19/10/2025
জবি শিক্ষার্থী জুবায়েদ হোসাইন ছুরিকাঘাতে নিহত
পুরান ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হোসাইনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় টিউশনি করতে যাওয়ার পথে তিনি হামলার শিকার হন। বিষয়টি নিশ্চিত করেছেন বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
ওসি জানান, আরমানিটোলার পানির পাম্প গলির একটি টিউশনি বাসার সিঁড়ি থেকে জুবায়েদের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি ছুরিকাঘাতে নিহত হয়েছেন। তিনি আরও বলেন, “যে বাসার সিঁড়িতে তার মরদেহ পাওয়া যায়, সেখানে তিনি টিউশনি করতেন। এখনো সঠিক মৃত্যুর কারণ জানা যায়নি, তদন্ত চলছে।”
নিহত জুবায়েদ হোসাইন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি কুমিল্লায়। তিনি কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি এবং জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, “আমরা একজন শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এখনো কারণ জানা যায়নি। পুলিশকে সব সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করতে বলা হয়েছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি।”
ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ, তবে এখনো কোনো অভিযুক্ত বা কারণ শনাক্ত করা যায়নি।