হক ভাই-Haque Bhai

হক ভাই-Haque Bhai সত্য সবসময়ই সুন্দর।
(2)

05/09/2025

পি*/স্ত/*ল উচ্চারণ করতে খুবই কষ্ট হচ্ছিল 😊🥰 ,

04/09/2025

এবারের এশিয়া কাপের ফাইনালে খেলবে ইন্ডিয়া এবং আফগানিস্তান। যাদের সন্দেহ আছে, স্ক্রিনশট দিয়ে রাখেন, কাজে দিবে✌️

ভাবনাগুলো ছোট বলেই গল্পগুলো আর বড় হয় না।
04/09/2025

ভাবনাগুলো ছোট বলেই গল্পগুলো আর বড় হয় না।

04/09/2025

শয়তান কতবড় বাটপার চিন্তা করে দেখেন। বেডা রাত ১-২ টা পর্যন্ত কয়, ঘুমায়া করবিডা কি? মোবাইল দেখ, মোবাইলের মধ্যেই তো জীবনের সব সুখ। এই হা**লার পুতেই আবার ভোরবেলা থেকে বেলা ৮-৯ পর্যন্ত গা টিপাটিপি করে আর কয় "ঘুমা ঘুমা, পৃথিবীতে ঘুমের চাইতে শান্তির কাজ আর একটাও নাই"!!!

আমি কোন রাজা না। কিন্তু আমার কোলে রাজকন্যা 🥰
03/09/2025

আমি কোন রাজা না। কিন্তু আমার কোলে রাজকন্যা 🥰

03/09/2025

মুল কথা উত্তর মিলাইতে হবে🤣

02/09/2025

বিয়ের আগে:- দিলবার, দিলবার
বিয়ের পরে:- খরচ কর, খরচ কর
বউয়ের বকবকানি শুনলে:- চুপ কর, চুপ কর
বাচ্চাকাচ্চা হওয়ার পর:- মানুষ কর, মানুষ কর
বাচ্চাকাচ্চা বড় হয়ে গেলে:- যা আছে তাই ভাগ কর, ভাগ কর
শেষ বয়সে:- নিঃসঙ্গ বুড়া বুড়ির হাহাকার আর হাহাকার...
এই তো জীবন.......

02/09/2025

কথায় আছে ছাগলে কি না খায়, এখন দেখি গরুতেও সব খায়

02/09/2025

একজন বিবাহিত পুরুষের সবসময় যে কাজটা করা উচিত 😄

01/09/2025

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা বোধহয় সবসময় ম্যাচ জয়ের পরিসংখ্যান দিয়ে নিজেদের সেরা প্রমাণে ব্যস্ত থাকে। মানে ব্যাপারটা হলো দিনশেষে সবাই যাতে বলে অমুক সভাপতির আমলে এত শতাংশ ম্যাচের রেজাল্ট ছিল পজিটিভ, তার মানে তার আমলই সেরা এই আর কি! তা নাহলে কমিটিতে পরিবর্তন আসলেও এদের চিন্তাধারায় কোন পরিবর্তন আসে না কেন? প্রতিটা বৈশ্বিক টুর্ণামেন্ট শুরুর আগে এরা ঘরের মাঠে/পরের মাঠে জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস, সংযুক্ত আরব-আমিরাত, ইউএসএ এর মত দলগুলোর সাথে প্রস্তুতিমূলক একটা সিরিজ আয়োজন করে, হাউ ফানি!! এদের কি ছে**দা নাই? এরা কি বোঝে না এমন দলের সাথে সিরিজ খেলে হোয়াইট ওয়াশ করে বৈশ্বিক টুর্ণামেন্টে গেলেও প্লেয়াররা ফলস আত্মবিশ্বাস নিয়ে যাবে আর শক্তপোক্ত টিমগুলোর সাথে হেগেমুতে ছড়িয়ে দিবে। অথবা এদের সাথে যদি সিরিজ হেরে যায়, সঙ্গে সঙ্গে প্লেয়ারদের আত্নবিশ্বাসে ডায়রিয়া ধরা পড়বে। তারা মাঠে নামার আগেই বাতরুম মুখো দৌড়াদৌড়ি করতে থাকবে। তাও আবার এদের সাথে সিরিজ জয়ের জন্য কখনোই আমাদের অধিনায়ক (যে যখন ক্যাপ্টেন থাকে) ভুল করেও আগে ব্যাটিং করতে চায় না। ব্যাপারটা এমন আমাদের প্লেয়ার থেকে শুরু করে ক্রিকেট সংশ্লিষ্ট সবাই বৈশ্বিক টুর্ণামেন্টের আগে একটা পচা দলের সাথে সিরিজ জিতবে, মুল টুর্ণামেন্টে গিয়ে ডায়রিয়ার রুগীর মত হাগবে, তারপর ঘরে ফিরে আবারও জিম্বাবুয়ের মত দলগুলোকে ডেকে এনে পি**ন মেরে দিয়ে সবশেষ ১০ ম্যাচের মধ্যে শতাংশের হিসাবে জয়পরাজয়ের পরিসংখ্যান দাড় করিয়ে আমাদের বুঝ দিয়ে দেবে, দল মোটামুটি ভাবে উন্নতির ধারার মধ্যেই আছে🤣 ঠিক ছোটবেলায় যেভাবে মা বলতো "তুই প্রথম রোজা রাখবি আর শেষের টা রাখবি, তাহলে মাঝের সবগুলো আটকা পরে যাবে, ব্যস তোর ৩০টা রোজায় কমপ্লিট হয়ে যাবে🤣🤣🤣🤣

Address

Kalukhali

Telephone

+8801723794980

Website

Alerts

Be the first to know and let us send you an email when হক ভাই-Haque Bhai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to হক ভাই-Haque Bhai:

Share

Category