Learn With Khalid

Learn With Khalid আমাকে শিখিয়ে দিলে পারবো! 🙂 ..............

স্কিল ছাড়াও ইনকাম!জেনে নিন–ফ্রিতে অনলাইনে আয় করার ১৫টি বাস্তব উপায় (নতুনদের জন্য বেস্ট!)সময় নষ্ট নয়, এবার শুরু হোক স্মার...
18/05/2025

স্কিল ছাড়াও ইনকাম!
জেনে নিন–ফ্রিতে অনলাইনে আয় করার ১৫টি বাস্তব উপায় (নতুনদের জন্য বেস্ট!)

সময় নষ্ট নয়, এবার শুরু হোক স্মার্ট ইনকামের পথ! মোবাইল/কম্পিউটার থাকলেই চলবে!

১. YouTube Automation – ভিডিওতে নিজের মুখ না দেখিয়ে ইনকাম করুন (AI Tools দিয়ে ভিডিও বানিয়ে আপলোড)।
২. page Monetization – Reels ও Video Content দিয়ে ইনস্ট্যান্ট ইনকাম!

৩. CPA Marketing (Cost Per Action) – কেউ সাইন আপ করলেই আপনি টাকা পাবেন।

৪. Paid Survey Sites (Swagbucks, Ysense) – ঘরে বসে সার্ভে করে ইনকাম করুন।

৫. Referral Programs (Binance, Shohoz, Pathao) – অন্যকে রেফার করলেই কমিশন।

৬. App Testing (TesterWork, UserTesting) – অ্যাপ ইউজ করে আপনার মতামত দিন, আর টাকা নিন।

৭. TikTok Content (Without Face) – ভাইরাল ভিডিও বানিয়ে ইনকাম।

৮. Watching Ads (TimeBucks, AdWallet) – বিজ্ঞাপন দেখে ইনকাম!

৯. Website Testing (TryMyUI) – ওয়েবসাইট ব্যবহার করে ভুল ধরিয়ে টাকা নিন।

১০. Amazon Kindle eBook – ফ্রি টুল দিয়ে বই লিখে বিক্রি করুন (AI রাইটিং ব্যবহার করুন)।

১১. Microtasking (Clickworker, Microworkers) – ছোট ছোট কাজ করে ডলার ইনকাম।

১২. Data Entry on Freelancing Sites – বেসিক টাইপিং স্কিল থাকলেই চলবে।

১৩. Facebook Group Admin বা Moderator হয়ে আয় – বড় পেইজ/গ্রুপে কাজ করে ইনকাম।

১৪. Free Stock Photo Upload (Pexels, Pixabay) – মোবাইল দিয়ে ছবি তুলে ইনকাম করুন।

১৫. YouTube Shorts Compilation Channel – অন্যদের ভিডিও ক্লিপ কম্বাইন করে ভাইরাল করুন।

এই পদ্ধতিগুলোয় ইনকাম একটু একটু করে শুরু হবে, কিন্তু নিয়মিত করলে মাসে ৫০০-১০০০ ডলার সম্ভব!
শুরু করুন ধীরে ধীরে, ৬ মাস পর নিজেই বলবেন — “যাত্রাটা সার্থক!”

একজন পার্সোনাল এ্যাসিস্ট্যান্ট প্রয়োজন। ✅ নিজস্ব ল্যাপ্টপ থাকতে হবে।✅ প্রফেশনালিজম থাকতে হবে✅ টেকনিক্যাল নলেজ থাকতে হবে✅...
14/05/2025

একজন পার্সোনাল এ্যাসিস্ট্যান্ট প্রয়োজন।

✅ নিজস্ব ল্যাপ্টপ থাকতে হবে।
✅ প্রফেশনালিজম থাকতে হবে
✅ টেকনিক্যাল নলেজ থাকতে হবে
✅ নতুন স্কীলস শিখতে আগ্রহী
✅ কুইক লার্নার হতে হবে
✅ ডিজিটাল প্ল্যাটফর্ম গুলোর উপর ধারণা থাকতে হবে
✅ ইমার্জেন্সি প্রয়োজনে চাইলে হোম অফিস করতে পারবে

📍অফিস লোকেশনঃ যাত্রাবাড়ী - শনিরআখড়া

👉 যদি উপরের বিষয়গুলো আপনার সাথে যায়, তাহলে আপনাকেই আমি খুজছি।

✅ যুক্তিসঙ্গত বেতন, সুবিধা-অসুবিধা লিখে সিভি সহ মেইল করতে পারেন 👉 [email protected]

❌ অনুগ্র করে ইনবক্সে হাই হ্যালো দিবেন না

✅ যদিও পার্সোনাল এ্যাসিস্ট্যান্ট প্রয়োজন, তবে কম্পানি পলিসি অনুযায়ী টার্মিনেশন পিরিয়ড ১ মাস পাবেন।

12/05/2025

সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ এর ৯ ধারা অনুযায়ী কেউ যদি আওয়ামী লীগের নিষিদ্ধ কর্মকাণ্ডকে সক্রিয় করার উদ্যেগ নেয় এবং সে লক্ষ‍্যে ইলেকট্রনিক মাধ্যম কোন তথ্য প্রচার করে, তাহলে সেটা অপরাধ হিসেবে বিবেচিত হবে ৯(২) ধারাতে। সেক্ষেত্রে সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ড ও এর অতিরিক্ত অর্থদণ্ডও হতে পারে।

অতএব, যারা ফেসবুকে এখনও আওয়ামী লীগের পক্ষে লেখেন, সাবধান হয়ে যান।। জেলে গেলে নিজের পকেটের টাকায় মামলা চালাতে হবে।।

লেকটা গ্রামের দরিদ্র কৃষক। তিনি অনেক কষ্ট করে একটা গরু পালতেন। হঠাৎ তার গরুটা চুরি হয়ে যায়। চোররা রাতে চুরি করে গরুটা কস...
05/05/2025

লেকটা গ্রামের দরিদ্র কৃষক। তিনি অনেক কষ্ট করে একটা গরু পালতেন। হঠাৎ তার গরুটা চুরি হয়ে যায়। চোররা রাতে চুরি করে গরুটা কসাইদের কাছে বিক্রি করে চলে যায়। লোকটা গরুটা খুজতে এলাকার বড় বাজরে চলে আসে, কসাইয়ের দোকানে গরুর মাথাটা দেখে চিনতে পারে এটাই তার প্রিয় গরুটা।

দুনিয়ায় কতইনা বিচিত্রময়। কত রকমের মানুষ আছে 😞

06/04/2025

পৃথিবীর সবথেকে সুন্দর ডাক হচ্ছে, মা, আম্মু, আম্মী। একটা দুধের শিশু তার মায়ের জন্য হাহাকার করছে। তার বড় ভাই তাকে সান্ত্বনা দিচ্ছে। এর থেকে হৃদয়বিদারক কি হতে পারে?

আমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। বাংলাদেশ থেকে ভিসা জটিলতা না থাকলে হয়তো এতদিন আমি আল আকসার মাটিতে মিশে যেতাম, আমার উপরে জিহাদ ফরজ হয়ে বসে আছে। এদের মত শহীদি মৃত্যুর আমারও আকাঙ্খা। ওরাও তো আমার পরিবার।

বাবা আর মেয়ের এই দূরত্বের নাম ক্ষুধা!
25/03/2025

বাবা আর মেয়ের এই দূরত্বের নাম ক্ষুধা!

শৈশবেও ফাল্গুন ছিলো,এখনো ফাল্গুন আসে।কিন্তু প্রান প্রকৃতিতে সেই গুনগুনানি আর সুরভিত সৌরভ অনুভূত হয়না।কেন জানিনা বয়সে জীব...
18/03/2025

শৈশবেও ফাল্গুন ছিলো,এখনো ফাল্গুন আসে।কিন্তু প্রান প্রকৃতিতে সেই গুনগুনানি আর সুরভিত সৌরভ অনুভূত হয়না।কেন জানিনা বয়সে জীবন যেমন জীর্ন,প্রকৃতিও যেন সেই সজীবতা হারিয়ে জীর্ন বসন্তের এই ফাল্গুন।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চট্টগ্রামে 2নং মাইলের মাথা আলি মাঝির পাড়া। 14/3/2025   জুম্মার নামাজের সময় ছাদ...
14/03/2025

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

চট্টগ্রামে 2নং মাইলের মাথা আলি মাঝির পাড়া। 14/3/2025 জুম্মার নামাজের সময় ছাদ থেকে শিশুটাপড়ে মারা যায়।

এই শিশুর জন্যে সবাই কাছে দোয়া চাই।
যেন আল্লাহ ওকে জান্নাত বাসী করুক আমিন।🥹🥹🥹

13/03/2025

শিখতে চাইলে সব শেখা সম্ভব। কিন্তু প্রফেশনাল হতে গেলে একটা স্কিল নিয়ে আগানো উচিৎ।

এজন্যই আমি পরিবার বলতে আমার স্ত্রী সন্তানকে বুঝি। যারা নিঃস্বার্থ ভাবে আমার পাশে আছে।একদিন সময় করে জীবনের গল্প বলবো। সবা...
10/03/2025

এজন্যই আমি পরিবার বলতে আমার স্ত্রী সন্তানকে বুঝি। যারা নিঃস্বার্থ ভাবে আমার পাশে আছে।

একদিন সময় করে জীবনের গল্প বলবো। সবাই শুনবেন ইনশাআল্লাহ

Address

Kamrangir Char

Website

Alerts

Be the first to know and let us send you an email when Learn With Khalid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share