01/09/2025
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা বোধহয় সবসময় ম্যাচ জয়ের পরিসংখ্যান দিয়ে নিজেদের সেরা প্রমাণে ব্যস্ত থাকে। মানে ব্যাপারটা হলো দিনশেষে সবাই যাতে বলে অমুক সভাপতির আমলে এত শতাংশ ম্যাচের রেজাল্ট ছিল পজিটিভ, তার মানে তার আমলই সেরা এই আর কি! তা নাহলে কমিটিতে পরিবর্তন আসলেও এদের চিন্তাধারায় কোন পরিবর্তন আসে না কেন? প্রতিটা বৈশ্বিক টুর্ণামেন্ট শুরুর আগে এরা ঘরের মাঠে/পরের মাঠে জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস, সংযুক্ত আরব-আমিরাত, ইউএসএ এর মত দলগুলোর সাথে প্রস্তুতিমূলক একটা সিরিজ আয়োজন করে, হাউ ফানি!! এদের কি ছে**দা নাই? এরা কি বোঝে না এমন দলের সাথে সিরিজ খেলে হোয়াইট ওয়াশ করে বৈশ্বিক টুর্ণামেন্টে গেলেও প্লেয়াররা ফলস আত্মবিশ্বাস নিয়ে যাবে আর শক্তপোক্ত টিমগুলোর সাথে হেগেমুতে ছড়িয়ে দিবে। অথবা এদের সাথে যদি সিরিজ হেরে যায়, সঙ্গে সঙ্গে প্লেয়ারদের আত্নবিশ্বাসে ডায়রিয়া ধরা পড়বে। তারা মাঠে নামার আগেই বাতরুম মুখো দৌড়াদৌড়ি করতে থাকবে। তাও আবার এদের সাথে সিরিজ জয়ের জন্য কখনোই আমাদের অধিনায়ক (যে যখন ক্যাপ্টেন থাকে) ভুল করেও আগে ব্যাটিং করতে চায় না। ব্যাপারটা এমন আমাদের প্লেয়ার থেকে শুরু করে ক্রিকেট সংশ্লিষ্ট সবাই বৈশ্বিক টুর্ণামেন্টের আগে একটা পচা দলের সাথে সিরিজ জিতবে, মুল টুর্ণামেন্টে গিয়ে ডায়রিয়ার রুগীর মত হাগবে, তারপর ঘরে ফিরে আবারও জিম্বাবুয়ের মত দলগুলোকে ডেকে এনে পি**ন মেরে দিয়ে সবশেষ ১০ ম্যাচের মধ্যে শতাংশের হিসাবে জয়পরাজয়ের পরিসংখ্যান দাড় করিয়ে আমাদের বুঝ দিয়ে দেবে, দল মোটামুটি ভাবে উন্নতির ধারার মধ্যেই আছে🤣 ঠিক ছোটবেলায় যেভাবে মা বলতো "তুই প্রথম রোজা রাখবি আর শেষের টা রাখবি, তাহলে মাঝের সবগুলো আটকা পরে যাবে, ব্যস তোর ৩০টা রোজায় কমপ্লিট হয়ে যাবে🤣🤣🤣🤣