
21/07/2025
রক্তদাতাদের আহ্বান "রক্ত দিন জীবন বাঁচান।
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলের উপর ভয়াবহভাবে একটি ফাইটার জেট বিধ্বস্ত হয়েছে
ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে প্রচুর আহত ও ক্ষতিগ্রস্ত মানুষের খবর পাওয়া গেছে।
💢ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিট
💢কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
💢উত্তরা আধুনিক মেডিকেল কলেজ
💢কুয়েত মৈত্রী হাসপাতাল
💢উত্তরা উইমেন্স মেডিক্যাল কলেজ
💢মনসুরআলী মেডিকেল কলেজ
রক্তদানে আগ্রহীরা এই হাসপাতাল গুলোতে আসুন, প্রচুর রক্ত প্রয়োজন। আপনার এক ব্যাগ রক্ত বাঁচাতে পারে এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে। 😓
আহতদের পাশে দাঁড়ান, রক্তের প্রয়োজনে এগিয়ে আসুন। রক্তের বিকল্প শুধু রক্তই।