Harun_007

Harun_007 I'm a little noob in terms of gaming. But enjoying the game is the main priority �.

বুস্টারগুলোর কোনটা কীরকম ভূমিকা পালন করে অনেকেই জানেন না। আজ জেনে নিন সংক্ষেপে।🚩 Regular: এই বুস্টার হল সচরাচর যেটা প্লে...
05/07/2025

বুস্টারগুলোর কোনটা কীরকম ভূমিকা পালন করে অনেকেই জানেন না। আজ জেনে নিন সংক্ষেপে।

🚩 Regular: এই বুস্টার হল সচরাচর যেটা প্লেয়ারদের সাথে এড করা থাকে। যদি কোনো প্লেয়ারের একটা বুস্টার থাকে, তাহলে এটাই সাধারণত থাকে।

🚩 Special: অন্যান্য বুস্টারের চেয়ে এর পাওয়ার অনেক বেশি। প্লেয়ারকে অন্যরকম পাওয়ারফুল বানায় এটা। সাধারণত রেগুলার বুস্টারের সাথে এটা এড হয় অথবা রেগুলার এর পরিবর্তে এই বুস্টার ব্যবহার করা হয়।

🚩 Total Package: কোনো প্লেয়ারের এই বুস্টার একটিভেট করতে হলে সে যেই লিগে খেলে, ওই লিগের আরো ১০ টি প্লেয়ার অথবা ওই বুস্টারে লেখা সংখ্যক প্লেয়ারকে স্কোয়াডে রাখতে হবে। তাহলেই কেবল এটা বুস্ট হবে।

🚩 Live link: বাস্তব জীবনে প্লেয়ার যত ভালো খেলবে ওই বুস্টার ততই বেশি একটিভেট হবে। খারাপ খেলে যদি প্লেয়ারের কন্ডিশন খারাপ হয়, বুস্টার বন্ধ থাকবে।

🚩 Squad Link: এই বুস্টার আছে, ওরকম কয়েকটা প্লেয়ার (১/২/৩ কিংবা শর্তে যতটা বলা থাকে) একসাথে স্কোয়াডে রাখলে সকলেরই বুস্টার একটিভেট হবে৷ এছাড়া কাজ করবে না।

El Presidente in the house 🖐️
27/06/2025

El Presidente in the house 🖐️

New Pack coming on 10th July, 2025 to celebrate Konami’s 30th Anniversary.
26/06/2025

New Pack coming on 10th July, 2025 to celebrate Konami’s 30th Anniversary.

23/06/2025

Thursday, July 24, 2025 — remember the date! On that day, will make an official announcement that could be the biggest in its history. All your dreams about eFootball will start to come true — and it all begins on this day."

Via Arsoh Russal

21/06/2025
Newly added Epics 🚨 Coming 🔜⏳
21/06/2025

Newly added Epics 🚨
Coming 🔜⏳

03/06/2025

📢 Android ১৬ আসছে — eFootball™ গেমারদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কতা ⚠️

অ্যান্ড্রয়েড ১৬ ভার্সন আনুষ্ঠানিকভাবে জুন ২০২৫-এ রিলিজ হতে যাচ্ছে।
তবেএই আপডেটের পর অনেক ইউজার eFootball™ মোবাইল অ্যাপে গ্রাফিক্স ও স্ক্রিন ডিসপ্লে সমস্যা লক্ষ্য করতে পারেন। 💔

🔹 কিছু ডিভাইসে গেমটি সঠিকভাবে স্কেল না-ও হতে পারে।
🔹 স্ক্রিন ফিট না হওয়া, UI কেটে যাওয়া, বা গেম চলাকালে কালো বার দেখা দিতে পারে।
🔹 সবচেয়ে বড় কথা— যদি কেউ aspect ratio রিসেট করেন, তাহলে সমস্যা আরও বাড়তে পারে।

📌 KONAMI-এর সুপারিশ:
⚠️ দয়া করে অ্যাপের aspect ratio রিসেট করবেন না।
এতে গেমটি আরও বেশি glitch বা distortion দেখাতে পারে।

🎯 যারা eFootball™ খেলেন, তারা অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন এবং আশেপাশের গেমারদেরও জানিয়ে দিন যেন তারা সমস্যায় না পড়েন।

03/06/2025

Guess The club ? 🙄

22/05/2025
Taking part in Ashuganj eFC’s Solo Tour. Keep me in your prayers.
14/05/2025

Taking part in Ashuganj eFC’s Solo Tour. Keep me in your prayers.

Address

Kamrangir Char

Website

Alerts

Be the first to know and let us send you an email when Harun_007 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Harun_007:

Share