MD TAJUL ISLAM

MD TAJUL ISLAM আল্লাহকে ভয় পাও জীবনে অনেক কিছু করতে পারবে ইনশাআল্লাহ

বাঙালী কখনো কারো ভালো দেখতে পারে না - এটাই সত্যি  কি দরকার ছিলো এই ছেলেটার পিছে লাগার -  Thought Of Billal সে তার নিজের ...
23/05/2025

বাঙালী কখনো কারো ভালো দেখতে পারে না - এটাই সত্যি কি দরকার ছিলো এই ছেলেটার পিছে লাগার - Thought Of Billal সে তার নিজের যোগ্যতায় এগিয়ে যাচ্ছিলো - হঠাৎ দেখলাম আজ তার পেইজটি নেই । নিজের একটা জাগয়া তৈরী করতে কতটা কষ্ট হয় ,কেবল সেই জানে । জানিনা কে বা কারা এই কাজটি করছে , তাকে তো দেখলাম নিজের পাশাপাশি অন্য মানুষেরদের উপকার করে আসছে - এটা তো দোষের কিছু ছিলো না - দোয়া রইলো ভাই ,সব যেন ঠিক হয়ে যায় ।

মানুষ কতটা স্বার্থপর সারা জীবন নিঃস্বার্থভাবে ৩ হাজারের বেশি মানুষের কবর খোঁড়া মনু মিয়া হাসপাতালের শয্যায়, আর এ সুযোগে ৫...
19/05/2025

মানুষ কতটা স্বার্থপর
সারা জীবন নিঃস্বার্থভাবে ৩ হাজারের বেশি
মানুষের কবর খোঁড়া মনু মিয়া
হাসপাতালের শয্যায়, আর এ সুযোগে ৫০ বছর ধরে বিনা*পারিশ্রমিকে মানুষের ক'বর খোঁড়া মানুষটির প্রিয় ঘোড়াটি মে*রে ফেলল দুর্বৃত্তরা।

কবর খুঁড়তে দূরের যাত্রায় দ্রুত পৌঁছাতে নিজের জমি ও দোকান বিক্রি করে কয়েক বছর আগে এই ঘোড়াটি কিনেছিলেন মনু মিয়া।

24/04/2025

I got 50 reactions and comments on my posts last week! Thanks everyone for your support! 🎉

19/04/2025

সিগারেট 🚬 খায় না এমন একজন নিষ্পাপ মানুষ দেখতে চাই

বরাবর           মাননীয় প্রধান উপদেষ্টা।           অন্তবর্তী কালীন সরকার বাংলাদেশ।বিষয়ঃ "চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ জেনা...
15/04/2025

বরাবর
মাননীয় প্রধান উপদেষ্টা।
অন্তবর্তী কালীন সরকার বাংলাদেশ।

বিষয়ঃ "চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতাল" ৩ টির মধ্যে ১টি হাসপাতাল পর্যটন এলকা -কিশোরগঞ্জে প্রধান করা প্রসঙ্গে।

জনাব,
যথাবিহিত সম্মানপূর্বক, সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি একজন এদেশের সু-নাগরিক।
মহোদয়-আমাদের কিশোরগঞ্জ জেলাটি ১৩ (তের) টি উপজেলা নিয়ে গঠিত একটি শহর।

✅ অন্যান্য জেলার তুলনায় কিশোরগঞ্জ জেলায় ১৩টি উপজেলায় অন্তত ৭৫ লক্ষ জনসাধারণের বসবাস!

✅ এই কিশোরগঞ্জ জেলাটি প্রত্যন্ত অঞ্চলের মানুষ প্রয়োজনীয় চিকিৎসাটুকু পেতে কিভাবে বছরের পর বছর দুর্বিষহ জীবনযাপন করেছে, ভোগান্তির মধ্য দিয়ে সেগুলো বলার কোন ভাষা আমি অধমের নেই।

✅ এমন কি বাংলাদেশের ৬৪ জেলা থেকে আগত পর্যটকরা,, এমনকি বিভিন্ন বাহিরের কান্ট্রি থেকে আগত ফ্রন্টনিয়ার রাও রীতিমতো হিমশিম খাচ্ছে চিকিৎসা সেবা নিয়ে।

✅ মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়! আপনি একবার চিন্তা করে দেখুন মিঠামইন-অষ্ঠগ্রাম থেকে একটা রোগী কিশোরগঞ্জ হয়ে ঢাকা নিয়ে যাইতে প্রায় ৩৫০ থেকে ৪০০ কিলোমিটার গাড়িযোগে যেতে হয়! এমতাবস্থায় নিয়ে যাওয়ার পথে অহরহ রোগী অকালের প্রাণ হারায়।

অতএব, মহোদয়ের নিকট বিনীত আরজ, উপরোক্ত বিষয়াদি সদয় বিবেচনা পূর্বক, কিশোরগঞ্জ একটি আধুনিক হাসপাতাল নির্মানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আপনার একান্ত সুপারিশ ও মর্জি কামনা করছি।

গনমানুষের পক্ষে

নিবেদক
এই অবহেলিতর কিশোরগঞ্জ জেলার, করিমগঞ্জ উপজেলাধী,
বালিয়াবাড়ির বাজারের এক ক্ষুদ্র ব্যবসায়ী।
মোঃ তাজুল ইসলাম....... ✍️

অনূলিপিঃ
মাননীয় প্রধান উপদেষ্টা












বয়স্ক ভাতা ও বিধবা ভাতার আবেদন শুরু হয়ে গেল যাদের প্রয়োজন যোগাযোগ করতে পাড়েন।
08/04/2025

বয়স্ক ভাতা ও বিধবা ভাতার আবেদন শুরু হয়ে গেল যাদের প্রয়োজন যোগাযোগ করতে পাড়েন।

07/04/2025

ডিজিটাল মার্কেটিং কী?
ডিজিটাল মার্কেটিং হলো ইন্টারনেট ও ডিজিটাল মাধ্যম ব্যবহার করে পণ্য বা সেবা প্রচার করার পদ্ধতি। এটি মূলত অনলাইন প্ল্যাটফর্ম যেমন– ফেসবুক, গুগল, ইউটিউব, ইমেইল, ওয়েবসাইট ইত্যাদির মাধ্যমে করা হয়।

---

ডিজিটাল মার্কেটিং-এর প্রধান উপাদানগুলো:

1. সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন (SEO): গুগলে আপনার ওয়েবসাইট যেন সহজেই খুঁজে পাওয়া যায়, সে জন্য কৌশল প্রয়োগ।

2. সোশ্যাল মিডিয়া মার্কেটিং (SMM): ফেসবুক, ইনস্টাগ্রাম, লিংকডইন, টিকটক ইত্যাদিতে ব্র্যান্ড প্রচার।

3. পেইড এডভার্টাইজিং (PPC): গুগল অ্যাডস বা ফেসবুক অ্যাডের মাধ্যমে টার্গেট কাস্টমারদের কাছে পৌঁছানো।

4. ইমেইল মার্কেটিং: সাবস্ক্রাইবারদের নিয়মিত ইমেইল পাঠিয়ে সম্পর্ক গড়ে তোলা।

5. কন্টেন্ট মার্কেটিং: ব্লগ, ভিডিও, ইনফোগ্রাফিক ইত্যাদি কনটেন্টের মাধ্যমে গ্রাহকের কাছে পৌঁছানো।

Address

Karimganj
2300

Website

Alerts

Be the first to know and let us send you an email when MD TAJUL ISLAM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share