
05/07/2025
বুস্টারগুলোর কোনটা কীরকম ভূমিকা পালন করে অনেকেই জানেন না। আজ জেনে নিন সংক্ষেপে।
🚩 Regular: এই বুস্টার হল সচরাচর যেটা প্লেয়ারদের সাথে এড করা থাকে। যদি কোনো প্লেয়ারের একটা বুস্টার থাকে, তাহলে এটাই সাধারণত থাকে।
🚩 Special: অন্যান্য বুস্টারের চেয়ে এর পাওয়ার অনেক বেশি। প্লেয়ারকে অন্যরকম পাওয়ারফুল বানায় এটা। সাধারণত রেগুলার বুস্টারের সাথে এটা এড হয় অথবা রেগুলার এর পরিবর্তে এই বুস্টার ব্যবহার করা হয়।
🚩 Total Package: কোনো প্লেয়ারের এই বুস্টার একটিভেট করতে হলে সে যেই লিগে খেলে, ওই লিগের আরো ১০ টি প্লেয়ার অথবা ওই বুস্টারে লেখা সংখ্যক প্লেয়ারকে স্কোয়াডে রাখতে হবে। তাহলেই কেবল এটা বুস্ট হবে।
🚩 Live link: বাস্তব জীবনে প্লেয়ার যত ভালো খেলবে ওই বুস্টার ততই বেশি একটিভেট হবে। খারাপ খেলে যদি প্লেয়ারের কন্ডিশন খারাপ হয়, বুস্টার বন্ধ থাকবে।
🚩 Squad Link: এই বুস্টার আছে, ওরকম কয়েকটা প্লেয়ার (১/২/৩ কিংবা শর্তে যতটা বলা থাকে) একসাথে স্কোয়াডে রাখলে সকলেরই বুস্টার একটিভেট হবে৷ এছাড়া কাজ করবে না।