বিডি নিউজ

বিডি নিউজ পল্লী বিদ্যুৎ সম্পর্কিত নিউজ আপডেট সবার আগে পেতে যুক্ত থাকুন!!
(2)

বিবৃতি
14/09/2025

বিবৃতি

পল্লী বিদ্যুতের আন্দোলনের নেপথ্যে আসলে কী?(লিংক কমেন্টে)
14/09/2025

পল্লী বিদ্যুতের আন্দোলনের নেপথ্যে আসলে কী?
(লিংক কমেন্টে)

উপদেষ্টার আশ্বাসে পল্লী বিদ্যুৎ সমিতির গণছুটি কর্মসূচি স্থগিত...
12/09/2025

উপদেষ্টার আশ্বাসে পল্লী বিদ্যুৎ সমিতির গণছুটি কর্মসূচি স্থগিত...

আপনার সম্মানার্থে গণছুটি প্রত্যাহার করে আমরা প্রমাণ দিলাম আমাদের আন্দোলনে নির্বাচন বিরোধী শক্তি নেই। এবার আপনার প্রমাণ দ...
12/09/2025

আপনার সম্মানার্থে গণছুটি প্রত্যাহার করে আমরা প্রমাণ দিলাম আমাদের আন্দোলনে নির্বাচন বিরোধী শক্তি নেই। এবার আপনার প্রমাণ দেওয়ার পালা...

সমস্যা সমাধানের পথে না হেঁটে জেল, জুলুম ও হুমকি আর কত!ইনিয়ে বিনিয়ে ট্যাগিং দেওয়ার সংস্কৃতি থেকে বের হয়ে মূল বিষয় অ্...
11/09/2025

সমস্যা সমাধানের পথে না হেঁটে জেল, জুলুম ও হুমকি আর কত!

ইনিয়ে বিনিয়ে ট্যাগিং দেওয়ার সংস্কৃতি থেকে বের হয়ে মূল বিষয় অ্যাড্রেস করে সমাধানের পথে হাঁটুন। কমিটি কমিটি খেলা অনেক হয়েছে। ১৪ কোটি পল্লী বিদ্যুৎ গ্রাহকের জন্য সুষ্ঠু সমাধানের বিকল্প কোনো কিছু দিয়েই হবে না। আন্দোলনকারীগণের সাথে বসে সুষ্ঠু সমাধানের পথে না হেঁটে দুর্নীতিবাজ ও শোষক REB এর সরবরাহকৃত প্রেসক্রিপশন পড়ার নাটক দেশের ১৪ কোটি পল্লী বিদ্যুৎ গ্রাহকের সাথে প্রহসন ব্যতীত আর কিছুই নয়।

আমরা কোনো রাজনৈতিক এজেন্ডা নিয়ে মাঠে নামি নাই, আমরা নেমেছি ১৪ কোটি পল্লী বিদ্যুৎ গ্রাহকের অধিকার এবং মুক্তির জন্য।

মনে করিয়ে দিতে চাই, ২৪ এর জুলাই অভ্যুত্থানে সকল কিছু যখন বন্ধ হয়ে গেছিল তখনও নিরবচ্ছিন্ন পল্লী বিদ্যুৎ সেবা অক্ষুণ্ন ছিল।

শুভ বুদ্ধির উদয় হোক, পল্লী বিদ্যুৎ সমিতি মুক্তি পাক।

10/09/2025
কর্মসূচি চলমান থাকবে...
09/09/2025

কর্মসূচি চলমান থাকবে...

08/09/2025

এইটা নতুন মিটার। প্যাকেট থেকে খোলার সময় ৬০০+ ইউনিট জমা আছে। গ্রাহক প্রান্তে স্থাপন করা হলে গ্রাহক কাকে মিটারের সমস্যা বলবে? পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সরবরাহ করা মিটারের সমস্যা পল্লী বিদ্যুৎ সমিতি জবাব দিতে হবে। কেন? এগুলো আপনি বললে দেশদ্রোহী, মামলা, চাকরিচ্যুত, বরখাস্ত, স্ট্যান্ড রিলিজ সহ নানা হুমকি হয়রানি করা হয় ৬০০০+ বদলী করা হয়েছে, গত দুই মাসে দূর্ঘটনায় ৭জন লাইন ক্রু মারা গেছেন। পল্লী বিদ্যুৎ সমিতির আন্দোলন গ্রাহক সেবায় নতুন মাইলফলক হয়ে থাকবে। পল্লী বিদ্যুৎ সমিতিতে জনবল, যানবাহন ও রক্ষণাবেক্ষণ মালামালের ঘাটতি রয়েছে। সেবার নামে প্রতিবন্ধকতা সৃষ্টি করে পল্লী বিদ্যুতায়ন বোর্ড কিন্তু দায় সব পল্লী বিদ্যুৎ সমিতির। দেশের সচেতন নাগরিক হিসেবে আপনারা পল্লী বিদ্যুৎ সমিতির আন্দোলন কে সহযোগিতা করবেন এই প্রত্যাশা করি।

08/09/2025

পল্লী বিদ্যুতের কর্মীদের কর্মবিরতি এবং ২৪ ঘণ্টার মধ্যে কাজে না ফিরলে সরকারের ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারির প্রসঙ্গে সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ বলেছেন, সব পক্ষ যদি দায়িত্বশীল আচরণ না করে, তবে একটা ভিন্নরকম পরিস্থিতির মধ্যে পড়বে দেশ। আর যদি ব্ল্যাকআউট হয় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয় কিংবা সরকার যদি তাদের চাকরির ওপর থাবা বসায় এবং এনবিআরের মতো পরিস্থিতি তৈরি করে, তবে সেটা খুবই দুঃখজনক হবে। সম্প্রতি এক ইউটিউব ভিডিওতে তিনি একথা বলেন।

মোস্তফা ফিরোজ বলেন, বিদ্যুৎ সেক্টর স্পর্শকাতর একটা বিষয়।

বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হলে অর্থাৎ পাঁচ মিনিট বিদ্যুৎ বন্ধ থাকলে সারা দেশে সাড়া পড়ে যাবে বা সেটার প্রতিক্রিয়া তৈরি হবে। সুতরাং এরকম স্পর্শকাতর সেক্টরে এই ধরনের গণছুটিতে গিয়ে সরকারকে চাপ দেওয়াটা কতখানি যৌক্তিক, এটাও যেমন সত্য। আবার তাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার মতো পরিবেশ তৈরি না করে বা মেনে না নিয়ে তাদেরকে হুমকি দিয়ে কাজে বাধ্য করাটা কতটা যৌক্তিক সেটাও ভেবে দেখা দরকার।
প্রসঙ্গত, পূর্বঘোষিত কর্মবিরতি ও গণছুটির অংশ হিসেবে দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে অন্তত ৬৯টি সমিতির বেশির ভাগ কর্মকর্তা-কর্মচারী কর্মবিরতিতে গেছেন।

এদিকে গণছুটির নামে কর্মস্থলে অনুপস্থিত পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের কাজে যোগদানের নির্দেশ দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

08/09/2025
08/09/2025

আবারও কেন পল্লী বিদ্যুৎ সমিতি আন্দোলনে? অধ্যাপক আনামুল হক মহা পরিচালক, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট (BIDS) মোশ...

08/09/2025

তারা নিম্নমানের সামগ্রী ক্রয় করেন, নিম্নমানের মিটার গ্রাহকদের প্রদান করেন, যার কারণে গ্রাহকদের মিটারে বিল বেশি আসে, মিটার বিল বেশি আসার কারণে গ্রাহকদের সাথে আমাদের সম্পর্ক খারাপ হয়।

Address

Mohammadpur
Kaligaon Mohammadpur
6760

Website

Alerts

Be the first to know and let us send you an email when বিডি নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share