Amin Holy Tune Media

Amin Holy Tune Media Hello everyone, I'm Nurul Amin here, from Bangladesh in Barisal City, I'm study at Diploma in Engineering Electrical Technology.

Assalamualaikum
Heartiest greetings and congratulations from "Amin Holy Tune Media" .And everyone will be by our side by liking me and enjoy the Islamic content

21/05/2025

" অস্থিরতা " কেন আমাদের ভিতরে অস্থিরতা চলছে ..?

08/09/2024
13/07/2024
👉সিজার কে না বলুন❌ সুস্থ থাকুন👈 #আপুরা অল্প একটু সময় নিয়ে জেনে নিন। #ভূল বলে থাকলে ক্ষমা করে দিবেন🙏 #আচ্ছা আপুরা সেলাইএর...
26/03/2024

👉সিজার কে না বলুন❌ সুস্থ থাকুন👈
#আপুরা অল্প একটু সময় নিয়ে জেনে নিন।

#ভূল বলে থাকলে ক্ষমা করে দিবেন🙏

#আচ্ছা আপুরা সেলাইএর জায়গা চুলকায় কেন? আপনাকে সিজারের সময় মেরুদণ্ডে যে ইনজেকশন দেওয়া হয় সেই ইনজেকশনটা কে পুশ করেছিল মহিলা ডাক্তার নাকি পুরুষ ডাক্তার?
এই ইনজেকশনটায় পরবর্তীতে কি কি ক্ষতি হয় জানেন??

#বর্তমানে সিজারের শতভাগ কাজ কি মহিলা ডাক্তাররাই করেন? নাকি কিছু কাজে পুরুষ ডাক্তারের সাহায্য নিতে হয়?

#পৃথিবীতে কোনো প্রাণীর সিজার লাগে না, মানুষের কেন লাগে?

#মানুষের সিজার লাগার কারণহলো, শশুর ফোন দিয়ে বলবে আমার মেয়ের কিছু হলে জামাই তোমাকে ছাড়বো না, শাশুড়ি বলে আমার মেয়েকে হাসপাতালে ভর্তি করুন টাকা যা লাগে আমি দিবো। আর শালা শালি তো আছেই। তার পর ডাক্তারের কথা বললে তো আইডি আজই নষ্ট হবে।

#হাসপাতালে গর্ভবতীকে নেবার পরে, ডাক্তার দেখা মাত্র চেক-আপ করে... এই ৩ টি ডায়লগের যেকোনো একটি দিয়ে থাকেন।
১. বাচ্চা পানিশূন্যতায় আছে।
২. বাচ্চা পেটের ভিতরে পায়খানা করে দিয়েছে।
৩. বাচ্চার পজিশন উল্টা।
এই কথাগুলোর যেকোনো একটা শোনার পর গর্ভবতীর এবং তার পরিবারের লোকে অবস্থা কি হতে পারে অনুমান করা কষ্টসাধ্য নয়।

#বাংলাদেশের সমস্ত প্রাইভেট হাসপাতালের গত ৫ বছরের ডেলিভারি রিপোর্ট দেখলে, দেখা যাবে প্রায় ৯০% সন্তান সিজারে ডেলিভারি করানো হয়েছে।

,,100 মহিলা ডাক্তার এর মধ্যে একজন মহিলা ডাক্তার সিজার ডেলিভারি হয়েছে এমন খুঁজে পাওয়া খুব কষ্টকর ,, আর সাধারণ মানুষ হসপিটালে যাওয়া মাত্রই সিজার সিজার সিজার,, সিজারে এতো টাকা বিল আসে কেন, যাচাই করার কোন উপায় কি আছে আমাদের দেশে। সিজারের সময় যে এক কার্টুন ঔষধ ও,টি,তে নেওয়া হয়, তা কি সব লাগে? বাকি ঔষধ কোথায়?

সিজার ডেলিভারির জন্য, আমাদের দেশের মায়েরা অর্ধপঙ্গু হয়ে যাচ্ছে। এটাকে বন্ধ করুন।মা’কে বাঁচান, বাচ্চাকে বাঁচান।

তবে আমি মনে করি, কিছু কিছু ডাক্তার নিজের স্বার্থের জন্য হয়ত সিজার করতে বলেন। কিন্তু সব ডাক্তার নয়।

এখন সিজারের সংখ্যা কেন বেড়ে গেছে তার কারণটা আমার কাছে মনে হয় ব্যাপারটার উৎপত্তি আমাদের জন্ম থেকে। আপনি আপনার দাদা দাদী / নানা নানীর দিকে তাকান । উনারা দেখবেন , বুড়ো বয়সেও কত শক্তিশালী। আমাদের দাদা নানারা দেখবেন , ৭০ বছর বয়সেও অনেক দূর হেটে হেটে নামাজ পরতে যাচ্ছে , চা খেতে যাচ্ছে। আমার দাদা ৮০+ বয়স হওয়ার পরেও চশমা ছাড়া পেপার পরত । এবার আমাদের বাবা মায়ের দিকে তাকান। কিছু পরিবর্তন পাচ্ছেন ? উনাদের কোমর ব্যাথা , হাটু ব্যাথা , হাড় ক্ষয় হয়ে যাওয়া ধরনের অসুখ দেখতে পাচ্ছেন ?

এবার নিজের দিকে আর নিজের মায়ের দিকে তাকান। আপনার কি মনে হয় যে , আপনার এখন যতটা কর্মক্ষম , আপনি তার বয়সে এতটা থাকতে পারবেন ? এইবার বলুন , পার্থক্য বুঝতে পারছেন ?

আমরা দিনে দিনে অসুস্থ পরিবেশে বড় হয়ে উঠছি । আবার আমাদের শারীরিক পরিশ্রম দিনে দিনে কমে যাচ্ছে । খাবারে ভেজাল , বিষ । বাতাস দূষিত । দিনকে দিন জেনারেশন আগে যাচ্ছে আর তাদের শারীরিক কার্যক্ষম কমে যাচ্ছে। সবচেয়ে কঠিন বাস্তবতা কি জানেন??

বর্তমান বাংলাদেশে বেশী সংখ্যক "মা” দের পেট কেটে সিজার করে বাচ্চা বের করা হচ্ছে, এতে অনেক "মা" মারা যাচ্ছে। অথচ আমাদের দাদী-নানিরা ১০/১২ টা করে বাচ্চা জন্ম দিয়েছে, আল্লাহর রহমতে তেমন সমস্যা হয়নি। আলহামদুলিল্লাহ.....
,
"হয়তো কেউ বলবেন "অল্প বয়সে বিয়ে হওয়ার কারণে বর্তমানে "সিজার" করতে হয়, আমি বলব আপনার ধারণা ভুল। তাই যদি হয় তাহলে তো আমাদের দাদি-নানিদের বিয়ে হয়েছে মাত্র ১১/১২ বছর বয়সে, কই তাদের তো কিছু হয়নি…!!
(দুঃখিত আমি তর্ক করতে চাচ্ছি না)
~ একটা সিজার মানে একটা মায়ের জীবন শেষ,,!!

- সিজার মানে একটা মায়ের মৃত্যুর আজ পর্যন্ত প্রতিবন্ধী হয়ে বেঁচে থাকা,!
পার্থক্য টা খেয়াল করেন,, যাদের নরমালে বেবি ডেলিভারি হয় তাদের নাড়ী ছেঁড়া ধন হয়,,,, আর যাদের সিজার হয় তাদের হয়তো নারী ছেড়া হয়না,, কিন্তুু নাড়ী কাটা ধন হয়,,!!

অনেকের ভাবনা সিজার কি,,? যাস্ট পেট কাঁটা হয়,, জ্বি না শুধু পেট নয় সাথে সাতটা পর্দা কেটে বেবিটা কে দুনিয়াতে আনতে হয়,,!

হয়তোবা সিজার করানোর সময় এ্যানেসথেসিয়ার এর জন্য বুঝা যায়না পেট কাটাটা,,! খেয়াল করে দেখবেন আধাঘণ্টার মধ্যে তিনটা স্যালাইন শেষ হয়,,!

কিন্তুু মোটা সিরিন্জ দিয়ে মেরুদণ্ডে দেয়া ইনজেকশন টা প্রতিটা সিজারিয়ান মা কে সারাজীবন কষ্ট দেয়,!

মা গুলোর কখনো কখনো শরীরের বিভিন্ন জায়গা অবস হয়ে থাকে,, বসা থেকে উঠতে পারেনা,, সংসারের যাবতীয় কাজ করতে ওনাদের অনেক কষ্ট হয়,,! তবুও করতে হয়,,! কারন, ওনারা নারী জাতী,,!!

বিশ্বাস করেন,, যখন অবসের মেয়াদ টা চলে যায়,, তখন প্রতিটা মা গলা ছুলা মূরগীর মতো ছটফট করতে থাকে,, ২৪ ঘন্টা এক টানা সিজারিয়ান মায়ের শরীরে স্যালাইন চলে,,! শরীরের ও কাটা জায়গার ব্যাথার জন্য ক্যানোনিকাল স্যালাইন চলে টানা ২৪/৩২ ঘন্টা,,!! টানা ২ দিন শরীরে খিচুনি ও মাথা বাড়ি হয়ে বিছানায় পরে থাকতে হয় প্রতিটা মায়ের,,!!

যদি কোনো প্রতিষ্ঠান সিজারের প্রয়োজন নেই,, তাও ব্যবসার জন্য কোনো মা কে সিজার করায়,, তাহলে আল্লাহর কাছে তাদের কঠিন জবাবদিকরতে হবে,,!!

যত সম্বভ সিজার কে না বলুন,,!!
তথ্য টা একটু পড়ুন,
করোনা ভাইরাস পরিস্থিতিতে বাংলাদেশে সিজারের হার কমেছে। মায়ের মৃত্যুর হারও কমেছে, নরমালে জন্ম নিচ্ছে সুস্থ সবল শিশু।
করোনায় লকডাউনে দেশে ১ লাখ ৭৫ হাজার শিশুর জন্ম হয়েছে, এর মধ্যে মাত্র ৪ শতাংশ শিশুর জন্ম হয়েছে সিজার করে। বাকি ৯৬ শতাংশ শিশুর জন্ম হয়েছে নরমালে।

প্রিয় "মা" বাবা আমার হৃদয় নিংড়ানো সম্মান দিয়ে আপনাদের কিছু কথা বলতে চাই খারাপ লাগতে পারে, ক্ষমা করবেন। "প্রত্যেক বালা-মুসিবত আল্লাহর পরিক্ষা স্বরুপ এটা সবাইকে মানতে হবে। তবে সিজারের জন্যে ও বাচ্চা বড় হয়ে D J মার্কা হওয়ার পিছনে বেশির ভাগ আপনারাই দায়ী!

গবেষণায় দেখা গেছে, সিজারের বাচ্চাদের ভবিষ্যতে রোগ-বালাই বেশি হয়।
আগের গর্ভবতী মায়েরা গর্ভাবস্থায় আল্লাহর উপর ভরসা করতো।
আর বর্তমান আপনার ভরসা ডাক্তারের উপর। দুই তিন মাস যেতে না যেতেই স্বামীকে বলেন, আমারে চেক-আপ করান, বাচ্চা মনে হয় উল্টা হয়ে আছে। ক্লিনিকে গেলে "কিছু কসাই ডাক্তার" আপনাকে ভয় দেখায়। ফলে আপনি মানুষিক ও শারীরিক ভাবে দুর্বল হয়ে পরেন।
আগের গর্ভবতী মায়েরা গর্ভাবস্থায় পবিত্র কোরান পড়তো, নামাজ পড়তো, ঘরে বসে আল্লাহর জিকির-আজগার করতো।
আর আপনি বর্তমানে ঘরে বসে ২৪ঘন্টা ডিস লাইনের জিকির করেন। (কিছু মা)

আগের গর্ভবতী মায়েরা গর্ভাবস্থায় সব ধরনের সাংসারিক কাজ করতো, এমনকি গর্ভাবস্থায় ঢেঁকিতেও ধান বানতো। (আবার এটা ভাইবেন না এগুলো আমি করতে বলতেছি)
আর আপনি বর্তমানে ফুলের বিছানা থেকে উঠতে চান না।

আগের গর্ভবতী "মা" দের চেহারা, পেট, পিঠ সহজে কোনো পরপুরুষ দেখতে পাইনি।
আর বর্তমান আপনার পেট পিঠ গঠনে সবার নজর লাগে, বেপর্দাই চলাফেরা করেন।
আপনার নিয়ত ঠিক নাই, আপনার সমস্যা তো হবেই,।

মেয়েদের শরীরের কিছু কিছু অংশ আছে যা নাকি স্বামী ব্যতিত অন্য কাউকে এমনকি নিজের গর্ভধারিনী মা-কেও দেখানো জায়েজ নাই। সে অঙ্গ আজ পরপুরুষ দেখতেছে। হায় আফসোস ‼

তাই আমার বোনদেরকে বলবো, ডিজিটাল পর্দা বাদ দিয়ে শরহী পর্দা করুন। বাচ্চা যাতে নরমাল ভাবে দুনিয়াতে আসে, এই জন্য বেশি বেশি আমল করতে থাকুন। আর দোয়া করতে থাকুন।

#ধন্যবাদ

Thank you so much,everyone for being a  Amin Holy Tune Media member  Tanvir Ahmad, Md Imam Hossen, Mon  Phaki, Md Elyeas...
25/02/2024

Thank you so much,everyone for being a Amin Holy Tune Media member Tanvir Ahmad, Md Imam Hossen, Mon Phaki, Md Elyeas, সুখের নীর, Sk Jihad Khan, Omar Faruk, Jakir Mirza Jakir, Omur Faruq, Md Masrul Hawk, Masud Rana, MD Al Amin Hossain, Allha Apnar Golam, RL Abu Raihan, Lokkhu Sk, Md Shimul, Bee Vee

যারা ট্রানজেন্ডার এবং তৃতীয় লিঙ্গকে একত্রিত করে ফেলেন, তাদেরকে বলছি একটু উইকিপিডিয়াতে ঘুরে আসুন |তাহলে তৃতীয় লিঙ্গ এব...
25/01/2024

যারা ট্রানজেন্ডার এবং তৃতীয় লিঙ্গকে একত্রিত করে ফেলেন, তাদেরকে বলছি একটু উইকিপিডিয়াতে ঘুরে আসুন |তাহলে তৃতীয় লিঙ্গ এবং ট্রানজেন্ডার জিনিসটা বুঝতে পারবেন আশা করি | জন্মগতভাবে হিজড়া হওয়া বা তৃতীয় লিঙ্গের হওয়া, দোষের কিছু নয়, কারণ তারা জন্মগতভাবেই এভাবে জন্মগ্রহণ করেছে | আর ট্রান্সজেন্ডার যেটা নিয়ে বর্তমান ইস্যুতে কথা হচ্ছে, সেটা হচ্ছে মনের ইচ্ছায় ছেলে থেকে মেয়ে বা মেয়ে থেকে ছেলেতে নিজেকে রূপান্তরিত করা | যেমন মেইল থেকে ফিমেল এ রূপান্তর করা মনের ইচ্ছায় | বর্তমানে বিষয় হচ্ছে শিক্ষিতরা জিনিসটা বুঝেও না বোঝার ভান ধরছে |

To those who conflate transgender and third gender, I suggest you take a look at wikipedia and hopefully you will understand the third gender and transgender thing. There is nothing wrong with being transgender or transgender at birth, because they are born that way. And the transgender that is being talked about in the current issue, is changing oneself from a boy to a girl or from a girl to a boy. For example, converting from mail to female is at will At present the issue is that educated people are pretending not to understand the thing






16/08/2023

শোক সংবাদ
বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের আর এস এল,দূর্জয় স্যার আর আমাদের মাঝে নেই।
গোপালগঞ্জ তার গ্রামের বাড়িতে যাওয়ার পথে বাইক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে।তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।ইন্না-লিল্লাহ অইন্নাহি রাজিউন।
আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন,আমিন।

কোরআনের পাখিটাকে এত বছর কারাগারে বন্দী রাখলেন, আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না...!আমাদের মাঝ থেকে চিরতরে বিদায় নিলেন, আল্লাম...
14/08/2023

কোরআনের পাখিটাকে এত বছর কারাগারে বন্দী রাখলেন, আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না...!

আমাদের মাঝ থেকে চিরতরে বিদায় নিলেন, আল্লামা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর। আল্লাহ হুজুরকে জান্নাতুল ফেরদাউস দান করুক-আমিন।😭

নামাজ নাই..! কোরবানি নেই..! যে ব্যক্তি নামায পড়ে না। তার করবেন আল্লাহর কাছে কবুল হবে না। কোরবানি কবুল নিয়ে গুরুত্বপূর্...
16/06/2023

নামাজ নাই..! কোরবানি নেই..! যে ব্যক্তি নামায পড়ে না। তার করবেন আল্লাহর কাছে কবুল হবে না। কোরবানি কবুল নিয়ে গুরুত্বপূর্ণ কথা বললেন হযরত মাওলানা গোলাম সারোয়ার সাঈদী।

শেষ জামানা কি হতে যাচ্ছে শুনুন :https://youtu.be/cPCHzteMb-o

17/02/2023

জুমার দিনের আমল ভিতরে একটি আমল, সূরা ক্কাহাফ পড়া।

Address

Kalapara, Barishal
Kalapara
8650

Alerts

Be the first to know and let us send you an email when Amin Holy Tune Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share