Kalmakanda Poribar - কলমাকান্দা পরিবার

Kalmakanda Poribar - কলমাকান্দা পরিবার সত্যপ্রকাশে অবিচল সত্য প্রকাশে অবিচল।
(2)

31/07/2025

গাজীর গানের গায়ক চাঁন মিয়া: স্বাধীনতার নাম গান

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গুজাকুলিয়া গ্রামের মোঃ চাঁন মিয়া, বয়স ৭১ বছর। তিনি একজন অভিজ্ঞ গাজীর গীত গায়ক। এই গানই তার জীবনের নেশা এবং পেশা—দু’টোই।

২০১৯ সালে রেকর্ড করা একটি ভিডিওতে তিনি বলেছিলেন, “গাজীর গান চার দিন পালা করে গাইলেই এক মাস বসে খাওয়া যায়।” তার মতে, এই পেশাতেই রয়েছে প্রকৃত স্বাধীনতা—চাকরি করে চেয়ার টানাটানির জীবন নয়।

চাঁন মিয়ার ১১ জন সন্তান—৮ ছেলে, ৩ মেয়ে। কিন্তু সন্তানদের লেখাপড়ায় তার বিশেষ আগ্রহ নেই। তিনি বিশ্বাস করেন, গাজীর গানই যথেষ্ট—তাতে উপার্জন আছে, স্বাধীনতাও আছে। না হলে “কাঁথা মুড়ি দিয়া ঘুমাইতাম”—এই কথার মধ্যেই প্রকাশ পায় তার জীবনদর্শনের সারাংশ।

গ্রামীণ সংস্কৃতির এই ধারক-বাহক শিল্পীর কণ্ঠে উঠে আসে লোকজ ভাবনা, বাস্তব জীবন এবং মুক্তচিন্তার স্বর।

31/07/2025

কলমাকান্দায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ

নেত্রকোনায় ১০৯ বোতল ভারতীয় মদ'সহ দুই যুবক আ'ট'কনেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০৯ বোতল অবৈধ ভারতীয় ম...
30/07/2025

নেত্রকোনায় ১০৯ বোতল ভারতীয় মদ'সহ দুই যুবক আ'ট'ক

নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০৯ বোতল অবৈধ ভারতীয় মদসহ দুই যুবককে আটক করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) সকালে সদর উপজেলার ঠাকুরাকোনা ফেরিঘাট এলাকায় একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী পরিচালক মো. নাজমুল হক।

আটককৃতরা হলেন—
১. তপন মিয়া (২৬), শান্ত মিয়ার ছেলে। সে নেত্রকোনা সদর উপজেলার গিডুরপাড়া গ্রামের বাসিন্দা।
২. রাকিব হোসেন (৩২), মৃত আব্দুল জব্বারের ছেলে। সে কলমাকান্দা উপজেলার মইপুকুরিয়া গ্রামের বাসিন্দা।

তাদের বিরুদ্ধে নেত্রকোনা সদর থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।

30/07/2025

কলমাকান্দায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মাধ্যমিক পর্যায়ের ১৬ জন শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিমের আওতায় এসব পুরস্কার বিতরণ করা হয়। এর আয়োজন করে জেলা ও উপজেলা শিক্ষা কার্যালয়।

এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত, জেলা শিক্ষা কর্মকর্তা স্বপ্না রানী সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিয়াকত আলী খান, সহকারী পরিচালক (এলইডিপি) জাহাঙ্গীর আলম খান, খারনৈ ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক, উপজেলা একাডেমিক সুপারভাইজার তারিকুল ইসলাম।

30/07/2025

সরাসরি

🌄 শুভ সকাল🟣 আজ – বুধবার🔸 ৩০ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ📆 ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ | 🌧️ বর্ষাকাল🕋 ০৫ সফর ১৪৪৭ হিজরি📸 চিত্র: লেঙ...
30/07/2025

🌄 শুভ সকাল
🟣 আজ – বুধবার
🔸 ৩০ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
📆 ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ | 🌧️ বর্ষাকাল
🕋 ০৫ সফর ১৪৪৭ হিজরি

📸 চিত্র: লেঙ্গুড়া কলমাকান্দা ফুলবাড়ী।

🤝 নিরাপদ থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।
💖 শুভকামনায় — কলমাকান্দা পরিবার

কলমাকান্দায় বালু জ'ব্দ, ৫০ হাজার টাকা জরিমানানেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের ডাইয়ারকান্দা এলাকায় মহাদেও নদ...
29/07/2025

কলমাকান্দায় বালু জ'ব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের ডাইয়ারকান্দা এলাকায় মহাদেও নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান।

অভিযানে নৌকা মালিক কাসেমকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। পরে তিনি ভবিষ্যতে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার লিখিত মুচলেকা দেন এবং জরিমানার টাকা পরিশোধের পর তাকে মুক্তি দেওয়া হয়।
অভিযানকালে প্রায় ২৫০ ঘনফুট বালু জব্দ করা হয়।

শিশুর চিরকুটে প্রধান শিক্ষকের সাড়া — কলমাকান্দা মডেল স্কুলে শিশু শ্রেণিতে নতুন স্লিপারকলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বি...
29/07/2025

শিশুর চিরকুটে প্রধান শিক্ষকের সাড়া — কলমাকান্দা মডেল স্কুলে শিশু শ্রেণিতে নতুন স্লিপার

কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী মারইয়াম কিছুদিন আগে একটি ছোট চিরকুট প্রধান শিক্ষক একেএম শাহজাহান কবীরের হাতে তুলে দেয়। সেখানে লেখা ছিল — “আমাদের ক্লাসে একটি স্লিপার দরকার।”

শিশুটির এমন সরল আবেদন গুরুত্ব সহকারে গ্রহণ করেন প্রধান শিক্ষক। খোঁজ নিয়ে জানা যায়, ওই শ্রেণিকক্ষে একটি স্লিপার আগে ছিল, কিন্তু তা ভেঙে যাওয়ায় সরিয়ে নেওয়া হয়। সম্ভবত সেই অভাবটাই মারইয়ামের মনে দাগ কেটেছিল।

পরবর্তীতে প্রধান শিক্ষক নিজ উদ্যোগে নতুন একটি স্লিপার কিনে শ্রেণিকক্ষে সরবরাহ করেন। নতুন স্লিপার পেয়ে মারইয়ামসহ তার সহপাঠীরা দারুণ খুশি। এখন তারা খেলাধুলা ও পড়াশোনায় আরও বেশি আনন্দ পাবে।

শিশুর চোখে যেটা প্রয়োজন, বড়দের চোখে সেটাই দায়িত্ব — এমন মানবিক দৃষ্টান্ত স্থাপন হলো এই ঘটনাটির মধ্য দিয়ে।

🌄 শুভ সকাল🟣 আজ – মঙ্গলবার🔸 ২৯ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ📆 ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ | 🌧️ বর্ষাকাল🕋 ০৪ সফর ১৪৪৭ হিজরি📸 চিত্র:কল...
29/07/2025

🌄 শুভ সকাল
🟣 আজ – মঙ্গলবার
🔸 ২৯ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
📆 ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ | 🌧️ বর্ষাকাল
🕋 ০৪ সফর ১৪৪৭ হিজরি

📸 চিত্র:কলমাকান্দা সেতুর উপর দাঁড়িয়ে থাকা একটি ঘোড়ার চিত্র। "মানুষের শহরে পশুর পথচলা – সহাবস্থানের এক নিঃশব্দ প্রতীক"

🤝 নিরাপদ থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।
💖 শুভকামনায় — কলমাকান্দা পরিবার

28/07/2025

কলমাকান্দায় রক্তদান কর্মসূচি ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।

28/07/2025

নেত্রকোনায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে
Youth sent to jail over r**e in Netrokona

🔴For the convenience of our readers, this report—originally published in The Daily Star online—has been translated into Bengali.

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আনোয়ার শেখ (২৮) নামে এক যুবককে কারাগারে পাঠিয়েছেন আদালত।
A Netrokona court yesterday sent a man to jail on charges of ra**ng a woman in Kalmakanda upazila on July 22.

গতকাল (রোববার) দুপুর ২টা ৩০ মিনিটে আদালতে হাজির করার পর বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানিয়েছেন আদালতের পরিদর্শক মো. মফিজ উদ্দিন শেখ।
The accused, Anwar Sheikh, 28, was produced before the magistrate at around 2:30pm, said Court Inspector Md Mofiz Uddin Sheikh.

আসামি আনোয়ার শেখ কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের বাসিন্দা।
He is a resident of Barkhapon union in the upazila.

এর আগে ধর্ষণের অভিযোগে কলমাকান্দা থানায় দায়ের করা মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে।
Earlier, Kalmakanda police arrested him in a r**e case filed with the police.

পুলিশ ও ভুক্তভোগী গৃহবধূর পরিবারের বরাতে জানা গেছে, আনোয়ার শেখ ভুক্তভোগীর বাড়ির পাশেই একটি ভাড়া বাসায় পরিবারের সঙ্গে বসবাস করতেন।
According to police and the victim's family, the accused lived with his family in a rented house next to the victim's house.

গত মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে ভুক্তভোগীর পরিবারের অন্য সদস্যরা বাড়িতে না থাকায় আনোয়ার শেখ অস্ত্রের ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ করে এবং ঘটনা কাউকে জানালে হত্যা করার হুমকি দেয়।
On Tuesday, around 12:30pm, when other members of the victim's family were not at home, Anwar allegedly threatened her at gunpoint and r**ed her. He also threatened to kill her if she told anyone.

পরে ওই গৃহবধূ বিষয়টি পরিবারকে জানান। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ স্থানীয়রা আনোয়ারকে খুঁজতে থাকেন।
The housewife later informed her family, and as the news spread in the locality, angry locals started looking for Anwar.

কয়েকদিন গা-ঢাকা দিয়ে থাকার পর গত শনিবার বিকেলে কলমাকান্দা সাব-রেজিস্ট্রি অফিসের পাশে তাকে দেখতে পান স্থানীয়রা।
After going into hiding for a few days, Anwar was spotted on Saturday afternoon near the sub-registry office.

পরে তাকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে।
Locals detained him and informed the police, who then took him into custody.

পরে ভুক্তভোগী নারী ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০’-এর অধীনে কলমাকান্দা থানায় একটি মামলা করেন।
The victim later filed a case under the Women and Children Repression Prevention Act, 2000 with the Kalmakanda Police Station.

পুলিশ ওই মামলায় আনোয়ার শেখকে গ্রেপ্তার দেখায়।
After that, police showed Anwar Sheikh as arrested in the case.

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, “ধর্ষণের ঘটনায় রাতে মামলা হয়েছে।
Kalmakanda Police Station Officer-in-Charge Mohammad Lutfor Rahman said, "A case was filed last night regarding the r**e.

পরে আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।”
After showing the accused as arrested in the case, he was produced before the court today, and the court ordered him to be sent to jail."

27/07/2025

বিস্তারিত ভিডিও চিত্রে।

Address

Kalmakanda

Telephone

+8801711043066

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kalmakanda Poribar - কলমাকান্দা পরিবার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share