Troll Studio Mohammadpur

Troll Studio Mohammadpur Mohammadpur er stolen memes supplier

23/11/2024

যে বৈষম্য বিরোধী র ক্ত ক্ষ য়ী আন্দোলনের মাধ্যমে নতুন স্বাধীন বাংলাদেশের জন্ম সেই দেশে এখনো পতিত ফ্যা সি স্ট সরকা রের বীজ রয়ে গেছে সর্বত্র।

ছবিটির (কমেন্টে ছবি - ১ ) দিকে তাকান, জুলাই আগষ্ট আন্দো লনের সময়ের ছবি। ছবির লাল কলার জর্জেট পরিহিত তিনজন সা ম রি ক বা হি নী র প্রেষণে আগত কর্মকর্তা।

এরমধ্যে লাল তীর চিহ্ন ক র্নেল তস লিম এর হাতে এস এ ম জি। চলমান ছাত্র আন্দোলন দমনে অ স্ত্র হাতে উদ্যত এই দা ম্ভিক কর্মকর্তা এখনো আ ন সা র সদর দপ্তরে উপ মহাপরি চালক (প্রশাসন) হিসাবে কর্মরত রয়েছেন। ছবিতে হলুদ মার্কিং করা নিরস্ত্র ২১ বিসিএস ব্যাচের উপ মহাপরিচালক (অপারেশন্স) ফখ রুল কে বরখাস্ত করা হয়েছে নাশকতার দায়ে।

এরূপ আরো দুজন বিসিএস কর্মকর্তা দের বরখাস্ত করা হয়েছে।
বাকি দুইজন এর একজন ব্রি নাজি ম কুমিল্লা ক্যান্ট নমেন্ট ও সাবেক ডি জি (কমেন্টে ছবি - ২ ) বহাল তবিয়তে চাকুরী রত রয়েছেন, আর সেনা কর্মকর্তারা বাহিনী লুট করে খাচ্ছে। এরপর ও কি আপনারা দালালি করবেন? যেভাবে গত ১৬ বছর পতিত ফ্যা সি স্ট সরকারের দালালি করেছেন?

আনসার এর সংস্কার দেশের কোন মহল থেকেই চায়নি। কারণ আনসার কাউকে নির্বিচারে হত্যা করে নি। তবুও প্রতিনিয়ত জোর করে সংস্কার সংস্কার বলে চিল্লাচ্ছে বর্তমান মহাপরিচালক ও তার দল যেই সংস্কার এর কমিটি করা হয়েছে সে না বা হি নী থেকে আনা কিছু কর্মকর্তা কে দিয়ে। যার কোন আইনগত ভিত্তি নেই, একটি সংস্কার করার কথা বলা বলছে তারা যেখানে মন্ত্রণালয়ের কোন প্রতিনিধি নেই, অবসরপ্রাপ্ত আ ন সা র ক র্ম কর্তা ও সৈ নি ক দের প্রতিনিধি নেই, ছাত্র জনতার কোন প্রতিনিধি নেই। জানেন কি এই সংস্কার এর মূল উদ্দেশ্য কি? তবে শুনুন হে দালালের দল, এই সংস্কার এর মাধ্যমে আজীবনের জন্য কোন বিসিএস কর্মকর্তা যাতে বাহিনীর মহাপরি চালক হতে না পারে তার ব্যবস্থা করা হচ্ছে।

বিদ্যমান কাঠামো অনুযায়ী ১১ জন বিসিএস কর্মকর্তা গ্রেড ২ পদোন্নতি পাবার যোগ্য কিন্তু সেই পদোন্নতি দেয়া হচ্ছে না। এরা শুষে খাবে এই বাহিনীকে। বাহিনীর ১০ম গ্রেড এ পিএসসি থেকে নিয়োগপ্রাপ্ত সার্কেল এডজুটেন্ট পদটিকে ৯ম গ্রেড উন্নীত করার প্রস্তাব কে ডাস্টবিনে ছুঁড়ে ফেলা হয়েছে। উপজেলা প্রশিক্ষণ প্রশিক্ষিকা দের ১৫ তম গ্রেড কে ১০ম গ্রেড উন্নীত করার প্রস্তাবনা কেও বাতিল করে দেয়া হয়েছে।

বাহিনীর প্রতিটি স্তরে চরম পর্যায়ের অসন্তোষ ও ক্ষোভ জমা হচ্ছে। সত্যিকারের সংস্কার যদি হতেই হয় তবে এখন এই মুহূর্তে তারা বাহিনী থেকে করে যাক। পুলিশ যেভাবে ঘুরে দাঁড়াচ্ছে ঠিক তেমনি আ ন সা র ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ঘুরে দাঁড়াবে। প্রতিটি সদস্য বাহিনীতে তাদের ন্যায্য হিস্যা বুঝে পাবে।

তাই আর দল কানা না হয়ে আসুন সবাই মিলে সে না কর্ম কর্তাদের অনুরোধ জানাই, আনসার বাহিনীকে আনসার কর্মকর্তাদের হাতে ছেড়ে দেয়া হোক। গত ৫০ বছর ধরে তো অনেক শোষণ করলেন। এবার না হয় নতুন বাংলাদেশে নতুন ভাবে আ ন সা র কে বাঁচতে দিলেন?

Telapoka 😾
22/11/2024

Telapoka 😾

আ*ন* সার বা*হি* নীর সাম* রি*কীক রণের আরেকটি উদাহরণ ছ বিতে দেওয়া হলো।নিয়ো* গবিধি অনুযায়ী, ক *র্নে*ল পদম *র্যাদার নিচে ...
21/11/2024

আ*ন* সার বা*হি* নীর সাম* রি*কীক রণের আরেকটি উদাহরণ ছ বিতে দেওয়া হলো।

নিয়ো* গবিধি অনুযায়ী, ক *র্নে*ল পদম *র্যাদার নিচে থাকা কোনো সেনা কর্মকর্তার প্রেষণে আন* সার বা হি নীতে কাজ করার সুযোগ নেই। সুতরাং, আন সা র ডি* জি মহোদয়ের প্রতি আমাদের প্রশ্ন—কোনো ম ন্ত্র* ণালয়ের সুনির্দিষ্ট নির্দেশনা ছাড়া কীসের ভিত্তিতে বা হি*নী তে সে *না ক র্ম*ক র্তাদের যুক্ত করা হচ্ছে?

কমেন্টে নিয়ো* গ বিধি হুবুহু তুলে ধরা হয়েছে, বিশ্বাস না হলে বই খুলে পড়ে দেখেন।

তারপরও যদি চোখ না খোলে তাহলে এক গ্লাস পানি নিয়ে মুখে মারেন আর ঘুম থেকে ওঠেন।

প্রিয় আনসার ভাই ও বোনেরা.উপজেলা প্রশিক্ষক-প্রশিক্ষিকা বিশেষত যারা পরের দিকের ব্যাচ তাদের প্রাণের দাবি এই পদ কে ১০ গ্রেড ...
20/11/2024

প্রিয় আনসার ভাই ও বোনেরা.

উপজেলা প্রশিক্ষক-প্রশিক্ষিকা বিশেষত যারা পরের দিকের ব্যাচ তাদের প্রাণের দাবি এই পদ কে ১০ গ্রেড করা;

এবং উপজেলা কর্মকর্তা ৯ম গ্রেড নন ক্যাডার করা, জেলা ৫ম গ্রেড ,এছাড়া ১১ জন গ্রেড ২ পদোন্নতির যোগ্য হবার পরও পদোন্নতি না দিয়ে সেনা কর্মকর্তা দের এনে জোর করে সংস্কারের নামে বাহিনীতে কোনোদিন যেন ক্যাডার কর্মকর্তা মহাপরিচালক হতে না পারে সেই ব্যবস্থা করা হচ্ছে ।

আর এখনো আমাদের কিছু সহজ-সরল আনসার ভাইয়েরা না বুঝেই আপনাদের ডিজির পক্ষপাতিত্ব করে যাচ্ছেন।

ভাইয়েরা আমার, সময় থাকতে সোচ্চার হতে শিখুন। আপনারা এতগুলো বছর আমি এমনিই শোষণ হন নাই। এখনো আওয়াজ না তুলে চাটুকারিতা করে গেলে ক্ষতি বাহিনীরই হবে ।

Girls - iykyk
20/11/2024

Girls - iykyk

19/11/2024

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ভিডিপি প্রতিষ্ঠা করে গ্রামের অস্বচ্ছল নর-নারীদের প্রশিক্ষণ প্রদান করে তাদের কর্মে নিয়োজিত করার মহান উদ্যোগ নেন বেকারত্ব নিরসনে — জাতীয় উন্নয়নের জন্য এ এক অনন্য উদ্যোগ।

তৎকালীন সময়ে প্রতি গ্রাম পরিদর্শনের সময় একজন ভিডিপি কর্মকর্তা রাষ্ট্রপতির প্রটোকলে অংশ নিতেন, যা সরাসরি জনগণের কাছে পৌঁছানোর প্রতীক ছিল। কিন্তু বর্তমানে, ডিজি কর্তৃক এই লক্ষ্য থেকে সরে আসা হচ্ছে।

কীভাবে? এখন শুধুমাত্র শিক্ষিত এবং স্বচ্ছল ব্যক্তিদের ভিডিপি হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। একইসঙ্গে অভিজ্ঞ ও বর্ষীয়ান ইউনিয়ন দলনেতা-দলনেত্রী এবং কমান্ডারদের ধাপে ধাপে বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে।

অনেকে বলতেই পারেন, এতে সমস্যা কোথায়? কিন্তু বাস্তবে, এই প্রক্রিয়া বাহিনীর স্বাভাবিক কার্যক্রমকে ব্যাহত করছে। এর ফলে সৃষ্ট অসামঞ্জস্য বাহিনীকে অস্থিতিশীল করে তুলতে পারে।

উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে, ২৫ আগস্টের ঘটনাটি পূর্ববর্তী নেতাদের তৈরি করা অসামঞ্জস্যতার একটি স্পষ্ট প্রতিফলন।

এর চেয়েও দুঃখজনক বিষয়, আগের জেনারেলদের সময় যেমন বাহিনীর অর্থ দিয়ে গল্ফ টুর্নামেন্ট আয়োজন বা জেনারেল পত্নীদের লেডিস ক্লাবের নামে বাহিনীর টাকা অপচয় করা হতো, সেই সংস্কৃতি আজও বন্ধ হয়নি।

আমরা এমন দায়িত্বজ্ঞানহীন কার্যক্রমের তীব্র নিন্দা জানাই এবং বাহিনীর স্বচ্ছতা ও কার্যক্রমের ভারসাম্য রক্ষার দাবি জানাই।

বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে, ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের চাকরি স্থগিত রাখার অলিখিত নির্...
19/11/2024

বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে, ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের চাকরি স্থগিত রাখার অলিখিত নির্দেশ দিয়েছেন ডিজি। প্রয়োজনে, আমরা সংশ্লিষ্ট তালিকা প্রকাশ করার প্রস্তুতি নিচ্ছি।

আমরা ডিজি মহোদয়কে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিচ্ছি—তিনি যেন এই সমস্যার দ্রুত সমাধান করেন।

বর্তমানে এসএমএসের মাধ্যমে চাকরির স্ট্যাটাস দেখতে গেলে বিষয়টি ‘প্রক্রিয়াধীন’ দেখানো হলেও বাস্তবতা ভিন্ন। ইচ্ছাকৃতভাবে কোনো বিশেষ মহলের স্বার্থে এসব সদস্যদের চাকরি স্থগিত রাখা হয়েছে বলে আমাদের বিশ্বাস।

অন্যদিকে, জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত বাংলাদেশ গেমসে টানা পাঁচবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। দেশের অন্য কোনো ক্রীড়া দল এ ধরনের অর্জন করতে পারেনি।

তবে, আনসার সদর দপ্তরে অনুষ্ঠিত এক সভায়, মহাপরিচালক এই ক্রীড়া দলকে অনানুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করেন। এ সিদ্ধান্তের মাধ্যমে তিনি দলটির সদস্যদের গত তিন মাসের প্রাপ্য ভাতা আটকে রেখেছেন।

আমরা ডিজি মহোদয়ের এমন স্বেচ্ছাচারী কার্যক্রমের নিন্দা জানাই এবং এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

ইউ*সুফ সরকার কে বিড়ির চরম মূল্য দিতে হবে 🥱
18/11/2024

ইউ*সুফ সরকার কে বিড়ির চরম মূল্য দিতে হবে 🥱

Saadman Mahbub  dise amaderke. amra kisu jani na.
18/11/2024

Saadman Mahbub dise amaderke. amra kisu jani na.

জাতিগতভাবে বোধয় আমরা আসলেই হতভাগা, হুজুগে, উনি মন্দ বলেননি! 🙂স্বাধীনতার পরেও কিভাবে আও*য়ামীর এই মে*জ*র জে*না*রেল আ*নসা*র...
18/11/2024

জাতিগতভাবে বোধয় আমরা আসলেই হতভাগা, হুজুগে, উনি মন্দ বলেননি! 🙂

স্বাধীনতার পরেও কিভাবে আও*য়ামীর এই মে*জ*র জে*না*রেল আ*নসা*রের মতো বাহিনীর ডি*জি হয়?

ওনার চাইতে ভালো কাইউকেই কি এই সরকার খুঁজে পায় নি? নাকি আবারো পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনা?

Human race 😑😑
17/11/2024

Human race 😑😑

Doraemon er small light lagbe choto hobo. 🥲
17/11/2024

Doraemon er small light lagbe choto hobo. 🥲

Address

Mohammadpur, Dhaka
Kaligaon Mohammadpur
1215

Website

Alerts

Be the first to know and let us send you an email when Troll Studio Mohammadpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share