15/04/2025
বরাবর
মাননীয় প্রধান উপদেষ্টা।
অন্তবর্তী কালীন সরকার বাংলাদেশ।
বিষয়ঃ "চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতাল" ৩ টির মধ্যে ১টি হাসপাতাল পর্যটন এলকা -কিশোরগঞ্জে প্রধান করা প্রসঙ্গে।
জনাব,
যথাবিহিত সম্মানপূর্বক, সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি একজন এদেশের সু-নাগরিক।
মহোদয়-আমাদের কিশোরগঞ্জ জেলাটি ১৩ (তের) টি উপজেলা নিয়ে গঠিত একটি শহর।
✅ অন্যান্য জেলার তুলনায় কিশোরগঞ্জ জেলায় ১৩টি উপজেলায় অন্তত ৭৫ লক্ষ জনসাধারণের বসবাস!
✅ এই কিশোরগঞ্জ জেলাটি প্রত্যন্ত অঞ্চলের মানুষ প্রয়োজনীয় চিকিৎসাটুকু পেতে কিভাবে বছরের পর বছর দুর্বিষহ জীবনযাপন করেছে, ভোগান্তির মধ্য দিয়ে সেগুলো বলার কোন ভাষা আমি অধমের নেই।
✅ এমন কি বাংলাদেশের ৬৪ জেলা থেকে আগত পর্যটকরা,, এমনকি বিভিন্ন বাহিরের কান্ট্রি থেকে আগত ফ্রন্টনিয়ার রাও রীতিমতো হিমশিম খাচ্ছে চিকিৎসা সেবা নিয়ে।
✅ মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়! আপনি একবার চিন্তা করে দেখুন মিঠামইন-অষ্ঠগ্রাম থেকে একটা রোগী কিশোরগঞ্জ হয়ে ঢাকা নিয়ে যাইতে প্রায় ৩৫০ থেকে ৪০০ কিলোমিটার গাড়িযোগে যেতে হয়! এমতাবস্থায় নিয়ে যাওয়ার পথে অহরহ রোগী অকালের প্রাণ হারায়।
অতএব, মহোদয়ের নিকট বিনীত আরজ, উপরোক্ত বিষয়াদি সদয় বিবেচনা পূর্বক, কিশোরগঞ্জ একটি আধুনিক হাসপাতাল নির্মানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আপনার একান্ত সুপারিশ ও মর্জি কামনা করছি।
গনমানুষের পক্ষে
নিবেদক
এই অবহেলিতর কিশোরগঞ্জ জেলার, করিমগঞ্জ উপজেলাধী,
বালিয়াবাড়ির বাজারের এক ক্ষুদ্র ব্যবসায়ী।
মোঃ তাজুল ইসলাম....... ✍️
অনূলিপিঃ
মাননীয় প্রধান উপদেষ্টা