
13/06/2025
মিডিয়ায় দেখা গেছে, ভারতের ভূমি চৌহান আহমেদাবাদে তীব্র জ্যামের কারণে মাত্র ১০ মিনিট দেরিতে পৌঁছান এয়ারপোর্টে। ফলে, তিনি মিস করে বসেন লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি।
হয়তো তখন তিনি প্রচণ্ড আফসোসে ভুগছিলেন, কপালকে দোষ দিচ্ছিলেন ভাবছিলেন, আর ১০ মিনিট আগেই বের হলে আজ তার স্বামীর কাছে পৌঁছে যেতেন।
কিন্তু কয়েক ঘণ্টা পরই সংবাদে আসে সেই বিমানের ভয়াবহ দুর্ঘটনার খবর।
বিমানে থাকা ২৪১ জন যাত্রীর কেউ বেঁচে নেই।
তখন হয়তো তিনিই ছিলেন পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান একজন মানুষ।
মাত্র ১০ মিনিটের "দেরি" হয়তো তাকে উপহার দিয়েছে একটা নতুন জীবন।
জীবন এমনই।
অনেক সময় আমরা ভাবি এটা পেলে ভালো হতো",
কিন্তু আমরা জানি না না পাওয়া জিনিসটাই হয়তো আমাদের জন্য সবচেয়ে ভালো ছিলো।
আল্লাহ কখনো কখনো আমাদের জীবনে কিছু দেরি দেন, কিছু বঞ্চনা দেন, কারণ তিনি জানেন কবে, কীভাবে, কোন জিনিসটা আমাদের জন্য সবচেয়ে উত্তম।
তুমি যেটাকে ‘দুর্ভাগ্য’ ভাবছো, সেটাই হয়তো তোমার জন্য সবচেয়ে বড় রহমত হয়ে এসেছে।