Hafijur Rahman Akas

Hafijur Rahman Akas আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। সত্য এবং নিষ্ঠাকে ভালোবাসি।
(11)

এক ভদ্রলোক প্রচুর মদ খেয়ে , জুয়ায় সব টাকা হারিয়ে ... হোটেল থেকে বেরিয়ে নিজের গাড়িতে উঠেছেন ।এমন সময় এক ভিক্ষুক তার কাছে...
17/04/2025

এক ভদ্রলোক প্রচুর মদ খেয়ে ,
জুয়ায় সব টাকা হারিয়ে ... হোটেল থেকে বেরিয়ে
নিজের গাড়িতে উঠেছেন ।
এমন সময় এক ভিক্ষুক তার কাছে ভিক্ষা চায়...
ভিক্ষুক : কটা টাকা দেবেন স্যার ?

বাবু : আমার কাছে একটা পয়সাও নেই ।এক বোতল স্কচ আছে । তুমি এটা নাও ।

ভিক্ষুক : আমি মদ খাইনা স্যার।

বাবু : ( পকেট থেকে দামী সিগারেটের প্যাকেট বার করে) তাহলে এটা রাখ ..

ভিক্ষুক : স্যার আমি
সিগারেট বিড়ি খাইনা ।

বাবু : (গাড়ী থেকে কিছু রেসের টিকিট বার করে)
ঠিক আছে কাল শনিবার .. এটা রাখো ... রেস খেলো ।

ভিক্ষুক : আমি জুয়া খেলি না স্যার ।

বাবু : ( একটু ভেবে) চলো .. তোমাকে একটা মহিলার সাথে আলাপ করিয়ে দিচ্ছি.. ফূর্তি করো।

ভিক্ষুক : আমার বাড়ীতে বউ আছে স্যার । আর আমি তাকে খুব ভালোবাসি ।

বাবু : ( পকেট থেকে নিজের কার্ড বার করে)
কাল আমার বাড়ী যেও। তোমার সাথে আমার বউ এর
পরিচয় করে দেব। তারপর যতো টাকা চাও দেবো ।

ভিক্ষুক : আপনার বউ এর সাথে পরিচয় করতে হবে কেন স্যার ??

বাবু : আমার বউ এর দেখা দরকার যে , মদ না খেলে ..
স্মোক না করলে.. জুয়া না খেললে.. মহিলা নিয়ে ফুর্তি না করলে একটা পুরুষ মানুষের কী দশা হয় !!!
🤔🙄😀😛😝
. হাসতে থাকুন ভালোবাসতে থাকুন আর অবশ্যই follow করে পাশে থাকবেন 😊 😁😁

16/04/2025

বরিশালের ভোলায়

আড়ানীতে ঘটে যাওয়া ঘটনা থেকে আমরা জানতে পারি, নিহত ওই বৃদ্ধের  স্ত্রী ৮ মাস  আগে মারা যায়। এরপর দুই ছেলে ও দুই মেয়ে কিছ...
16/04/2025

আড়ানীতে ঘটে যাওয়া ঘটনা থেকে আমরা জানতে পারি, নিহত ওই বৃদ্ধের স্ত্রী ৮ মাস আগে মারা যায়। এরপর দুই ছেলে ও দুই মেয়ে কিছুদিন বাবাকে রাখার পর আর রাখতে চায়না ওনাকে। এ নিয়ে চলে অনেক ঝগড়া। এমনও রাত গেছে বৃদ্ধ মানুষটি সারারাত উঠানে ছিল ছেলেরা দরজা খুলেনি। মৃত্যুর দিন সকালেও দু ছেলের বৌ এর সাথে খুব ঝগড়া হয় এবং তাকে বেড়িয়ে যেতে বলে ছেলেরাও। এমনকি তার ব্যবহৃত জিনিসপত্র উঠানে ফেলে দেয়। এরপর স্টেশনে ভোর থেকে বসে মেলানোর চেষ্টা করেছেন জীবনের সমস্ত হিসাব নিকাশ। সারাদিনে এক মুঠো খাবারো জোটে নি। শেষমেষ জীবনের হিসেব নিকাশ মেলাতে না পেরে দুপুরে আ/ত্ম/হ/ত্যা করেন। সমাপ্ত হয় প্রচন্ড যন্ত্রণার এক জীবনের, যেই শরীরের রক্ত ঘাম করে সন্তানদের মানুষ করেছেন, সেই শরীর চলে গেল না খেয়েই... আহারে জীবন!

*সাংবাদিক ইমরান ভাইয়ের টাইম লাইন থেকে নেওয়া

10/04/2025
05/04/2025

ছেলে হয়েও যারা সিগারেট খায় নাহ, তারা প্রতি মিনিটে একটি করে Kiss deserve করে!😇
বলেন কথা ঠিক কিনা?

02/04/2025

প-রকীয়ার অ-ভিযোগে গৃহবধূ ও যুবককে বৈদ্যুতিক খুঁটিতে বেঁ-ধে নি-র্যা-ত-ন।

কুয়াকাটায় পুকুরে ধরা পড়ল ৯ কেজির কোরাল
01/04/2025

কুয়াকাটায় পুকুরে ধরা পড়ল ৯ কেজির কোরাল

পটুয়াখালীর কুয়াকাটায় পুকুরে ধরা পড়েছে ৯ কেজি ওজনের কোরাল মাছ। স্থানীয় বাজারে মাছটি ৯২০ টাকা কেজি দরে ৮ হাজার ২৮০ ....

31/03/2025

আসল ঘটনা এটা। শেয়ার করে সবাইকে জানিয়ে দিন

31/03/2025

মোগো কুয়াকাটা

মায়ের আবদার রক্ষায় হবু পাত্রের সাথে প্রথমবার একা মিট করতে উত্তরার এক ওপেন এয়ার রেস্টুরেন্টে এসেছিলাম গতকাল ইফতারের পর। আ...
31/03/2025

মায়ের আবদার রক্ষায় হবু পাত্রের সাথে প্রথমবার একা মিট করতে উত্তরার এক ওপেন এয়ার রেস্টুরেন্টে এসেছিলাম গতকাল ইফতারের পর। আলাপচারিতার এক পর্যায়ে পাত্র জানতে চাইলো আমি পাত্রের কাছে কত মোহর আশা করি।

আমি বললাম "আমার বান্ধবীর ১৫ লাখে বিয়ে হয়েছে। আমার এর কমে হলে ভালো দেখায়না"। পাত্র কোন উত্তর দেয়নি৷ মাথা নাড়িয়ে সায় দিয়েছে। আমরা একে অপরের ব্যাপারে অনেক কিছু জেনে নিই। একসময় আমরা একে অপরের থেকে বিদায় নেই।

আজকে সকালে মায়ের থেকে জানতে পারি পাত্রপক্ষ বিয়েতে অপারগতা প্রকাশ করেছে। আমার একটু অপমান লাগে ব্যাপারটা। রিজেক্ট করার অধিকার শুধু আমিই রাখতে চেয়েছিলাম। আমি পাত্রকে কল দিয়ে কারন জানতে চাই। পাত্র স্বভাবসুলভ বিনয়ের সাথে উত্তর দেয়, তার বন্ধুর নাকি প্রাইভেট ভার্সিটির এর সেরা সুন্দরীর সাথে বিয়ে হয়েছে।

এখন এমন সুন্দরী মেয়ের সাথে বিয়ে না হলে নাকি তার সমাজে মুখ থাকবেনা। তাই সে বিয়েতে অসম্মতি জানিয়েছে। আমার এবার আরো বেশি অ'পমানিত বোধ করলাম। আমি সুন্দরি নই ?

কোনোভাবে কি এই ছেলের বিরদ্ধে কোণ ব্যবস্থা নেওয়া যাবে ?
অভিজ্ঞদের পরামর্শ চাই।

( নাম প্রকাশে অনিচ্ছুক )

Address

Kalapara

Alerts

Be the first to know and let us send you an email when Hafijur Rahman Akas posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share