কালকিনির সময়

কালকিনির সময় সত্যের সন্ধানে নির্ভীক আমরা।

কালকিনি উপজেলার সাবেক পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এনায়েত হোসেন হাওলাদারকে ঢাকার পল্টন এলাকা হতে সোমবার রাত...
14/01/2025

কালকিনি উপজেলার সাবেক পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এনায়েত হোসেন হাওলাদারকে ঢাকার পল্টন এলাকা হতে সোমবার রাত সাড়ে নয়টার দিকে গ্রেফতার করেছে পুলিশ।

কালকিনিতে হত্যায় ব্যাবহৃত দা উদ্ধার।গোয়েন্দা পুলিশের অভিযানে একাধিক আসামি আটকমাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে কাল...
07/01/2025

কালকিনিতে হত্যায় ব্যাবহৃত দা উদ্ধার।গোয়েন্দা পুলিশের অভিযানে একাধিক আসামি আটক

মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে কালকিনি বাশগাড়ি ইউনিয়নে হত্যা ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে।এসময় হত্যাকান্ডে ব্যবহৃত রক্তমাখা রামদা উদ্ধার করা হয়।আটককৃতরা হলেন ফয়সাল তালুকদার (৩০) পিতা-বজলু তালুকদার,রবিউল তালুকদার (২০), পিতা- লুৎফর তালুকদার, অমিত তালুকদার (২২), পিতা-গিয়াসউদ্দিন তালুকদার,সম্রাট তালুকদার (১৯), পিতা- দাদন তালুকদার এরা সকলে কালকিনি-কালাই সরদারের চর নিবাসী।
এদিকে অপর একটি অভিযানে র‍্যাব-০৮ এর সহায়তায় কালকিনি বাঁশগাড়ি ইউনিয়নের ত্রিপল হত্যা মামলার ২ আসামী বেলায়েত মৃধা (৪৮), পিতা- মৃত আলী আকবর মৃধা, ও মাহাবুব আলম মুকুল বেপারী (৪৫), পিতা-কাঞ্চন বেপারী গাজীপুর হতে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশসহ সারাবিশ্বে আবারো আসছে লকডাউনসময়টা ২০১৯ সাল।সেই বছরের শেষদিকে চীনে ব্যাপকহারে সংক্রমণ বাড়ে নতুন এক ভাইরাসের যা...
07/01/2025

বাংলাদেশসহ সারাবিশ্বে আবারো আসছে লকডাউন

সময়টা ২০১৯ সাল।সেই বছরের শেষদিকে চীনে ব্যাপকহারে সংক্রমণ বাড়ে নতুন এক ভাইরাসের যার নাম কোভিড-১৯ বা করোনা। একপর্যায়ে সেটি মহামারির রূপ নেয় সারাবিশ্বে। লকডাউনে চলে যায় পুরো বিশ্ব।পুরো বিশ্বের সাথে বাংলাদেশও চলে যায় লকডাউনে।থমকে যায় সারা বিশ্বের অর্থনীতি।

সেইসাথে বিশ্বে প্রাণ হারায় লাখ লাখ মানুষ। সেই বিভীষিকা মহামারির আতঙ্ক না কাটতে কাটতেই আবারো ৫ বছর পর নতুন ব্যাধি আতঙ্কে পূর্ব এশিয়ার দেশ চীন।

এখনও নিশ্চিত হওয়া না গেলেও, প্রাথমিক ধারণা, রাইনোভাইরাস ও হিউম্যান-মেটা-নিউমো (HMP) ভাইরাসের সংক্রমণে দেশটিতে রহস্যময় এই রোগের প্রাদুর্ভাব। এটির লক্ষণ শনাক্ত হয়েছে জাপানেও। ভাইরাসটির মূল লক্ষণ শ্বাসতন্ত্রের জটিলতা।

এটা নতুন কোনো ভাইরাস নয়। এমনকি এ নিয়ে বাংলাদেশে উদ্বেগের কোনো কারণ নেই।শ্বাসতন্ত্রে ছড়ায় এমন অন্যান্য ভাইরাসের মতোই নতুন এই ভাইরাস বলছেন বিশেষজ্ঞরা। অনেকটা ইনফ্লুয়েঞ্জা ধরণের ভাইরাসের আক্রমণের মতোই, যার উপসর্গ হিসেবে জ্বর-স্বর্দি-কাশি-ঠান্ডা হয়ে থাকে। কোভিড-১৯ একেবারে ভিন্ন ও নতুন আবহের ভাইরাস হওয়ায় এর প্রাদুর্ভাব বা মহামারির রেশ এতোটা বিস্তর হয়েছিল। তবে HMP নিয়ে আতঙ্কিত না হবারও পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, ২০২৩ সালে নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, ফিনল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র ও চীনে শনাক্ত হয়েছিলো HMP ভাইরাস।তাই এখনি বলা যাচ্ছে না বাংলাদেশসহ সারাবিশ্ব আবারো চলে যেতে পারে লকডাউনে।

06/01/2025

অবশেষে ভারতেও ঢুকে পড়েছে এইচএমপিভি। চীনে ছড়িয়ে পড়া নতুন এই ভাইরাসের খোঁজ মিলেছে দেশটিতে। দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর বেঙ্গালুরুতে একই দিনে দুই শিশুর শরীরে পাওয়া গেছে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি)-এর সংক্রমণ।

04/01/2025

কালকিনি উপজেলা চত্তরে বিএনপি ও ছাত্র দলের দু-গ্রুপের মাঝে ধাঁওয়া পাল্টা ধাঁওয়া ও হামলার ঘটনা ঘটেছে। আজ শনিবার দুপুরে এ হামলার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে।

04/01/2025

মেকওভার আর্টিস্ট রোজার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন গায়ক তাহসান।

21/12/2024

ভাঙ্গা-মাদারীপুর-
বরিশাল-
কুয়াকাটা ৬ লেনের সড়ক নির্মাণ প্রকল্প বাতিল।

11/12/2024

১২ বছর ছয় মাস বয়সী ২ হাজার ১১১ জন মুক্তিযোদ্ধার সনদ বাতিল।

হারানো বিজ্ঞপ্তিআজ সকাল ৯:০০ টায় কয়ারিয়া ময়দানের হাট থেকে গৌরনদী খেয়া ঘাটের পথে যাত্রার সময় একটি ব্যাগ হারিয়ে গেছে। ব্যা...
08/12/2024

হারানো বিজ্ঞপ্তি

আজ সকাল ৯:০০ টায় কয়ারিয়া ময়দানের হাট থেকে গৌরনদী খেয়া ঘাটের পথে যাত্রার সময় একটি ব্যাগ হারিয়ে গেছে। ব্যাগটির মধ্যে গুরুত্বপূর্ণ কাগজপত্র কিছু ব্যক্তিগত জিনিসপত্র রয়েছে

যদি কেউ ব্যাগটি খুঁজে পান, অনুগ্রহ করে নিচের নম্বরে যোগাযোগ করুন:
যোগাযোগ: 01745152764

পোস্টটি শেয়ার করুন।

07/12/2024

মাদারীপুরে লক্ষিগঞ্জ ও গোলাবাড়ি এলাকায় কিশোর গ্যাং দুই পক্ষের ঘন্টা ব্যাপী সংঘর্ষ ও বোমা হামলা।

06/12/2024

মাদারীপুরের কালকিনি উপজেলার পৌর এলাকার ঠেঙ্গামারা গ্রামের একটি কবরস্থান থেকে দুই বালতি ভর্তি বোমা উদ্ধার করেছে পুলিশের একটি দল।

05/12/2024

মৈশাতুয়া ঠাকুর বাজার কয়েকটি দোকান
নিমিষেই শেষ হয়ে গেলো!

ইসকন নিয়ে ফেসবুকে স্ট্যাটাসবিতর্কিত মৎস্য কর্মকর্তা কালকিনি থেকে বিদায়।  বিভিন্নস্থানে মিষ্টি বিতরনমাদারীপুরের কালকিনিতে...
03/12/2024

ইসকন নিয়ে ফেসবুকে স্ট্যাটাস
বিতর্কিত মৎস্য কর্মকর্তা কালকিনি থেকে বিদায়। বিভিন্নস্থানে মিষ্টি বিতরন

মাদারীপুরের কালকিনিতে বিতর্কিত সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সন্দীপন মজুমদারের বদলীর খবর পাওয়া গেছে। এদিকে ওই কর্মকর্তার বদলীর খবরে উপজেলার বিভিন্নস্থানে মিষ্টি বিতরন করা হয়েছে। তবে সন্দীপনের বিরুদ্ধে ইসকনের কর্মকান্ডের পক্ষ্যে তার নীজ নামে ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস ও একই উপজেলায় প্রায় সাত বছরের চাকুরী জীবনে তার কর্মকান্ড নিয়ে বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগে তাকে বদলি করা হয়েছে বলে জানা গেছে। অপরদিকে অভিযুক্ত ওই কর্মকর্তার বদলির আদেশ হয়েছেন বলে আজ মঙ্গলবার দুপুরে এ তথ্যটি নিশ্চিত করেছেন কর্তৃপক্ষ্য।
মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৭ ইং সালের ০৩ ডিসেম্বর কালকিনিতে সিনিয়র মৎস্য কর্মকর্তা হিসেবে যোগদান করেন সন্দীপন। একইস্থানে কোনো কর্মকর্তা তিন বছরের বেশি সময় চাকরি করার ব্যাপরে বিধান থাকলেও তিনি নিয়ম নীতিকে তোয়াক্কা না করে উপর মহলকে ম্যানেজ করে প্রায় ৭ বছর যাবত একই উপজেলায় দায়িত্ব পালন করে আসছেন। এ সুযোগে তিনি জাটকা শিকার বন্ধকালীন সরকারি খাদ্য সহায়তা হিসাবে প্রতি মাসে জেলে প্রতি ভিজিএফের চাল বিতরনের তালিকা তৈরী করা, বিভিন্ন প্রকলল্পের মাধ্যমে পোনা বিতরন এবং দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত জেলেদের মাঝে ছাগল ও ছাগলের জন্য ঘর বিতরনের ঘটনায় ব্যাপক অনিয়ম করে আসছেন। এবং তার এ ধরনের কর্মকান্ড নিয়ে রয়েছে নানা প্রশ্ন। তবে বিভিন্ন অনিয়মের অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে সম্প্রতি দৈনিক জনকণ্ঠসহ বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশ হলেও অদৃশ্য শক্তির কারনে তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেননি কর্র্তৃপক্ষ। কিন্তু গত মঙ্গলবার (২৬ নভেম্বর) ইসকনের কর্মকান্ডের পক্ষ্যে সন্দীপন তার নীজের ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। এনিয়ে আলেম সমাজসহ স্থানীয় সাধারন জনগনের মাঝে চরম উত্তেজনা সৃষ্টি হয়। পরে অভিযুক্ত ওই কর্মকর্তার বিতর্কিত কর্মকান্ডের বিষয়টি উপজেলা প্রশাসনের পক্ষ্য থেকে কর্তৃপক্ষ্যকে অবগত করেন। এ ঘটনার পরে মৎস্য অধিদপ্তরের মহাপরিজালক মো. জিল্লুর রহমানের গত ০১ ডিসেম্বর তারিখের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তার বদলীর আদেশ প্রদান করেন। তার বদলীর খবরে উপজেলার বিভিন্নস্থানে মিষ্টি বিতরন করেছেন স্থানীয় সাধারন জনগন।
নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন স্থানীয় এলাকাবাসী ক্ষোভের সঙ্গে বলেন, বিতর্কিত মৎস্য কর্মকর্তা সন্দীপন মজুমদারের সাত বছরের কর্মকান্ড ছিলো প্রশ্নবিদ্ধ। তার বদলী হয়েছে তাই আমরা মিষ্টি বিতরন করছি।
জেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাদিউজ্জামান বলেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিজালক মো. জিল্লুর রহমান (স্যারের) গত ০১ ডিসেম্বর তারিখের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে সন্দীপনের বদলীর আদেশ প্রদান করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ বলেন, ইসকনের কর্মকান্ড নিয়ে সন্দীপন তার নীজের ফেসবুকে একটি পেষ্ট দেন। এনিয়ে আলেম সমাজসহ স্থানীয় লোকজনের মাঝে চরম উত্তেজনা দেখা দেয়। পরে মৎস্য কর্মকর্তার বিষয়টি আমি কর্তপক্ষ্যকে অবগত করি। তবে তার বদলীর আদেশ প্রদান করা হয়েছে বলে আমাকে কর্তৃপক্ষ্য জানিয়েছে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে।

02/12/2024

ভারতের আগরতলাস্থ বাংলাদেশ উপ-হাই কমিশনে হাম*লার প্রতিবাদে বিক্ষো*ভ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল

30/11/2024

ইসকন নিষিদ্ধের দাবিতে কালকিনিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পরে কালকিনিতে বিক্ষোভ সমাবেশ করেন স্থানীয় মুসুল্লিরা।

29/11/2024

নতুন অভিজ্ঞতার স্বাক্ষী হলেন আইরিশ নারী ক্রিকেটাররা; মিরপুরে চালালেন রিকশা!

শনিবার সারাদিন কালকিনি উপজেলার যে সকল এলাকায় বিদ্যুৎ থাকবে না!জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ৩০-১১-২০...
29/11/2024

শনিবার সারাদিন কালকিনি উপজেলার যে সকল এলাকায় বিদ্যুৎ থাকবে না!
জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ৩০-১১-২০২৪ইং তারিখ রোজ শনিবার বিদ্যুৎ লাইনের পাশের সকল গাছের ডাল কর্তন ও জরুরী রক্ষনাবেক্ষন কাজের জন্য কালকিনি উপজেলার ঠেঙ্গামারা, পাঙ্গাশিয়া, বিভাগদী, ঝাউতলা, কৃষ্ণনগর,ভূরঘাটা, রাজদী, হাসপাতাল এলাকায় বিদ্যুৎ সরবরাহ আনুমানিক সকাল ০৮:৩০ হতে ০৪:৩০ ঘটিকা পর্যন্ত বন্ধ রাখা হতে পারে। সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ কর্তৃপক্ষ আন্তরিক ভাবে দুঃখিত।

ডিজিএম
কালকিনি জোনাল অফিস।

26/11/2024

ছাত্রশিবিরের কর্মসূচি ঘোষণা।

আগামীকাল দেশের ৬ বিভাগে বিক্ষোভ সমাবেশ করবে ছাত্রশিবির

Address

Kalkini
7920

Alerts

Be the first to know and let us send you an email when কালকিনির সময় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কালকিনির সময়:

Videos

Share