SM News 24 Satkhira

SM News 24 Satkhira এস এম নিউজ ২৪ কথা বলি গণমানুষের কণ্ঠে।
(3)

আমরা সব সময় সত্য ও সঠিক খবর প্রচার করি. আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ �গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদিত।

30/09/2025

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কলারোয়া উপজেলার যুগিখালী ইউনিয়নের ২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা সমাবেশ থেকে সরাসরি,,,,,,,,,,

30/09/2025

কলারোয়ার স্থানীয় একদল তরুণ সমাজ মানবতার টানে এগিয়ে এসেছে। কোনো দলীয় পরিচয় নয়—শুধু অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে তারা মানুষের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করেছেন। আয়োজকরা জানান, প্রতি মাসের ৩০ তারিখকে একটি বিশেষ দিন হিসেবে চিহ্নিত করা হয়েছে। ইনশাআল্লাহ, এই দিনটিতে নিয়মিতভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কর্মসূচি অব্যাহত থাকবে।তরুণদের ভাষায়—“আমাদের ছোট্ট প্রয়াস, ৫-৭ জন মিলে গরিব-দুঃখী মানুষের মাঝে খিচুড়ি বিতরণ। সবার মুখে হাসিই আমাদের সবচেয়ে বড় অর্জন।”তারা সমাজের সব স্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

নিখোঁজ সংবাদসিয়াম সাদিক নামের এক কিশোর নিখোঁজ হয়েছে।তার পিতার নাম: মোঃ জোহর আলী।ঠিকানা: গ্রাম- মির্জাপুর, থানা- কলারোয...
29/09/2025

নিখোঁজ সংবাদ

সিয়াম সাদিক নামের এক কিশোর নিখোঁজ হয়েছে।
তার পিতার নাম: মোঃ জোহর আলী।
ঠিকানা: গ্রাম- মির্জাপুর, থানা- কলারোয়া, জেলা- সাতক্ষীরা।

সে ধানঘোরা হাফিজিয়া মাদ্রাসা থেকে নিখোঁজ হয়েছে। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি ছেলেটির সন্ধান পেয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

যোগাযোগ: 01711278213

একটা স্মৃতি বলে যান🤨
29/09/2025

একটা স্মৃতি বলে যান🤨

29/09/2025

কলারোয়ায় পূজা মণ্ডপ পরিদর্শন

সাতক্ষীরার কলারোয়া উপজেলার বাকসা পশ্চিম দাশপাড়া সার্বজনীন দূর্গা পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ৫ নং কেড়াগাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আশরাফ হোসেনের স্ত্রী ও কলারোয়া মহিলা বিএনপির নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে তারা পূজায় আগত ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব পালনের জন্য শুভকামনা জানান।

—সীমান্ত প্রতিনিধি: মোঃ আল আমিন হোসেন

সম্পূর্ণ প্রোগ্রাম লাইভ সম্প্রচার করবো ইনশাআল্লাহ
29/09/2025

সম্পূর্ণ প্রোগ্রাম লাইভ সম্প্রচার করবো ইনশাআল্লাহ

28/09/2025

কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মোটরসাইকেল চুরি

সাতক্ষীরার কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আজ (রবিবার) দুপুরে দুইটি মোটরসাইকেল চুরি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালে রাখা মোটরসাইকেল অজ্ঞাত চোরচক্র চুরি করে নিয়ে যায়। স্থানীয়দের দাবি, সম্প্রতি হাসপাতালে বারবার মোটরসাইকেল চুরির ঘটনা ঘটছে।

এ বিষয়ে কলারোয়া থানা পুলিশ জানায়, চুরির বিষয়টি তাদের দৃষ্টি আকর্ষণ করেছে। যদি কেউ চোরদের চিনতে পারেন বা কোনো তথ্য দিতে পারেন, তাহলে কলারোয়া থানায় জানাতে অনুরোধ করা হয়েছে। তথ্যদাতার নাম গোপন রাখা হবে বলেও জানায় পুলিশ।

28/09/2025

নবম বারের মতো এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট নিজেদের করে নিলো ভারত।

📰 নিখোঁজ সংবাদমেহেরজান নামের এক মহিলা গত বুধবার সকাল প্রায় ১০টা থেকে নিখোঁজ রয়েছেন। তিনি শাকদা বাজার থেকে কলারোয়া যাও...
28/09/2025

📰 নিখোঁজ সংবাদ

মেহেরজান নামের এক মহিলা গত বুধবার সকাল প্রায় ১০টা থেকে নিখোঁজ রয়েছেন। তিনি শাকদা বাজার থেকে কলারোয়া যাওয়ার পথে হারিয়ে যান।

🔹 নিখোঁজ ব্যক্তির পরিচয়:

নাম: মেহেরজান

বয়স: আনুমানিক ৫৫ বছর

বাড়ি: গ্রাম মাহমুদপুর, ইউনিয়ন লাঙ্গলঝাড়া, উপজেলা কলারোয়া, জেলা সাতক্ষীরা

শারীরিক অবস্থা: মানসিক ভারসাম্যহীন

পরনে ছিল: পীত রঙের শাড়ি এবং দুই পায়ে দুই রঙের জুতা

🔹 পারিবারিক তথ্য:

স্বামী: শওকত গাজী

ছেলে: হাসমত

মেয়ে: সান্তনা

📞 যোগাযোগ:
যদি কোনো সহৃদয়বান ব্যক্তি মেহেরজানকে দেখে থাকেন বা তার সন্ধান পান, অনুগ্রহ করে নিম্নলিখিত নম্বরে যোগাযোগ করুন—

০১৭৭৫-১৮০৯১৫ (স্বামী: শওকত গাজী)

০১৭৯২-০৯৯৭১৭ (ছেলে: হাসমত)

📷 (সংবাদের সাথে মেহেরজানের একটি ছবি সংযুক্ত করা হবে, যা প্রায় ১১ বছর আগে তোলা।)

🟢 অনুগ্রহ করে এই তথ্যটি শেয়ার করুন, যাতে দ্রুত মেহেরজানকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া যায়।

সামাজিক সংগঠন আল ঈমান ইনস্টিটিউট এর উদ্যোগে  #স্বালম্বীকরণ প্রকল্প  এর আওতায়  কলারোয়া উপজেলার  বিভিন্ন ইউনিয়নের অসহায় দু...
28/09/2025

সামাজিক সংগঠন আল ঈমান ইনস্টিটিউট এর উদ্যোগে #স্বালম্বীকরণ প্রকল্প এর আওতায় কলারোয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয় । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা কলারোয়ার জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ সাহেব।

#কলারোয়া #জামায়াত #সেলাইমেশিনবিতরণ #অধ্যক্ষইজ্জতউল্লাহ #মানবিকউদ্যোগ

28/09/2025

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ৫নং কেঁড়াগাছি ইউনিয়ন এর ৩ নং ওয়ার্ড ছাত্রদলের আগামী সংসদ নির্বাচন উপলক্ষে কর্মী সমাবেশে বক্তব্য রাখছেন
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল নেতা মোঃ আবির হোসেন।

Address

Kalaroa
9410

Alerts

Be the first to know and let us send you an email when SM News 24 Satkhira posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SM News 24 Satkhira:

Share