22/08/2025
রাষ্ট্রীয় তহবিলের অপব্যবহার: শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে গ্রেপ্তার
ডেস্ক রিপোর্ট
কলম্বো, শ্রীলঙ্কা: রাষ্ট্রীয় তহবিলের অপব্যবহারের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে গ্রেপ্তার করেছে দেশটির অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ৭৬ বছর বয়সী এই অভিজ্ঞ রাজনীতিবিদকে শুক্রবারই রাজধানী কলম্বোর ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে। আদালতে তোলার আগে তিনি সিআইডির কাছে তার জবানবন্দি দিয়েছেন।
বিক্রমাসিংহের বিরুদ্ধে অভিযোগটি মূলত ২০২৩ সালে তার একটি যুক্তরাজ্য সফরকে কেন্দ্র করে। কিউবায় অনুষ্ঠিত জি৭৭ শীর্ষ সম্মেলন থেকে ফেরার পথে তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওলভারহ্যাম্পটনের একটি অনুষ্ঠানে যোগ দেন। সিআইডির অভিযোগ, এটি একটি ব্যক্তিগত সফর হলেও এর জন্য রাষ্ট্রীয় তহবিল ব্যবহার করা হয়েছিল, যা ক্ষমতার অপব্যবহারের সামিল। তবে বিক্রমাসিংহে শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছেন।
বিবিসি সিনহালার তথ্য অনুযায়ী, ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকাকালীন রনিল বিক্রমাসিংহে মোট ২৩টি বিদেশ সফরে গিয়েছিলেন, যাতে ব্যয় হয়েছে প্রায় ৬০ কোটি শ্রীলঙ্কান রুপি (প্রায় ২ মিলিয়ন মার্কিন ডলার)।
উল্লেখ্য, শ্রীলঙ্কার ইতিহাসে রনিল বিক্রমাসিংহে একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি ১৯৯০-এর দশক থেকে মোট ছয়বার দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ২০২২ সালে নজিরবিহীন অর্থনৈতিক সংকটের মুখে গণ-আন্দোলনের মুখে তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালিয়ে গেলে তিনি প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন। তার সময়ে শ্রীলঙ্কার ভেঙে পড়া অর্থনীতিকে স্থিতিশীল করার প্রচেষ্টার জন্য তিনি আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছিলেন।
এই গ্রেপ্তারের ঘটনা শ্রীলঙ্কার রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে, কারণ দেশটির অর্থনীতি পুনরুদ্ধারে যার ভূমিকা সবচেয়ে বেশি বলে মনে করা হয়, তারই বিরুদ্ধে এখন দুর্নীতির অভিযোগ উঠেছে।
#রনিল_বিক্রমাসিংহে #শ্রীলঙ্কা
#রনিল_গ্রেপ্তার #রাষ্ট্রীয়_তহবিলের_অপব্যবহার
#দুর্নীতি #শ্রীলঙ্কার_রাজনীতি
#ব্রেকিং_নিউজ #সাবেক_প্রেসিডেন্ট