সকালের সূর্য

সকালের সূর্য Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সকালের সূর্য, Newspaper, CDC School kasba upazila Brahmanbaria, Kasba.

13/06/2025
বিজ্ঞানী তৈমুর রেজা শাহজাদা আর নেইসূর্য ডেস্ক॥কসবা উপজেলার তালতলা গ্রামের কৃতি সন্তান বিজ্ঞানী তৈমুর রেজা শাহজাদা(৭৫) আজ...
13/06/2025

বিজ্ঞানী তৈমুর রেজা শাহজাদা আর নেই

সূর্য ডেস্ক॥
কসবা উপজেলার তালতলা গ্রামের কৃতি সন্তান বিজ্ঞানী তৈমুর রেজা শাহজাদা(৭৫) আজ (১৩ জুন)সকালে হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।তিনি তালতলা গ্রামের মরহুম ফজলুল করিমের ৮ পুত্রের মধ্যে জ্যৈষ্ঠ পুত্র ছিলেন।মৃত্যুকালে তিনি স্ত্রী ,এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন।তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।আজ বাদ আসর তালতলা জামে মসজিদ প্রাঙ্গনে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়েছে।

কসবায় মসজিদ কমিটি গঠন নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে নারীসহ আহত ৪॥এলাকায় থমথমে অবস্থাসূর্য ডেস্ক॥রাহ্মণবাড়িয়াজেলার কসবা উপজেলা...
12/06/2025

কসবায় মসজিদ কমিটি গঠন নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে নারীসহ আহত ৪॥এলাকায় থমথমে অবস্থা

সূর্য ডেস্ক॥

রাহ্মণবাড়িয়াজেলার কসবা উপজেলার কুটি ইউনিয়নের শরতনগর গ্রামে আজ বৃহস্পতিবার (১২জুন) বিকেলে মসজিদ কমিটি গঠন ও ইমাম পরিবর্তনকে কেন্দ্র করে ভূঁইয়া ও মিয়া গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক নারীসহ মোট ৪ জন আহত হয়েছেন।এদের দুজনকে গুরুতর অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদের ইমাম ও মসজিদ কমিটি নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। আজ বিষয়টি নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে কথা কাটাকাটির সুত্র ধরে মারামারির ঘটনা ঘটে। উভয় পক্ষে দেশীয় অস্রসস্রে মারামারিতে রূপ নেয়।
খবর পেয়ে কসবা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতরা হলেন:
জয়নাল ভূঁইয়ার ছেলে ফোরকান ভুইয়া (৫০), কামাল ভূঁইয়ার ছেলে রায়হান ভুইয়া (১৯), মৃত সোলাইমান মিয়ার স্ত্রী মোমেনা খাতুন (৬৫) ও কামাল মিয়ার ছেলে মোঃ রাকিব মিয়া (২০)।
তাঁরা সবাই শরতনগর গ্রামের বাসিন্দা।

কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে পরবর্তী সহিংসতা রোধে গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি। উভয়পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে।
ওই এলাকার অধিবাসী সাবেক জেলা পরিষদ সদস্য আইয়ুব আলি ভুইয়া জানান এলাকার প্রবীণ লোকজন পুলিশের সংগে টহল দিচ্ছেন যাতে আর কোনো ঝগড়া না হয়।

Celebrating my 8th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉I...
12/06/2025

Celebrating my 8th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉It’s only Shokaler Surjo’s friend’s and followers.Thank you.

11/06/2025

কসবায় বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সম্ভাব্য প্রার্থী
কবির আহম্মদ ভুইয়াঃক্ষমতায় আসলে কসবাকে শিল্প নগরী হিসেবে গড়ে তুলবেন

সূর্য প্রতিবেদক॥

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার পৌর মুক্তমঞ্চে ১১ এপ্রিল বিকেল ৪টায় কসবা উপজেলা বিএনপির উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট ফকরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি থেকে ব্রাহ্মনবাড়িয়া-৪ এর সম্ভাব্য সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশি জেলা বিএনপির সদস্য আলহাজ্ব কবির আহম্মদ ভুইয়া।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর বিএনপির নেতা-কর্মীরা মিছিল সহকারে অংশগ্রহণ করেন। নারী পুরুষের উপস্থিতিতে মুক্তমঞ্চ প্রাঙ্গন কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক
বেলাল উদ্দিন সরকার ।অন্যান্যদের বক্তব্য রাখেন,পৌর বিএনপি সভাপতি শরিফুল ইসলাম ভুইয়া,উপজেলা সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন,পৌর বিএনপি সাধারন সম্পাদক আয়ুম খান প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর পর এ ধরনের একটি অনুষ্ঠান আয়োজন করতে পারা তাঁদের জন্য এক আনন্দের বিষয়।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া বলেন, “আমি কসবার জনসাধারণকে আন্তরিক ধন্যবাদ জানাই—আপনারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। আমি একসময় আওয়ামী লীগ সরকারের সময় গুম হয়েছিলাম, কিন্তু আপনাদের দোয়ায় আজ আমি আবার আপনাদের মাঝে ফিরে এসেছি।”

কবির আহম্মদ তার বক্তৃতায় কসবাকে একটি আধুনিক শিল্পনগরীতে রূপান্তরিত করার প্রতিশ্রুতি দেন। কসবার বহুদিনের দাবি—গ্যাস সংযোগ—খুব শিগগিরই বাস্তবায়িত হবে তিনি সকলকে আশ্বস্থ করেন॥

।প্রেসবিজ্ঞপ্তি। ৫জুন ২০২৫*কসবা-আখাউড়া উপজেলাকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত মডেল এলাকা করতে চাই: আতাউর*কসবা ও আখাউড়া ...
05/06/2025

।প্রেসবিজ্ঞপ্তি।
৫জুন ২০২৫

*কসবা-আখাউড়া উপজেলাকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত মডেল এলাকা করতে চাই: আতাউর*

কসবা ও আখাউড়া উপজেলাকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত মডেল এলাকা করার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সেক্রেটারি ও ব্রাহ্মণবাড়ীয়া-৪ আসনে দলটির মনোনিত প্রার্থী মো. আতাউর রহমান সরকার।

তিনি বলেছেন, শিক্ষা, সাহিত্য-সাংস্কৃতিক ক্ষেত্রে অগ্রগামী এবং অনেক গুনি জনের জন্মস্থান কসবা- আখাউড়া উপজেলাকে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকমুক্ত সমৃদ্ধ উপজেলায় পরিণত করতে সৎ, যোগ্য, দক্ষ ও দেশপ্রেমিক আল্লাহ ভীরু নেতৃত্বের বিকল্প নেই। জামায়াত জাতির সামনে সে ধরনের নেতৃত্বই তুলে ধরেছেন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়ন অফিসে জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়ীয়া-৪(কসবা-আখাউড়া উপজেলার) উদ্যোগে আসন পরিচালনা কমিটির বৈঠকে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

জেলা জামায়াতের সমাজ কল্যাণ সেক্রেটারি ও ব্রাহ্মণবাড়ীয়া-৪ আসন পরিচালক আবুল বাসার ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বক্তব্য রাখেন—কসবা উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও আসন কমিটির সদস্য সচিব মাওলানা শিবলী নোমানী, আখাউড়া উপজেলা আমীর ইকবাল হোসেন ভুইয়া, সেক্রেটারি বোরহান উদ্দিন খান, কসবা পৌরসভা আমীর হারুন অর রশিদ, সেক্রেটারি মিজানুর রহমান, কসবা উপজেলা সেক্রেটারি গোলাম সারওয়ার প্রমুখ।

আতাউর রহমান সরকার বলেন, বি-বাড়ীয়া থেকে আখাউড়া হয়ে কসবা পর্যন্ত রাস্তাটি আজ খানাখন্দে ভরা। দীর্ঘ দিন ধরে রাস্তাটি মেরামত না হওয়ায় এ এলাকার জনগণ অবর্ণনীয় দুর্ভোগের শিকার হচ্ছে।

দ্রুততম সময়ে মেরামতের কাজ শেষ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অন্তবর্তিকালীন সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।

বৈঠকে নির্বাচন পরিচালনা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। ঈদ উল আযহা উপলক্ষে কসবা-আখাউড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঈদ পুনর্মিলনী ও গণসংযোগ কর্মসূচি চূড়ান্ত করা হয়।

05/06/2025
05/06/2025

আইন শৃঙ্খলা এবং চোরাচালান ও টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সূর্য ডেস্ক॥
ব্রাহ্মনবাড়িয়া জেলার কসবা উপজেলা আইন শৃঙ্খলা এবং চোরাচালান কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৮ মে বুধবার উপজেলা নির্বাহী অফিসার মোঃছামউ ইসলাম এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), কসবা মোঃ আবদুল কাদের, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবু তৌহিদ, বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শরিফুল হক স্বপন, পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ আলী আশরাফ, জামাত ইসলামের উপজেলা নায়েবে আমির পীরজাদা শিবলী নোমানী,
এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কসবা তফজ্জল আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও কসবা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য মোঃ আবুল কালাম আজাদ, এনসিপির প্রতিনিধি মোঃ শাহিন, বিজিবির কর্মকর্তাবৃন্দ,বিভিন্ন রাজনৈতিক দলের নের্তৃবৃন্দ। অংশগ্রহনকারী সকলেই বর্ডার বেল্ট হিসেবে কসবাকে মাদকমুক্ত করার
অঙ্গীকার নিয়ে বক্তব্য রাখেন।সভাপতি তার বক্তব্যে বিজিবিকে ঈদ উল আজহা উপলক্ষে ভারত থেকে গরু চোরাচালান প্রতিরোধে তৎপর থাকার কঠোর নির্দেশনা প্রদান করেন।

28/05/2025

ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন কসবা তফজ্জল আলী ডিগ্রি কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হলো।গত ২২ 'মে বৃহস্পতিবার সকাল ১১ টায় কলেজের হল রুমে অনুষ্ঠান আরম্ভ হয়ে দুপুর ২ টায় সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোঃআবুল কালাম আজাদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও কলেজ গভর্নিং বডির সভাপতি মোঃ ছামিউল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য মোঃ আবদুল হান্নান মাস্টার। বক্তব্য রাখেন অভিভাবক পৌর বি এন পি' র সাবেক সাধারণ সম্পাদক মোঃআলমগীর কবির, সহকারী অধ্যাপক মোঃমোবারক হোসেন,সহকারী অধ্যাপক হাসিনা জান্নাত, প্রভাষক মোঃ মমতাজ আলী,ছাত্র নেতা মোঃ জুয়েল, ২য় বর্ষের ছাত্র আবুল কাশেম প্রমুখ। প্রধান অতিথি অভিভাবকদের উদ্দেশ্যে বক্তব্যে বলেন আপনারা আপনাদের সন্তানদের প্রতি খেয়াল রাখুন, তাদের প্রতি আরো যত্নশীল হউন। আপনার সন্তান কোথায় যায় কার সাথে ঘোরাফেরা করে খোজ নিন। মাদকের কড়াল গ্রাস থেকে শিক্ষার্থীদের বাচাতে হলে মা বাবাদের অত্যন্ত সচেতন হতে হবে। পড়ালেখায় যাতে ঠিক ভাবে মনযোগ দেয় সেজন্য বাবা মাকে সময় দিতে হবে। জুন মাসে অনুষ্ঠিতব্য এইচ এস সি পরীক্ষা নকল মুক্ত হবে। আপনারা আমাকে সাহায্য করুন। যারা নকলের সাথে সম্পৃক্ত হবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মোঃআলমগীর ওসমান ভুইয়া।

24/05/2025

চিলড্রেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজিত -২০২৪ এর বৃত্তির ফলাফল :
প্রথম শ্রেণি
————-
১.সাকিয়া জাহান সাবা -ট্যালেন্টপুল-প্রাপ্ত নম্বর -৯৭ ,সিডিসি,
২.আদিরা নূর-ট্যালেন্টপুল-প্রাপ্ত নম্বর ৯৬,সিডিসি
৩.আয়েশা সিদ্দিকা-ট্যালেন্টপুল- প্রাপ্ত নম্বর-৯৬,সিডিসি
৪.অর্ণেশা পাল-ট্যালেল্টপুল-প্রাপ্ত নম্বর-৯৫.৫,সিডিসি
৫.তাবাচ্ছুম আক্তার-ট্যালেন্টপুল-প্রাপ্ত নম্বর-৯৫,সিডিসি
৬.আদ্রিকা বনিক-ট্যালেন্টপুল-প্রাপ্ত নম্বর- ৯৪.৫,সিডিসি

দ্বিতীয় শ্রেণি
—————-
৭. রূপন্তি রানী সাহা -ট্যালেন্টপুল-রুপন্তি রানী সাহা -ট্যালেন্টপুল- প্রাপ্ত নম্বর-৯৭.৫-সিডিসি ,
৮.খাদিজাতুল জায়েদা- ট্যালেন্টপুল-প্রাপ্ত নম্বর ৯৭.৫-বিলঘর সরঃপ্রাথমিক বিদ্যালয়
৯.সাব্বির হোসেন বিজয়-ট্যালেন্টপুল-প্রাপ্ত নম্বর ৯৫.৫-সিডিসি,
১০.আসাদ আল ফাহাদ-ট্যালেন্টপুল-প্রাপ্ত নম্বর ৯৬,সিডিসি,
১১.আহিল ইসলাম আরিয়ান-ট্যালেন্টপুল-প্রাপ্ত নম্বর-৯৫.৫ কসবা মডেল সর.বালিকা প্রাথমিক বিদ্যালয়,
১২.মোহনা সাহা-ট্যালেন্টপুল-প্রাপ্ত নম্বর-৯৫,সিডিসি।

তৃতীয় শ্রেণি
———————
১৩.নুসাইবা খান-ট্যালেন্টপুল-প্রাপ্ত নম্বর-৯৯.৫,সিডিসি,
১৪.মো.সৈকত হাসান ,ট্যালেল্টপুল-প্রাপ্ত নম্বর-৯৩,সিডিসি,
১৫.সাউদা জাহান,ট্যালেন্টপুল-প্রাপ্ত নম্বর-৯০,সিডিসি

৪র্থ শ্রেণি
—————
১৬.তাসাউফ হোসেন ,ট্যালেন্টপুল-প্রাপ্ত নম্বর-৯২.৫,সিডিসি,
১৭.যারীন তাসনিম চৌধুরী-ট্যালেন্টপুল-প্রাপ্ত নম্বর-৯১,সিডিসি,
১৮.ক্রীয়া ভৌমিক কনা -ট্যালেল্টপুল-প্রাপ্ত নম্বর-৯১,
১৯.মৈত্রী ভৌমিক-ট্যালেন্টপুল-প্রাপ্ত নম্বর-৯১

৫ম শ্রেণি
——————
২০.সিয়াম মোল্লা -ট্যালেন্টপুল- প্রাপ্ত নম্বর-৯৭ ,সিডিসি
২১.জান্নাতুল মাওয়া -ট্যালেন্টপুল-প্রাপ্ত নম্বর-৯০.৫,তালতলা সর.প্রা.বিদ্যালয়,
২২.জান্নাতুল মরিয়ম তাজুবা-ট্যালেন্টপুল,প্রাপ্ত নম্বর-৯০.৫ সিডিসি।

সাধারন গ্রেড
——————-
১.তাকিয়া বিনতে আলিম -প্রথম শ্রেণি- সা.গ্রেড -সিডিসি,কসবা।
২.আদ্বীন ইসলাম মৃধা-প্রথম শ্রেণি -সা.গ্রেড-ইমাম প্রি ক্যাডেট।
৩.নুসরাত জাহান নাজিফা-দ্বিতীয় শ্রেণি-সা.গ্রেড -কসবা মডেল সর.প্রাথমিক বিদ্যালয়।
৪.সাইফ মুনতাসির -দ্বিতীয় শ্রেণি-সা.গ্রেড-চাইল্ড হ্যাভেন প্রি ক্যাডেট স্কুল
৫.ইমরানুল জান্নাত-তৃতীয় শ্রেণি-সা.গ্রেড- আড়াইবাড়ি সর.প্রাথমিক বিদ্যালয়।
৬.তাসকিন আহম্মেদ, তৃতীয় শ্রেণি- সা.গ্রেড-তালতলা সরকারী প্রা.বিদ্যালয়।
৭.সিয়াম-৪র্থ -সা.গ্রেড-শিকারপুর সর.প্রাথমিক বিদ্যালয়।
৮.মো.আরফিন-৪র্থ -সা.গ্রেড-গোপিনগর বেলতলী সর.প্রাথমিক বিদ্যালয়।
৯.আয়েশা জাহান ইন্নি -সা.গ্রেড-দ্বিতীয় শ্রেণি -কসবা মডেল সর.প্রাথমিক বিদ্যালয়।
১০.ফারদিন হাসান - ৫ম শ্রেণি,সা.গ্রেড-বিশাড়াবাড়ি সর.প্রাথমিক বিদ্যালয়
১১.মাহিয়া আক্তার- ৫ম শ্রণি ,সা.গ্রেড-বিলঘর সর.প্রাথমিক বিদ্যালয়।
১২.ইসমাইল জাবেরি ইবনে হেলাল-তৃতীয় শ্রেণি-সা.গ্রেড -তারাপুর ইদ্রিছ মিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়

মো.সোলেমান খান ওসমান খান রহুল আমিন
সভাপতি সা.সম্পাদক শিক্ষা সচিব

17/05/2025

তোমাদের সংগঠন বিরোধী কার্যকলাপের জন্য ,সংগঠনের সংবিধান আমাকে যে ক্ষমতা দিয়েছে তা ই প্রয়োগ করেছি।এখন আমি নেই আমি ছাড়া সবাই মিলেমিশে নির্বাচন করো ।এতেই আমি খুশি থাকবো।
—-সোলেমান খান
প্রতিষ্ঠাতা সভাপতি ,কসবা প্রেসক্লাব

Address

CDC School Kasba Upazila Brahmanbaria
Kasba
3460

Alerts

Be the first to know and let us send you an email when সকালের সূর্য posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সকালের সূর্য:

Share

Category