Foodie Lovers

Foodie Lovers Home made fresh cake. we dalivar your idea in cake

এই ডিজাইন টা প্রথম বারেই আলহামদুলিল্লাহ আমি সুন্দর ভাবে করতে পেরেছিলাম। এমন একটা কেক হলুদের জন্য কিন্তু একটা সময় ট্রেন্ড...
11/08/2025

এই ডিজাইন টা প্রথম বারেই আলহামদুলিল্লাহ আমি সুন্দর ভাবে করতে পেরেছিলাম।
এমন একটা কেক হলুদের জন্য কিন্তু একটা সময় ট্রেন্ডিংএ ছিল

10/08/2025

শুধু কেক বানালেই হয় না, জানাতে হয়—আপনি কী করছেন, কেন করছেন।
একটা গল্প, একটা কনসেপ্ট—এটাই একজন গ্রাহককে বাকি দশটা পেইজ থেকে আপনাকে আলাদা করে।

আপনার পেইজেও থাকুক গল্পের ছোঁয়া, প্রফেশনাল কনটেন্টের ছাপ। শুরু করি আজ থেকেই

, , , , , , , , , , , , , ,

যারা বলে 'অনলাইনে বেচাকেনা সহজ'—তারা আসলে পেছনের কষ্টটা বোঝে না।একটা পোস্টে ছবি, লেখা, টাইমিং—সব ঠিক রেখে দিতে হয় চিন্তা...
09/08/2025

যারা বলে 'অনলাইনে বেচাকেনা সহজ'—তারা আসলে পেছনের কষ্টটা বোঝে না।
একটা পোস্টে ছবি, লেখা, টাইমিং—সব ঠিক রেখে দিতে হয় চিন্তা করে।
আর সেটাই আপনার কাজটাকে অন্যদের চেয়ে আলাদা করে।

আপনার এই কষ্টকে আমরা দিতে পারি প্রফেশনাল রূপ। ইনবক্সে বলুন কী লাগবে।

, , , , , , , , , , , , , ,

08/08/2025

মেকিং প্রসেস

যারা বলে 'অনলাইনে বেচাকেনা সহজ'—তারা আসলে পেছনের কষ্টটা বোঝে না।একটা পোস্টে ছবি, লেখা, টাইমিং—সব ঠিক রেখে দিতে হয় চিন্তা...
08/08/2025

যারা বলে 'অনলাইনে বেচাকেনা সহজ'—তারা আসলে পেছনের কষ্টটা বোঝে না।
একটা পোস্টে ছবি, লেখা, টাইমিং—সব ঠিক রেখে দিতে হয় চিন্তা করে।
আর সেটাই আপনার কাজটাকে অন্যদের চেয়ে আলাদা করে।

, , , , , , , , , , , , , ,

এক কেকেই ৪ টা স্বাদ! জানেন তো, এটাই হবে এই বছরের সবচেয়ে মজার কেক অভিজ্ঞতা!"🎂 ক্যাপশন:ভ্যানিলা, চকোলেট, স্ট্রবেরি আর বাটা...
07/08/2025

এক কেকেই ৪ টা স্বাদ! জানেন তো, এটাই হবে এই বছরের সবচেয়ে মজার কেক অভিজ্ঞতা!"

🎂 ক্যাপশন:
ভ্যানিলা, চকোলেট, স্ট্রবেরি আর বাটারস্কচ—এক কেকেই চারটা ফ্লেভার!
এটা কেবল কেক না, এটা একটা মিক্সড স্বাদের উৎসব!

১৫ই আগস্ট প্রি-অর্ডার নিচ্ছি মাত্র।
✅ ১ পাউন্ড কেক
✅ ৪ টা ফ্লেভারের স্লাইস
✅ হাফ পেমেন্ট কনফার্মেশনের জন্য
✅ ডেলিভারি চার্জ লোকেশন অনুযায়ী প্রযোজ্য

আপনি যদি ভিন্ন কিছু খুঁজছেন পরিবারের জন্য বা গিফট দেওয়ার মতো কিছু, এই কেকটাই পারফেক্ট।

📩 এখনই ইনবক্স করুন এবং আপনার প্রি-অর্ডার কনফার্ম করুন!

🔖 হ্যাশট্যাগসঃ

সবাই এখন ফেসবুকে কিছু না কিছু বিক্রি করছে। কিন্তু কজন আছে যারা মনে দাগ কাটছে?একটা ছোট পেইজকে ব্র্যান্ডে রূপ দিতে হলে লাগ...
07/08/2025

সবাই এখন ফেসবুকে কিছু না কিছু বিক্রি করছে। কিন্তু কজন আছে যারা মনে দাগ কাটছে?
একটা ছোট পেইজকে ব্র্যান্ডে রূপ দিতে হলে লাগবে স্মার্ট স্ট্র্যাটেজি, সঠিক পরিকল্পনা।

চাইলে আপনার স্বপ্নের পেইজটাও হতে পারে সবার প্রিয় ব্র্যান্ড। ইনবক্স করুন, শুরু করি একসাথে।

, , , , , , , , , , , , , ,

একটা কেক যতই সুস্বাদু হোক, যদি তা ঠিকভাবে সাজিয়ে না দেওয়া হয়—মুগ্ধতা আসবে না।ঠিক তেমনি, আপনার পেইজের প্রোডাক্টও ঠিকভাবে ...
06/08/2025

একটা কেক যতই সুস্বাদু হোক, যদি তা ঠিকভাবে সাজিয়ে না দেওয়া হয়—মুগ্ধতা আসবে না।
ঠিক তেমনি, আপনার পেইজের প্রোডাক্টও ঠিকভাবে উপস্থাপন না করলে ক্লায়েন্ট মুগ্ধ হবে না।

চলুন, আপনার পেইজটাকে নতুনভাবে গুছিয়ে তুলি। ব্র্যান্ডিং শুরু হোক এখান থেকেই!

, , , , , , , , , , , , , ,

"যত ভালোই কেক বানান না কেন, মানুষ তখনই জানতে পারবে, যখন সেটা উপস্থাপন করবেন সঠিকভাবে।অনলাইন দুনিয়ায় শুধু কাজ জানলেই হয় ন...
05/08/2025

"যত ভালোই কেক বানান না কেন, মানুষ তখনই জানতে পারবে, যখন সেটা উপস্থাপন করবেন সঠিকভাবে।
অনলাইন দুনিয়ায় শুধু কাজ জানলেই হয় না—দেখাতে জানতে হয়।

আপনার কাজ যেন সবার নজরে আসে, সেই দায়িত্ব আমরা নিতে পারি। ইনবক্স করুন।"

🇧🇩 নতুন গণঅভ্যুত্থান দিবস — ৫ আগস্ট 🇧🇩আজকের এই দিনটি শুধু একটি তারিখ নয়—এটি আমাদের গণতন্ত্রের চেতনাকে জাগিয়ে তোলার দিন।ন...
05/08/2025

🇧🇩 নতুন গণঅভ্যুত্থান দিবস — ৫ আগস্ট 🇧🇩
আজকের এই দিনটি শুধু একটি তারিখ নয়—
এটি আমাদের গণতন্ত্রের চেতনাকে জাগিয়ে তোলার দিন।
ন্যায়ের দাবিতে, অন্যায়ের প্রতিবাদে
এই দিন আমাদের স্মরণ করিয়ে দেয়—
বাংলাদেশের মানুষ কখনোই চুপ করে থাকেনা।

✊ মানুষের অধিকার, ভোটের মূল্য,
আর স্বাধীন মত প্রকাশের জন্য এই সংগ্রাম চলবেই।
চোখে আগুন, হৃদয়ে স্বপ্ন—এই হোক আজকের প্রতিজ্ঞা।

#গণঅভ্যুত্থানদিবস #৫আগস্ট #বাংলাদেশ #মানবিকবাংলাদেশ #অধিকারএরজন্য

Address

Kamrangir Char Matborbazar
Dhaka

Telephone

+8801683815959

Website

Alerts

Be the first to know and let us send you an email when Foodie Lovers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Foodie Lovers:

Share

Nearby media companies