Manob Kr Diaries

Manob Kr Diaries মানুষ যা হারায় তা ফেরে-বহুগুণে,অন্যরুপে,অন্যসময়ে❤️

01/06/2025

কোথাও একটা পড়েছিলাম, “Learn a person before you love a person"

Manob Kr Diaries 𝑭𝒐𝒍𝒍𝒐𝒘𝒆𝒓𝒔. Viral Post Viral FB Posts Viral Post

আমি বাবার দাহকার্য শেষ করে বাড়ি ফিরেই শুনেছিলাম আমার বিয়ে নিয়ে আলোচনা হচ্ছে। পরিবারের একটা মানুষ চলে যাবার আক্ষেপের চ...
18/05/2025

আমি বাবার দাহকার্য শেষ করে বাড়ি ফিরেই শুনেছিলাম আমার বিয়ে নিয়ে আলোচনা হচ্ছে। পরিবারের একটা মানুষ চলে যাবার আক্ষেপের চেয়ে আমাদের অনেক আত্মীয়স্বজনদের কাছে বাবা মেয়েটাকে পার করে দিয়ে গেল না কেন তার আক্ষেপ বেশি বোধ করেছিলাম।
জীবনে প্রথম বার আমার বিয়ে নিয়ে এত কথা শুনছিলাম। বাবা থাকাকালীন কেরিয়ার, ফ্রিডম ছাড়া অন্য কিছু আমাকে বুঝতে হয়নি। এই প্রথমবার বাবা না থাকার ধাক্কাটা লেগেছিল। এই প্রথম বুঝেছিলাম সামনের পথ সোজা না।
একজন অনাগত শিশুকে পৃথিবীতে আনার এতটাই চিন্তা সকলের যে আমার তিরিশ বছরের পরিবার কি খাবে কিভাবে জীবন ধারণ করবে সেই চিন্তা কারো মাথায় আসেনি।

আমাকে কেউ মানসিকভাবে অন্তত বিয়ে সম্পর্কিত বিষয়ে সাহায্য করেনি।আজকের দিন অবধি না।
আমি সবসময়ই ভেবে এসেছি এই কথাটা বাবাকে বললে সে কি উত্তর দিত..আর ঠিক সেটাই প্রতিষ্ঠিত করেছি আমার চারপাশে।

প্রসঙ্গত একজন তার ছেলের সম্বন্ধ নিয়ে এসেছিলেন,তিনি বলেছিলেন "এই যে তুমি এত করছো, ভাই এর সংসার হয়ে গেলে তোমার এই দাম কেউ দেবে না।তাই সময় থাকতে বিয়ে করো"
আমি খুব সম্মানের সাথে তাকে রিফিউজ করে বলেছিলাম, " এটা বড় সন্তান হিসাবে আমার কর্তব্য;প্রতিদানের আশা আমি রাখি না"
তিনি বয়স এবং বাচ্চার কথাও বলেছিলেন যেটা খুব ভ্যালিড। সাথে জানিয়েছিলেন তার ছেলের কাজের ওপর আমি নির্ভরশীল হতে পারি। কিন্ত তিনি জানাননি আমার বিয়ের পর আমার পরিবারের কি হবে।

আমি চূড়ান্ত ডিপ্রেশনে গেলেও কখনো দমে যাইনি। আমি তর্ক করে জেদ করে সম্মানের সাথে এবং অসম্মানের সাথে কিছু কথা প্রতিষ্ঠা করার চেষ্টা করে গেছি
১। আমি সন্তান নিতেও পারি নাও নিতে পারি।নিতেই হবে বা হতেই হবে তার কোনো মানে নেই আমার কাছে। কিন্ত যে বর্তমানে পৃথিবীতেই নেই তার জন্য আমার শেকড়গুলো উপেক্ষা করব না।

২| বিয়ে করলে সেই সম্ভাব্য পরিস্থিতিতেই করব যখন আমার পরিবারের আর্থিক সচ্ছলতার ওপর আমার সন্দেহ থাকবে না।

৩| বিয়ে করলে ভালো জীবনসঙ্গীর আশায় করব। সন্তানদের আশায় না।অনেক বাই চয়েস নিঃসন্তান দম্পতি প্রচন্ড সুখে আছে।

৪| বিয়ের পর কোনো কারণে ডিভোর্স হলে আমার যেন খোড়পোষের টাকা দাবী না করতে হয়, নিজেকে এতটুকু এলিজিবেল করে বিয়ের মতো সম্পর্কের ভীত স্থাপন করতে হবে।

আমরা পুরুষের মেরুদণ্ড নিয়ে অনেক কথা বলি , কিন্ত নিজেদের মেরুদণ্ড শক্ত আছে কি না দেখি না। মেয়েরা যেন কখনো ভেঙে না পরো, যেন সব পরিস্থিতিতেই দৃঢ় থাকতে পারো, যাতে তোমার মত প্রতিষ্ঠা করতে পারো তার প্রধান অস্ত্র কি জানো?
তোমার যোগ্য কেরিয়ার। এটা ঠিক করলে কেউ তোমাকে ব্ল্যাক' মেইল করার সাহস পাবে না।
মনে রাখবে; মানুষ তখনই তোমাকে ভাঙার সাহস দেখাবে যখন সে তোমাকে দূর্বল বোধ করবে।সে শ্বশুরবাড়ি হোক বাপেরবাড়ি হোক বা পাশের বাড়ি হোক!

✒️সুমি ভট্টাচার্য্য

14/05/2025

কে লিখেছেন জানি না , কিন্তু অসাধারণ👐
১. মা ৯ মাস বহন করে, বাবা ২৫ বছর ধরে বহন করেন, উভয়ই সমান , তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।
২. মা বিনা বেতনে সংসার চালায় ,বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করেন , উভয়ের প্রচেষ্টাই সমান , তবুও কেন বাবা পিছিয়ে আছেন জানেন না ।
৩. মা আপনার যা ইচ্ছা তাই রান্না করে , বাবা আপনি যা চান তা কিনে দেন , তাদের উভয়ের ভালোবাসা সমান , তবে মায়ের ভালোবাসা উচ্চতর হিসেবে দেখানো হয়েছে । জানিনা কেন বাবা পিছিয়ে।
৪. ফোনে কথা বললে প্রথমে মায়ের সাথে কথা বলতে চান , কষ্ট পেলে মা বলে কাঁদেন । আপনার প্রয়োজন হলেই আপনি বাবাকে মনে রাখবেন , কিন্তু বাবা কি কখনো খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময় মনে রাখেন না ? ছেলে মেয়েদের কাছ থেকে ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে , প্রজন্মের জন্য, বাবা কেন পিছিয়ে আছে জানি না।
৫. আলমারি মরে যাবে রঙিন শাড়ি আমার বাচ্চাদের অনেক জামা কাপড় দিয়ে কিন্তু বাবার জামা খুব কম , নিজের প্রয়োজনে তোয়াক্কা করেন না, তারপরও জানেন না কেন বাবা পিছিয়ে আছেন।
৬. মায়ের অনেক সোনার অলংকার আছে, কিন্তু বাবার একটাই আংটি আছে যেটা তার বিয়ের সময় দেওয়া হয়েছিল। তবুও মা কম গহনা নিয়ে অভিযোগ করতে পারেন আর বাবা করেন না। তারপরও জানিনা বাবা কেন পিছিয়ে।
৭. বাবা সারা জীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য, কিন্তু স্বীকৃতি পাওয়ার কথা আসে , কেন জানি না সব সময় পিছিয়ে থাকেন।
৮. বাবা-মা যখন বুড়ো হয়ে যায় , তখন বাচ্চারা বলে , মা ঘরের কাজ দেখাশোনা করার জন্য অন্তত উপকারী , কিন্তু তারা বলে , বাবা অকেজো।
৯. বাবার পিছনের কারণ তিনি পরিবারের মেরুদন্ড । আর আমাদের মেরুদন্ডগুলো তো আমাদের শরীরে পিছনে । অথচ তার কারণেই আমরা নিজেদের মত করে দাঁড়াতে পারছি। সম্ভবত, এই কারণে তিনি পিছিয়ে আছেন ,,,,,,!!!!
****জানিনা কে লিখেছে, কুড়িয়ে পাওয়া ।
সমস্ত বাবাদেরকে উৎসর্গ করছি*
প্রণাম জানাই পৃথিবীর সকল বাবাদেরকে !

Viral FB Posts 𝑭𝒐𝒍𝒍𝒐𝒘𝒆𝒓𝒔. Manob Kr Diaries Manob Kr Saha Viral Post Viral Post

10/05/2025

"মা" ভক্ত সন্তান হওয়াটা কি পাপ?

যে মা ৯ মাস ১০ দিন আমাকে গর্ভে রেখে অনেক যন্ত্রণা সহ্য করে পৃথিবীর আলো দেখালো,,আমার উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকল দুঃখ কষ্ট মুখ বুঝে সহ্য করে,নিজের সব কিছু ত্যাগ করে নিজের জীবন কে কাটিয়ে দিলো,যে মা আমাকে ২৯ টা বছর সকল ঝড়, সকল বিপদ থেকে রক্ষা করলো সর্বশেষে সেই মা কি সন্তানের কাছে বোঝা হয়ে যায়, বিরক্তিকর হয়ে যায়?আজব,
মা ভক্ত ছেলেদের নাকি সংসার টিকে না এ কথাটা ভুল।Adjustment বড় জিনিস।

আমার মতামতের সাথে ভিন্নমত থাকলে সেটা আলাদা ব্যাপার,,সেটা যার যার নিজস্ব বিষয়।

নিজের কথা :- Manob Kr Saha
Manob Kr Diaries

24/04/2025

ঘরের মানুষের সাথেই আমার মতের মিল হয়না, আর আপনারা তো ফেসবুক ফ্রেন্ড।

Viral FB Posts 𝑭𝒐𝒍𝒍𝒐𝒘𝒆𝒓𝒔. Viral Post Viral Post Manob Kr Diaries

07/04/2025

পুরুষ মানুষের সঙ্গ পাওয়া আর ভালোবাসা পাওয়া এক নয় !!

পুরুষ মানুষের ভালোবাসা পাওয়া নারীর জন্য সৌভাগ্যের ব্যপার। আপনি চেষ্টা করলে অবশ্য সঙ্গ পেতে পারেন কিন্তু নিজের সবকিছু উজার করে দিয়েও পুরুষ মানুষের ভালোবাসা পাওয়া দুষ্কর।

কারন পুরুষ মানুষ এমন একটা পদার্থ দিয়ে তৈরি, তাদের যেমন সব কিছু বিলিয়ে দিয়েও তাদের ভালোবাসা পাওয়া যায় না, তেমনি তাদের কিছু না দিয়েও কিছু নারী পেয়ে যায় তাদের ভালোবাসা আজীবনের জন্য। এজন্যই বলা যেতে পারে, যে নারী পুরুষ মানুষের ভালোবাসা পেলো সে নারী চিরসুখী।

পুরুষ মানুষ এক নারীর ভালোবাসায় আকৃষ্ট হয়ে সারাজীবন একা কাটিয়ে দিতে পারে। কিন্তু কখনো কোন নারীকে এক পুরুষকে ভালোবেসে জীবন কাটিয়ে দিতে দেখিনি। প্রিয় মানুষকে হারিয়ে চির কুমারী থাকতে দেখিনি। বরঞ্চ দীর্ঘদিনের সম্পর্কে বিচ্ছেদ ঘটিয়ে নারী অন্য পুরুষকে জীবন সঙ্গি হিসেবে বেছে নেয়, ভবিষ্যতে সুখে থাকার লোভে !!
Viral Post 𝑭𝒐𝒍𝒍𝒐𝒘𝒆𝒓𝒔. Viral FB Posts Viral Post

সবাই থাকার জন্য আসে না-কেউ কেউ প্রয়োজনে আসে;সময় কাটানোর জন্য আসে।প্রয়োজন অনুযায়ী গুরুত্ব দেয়,সময় অনুযায়ী থেকে যায়।এই পৃথ...
02/04/2025

সবাই থাকার জন্য আসে না-
কেউ কেউ প্রয়োজনে আসে;
সময় কাটানোর জন্য আসে।

প্রয়োজন অনুযায়ী গুরুত্ব দেয়,
সময় অনুযায়ী থেকে যায়।

এই পৃথিবীতে আমি হলাম বোকাদের দলের মানুষ,
শুধু বোকা না, ভয়ংকর বোকা।

কেউ একটু আমার সাথে সুন্দরভাবে কথা বললে ভাবি-
সে আমাকে গুরুত্ব দিচ্ছে আমাকে বোঝার চেষ্টা করছে,
কন্তু না; আসলে সে তার প্রায়োজন মেটাচ্ছে।
খানিক পরেই দেখি; ভালো থাকবেন বলে তারাও চলে য়ায়।

হাঁটতে থাকা আমি মাথার উপর চাঁদ দেখে ভাবি-
সে আমাকে সঙ্গ দিচ্ছে, কিন্তু না;
একটা সময় দেখি অন্ধকার ফুরিয়ে যাওয়ার পর-
সেও অদৃশ্য হয়ে যায়।

এ জগতে কেউ সঙ্গ দেয় না,
কেউ প্রয়োজনের বাইরে গুরুত্ব দেয় না।

- Manob Kr Diaries Viral FB Posts Viral Post 𝑭𝒐𝒍𝒍𝒐𝒘𝒆𝒓𝒔. Viral Post

01/04/2025

প্রিয় কল্যাণী,
ধরে নাও বিরক্তিকর মানুষ বলতে আমিই ছিলাম, চলে গেলেই কী তোমার শান্তি মিলবে প্রিয় কল্যাণী। যদি আমার নিখোঁজ সংবাদ তোমাকে শান্তির নীড় গড়ে দেয় তবে আমার কাছে নিখোঁজ সংবাদ হওয়া খুব বেশি কিছু কী? তোমার শান্তিটায় তো চেয়েছিলাম শুরু থেকে। আজও চাই তোমার শান্তির নীড় হোক, আমি না হয় আড়াল থেকেই তোমার শান্তিতে থাকা উপভোগ করবো।জীবন তো ছোট্ট কেটে যাবে আমার টেনেটুনে ও নিয়ে তোমার মস্তিষ্ক ক্ষয় করতে হবে না কষ্ট করে কল্যাণী,তুমি শান্তি ভালোবাসতে শান্তি কে সঙ্গী করে বেঁচে থাকো হাজার বছর।

Viral Post 𝑭𝒐𝒍𝒍𝒐𝒘𝒆𝒓𝒔. Viral FB Posts Viral Post

26/03/2025

আমি নিজের পোস্ট নিজেই বার বার দেখি,নিজের পোস্ট দেখার মাঝে অনেকটা আনন্দ উপভোগ করি🤣🤣
Viral FB Posts 𝑭𝒐𝒍𝒍𝒐𝒘𝒆𝒓𝒔. Viral Post Manob Kr Diaries

11/03/2025

নিজের মূল্যায়ন করতে শিখুন--

১. প্রিয়জনের কাছে মূল‍্যহীন হয়ে গেলে নিজে থেকেই সরে আসুন, ভিতরে সাময়িক যন্ত্রণা হলেও এটা অনেক সম্মানের।

২. যদি বুঝতে পারেন কেউ হতাশায় ভুগছে তাকে জ্ঞান বা উপদেশ দিতে যাবেন না। সে কি বলতে চায় সেটা শুনুন। এই সময় মানুষ উপদেশ শুনতে চায় না, সে চায় আগে তার ভেতরের কথাগুলো কেউ মন দিয়ে শুনুক।

৩. কাউকে অকারণে কষ্ট দেবেন না। এই মুহূর্তে আপনি যার সাথে ইচ্ছাকৃত অন্যায় করে নিজেকে জয়ী ভেবে বেশ ফুরফুরে মেজাজে আছেন, মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন - সে হয়তো প্রতিবাদ করবে না, কিন্তু তার নীরবতা, কষ্ট থেকে উঠে আসা দীর্ঘশ্বাস আপনার সাথে বোঝাপড়াটা সঠিক সময়ে করে নেবে।

৪. অন্যের চোখে ভালো সাজার জন্য নিজের ভালোলাগাগুলো বিসর্জন দেবেন না। যে আপনাকে আপনার মতো করে গ্রহণ করতে পারে না, তার কাছে গ্রহণযোগ্য হওয়ার চেয়ে একা থাকাই ভালো।

৫. যা হাতছাড়া হয়ে গেছে তা নিয়ে কখনো আফসোস করবেন না।

৬. বয়স, শিক্ষা, পদ বা পদবীর দিক দিয়ে কেউ ছোট হলেও কাউকে ছোট করে দেখবেন না, তাহলে আপনি ছোট হয়ে যাবেন।

৭. নিজের অবস্থান নিয়ে বাড়াবাড়ি রকমের আত্মবিশ্বাসী বা অহংকারী হবেন না। কারণ সময় যখন বদলায় উত্তাল সাগরও শুকিয়ে মরুভূমি হয়ে যায়।

৮. সমালোচনাকারীদের সঙ্গে যুদ্ধ করে নিজের সময় ও শক্তির অপচয় করবেন না। নিজেকে উন্নত করুন, তারা এমনিতেই চুপ হয়ে যাবে।

৯. গাধার সাথে তর্ক করতে বা গাধাকে কিছু শেখাতে যাবেন না। গাধার পিঠে ঐশী কিতাব চাপালেও গাধা গাধাই থাকে।

১০. ভুল জায়গায় স্যাক্রিফাইস আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ আপনাকে না দিবে সুখ, না দিবে সফলতা।

১১. আপনাকে ডুবানোর ইচ্ছা নিয়ে কিছু লোক বসে আছে যাদেরকে সাঁতারটা আপনিই শিখিয়েছিলেন।

১২. মানুষ সিংহের প্রশংসা করে কিন্তু আসলে গাধাকেই পছন্দ করে।

১৩. পরের ক্ষতি করার নেশা যদি কাউকে একবার পেয়ে বসে, নিজের অস্তিত্ব ধ্বংস না হওয়া পর্যন্ত তার হুঁশ ফেরে না।

১৪. জীবন মানেই GPA 5 কিংবা ভালো বেতনের চাকরি নয়। আপনার জানাশুনা অনেককেই পাবেন যাদের জীবন সম্পর্কে জ্ঞান অসম্পূর্ন কিন্তু ঠিকই ভালো বেতনের চাকরি পেয়ে গেছে।

১৫. সন্তানের জন্য বেশি বেশি সম্পদ জমা না করে সন্তানকেই সম্পদ বানিয়ে ফেলুন। একজন আদর্শ সন্তান আপনার জীবনের শ্রেষ্ঠ সম্পদ।

১৬. পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো আপনার উপকারের কথা মানুষ বেশিদিন মনে রাখবে না। আপনি কার কাছে কতদিন গুরুত্ব পাবেন? মূলতঃ এটা নির্ভর করে, আপনি তাদের প্রয়োজন কতদিন পর্যন্ত মেটাতে পারবেন? যতদিন তাদের প্রয়োজন মেটাতে পারবেন ঠিক ততদিনই আপনি তাদের কাছে গুরুত্ব পাবেন। অর্থাৎ যদিও অপ্রিয় তবুও সত্য, "প্রয়োজনেই প্রিয়জন"।

তাই মানুষ চিনতে শিখুন, প্রয়োজনে একা বাঁচুন তবুও নিজে ভালো থাকুন। মনে রাখবেন একা থাকলে হয়তো মানুষের কষ্ট হয়, কিন্তু কেউ মরে যায় না।
Viral FB Posts Viral Post 𝑭𝒐𝒍𝒍𝒐𝒘𝒆𝒓𝒔.

Address

Kaliganj

Telephone

+8801939739872

Website

Alerts

Be the first to know and let us send you an email when Manob Kr Diaries posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share