
07/08/2024

আমাদের ব্যক্তি চর্চায়ই পরিবর্তন আনতে হবে---

আজ আমার নতুন উপলব্ধির যায়গা থেকে অনুশোচনা ও ক্ষমা প্রার্থনা করছি যে, আমি জানতে - অজান্তে যদি ভিন্নমতের মানুষের মনে কখনও আঘাত দিয়ে থাকি তবে তিনি বা তারা যেন নিজগুণে আমাকে ক্ষমা করে দেন।

03/07/2024

ইউটিউবে দেয়া সমাধান বড়ই হাস্যকর!
শিক্ষার্থীরা সেভাবেই উপস্থাপন করে নতুন কারিকুলামকে বিব্রতকর পরিস্থিতি ফেলে দিল।

সহপাঠী বন্ধুদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার সংস্কৃতি গড়ে উঠুক। আচরণিক প্যটার্ণের বৈচিত্র্য উদ্ঘাটন করুক এবং এতে পারিবারিক, ...
03/07/2024

সহপাঠী বন্ধুদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার সংস্কৃতি গড়ে উঠুক।
আচরণিক প্যটার্ণের বৈচিত্র্য উদ্ঘাটন করুক এবং এতে পারিবারিক, সামাজিক রাজনৈতিক কী কী উপাদানসমূহ ভূমিকা রাখছে তার ইতিবাচক ব্যাখ্যা - বিশ্লেষণ করার মাধ্যমে পরস্পরের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে উঠুক।
একই সমাজের মানুষের মধ্যে ন্যায় ও যুক্তিভিত্তিক মনন ও দৃষ্টিভঙ্গি গড়ে ওঠা জরুরী। এটা সহপাঠীদের মধ্যে চর্চাটা শুরু হোক।

আজ নবম শ্রেণির মূল্যায়ণ উৎসবের বিষয় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। নিঃসঙ্কোচে সহপাঠী বন্ধুদের সামনে জড়তা ঝেড়ে ফেলে নিজ নিজ পরিবারের, চারপাশের সমাজের নানা নেতিবাচক উপাদানগুলোও পরস্পরের সাথে শেয়ার করবে।

এই ছবিটি মানব বিবর্তন প্রক্রিয়ার ধাপগুলি বিস্তারিতভাবে প্রদর্শন করছে। ছবিটি এককোষী জীবন থেকে শুরু করে আধুনিক মানুষের বি...
10/06/2024

এই ছবিটি মানব বিবর্তন প্রক্রিয়ার ধাপগুলি বিস্তারিতভাবে প্রদর্শন করছে। ছবিটি এককোষী জীবন থেকে শুরু করে আধুনিক মানুষের বিবর্তনের মূল ধাপগুলোকে চিত্রিত করেছে। প্রতিটি ধাপে উল্লেখযোগ্য পরিবর্তন এবং অভিযোজনগুলি তুলে ধরা হয়েছে। নিচে ধাপে ধাপে বিবরণ দেওয়া হল:

# # # Unicellular Life (এককোষী জীবন)
- **3.8 বিলিয়ন বছর আগে**: প্রথম প্রোক্যারিওটিক কোষের উদ্ভব।
- **3.5 বিলিয়ন বছর আগে**: ফটোসিন্থেসিস প্রক্রিয়ার উদ্ভব।
- **2.1 বিলিয়ন বছর আগে**: প্রথম ইউক্যারিওটিক কোষের উদ্ভব।

# # # Animalia (বহুকোষী জীবন)
- **1.2 বিলিয়ন বছর আগে**: প্রথম বহু কোষী জীবের উদ্ভব।
- **600 মিলিয়ন বছর আগে**: প্রাণীর প্রাথমিক ফসিল রেকর্ড।

# # # Chordata (দ্বিপদীর শুরু)
- **530 মিলিয়ন বছর আগে**: প্রথম কর্ডেট প্রাণীর উদ্ভব।
- **505 মিলিয়ন বছর আগে**: প্রথম মেরুদণ্ডী প্রাণী।

# # # Tetrapoda (চার পায়ের জীব)
- **375 মিলিয়ন বছর আগে**: জলজ জীব থেকে স্থলজ জীবের উদ্ভব।
- **350 মিলিয়ন বছর আগে**: প্রথম অমফিবিয়ান।

# # # Mammalia (স্তন্যপায়ী প্রাণী)
- **200 মিলিয়ন বছর আগে**: প্রথম স্তন্যপায়ী প্রাণীর উদ্ভব।
- **65 মিলিয়ন বছর আগে**: ডাইনোসরের বিলুপ্তি, স্তন্যপায়ীদের উন্নতি।

# # # Primates (প্রাইমেটদের উদ্ভব)
- **55 মিলিয়ন বছর আগে**: প্রথম প্রাইমেট।
- **25 মিলিয়ন বছর আগে**: প্রথম এপ।

# # # Hominidae (মানব পূর্বপুরুষ)
- **7 মিলিয়ন বছর আগে**: প্রথম হোমিনিন।
- **2.5 মিলিয়ন বছর আগে**: প্রথম Homo গণ।

# # # Genus Homo (আধুনিক মানুষ)
- **2 মিলিয়ন বছর আগে**: Homo erectus-এর উদ্ভব।
- **300 হাজার বছর আগে**: Homo sapiens-এর উদ্ভব।

# # # ভবিষ্যতের দিকে বিবর্তন
মানুষরা এখনও বিবর্তিত হচ্ছে এবং ভবিষ্যতে নতুন ধরণের অভিযোজন এবং পরিবর্তন হতে পারে।

এটি একটি সংক্ষিপ্ত বিবরণ, এবং প্রতিটি ধাপের জন্য আরো বিস্তারিত গবেষণা করে আরো তথ্য জানা যেতে পারে।

আমার চোখে জল আনা মেয়েটি এখন মহিলা ভাইস চেয়ারম্যানসিলেটের এক চা-কন্যার সাক্ষাৎকার করে ঢাকায় ফেরার পর বাসায় এসে আমি কেঁদেছ...
09/06/2024

আমার চোখে জল আনা মেয়েটি এখন মহিলা ভাইস চেয়ারম্যান

সিলেটের এক চা-কন্যার সাক্ষাৎকার করে ঢাকায় ফেরার পর বাসায় এসে আমি কেঁদেছিলাম। বাসার লোকেরা আমাকে দেখে অবাক হয়েছিলেন।

মেয়েটি অন ক্যামেরায় বলছিলেন, "এই যে দেখুন, আপনার চেহারা কত সুন্দর। আর আমি রোদে পুড়ে কালো হয়ে গেছি। আমরা তো আপনাদের সামনে দাঁড়াতেই লজ্জা পাই।"

একথা শোনার পর আমি নিজেকে ধরে রাখতে পারিনি। আমার ক্যামেরাপারসন আমার অবস্থা দেখে বিস্মিত হয়েছিলেন। তাকে বলেছিলাম, এই প্রথম নিজের চেহারার প্রতি আমার ঘৃণা হচ্ছে।

একটু আগে খবর পেলাম, মেয়েটি মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন!

এমন খুশি আমি বহুকাল হইনি। আবার আমার চোখ ভিজে যাচ্ছে।🙏🙏

Writer & Collected : Amrita Malingi

08/06/2024

আপনার সন্তানকে মানুষের বিপন্নতা দেখান, বিপন্ন মানুষকে, প্রাণকে-প্রকৃতিকে ভালবাসতে শেখান— মৌলিক প্রেমে অভ্যস্থ করান।

দেখবেন বয়ঃসন্ধিকালিন হরমোনজনিত প্রভাব প্রকট হয়ে যাওয়া ও অপ্রাপ্ত বয়সেই যে ভোগপ্রবণ স্থূল প্রেমে আসক্ত হয়ে যাওয়া ; যার ফলে জীবন ধ্বংস হয়ে যায় তা থেকে আপনার সন্তান মূক্তি পাবে।

অন্যদিকে বিপন্ন মানুুষের পাশে দাড়ানোর মৌলিক প্রেমের নেশা তাকে আলোকিত মানুষ বানাবে।

এ ক্ষেত্রে সমাজের শিশু-কিশোরদের মানবিক সূস্থ্য চর্চায় ধাবিত করানোর দায়টা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও সমাজেরও। আবার বিপথগামী হওয়ার জন্যও দায়ী সমাজের সকলে।

প্রলয়ংকরী ঘুর্ণিঝড় 'রেমাল' এ ক্ষতিগ্রস্ত ও কর্মহীন হয়ে পড়া কিছু পরিবারের পাশে যৎসামান্য ত্রাণ নিয়ে আজও হাজির হলাম। আমি য...
01/06/2024

প্রলয়ংকরী ঘুর্ণিঝড় 'রেমাল' এ ক্ষতিগ্রস্ত ও কর্মহীন হয়ে পড়া কিছু পরিবারের পাশে যৎসামান্য ত্রাণ নিয়ে আজও হাজির হলাম। আমি যে বিদ্যালেয়ে কর্মরত সেখানে শিক্ষার্থীদের খোঁজখবর নিতে গিয়ে সেখানেও খুঁজে পাই কিছু দূর্গত পরিবারকে। এর আগে গতকাল ৩১ মে ২০২৪ তারিখ নীলগঞ্জ পাখিমারা বাজারে বাংলাদেশ কৃষক সমিতি খেপুপাড়া শাখার আয়েজনে ও কেন্দ্রীয় যুব ইউনিয়ন এর সহযোগিতায় ত্রাণ বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব ইউনিয়ন সভাপতি খান আসাদুজ্জামান মাসুম ও বাংলাদেশ কৃষক সমিতি পটুয়াখালী জেলা শাখার সভাপতি কমরেড মোতালেব মোল্লা।

ধন্যবাদ Dibaker Sarker কে আমাদের সজাগ করার জন্য —"কতটা সেন্টিমেন্টাল জাতি আমরা! এই প্রজন্মকে দিয়ে আগুন লাগিয়ে দেয়া সহজ আ...
29/05/2024

ধন্যবাদ Dibaker Sarker কে আমাদের সজাগ করার জন্য —
"কতটা সেন্টিমেন্টাল জাতি আমরা! এই প্রজন্মকে দিয়ে আগুন লাগিয়ে দেয়া সহজ আফসোস"

Address

Nilgonj
Kalapara
8650

Telephone

+8801716287208

Website

Alerts

Be the first to know and let us send you an email when Faridgonj Secondary School Online Class posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Faridgonj Secondary School Online Class:

Share