30/09/2025
মাদারীপুরের কালকিনিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন মাদারীপুর জেলা প্রশাসক মোছা: ইয়াসমিন আক্তার।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় দুর্গোৎসবের অষ্টমী পূজা উদযাপন উপলক্ষে উপজেলার মজিদ বাড়ি এলাকার দশানী সার্বজনীন দূর্গা মন্দির ঘুরে দেখেন তিনি এবং পূজার পরিবেশ ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।পূজামণ্ডপ পরিদর্শনকালে সঙ্গে ছিলেন র্যাব-৮ মাদারীপুর এর কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন, মাদারীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জুলেয় আহম্মেদ, কালকিনি উপজেলা নির্বাহী অফিসার সাইফ উল আরেফীন , কালকিনি থানার (ওসি) কে.এম সোহেল রানা, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্যামা প্রসাদ পাল, মন্দিরের সভাপতি ভজন দত্ত , সাধারণ সম্পাদক বিপ্লব দাসসহ পূজা উদযাপন কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। এ সময়ে পূজামণ্ডপে আগত ভক্ত ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক। মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা, আলোকসজ্জা, অগ্নিনির্বাপণ প্রস্তুতি এবং দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তার বিষয়গুলো পর্যবেক্ষণ করেন।
পরে জেলা প্রশাসক মোছা: ইয়াসমিন আক্তার বলেন, “শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এবার দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।”
প্রতিটি মণ্ডপে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে। ভিজিল্যান্স টিমসহ পূজার নিরাপত্তায় র্যাব, পুলিশ আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন।